আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

মিছিল-সমাবেশ নিষিদ্ধসহ সচিবালয়ের নিরাপত্তা ৭টি জরুরি নির্দেশনা জারি করেছে সরকার

এনসিপি নেতা সারজিস আলমের বিরুদ্ধে গাজীপুরের একজন বিএনপি নেতা মানহানির মামলা করেছেন। মাইলস্টোনের ঘটনায় ক্ষতিপূরণ ও ক্যাম্পাস স্থানান্তরসহ আট দাবি হতাহতদের স্বজনদের। প্রতিরক্ষা সহায়তা, জ্বালানি, এবং ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে পাঁচটি সমঝোতা স্মারক এবং তিনটি নোট অব এক্সচেঞ্জ সই করেছে বাংলাদেশ ও মালয়েশিয়া।

সরাসরি কভারেজ

  1. মঙ্গলবার সারাদিন যা যা হলো-

    • বাংলাদেশ সচিবালয়ের ভেতরে নিরাপত্তায় মিছিল-সমাবেশ নিষিদ্ধসহ ৭টি জরুরি নির্দেশনা জারি করেছে সরকার। সন্ধ্যা ছয়টার পর সচিবালয়ের ভেতরে জরুরি দাপ্তরিক প্রয়োজনে অবস্থান করতে হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করতে হবে বলেও জানানো হয়েছে সরকারি নির্দেশনায়।
    • দেশের অর্থনীতিতে প্রবাসীরা গুরুত্বপূর্ণ অবদান রাখছে জানিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে অন্তর্বর্তী সরকার।
    • আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে না বলে মনে করেন জাতীয় নাগরিক পার্টি- এনসিপি’র মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
    • জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার পক্ষে আইনজীবী হতে চেয়েছিলেন সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না। তবে সে আবেদন খারিজ করে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
    • প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান হিসেবে একই ব্যক্তিকে চান না ৮৭ শতাংশ মানুষ। বেসরকারি প্রতিষ্ঠান সুশাসনের জন্য নাগরিক বা সুজনের জনমত জরিপে এই তথ্য উঠে এসেছে।
    • হতাহতদের ক্ষতিপূরণ এবং কলেজ ক্যাম্পাস স্থানান্তরসহ আট দফা দাবিতে কাফন মিছিল ও মানববন্ধন করেছেন উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের সদস্যরা।
    • গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ এনে এনসিপি নেতা সারজিস আলমের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন এক বিএনপি নেতা।
    • রাশিয়া-ইউক্রেনের মধ্যে যুদ্ধ অবসানের বিষয়ে আলোচনা করতে ১৫ই অগাস্ট বৈঠকে বসার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের।
    • জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আরও এক মাস বাড়িয়েছে সরকার। আগামী ১৫ই সেপ্টেম্বর পর্যন্ত নতুন মেয়াদ নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
    • প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, ফেব্রুয়ারির মাঝামাঝিতেই নির্বাচনের জন্য প্রস্তুত বাংলাদেশ। মঙ্গলবার মালয়েশিয়ায় দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
    • প্রতিরক্ষা সহায়তা, জ্বালানি, এবং ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে পাঁচটি সমঝোতা স্মারক এবং তিনটি নোট অব এক্সচেঞ্জ সই করেছে বাংলাদেশ ও মালয়েশিয়া।

    বিবিসি বাংলার লাইভ পাতাটি আজকের মতো এখানেই শেষ হলো।

    নতুন খবর নিয়ে বুধবার আবার লাইভ পাতা চালু হবে।

    বিবিসি বাংলার আরো খবর রয়েছে আমাদের মুলপাতায়

  2. ঘোষণাপত্রে ছাড় দিয়েছি, জুলাই সনদে এক পার্সেন্ট ছাড়ও দিবো না: নাহিদ ইসলাম

    জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই ঘোষণাপত্রে ছাড় দিয়েছি, জুলাই এক পার্সেন্ট ছাড়ও আমরা দিবো না।

    তিনি বলেন, “যে মৌলিক সংস্কারের রূপরেখা জনগণের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, মৌলিক সংস্কার, যে বন্দোবস্তের কথা আমরা বলেছি, যেখানে গণতন্ত্র নিশ্চিত হবে, স্বৈরতন্ত্র আর ফিরে আসবে না, রাষ্ট্র কাঠামোকে গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলবো, সেই জুলাই সনদে আমরা এক বিন্দু পরিমাণ ছাড় দিবো না”।

    মঙ্গলবার বিকেলে ঢাকায় এক অনুষ্ঠানে এ কথা বলেন নতুন রাজনৈতিক দল এনসিপির এই নেতা।

    তিনি বলেন, “যদি রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে জাতীয় ঐক্য ধরে রাখতে না পারে, দেশের স্থিতিশীলতা ধরে রাখতে নিজেদের মধ্যে ছাড় দেওয়ার মানসিকতা তৈরি না হয়, ফলে আরেকটি এক এগারো আসবে। কেননা, আমরা ইতিহাসে এটাই দেখেছি”।

    রাজনৈতিক সংকট রাজনৈতিকভাবে মোকাবিলার পরামর্শ দিয়ে মি. ইসলাম বলেন, “আমরা মনে করি রাজনৈতিক সমস্যার সমাধান রাজনৈতিক দলগুলোকেই বসে করতে হবে এবং সেই সংস্কৃতি বাংলাদেশে কায়েম করতে হবে। যদি রাজনৈতিক দলগুলো ব্যর্থ হয় তাহলে লাভবান হবে ডিজিএফআই। লাভবান হবে অরাজনৈতিক শক্তি। লাভবান হবে বিভিন্ন বৈদেশিক শক্তি”।

  3. আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে সরকার- প্রধান উপদেষ্টা

    দেশের অর্থনীতিতে প্রবাসীরা গুরুত্বপূর্ণ অবদান রাখছে জানিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার।

    মালয়েশিয়ায় সফররত অধ্যাপক ইউনূস মঙ্গলবার প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন। বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসস এই তথ্য জানিয়েছে।

    প্রধান উপদেষ্টা মালয়েশিয়া প্রবাসীদের উদ্দেশ্যে বলেন, “আমরা দায়িত্ব গ্রহণের পর থেকে চেষ্টা করেছি প্রবাসীদের সঙ্গে আলোচনা করতে, তাদের কথাগুলো শুনতে। আপনাদের অনেক ন্যায্য অভিযোগ রয়েছে। আমরা এই সমস্যাগুলো সমাধানের জন্য ধারাবাহিকভাবে চেষ্টা করে যাচ্ছি। জটিলতা কমানোর চেষ্টা করে যাচ্ছি”।

    বাংলাদেশের অর্থনৈতিক দুরবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে প্রবাসীদের ভূমিকার কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, “দেশের পরিস্থিতি এখন অনেকটাই স্বস্তির জায়গায় ফিরেছে। অর্থনীতি ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে আপনারা বড় অবদান রেখেছেন”।

    অধ্যাপক ইউনূস বলেন, ‘আমরা এখন নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত। আমি ইতোমধ্যে নির্বাচনের সময় ঘোষণা করেছি। এই নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে সরকার কাজ করছে। আশা করছি, এবার আপনাদের নতুন অভিজ্ঞতা হবে। আপনারা সবাই ভোটার হবেন, ভোট দেবেন। নির্বাচন কমিশনারের সাথে আমরা এ বিষয়ে আলোচনা করেছি। তারা প্রস্তুতি নিচ্ছেন”।

  4. ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

    আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে না বলে মনে করেন জাতীয় নাগরিক পার্টি- এনসিপি’র মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

    মঙ্গলবার সকালে ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশন এনসিপির যুব সংগঠন যুবশক্তির সম্মেলনে এই মন্তব্য করেন তিনি।

    মি. পাটওয়ারী বলেন, “বর্তমান সময়ে ইলেকশনের ডেট ঘোষণা হয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না”।

    এরপর উপস্থিত দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, “শুনেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না কারণ, যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়- আমার যে ভাইয়েরা রক্ত দিয়েছিল সংস্কারের জন্য, একটি নতুন সংবিধানের জন্য, তাহলে কবরে গিয়ে তার লাশটা ফেরত দিতে হবে এই সরকারকে”।

    “আমার যে ভাইয়ের হাতটা চলে গিয়েছিল, সংস্কার কাজ শেষ না করে যদি নির্বাচন হয় তাহলে এই সরকারকে আমার ভাইয়ের হাতটা ফেরত দিতে হবে। যে মায়ের বুক খালি হয়েছিল, যদি সংস্কার ছাড়া নির্বাচন হয় একটা নতুন সংবিধান ছাড়া বাংলাদেশে নির্বাচন হয় তাহলে ওই মায়ের বুকের সন্তানকে ফেরত দিতে হবে”, যোগ করেন মি. পাটওয়ারী।

    গত বছরের জুলাই অগাস্টের আহত নিহতদের পরিবারের দুঃখ দুর্দশার কথা তুলে ধরে এনসিপির এই নেতা বলেন, “অনেক বাচ্চাকে দেখেছি, এখনো বুকের দুধ পান করে কিন্তু বাবা শহীদ হয়েছে। তাদের সাথে যখন কথা বলেছি। তাদের মুখে কোন ভাষা পাইনি, শুধু চোখের ভাষা পেয়েছি। যে চোখের ভাষা ছিল অশ্রু”।

    সংস্কারের প্রয়োজনীয় তুলে ধরে মি. পাটওয়ারী বলেন, “বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি, একই সংস্কৃতির ডামাডোলে, একই ফ্যাসিবাদী সংবিধানে একই সিস্টেমের মধ্য দিয়ে আমরা নির্বাচনে যাচ্ছি। তাহলে এতগুলো মানুষ শহীদ হওয়ার প্রয়োজন কী ছিল? এতগুলো মানুষ আহত হওয়ার প্রয়োজন কী ছিল”?

  5. মিছিল-সমাবেশ নিষিদ্ধসহ সচিবালয়ের নিরাপত্তা ৭টি জরুরি নির্দেশনা জারি করেছে সরকার

    বাংলাদেশ সচিবালয়ের ভেতরে নিরাপত্তায় বেশ কিছু কঠোর পদক্ষেপ নিয়েছে সরকার। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক চিঠিতে এই নির্দেশনা জারি করা হয়।

    স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই নির্দেশনায় সচিবালয়ের ভেতরে মিছিল, সমাবেশ ও গণজমায়েত নিষিদ্ধ করা হয়েছে।

    সন্ধ্যা ছয়টার পর সচিবালয়ের ভেতরে জরুরি দাপ্তরিক প্রয়োজনে অবস্থান করতে হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করতে হবে বলেও জানানো হয়েছে সরকারি নির্দেশনায়।

    নির্দেশনায় আরো বলা হয়েছে, সচিবালয়ের অভ্যন্তরে অবস্থিত বিভিন্ন মন্ত্রণালয় বা বিভাগের সম্মেলন কক্ষে অননুমোদিত কোনো সভা বা সমাবেশ অথবা কোনো পেশাগত সংগঠন, সমিতির সভা, সম্মেলন, বৈঠক করা যাবে না।

    এছাড়াও সাপ্তাহিক ছুটি কিংবা অন্য কোনো ছুটির দিনে সচিবালয়ের ভেতরে দাপ্তরিক প্রয়োজনে অবস্থান করতে হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্বানুমতি নিতে হবে।

    সচিবালয়ের ভেতরে কর্মরত কর্মকর্তা/কর্মচারীদের সচিবালয়ে প্রবেশ পাস দৃশ্যমান রাখতে হবে, সচিবালয়ের অভ্যন্তরের কোনো ভবন বা প্রাঙ্গণে কোনোরূপ লিফলেট বিতরণ, ব্যানার বা ফেস্টুন ঝুলানো বা স্থাপন করা যাবে না এবং সচিবালয়ে প্রবেশকালীন গাড়ি বা ব্যক্তির নিরাপত্তা তল্লাশি দায়িত্বরত নিরাপত্তা বাহিনী নিশ্চিত করবে।

    স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. জসিম উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তি এসব নির্দেশনার কথা জানানো হয়েছে।

  6. মোজায় করে কচ্ছপ পাচারের দায়ে যুক্তরাষ্ট্রে একজনের কারাদণ্ড

    মোজায় মোড়ানো অবস্থায় এবং খেলনা বলে মিথ্যা লেবেল লাগিয়ে প্রায় ৮৫০টি কচ্ছপ রপ্তানির দায়ে একজন চীনা ব্যক্তিকে দোষী সাব্যস্ত করেছে যুক্তরাষ্ট্রের একটি আদালত।

    সংরক্ষিত প্রজাতির এই কচ্ছপগুলো ২০২৩ সালের অগাস্ট থেকে ২০২৪ সালের নভেম্বরের মধ্যে ২০০টিরও বেশি পার্সেলের মাধ্যমে হংকংয়ে পাঠানো হয়।

    সোমবার মার্কিন বিচার বিভাগ এক বিবৃতিতে জানায়, কচ্ছপ ভর্তি বাক্সগুলোয় "অন্যান্য জিনিসের মধ্যে 'পশুজাতীয় প্লাস্টিকের খেলনা' আছে" বলে লেবেল করাছিল।

    অভিযুক্ত ওয়েই কিয়াং লিন মূলত বিশেষ প্রজাতির কচ্ছপ পাঠাতেন যেগুলো যুক্তরাষ্ট্রের স্থানীয় এবং কিছু পোষাপ্রাণীর মালিকদের কাছে অত্যন্ত মূল্যবান।

    কচ্ছপগুলোর খোলসের ওপর অনন্য চিহ্ন রয়েছে এবং চীনে এগুলোকে একটি মর্যাদার প্রতীক হিসেবে দেখা হয়।

    মার্কিন কর্তৃপক্ষ অনুমান করেছে যে লিনের কাছ থেকে জব্দ করা কচ্ছপগুলোর সম্মিলিত বাজারমূল্য ছিল এক দশমিক ৪ মিলিয়ন ডলারের (এক মিলিয়ন পাউন্ড) মতো। সীমান্ত পার হওয়ার সময় আইন প্রয়োগকারী সংস্থাগুলো যখন কচ্ছপগুলো আটক করে তখন তাকে ধরা হয়।

  7. শেখ হাসিনার আইনজীবী হতে জেড আই পান্নার আবেদন নাকচ করলো ট্রাইব্যুনাল

    গত বছরের জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আইনজীবী হতে চেয়েছিলেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না।

    তবে তাঁর আবেদন খারিজ করে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

    মঙ্গলবার শেখ হাসিনার মামলা শুনানিকালে এক আইনজীবী ট্রাইব্যুনালকে জানান, মি. পান্না শেখ হাসিনার পক্ষে আইনজীবী হিসেবে লড়তে চান পেতে চান।

    তখন ট্রাইব্যুনাল জানায়, আগেই শেখ হাসিনার পক্ষে স্টেট ডিফেন্স (রাষ্ট্র নিযুক্ত আইনজীবী) নিয়োগ দেওয়া হয়েছে। সময় শেষ হয়ে যাওয়ায় তাকে আর শেখ হাসিনার মামলায় আইনজীবী নিয়োগ দেওয়া সম্ভব না।

    শুনানি শেষে দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুর রহমান ব্রিফিংয়ে বলেন, “জেডআই খান পান্না সাহেবকে যেন শেখ হাসিনাকে যেন নিয়োগ করা হয় সেটা বলা হয়েছিল। ইতোমধ্যে শেখ হাসিনাকে ডিফেন্ড করার জন্য একজন আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। যে কারণে তার আবেদন বিবেচনা করার কোন সুযোগ নাই”।

    তিনি আরো বলেন, “তবে তিনি যদি সিভি জমা দিয়ে যান তাহলে অন্য কোন মামলায় ট্রাইব্যুনাল বিবেচনা করে দেখতে পারেন। আইনের অবস্থান হচ্ছে স্টেট ডিফেন্স কে নিয়োগ হবে সেটা ট্রাইব্যুনাল নিজে ঠিক করবে। অন্য কারো কোন সুযোগ নাই। কারো চাওয়ার সুযোগ নাই”।

  8. প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান হিসেবে একই ব্যক্তিকে চান না ৮৭ শতাংশ মানুষ: জরিপ

    প্রধানমন্ত্রী, সংসদনেতা ও দলীয় প্রধানের পদে যাতে আগামীতে একই ব্যক্তি আসতে না পারেন, সেই বিধান চায় দেশের ৮৭ শতাংশ মানুষ। এছাড়া প্রধানমন্ত্রী পদে সর্বোচ্চ দুই মেয়াদের বেশি থাকতে না পারার পক্ষে ৮৯ শতাংশ উত্তরদাতা।

    অন্যদিকে, ৭১ শতাংশ মানুষ উচ্চকক্ষে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতিতে আসন বণ্টন চান।

    বেসরকারি প্রতিষ্ঠান সুশাসনের জন্য নাগরিক বা সুজনের জনমত জরিপে এই তথ্য উঠে এসেছে। মঙ্গলবার ঢাকায় একটি সংবাদ সম্মেলন এই জনমত যাচাইয়ের ফলাফল প্রকাশ করা হয়।

    চলতি বছরের মে থেকে জুলাই পর্যন্ত জরিপটি চালানো হয়। জরিপের জন্য ৪০টি প্রশ্নে সারা দেশের এক হাজার ৩৭৩ জনের মতামত নেওয়া হয় এবং ১৫টি নাগরিক সংলাপ হয়।

    জরিপে অংশ নেওয়া ৬৯ শতাংশ মানুষ দ্বিকক্ষবিশিষ্ট আইনসভার পক্ষে মত দিয়েছেন।

    জনমত জরিপের ফল বলছে, ঘূর্ণমান পদ্ধতিতে নিম্নকক্ষে নারী আসন সংরক্ষণের পক্ষে ৬৩ শতাংশ ও উচ্চকক্ষে নারীদের জন্য ৩০টি আসন সংরক্ষণের পক্ষে ৬৯ শতাংশ মানুষ একমত।

    বিরোধী দল থেকে নিম্নকক্ষে একজন ডেপুটি স্পিকার নিয়োগের পক্ষে মত দিয়েছেন ৮৬ শতাংশ মানুষ। উচ্চকক্ষে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার চান ৮২ শতাংশ মানুষ।

    নির্বাচনকালে নির্বাচনকে প্রভাবিত করতে পারে—নির্বাহী বিভাগের এমন কার্যক্রম গ্রহণে নির্বাচন কমিশনের অনুমতি নেওয়ার বিধান করার পক্ষে মত দিয়েছেন ৮৭ শতাংশ মানুষ।

    ৪৮ ঘণ্টার মধ্যে নির্বাচনের সুষ্ঠুতা, বিশ্বাসযোগ্যতা ও গ্রহণযোগ্যতা সম্পর্কে নির্বাচন কমিশন কর্তৃক প্রত্যয়ন (সার্টিফাই) করে তা গণবিজ্ঞপ্তি হিসেবে প্রকাশ করার পক্ষে ৮৬ শতাংশ মানুষ মত দিয়েছেন।

    ৯২ শতাংশ মানুষ মনে করেন, চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ, দুর্নীতিগ্রস্ত ও সাজাপ্রাপ্ত ব্যক্তিদের দলের সদস্য হওয়ার অযোগ্য ঘোষণা করা উচিত।

    সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সংবাদ সম্মেলনে বলেন, বিদ্যমান পদ্ধতি, প্রক্রিয়া ও প্রতিষ্ঠান শেখ হাসিনাকে স্বৈরাচার হয়ে উঠতে সহায়তা করেছে। যে কারণে এই ব্যবস্থা পরিবর্তন হওয়া দরকার বলেও মনে করেন তিনি।

  9. মাইলস্টোনের ঘটনায় ক্ষতিপূরণ ও ক্যাম্পাস স্থানান্তরসহ আট দাবি হতাহতদের স্বজনদের

    হতাহতদের ক্ষতিপূরণ এবং কলেজ ক্যাম্পাস স্থানান্তরসহ আট দফা দাবিতে কাফন মিছিল ও মানববন্ধন করেছেন উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের সদস্যরা।

    সরকারের পক্ষ থেকে প্রতিটি নিহত শিশুর জন্য পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ এবং প্রতিটি আহত শিশুর সুচিকিৎসা ও এক কোটি টাকা দেওয়ার দাবি জানান তারা।

    একইসঙ্গে এই দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিতের দাবি জানান অভিভাবকরা। মাইলস্টোন স্কুলসহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে কোচিং বাণিজ্য বন্ধের দাবিও করা।

    মাইলস্টোন দুর্ঘটনায় নিহত তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ফাতেমা আক্তারের মামা লিয়ন মীর বলেন, “সরকারের প্রশিক্ষণের যুদ্ধবিমান আমাদের বাচ্চাদের ওপর পড়ে, পুড়ে কয়লা হয়ে আমাদের বাচ্চাগুলো মারা গেছে। আর আমরা সরকারের কাছে আকূল আবেদন জানাবো দেখা করার জন্য, হোয়াট ইজ দিস?”

    এসময় ওই স্কুলের একজন শিক্ষককে অপসারণে ৭২ ঘণ্টার সময়ও বেঁধে দেন অভিভাবকরা। মানববন্ধন করতে চাইলে ওই শিক্ষক এক অভিভাবকের গায়ে হাত তোলেন বলে অভিযোগ করেন তারা।

    উল্লেখ্য, গত ২১শে জুলাই উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩৪ জন মারা গেছেন। এখনো হাসপাতালে চিকিৎসাধীন দগ্ধ অনেকে।

  10. নেপালের ৯৭টি পর্বতচূড়ায় বিনামূল্যে আরোহণের সুযোগ

    প্রত্যন্ত অঞ্চলে পর্যটন বাড়াতে আগামী দুই বছরের জন্য হিমালয়ের ৯৭টি পর্বতচূড়ায় বিনামূল্যে আরোহণের সুযোগ দেবে নেপাল।

    নেপালের পর্যটন বিভাগ জানিয়েছে যে তারা আশা করছে এই উদ্যোগ দেশের "অনাবিষ্কৃত পর্যটনস্থল" মানুষের কাছে তুলে ধরবে।

    এদিকে, সেপ্টেম্বর থেকে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট আরোহণের জন্য পারমিট ফি বেড়ে ১৫ হাজার ডলার (১১ হাজার ১৭০ পাউন্ড) হবে - যা প্রায় এক দশকের মধ্যে প্রথম বৃদ্ধি।

    পর্বতারোহণ নেপালের জন্য একটি উল্লেখযোগ্য রাজস্ব উৎস, যেখানে বিশ্বের ১০টি উচ্চতম পর্বতের মধ্যে আটটি অবস্থিত। গত বছর আরোহণ ফি বাবদ ৫.৯ মিলিয়ন ডলার আয় করেছে নেপাল যার তিন-চতুর্থাংশেরও বেশি এভারেস্ট থেকেএসেছে।

    যেসব শৃঙ্গের জন্য ফি মওকুফ করা হবে সেগুলো নেপালের কর্ণালি এবং সুদূর পশ্চিম প্রদেশে অবস্থিত, যার উচ্চতা পাঁচহাজার ৯৭০ মিটার (১৯ হাজার ৫৯০ ফুট) থেকে সাতহাজার ১৩২ মিটারের মধ্যে। দুটি অঞ্চলই নেপালের অন্যতম দরিদ্র ও স্বল্পোন্নত প্রদেশগুলো মধ্যে পড়ে।

    "মনোমুগ্ধকর সৌন্দর্য সত্ত্বেও এসবচূড়ায় পর্যটক এবং পর্বতারোহীদের সংখ্যা খুবই কম। কারণ এখানে যাওয়াও খুব কঠিন। আমরা আশা করি নতুন বিধানটি সাহায্য করবে," বলেন নেপালের পর্যটন বিভাগের পরিচালক হিমাল গৌতম।

  11. সাগরে সৃষ্টি হচ্ছে লঘুচাপ, আট বিভাগেই বৃষ্টির পূর্বাভাস

    আবহাওয়া বিভাগ জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

    বাংলাদেশের আট বিভাগেই হালকা থেকে ভারী বিভিন্ন মাত্রার বৃষ্টির পূর্বাভাস দিয়ে আবহাওয়া বিভাগ।

    আজ মঙ্গলবার সকাল থেকে আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

    সেই সাথে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

    এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে আগামীকাল গরম কমে আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সারা দেশে এদিন তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে জানানো হয়েছে।

    বৃষ্টিপাতের প্রবণতা আগামী পাঁচ দিন ধরেই অব্যাহত থাকতে পারে।

  12. সারজিস আলমের বিরুদ্ধে বিএনপি নেতার মানহানি মামলা

    গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগে জাতীয় নাগরিক পার্টি, এনসিপি’র উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন এক বিএনপি নেতা।

    মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুর মহানগরীর বাসন থানা বিএনপির সভাপতি বাদী হয়ে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করেন।

    শুনানী শেষে সিআইডি পুলিশকে মামলাটি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

    গত সাতই অগাস্ট রাত ৮টার দিকে চান্দনা চৌরাস্তা এলাকায় কুপিয়ে হত্যা করা হয় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে।

  13. পুতিন যুদ্ধবিরতির ভান করে সেনা মোতায়েন বাড়াচ্ছেন: অভিযোগ জেলেনস্কির

    রাশিয়া-ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় ১৫ই অগাস্ট বৈঠকে বসার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের।

    কিন্তু এই বৈঠকের আগে, পুতিন কেবল যুদ্ধবিরতির ভান করছেন বলে অভিযোগ করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

    সামাজিক মাধ্যম এক্স এ দেওয়া এক পোস্টে জেলেনস্কি লিখেছেন, "আজ গোয়েন্দা ও সামরিক কমান্ড থেকে একটি প্রতিবেদন পাওয়া গেছে, যেখানে পুতিন কী প্রস্তুতি নিচ্ছেন তার বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে। এটা বেশ স্পষ্ট যে পুতিন যুদ্ধবিরতি বা যুদ্ধ শেষ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন না।”

    জেলেনস্কির দাবি, "পুতিন কেবল আমেরিকার সাথে বৈঠককে তার ব্যক্তিগত বিজয় হিসেবে উপস্থাপন করতে চান এবং এরপর আগের মতোই ইউক্রেনের ওপর চাপ প্রয়োগ করতে চান।"

    "রাশিয়া তার সেনাবাহিনী মোতায়েন করছে, যা নতুন করে আক্রমণাত্মক সামরিক পদক্ষেপের প্রস্তুতির ইঙ্গিত দেয়," বলেন তিনি।

  14. ঐকমত্য কমিশনের মেয়াদ আরও এক মাস বাড়লো

    জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আরও এক মাস বাড়িয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

    কমিশনের মেয়াদ ১৫ই সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে সোমবার রাতে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

    গত ১২ই ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। এই কমিশনের সহ-সভাপতির দায়িত্ব দেওয়া হয় সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজকে।

    ১৫ই অগাস্ট ঐকমত্য কমিশনের প্রতিবেদন দাখিলের জন্য সময় নির্ধারিত ছিল। তার আগেই আরও এক মাস সময় বাড়ানো হলো।

  15. ফেব্রুয়ারির মাঝামাঝিতেই নির্বাচন: প্রধান উপদেষ্টা

    প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, ফেব্রুয়ারির মাঝামাঝিতেই নির্বাচনের জন্য প্রস্তুত বাংলাদেশ।

    মঙ্গলবার মালয়েশিয়ায় দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা বলেন, “দায়িত্ব নেওয়ার এক বছরের মধ্যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অর্থনীতি পুনরুদ্ধার করেছে অন্তর্বর্তী সরকার। এখন আমরা নির্বাচনের জন্য প্রস্তুত।”

    এসময় রোহিঙ্গা সংকট সমাধানেও মালয়েশিয়ার সহায়তা চান প্রধান উপদেষ্টা।

    বাংলাদেশে বিনিয়োগ করতে মালয়েশিয়ার ব্যবসায়ীদেরও আহ্বান জানান তিনি।

    এছাড়া বাংলাদেশের তরুণদের জন্য নিরাপদ কর্মসংস্থান সৃষ্টি করায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও দেশটির জনগণকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা।

  16. বাংলাদেশ-মালয়েশিয়া পাঁচটি সমঝোতা স্মারক সই

    প্রতিরক্ষা সহায়তা, জ্বালানি, এবং ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে পাঁচটি সমঝোতা স্মারক এবং তিনটি নোট অব এক্সচেঞ্জ সই করেছে বাংলাদেশ ও মালয়েশিয়া।

    মঙ্গলবার সকালে মালয়েশিয়ার পুত্রজায়ায় বৈঠকে বসেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। পরে তাদের উপস্থিতিতেই সমঝোতা স্মারক এবং নোট অব এক্সচেঞ্জ সই করা হয়।

    প্রতিরক্ষা সহযোগিতা, বাণিজ্যিক লেনদেন এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ, এলএনজি অবকাঠামো, পেট্রোলিয়াম পণ্য সরবরাহ বিষয়ক পাঁচটি সমঝোতা স্মারকে সই করে দুই দেশ।

    এছাড়া উচ্চশিক্ষা, কূটনীতিকদের প্রশিক্ষণ এবং হালাল ইকোসিস্টেম নিয়ে তিনটি নোট অব এক্সচেঞ্জে সই করা হয়।

    সোমবার তিন দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর পৌঁছান প্রধান উপদেষ্টা।

  17. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    আরও পড়তে পারেন:

    গতকালের উল্লেখযোগ্য খবরগুলো পড়তে ক্লিক করুন এখানে

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে