মঙ্গলবার সারাদিন যা যা হলো-
- বাংলাদেশ সচিবালয়ের ভেতরে নিরাপত্তায় মিছিল-সমাবেশ নিষিদ্ধসহ ৭টি জরুরি নির্দেশনা জারি করেছে সরকার। সন্ধ্যা ছয়টার পর সচিবালয়ের ভেতরে জরুরি দাপ্তরিক প্রয়োজনে অবস্থান করতে হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করতে হবে বলেও জানানো হয়েছে সরকারি নির্দেশনায়।
- দেশের অর্থনীতিতে প্রবাসীরা গুরুত্বপূর্ণ অবদান রাখছে জানিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে অন্তর্বর্তী সরকার।
- আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে না বলে মনে করেন জাতীয় নাগরিক পার্টি- এনসিপি’র মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
- জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার পক্ষে আইনজীবী হতে চেয়েছিলেন সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না। তবে সে আবেদন খারিজ করে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
- প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান হিসেবে একই ব্যক্তিকে চান না ৮৭ শতাংশ মানুষ। বেসরকারি প্রতিষ্ঠান সুশাসনের জন্য নাগরিক বা সুজনের জনমত জরিপে এই তথ্য উঠে এসেছে।
- হতাহতদের ক্ষতিপূরণ এবং কলেজ ক্যাম্পাস স্থানান্তরসহ আট দফা দাবিতে কাফন মিছিল ও মানববন্ধন করেছেন উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের সদস্যরা।
- গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ এনে এনসিপি নেতা সারজিস আলমের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন এক বিএনপি নেতা।
- রাশিয়া-ইউক্রেনের মধ্যে যুদ্ধ অবসানের বিষয়ে আলোচনা করতে ১৫ই অগাস্ট বৈঠকে বসার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের।
- জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আরও এক মাস বাড়িয়েছে সরকার। আগামী ১৫ই সেপ্টেম্বর পর্যন্ত নতুন মেয়াদ নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
- প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, ফেব্রুয়ারির মাঝামাঝিতেই নির্বাচনের জন্য প্রস্তুত বাংলাদেশ। মঙ্গলবার মালয়েশিয়ায় দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
- প্রতিরক্ষা সহায়তা, জ্বালানি, এবং ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে পাঁচটি সমঝোতা স্মারক এবং তিনটি নোট অব এক্সচেঞ্জ সই করেছে বাংলাদেশ ও মালয়েশিয়া।
বিবিসি বাংলার লাইভ পাতাটি আজকের মতো এখানেই শেষ হলো।
নতুন খবর নিয়ে বুধবার আবার লাইভ পাতা চালু হবে।
বিবিসি বাংলার আরো খবর রয়েছে আমাদের মুলপাতায়















