আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সুযোগ বন্ধে ‘না’ ভোট সিদ্ধান্ত ইসির

আগামী সংসদ নির্বাচনে কাকে ভোট দেবেন, সেই বিষয়ে এখনো ৪৮ শতাংশেরও বেশি মানুষ সিদ্ধান্ত নেয়নি বলে জরিপে বেরিয়ে এসেছে। ভারতের লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং কংগ্রেস নেতা প্রিয়াঙ্কা গান্ধীসহ বেশ কয়েকজন নেতাকে আটকের পর ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ। চলতি বছরের পহেলা জানুয়ারি থেকে শুরু করে গত সাত মাসে ‘মব সন্ত্রাসের’ শিকার হয়ে ১১১ জন মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আইন ও সালিশ কেন্দ্র বা আসক।

সরাসরি কভারেজ

  1. সোমবার সারাদিন যা যা হলো-

    • নিবন্ধন প্রত্যাশী ১৪৩ টি নতুন রাজনৈতিক দলের আবেদনের মধ্যে নির্বাচন কমিশনের যাচাইয়ে উত্তীর্ণ হয়েছে এনসিপিসহ ২২ টি দল। এই দলগুলোর মাঠ পর্যায়ের তথ্য যাচাই করবে নির্বাচন কমিশন।
    • চলতি বছরের পহেলা জানুয়ারি থেকে শুরু করে গত সাত মাসে ‘মব সন্ত্রাসের’শিকার হয়ে ১১১ জন মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আইন ও সালিশ কেন্দ্র বা আসক।
    • জাতীয় সংসদ নির্বাচনে বিনা ভোটের নির্বাচন হওয়ার পথ বন্ধ করতে 'না' ভোটের বিধান চালু করেছে নির্বাচন কমিশন। গণপ্রতিনিধিত্ব আদেশে আরো বেশ কিছু সংশোধনী এনেছে ইসি।
    • ঢাকার একটি মেডিকেল কলেজ হাসপাতালের বেজমেন্ট পার্কিংয়ের একটি গাড়ি থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
    • আগামী সংসদ নির্বাচনে কাকে ভোট দেবেন, সেই বিষয়ে এখনো সিদ্ধান্ত নেন নি ৪৮ শতাংশেরও বেশি মানুষ। অন্যদিকে কাকে ভোট দিতে চান, জরিপে তা বলতে রাজি হয় নি ১৪ দশমিক চার শতাংশ মানুষ।
    • ভারতে বিরোধী দলের সংসদ সদস্যদের প্রতিবাদ মিছিলে পুলিশের বাধা। আটকের দুই ঘণ্টা পর মুক্তি দেওয়া হয়েছে রাহুল গান্ধী-প্রিয়ঙ্কা গান্ধীসহ কংগ্রেসের নেতাদের।
    • আগামী জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনীর ৮০ হাজরের বেশি সদস্য মোতায়েন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
    • ঢাকার পূর্বাচলে প্লট দুর্নীতির তিন মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সন্তান সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে সোমবার সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
    • যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি।

    বিবিসি বাংলার লাইভ পাতাটি আজকের মতো এখানেই শেষ হলো।

    নতুন খবর নিয়ে মঙ্গলবার আবার লাইভ পাতা চালু হবে।

    বিবিসি বাংলার আরো খবর রয়েছে আমাদের মুলপাতায়

  2. যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সাথে বৈঠক করেছে এনসিপি

    যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি।

    সোমবার রাজধানীর গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

    এনসিপি যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন বিবিসি বাংলাকে এই তথ্য জানিয়েছে।

    এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা এবং যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ।

    বৈঠকে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, সংস্কারের রূপরেখা, আসন্ন জাতীয় নির্বাচন এবং জুলাই ঘোষণাপত্র নিয়ে মতবিনিময় হয়।

    এনসিপির জুলাই পদযাত্রায় দেশের প্রায় সবকটি জেলায় সর্বস্তরের জনগণের মাঝে ব্যাপক সাড়া নিয়েও আলোচনা হয় বলে জানিয়েছেন নতুন এই রাজনৈতিক দলটি।

    বৈঠকে ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সাথে পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক কাউন্সিলর এরিক গিলান, পলিটিক্যাল অফিসার জেমস স্টুয়ার্ট, এবং পলিটিক্যাল স্পেশালিস্ট ফিরোজ আহমেদ উপস্থিত ছিলেন।

  3. ইসির প্রাথমিক বাছাইয়ে টিকলো যে ২২টি রাজনৈতিক দল

    নিবন্ধন প্রত্যাশী ১৪৩ টি নতুন রাজনৈতিক দলের আবেদনের মধ্যে নির্বাচন কমিশনের যাচাইয়ে উত্তীর্ণ হয়েছে এনসিপিসহ ২২ টি দল। এখন দলগুলোর দেওয়া তথ্য এবং মাঠ পর্যায়ের অবস্থা যাচাই কার্যক্রম পরিচালিত হবে।

    সোমবার (১১ আগস্ট) নির্বাচন কমিশনা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এ তথ্য নিশ্চিত করেন।

    তিনি বলেন, ''গত মার্চ মাসের ১০ তারিখে আজ থেকে সার্কুলার দিয়েছিলাম আবেদন আহ্বান করেছিলাম। ২২ জুন শেষ দিন ছিল তাদের দরখাস্ত জমা দেয়ার। আমরা মোট ১৪৩ টি আবেদন পেয়েছিলাম। এর মধ্যে কারোরই প্রাথমিক অবস্থায় সকল কাগজপত্র পুরা ছিল না।''

    ''যে কারণে সবাইকেই তাদের ঘাটতি পূরণ করার জন্য ১৫ দিন সময় দিয়ে চিঠি দেওয়া হয়েছিল। যার মধ্যে ৮৪ টি দল তাদের ঘাটতি পূরণ করে তাদের ভাষ্যমতে কাগজপত্র জমা দিয়েছেন। আর ৫৯ টি দল কোন রেসপন্স করেন নাই।''

    তিনি বলেন, ''এই ৮৪ টি দলের মধ্যে ২২টি আপাতত দৃষ্টে সঠিক বলে উইথ ফ্লেক্সিবিলিটি পাওয়া গেছে। যেগুলো মাঠ পর্যায়ে তদন্তের জন্য চলে যাবে। আর বাকি ১২১ টি অযোগ্য বিবেচিত হয়েছে। তাদেরকে কারণ দর্শন সহ আগামী ১৫ দিনের মধ্যে ফেরত দেওয়া হবে।''

    যে ২২ দল টিকলো:

    ১. ফরোয়ার্ড পার্টি: এই দলের মহাসচিব হিসেবে রয়েছেন মোঃ মাহবুবুল আলম চৌধুরী।

    ২. আমজনতার দল: কর্ণেল মিয়া মসিউজ্জামান এই দলের সভাপতি।

    ৩. বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি (বিজিপি): চেয়ারম্যান এমএম শাহাদাত।

    ৪. বাংলাদেশ সংস্কারবাদী পার্টি (বিআরপি): জনাব মোঃ নুরুল হক ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

    ৫. বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি: মহাসচিব মুহাম্মদ মুসা বিন ইযহার। ৬. বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী): এই দলের সমন্বয়ক মাসুদ রানা।

    ৭. মৌলিক বাংলা: সাধারণ সম্পাদক ফুয়াদ সাকী।

    ৮. বাংলাদেশ জাস্টিস এন্ড ডেভোলপমেন্ট পার্টি: চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসাইন।

    ৯. জাতীয় জনতা পার্টি: এড. মো: হুমায়ুন কবীর আকন এই দলের চেয়ারম্যান।

    ১০. জনতার দল: ব্রিগেডিয়ার জেনারেল অব: মো: শামীম কামাল চেয়ারম্যান পদে রয়েছেন।

    ১১. জনতা পার্টি বাংলাদেশ: ভাইস চেয়ারম্যান হিসেবে আছেন এবিএম ওয়ালিউর রহমান খান।

    ১২. বাংলাদেশ আম জনগণ পার্টি: আহবায়ক মোহাম্মদ রফিকুল আমিন।

    ১৩. জাতীয় নাগরিক পার্টি-এনসিপি: মোঃ নাহিদ ইসলাম এই দলের আহবায়ক।

    ১৪. বাংলাদেশ জাতীয় লীগ: চেয়ারম্যান মাহবুবুল আলম।

    ১৫. ভাসানী জনশক্তি পাটি: শেখ মোঃ রফিকুল ইসলাম এই দলের চেয়ারম্যান।

    ১৬. বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ: সভাপতি মোঃ আতিকুর রহমান (রাজা)।

    ১৭. বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-সিপিবি (এম): সভাপতি আব্দুস সামাদ সুজন।

    ১৮. জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-শাহজাহান সিরাজ): এই দলের সাধারণ সম্পাদক আব্দুল জলিল।

    ১৯. জমিয়তে উলামায়ে ইসলাম ও নেজামে ইসলাম পার্টি: মহাসচিব মুফতি মোহাম্মদ আবদুল কাইয়ুম।

    ২০. বাংলাদেশ বেকার সমাজ (বাবেস): সভাপতি মোঃ হাসান।

    ২১. বাংলাদেশ সলুশন পার্টি: শামছুল হক এই দলের সভাপতি।

    ২২. নতুন বাংলাদেশ পার্টি: চেয়ারম্যান মেজর সিকদার আনিসুর রহমান (অব:)।

  4. ‘মব সন্ত্রাসের’ শিকার হয়ে সাত মাসে নিহত হয়েছে ১১১ জন: আইন ও সালিশ কেন্দ্র

    চলতি বছরের পহেলা জানুয়ারি থেকে শুরু করে গত সাত মাসে ‘মব সন্ত্রাসের’ শিকার হয়ে ১১১ জন মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আইন ও সালিশ কেন্দ্র বা আসক।

    সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

    বিজ্ঞপ্তিতে গত নয়ই অগাস্ট রংপুরের তারাগঞ্জ উপজেলায় ভ্যান চোর সন্দেহে পিটিয়ে দুইজনকে হত্যার ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছে সংস্থাটি।

    আসক মনে করে, ‘আইন নিজের হাতে তুলে নিয়ে হত্যা করা আইনের শাসন ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। সংবিধানের ৩১ ও ৩২ অনুচ্ছেদে প্রত্যেক নাগরিকের আইনগত সুরক্ষা ও জীবন রক্ষার অধিকার নিশ্চিত করা হয়েছে, যা এই ঘটনায় গুরুতরভাবে লঙ্ঘিত হয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার আইনেও এ ঘটনা জীবন ও নিরাপত্তার অধিকারের গুরুতর হানিকর’।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, গণপিটুনিতে হত্যা করার ঘটনা ধারাবাহিকভাবে ঘটে চলেছে, যা দেশের সকল নাগরিকের মধ্যে গভীর উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি করেছে। এই বিচারহীনতার সংস্কৃতি সামাজিক সম্প্রীতি ও আইনের শাসনের জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

    বিজ্ঞপ্তিতে, যেকোনো সংঘবদ্ধ প্ররোচনামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত গোষ্ঠী বা ব্যক্তি বিশেষকে দায়মুক্তি না দিয়ে তাদের শনাক্ত করে কঠোরভাবে জবাবদিহির আওতায় আনার দাবি জানায় আইন ও সালিশ কেন্দ্র।

  5. বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সুযোগ বন্ধে ‘না’ ভোট সিদ্ধান্ত ইসির

    জাতীয় সংসদ নির্বাচনে বিনা ভোটের নির্বাচন হওয়ার পথ বন্ধ করতে না ভোটের বিধান চালু করেছে নির্বাচন কমিশন।

    সোমবার কমিশন সভা শেষে এমন সিদ্ধান্তের কথা জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

    তিনি বলেন, “যদি কোনো আসনে একজন প্রার্থী থাকে, তাকে বিনা ভোটে নির্বাচিত ঘোষণা করা হবে না। কোনো আসনে যদি একজন প্রার্থী হয় তাহলে তাকেও নির্বাচনে যেতে হবে। তার বিপক্ষ ‘না’ প্রতিদ্বন্দ্বিতা করবে। সেখানে যদি পুনরায় না বিজিত হয় তাহলে আর ভোট হবে না। তখন ব্যক্তি প্রার্থী বিবেচিত হবে”।

    মি. সানাউল্লাহ বলেন, “নির্বাচনের ফলাফল স্থগিত ও বাতিল নিয়ে যে বিধানগুলো ছিল, পুরো আসনের নির্বাচন বাতিল করার বা ফলাফল বাতিল করার যে সক্ষমতা সীমিত করা হয়েছিল, সেটা পুনঃস্থাপন করা হয়েছে। ইসি অবস্থা বুঝে এক বা একাধিক কেন্দ্র বা পুরো আসনের ফলাফল বাতিল করতে পারবে”।

    বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, গণমাধ্যমকর্মীরা ভোট গণনার সময় উপস্থিত থাকতে পারবে। তবে সেক্ষেত্রে গণনা শুরু থেকে শেষ পর্যন্ত পুরাটা সময় থাকতে হবে। মাঝপথে বের হয়ে যাওয়া যাবে না।

    জাতীয় নির্বাচনে এক আসনে দুইজন প্রার্থী সমান ভোট পেলে আগে লটারির মাধ্যমে নির্বাচন করার বিধান ছিল। কমিশন সেখান থেকে সরে এসেছে।

    নির্বাচন কমিশনার মি. সানাউল্লাহ বলেন, “এক্ষেত্রে পুনঃনির্বাচন অনুষ্ঠিত হবে। সংসদ সদস্যের ক্ষেত্রে লটারির বিধান রাখা উচিত বলে কমিশন মনে করে না”।

    অন্যদিকে, নির্বাচনে প্রার্থীদের ব্যয়ের বিষয়টি আরো সুনির্দিষ্ট করা হয়েছে জানিয়ে এই নির্বাচন কমিশনার বলেন, “আগে ব্যক্তি পর্যায়ে ১০ লাখ, প্রতিষ্ঠান পর্যায়ে ৫০ লাখ অনুদান নিতে পারতো এখন সেটাকে ৫০ লাখ করা হয়েছে। তবে শর্ত দেওয়া হয়েছে, ব্যাংক একাউন্টের মাধ্যমে এই লেনদেন হতে হবে। সংশ্লিষ্ট ব্যক্তির ট্যাক্স রিটার্নে এটা দেখাতে হবে”।

    তিনি জানান, বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধভাবে ভোট করতে হলে প্রত্যেকটি দলকে নিজ দলের প্রতীকে নির্বাচন করতে হবে।

  6. হাসপাতালের পার্কিংয়ে গাড়ির ভেতর থেকে দুইজনের মৃতদেহ উদ্ধার

    ঢাকার একটি মেডিকেল কলেজ হাসপাতালের বেজমেন্ট পার্কিংয়ের একটি গাড়ি থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    সোমবার সকালে ঢাকার মৌচাকে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের বেজমেন্ট পার্কিং থেকে দুইজনের মরদেহ উদ্ধারের বিষয়টি বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিসি মিডিয়া তালেবুর রহমান খান।

    তিনি বিবিসি বাংলাকে জানিয়েছেন, সোমবার সকাল সাড়ে এগারোটার দিকে ওই মেডিকেল কলেজের নিরাপত্তারক্ষীরা গাড়ির ভেতর থেকে মরদেহ দুটি উদ্ধার করে।

    তিনি জানান, গাড়িটি রোববার বিকেলে নোয়াখালীর চাটখিল থেকে ওই মেডিকেল কলেজে থাকা একজন রোগীকে নিতে হাসপাতালে এসেছিল। পরবর্তীতে তাদের সাথে আর যোগাযোগ করতে পারেনি পরিবারের সদস্যরা।

    নিহত একজনের নাম জাকির হোসেন, আরেকজন মো. মিজান। তাদের একজন গাড়ির সামনে ড্রাইভারের পাশের সিটে এবং অন্যজন ছিল পেছনের সিটে।

    পুলিশ জানিয়েছে, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

    গাড়ির ভেতরে দুজন কখন, কীভাবে মারা গেলেন, গাড়িটি কে বা কারা সেখানে নিয়ে গিয়েছিলেন, তা তদন্ত করে দেখা হচ্ছে। হাসপাতালে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে এ ঘটনার রহস্য উদ্‌ঘাটনের চেষ্টা করছে পুলিশ।

  7. নির্বাচনে কাকে ভোট দেবেন, সিদ্ধান্ত নেননি ৪৮ শতাংশের বেশি মানুষ: জরিপ

    আগামী সংসদ নির্বাচনে কাকে ভোট দেবেন, সেই বিষয়ে এখনো সিদ্ধান্ত নেন নি ৪৮ শতাংশেরও বেশি মানুষ। অন্যদিকে জরিপ কাকে ভোট চায় তা বলতে রাজি হয় নি ১৪ দশমিক চার শতাংশ মানুষ।

    ব্র্যাক ইন্সটিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট বা বিআইজিডি’র জরিপে এমন চিত্র উঠে এসেছে। এই জরিপে সহায়তা করেছে বেসরকারি একটি ফোরাম ভয়েস ফর রিফর্ম।

    যারা ভোট দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন, তাদের মধ্যে ১২ শতাংশ মানুষ বিএনপিকে, ১০ দশমিক চার শতাংশ মানুষ জামায়াতে ইসলামীকে, সাত দশমিক তিন শতাংশ মানুষ আওয়ামী লীগকে এবং দুই দশমিক আট শতাংশ মানুষ এনসিপিকে ভোট দিতে চান বলে জানিয়েছেন।

    আট মাস আগে গত অক্টোবর মাসে একই প্রশ্ন করা হলে ১৬ দশমিক ৩০ শতাংশ মানুষ বিএনপি, ১১ দশমিক ৩০ শতাংশ জামায়াত ও দুই শতাংশ মানুষ এনসিপিকে ভোট দেবেন বলে জানিয়েছিলেন।

    অর্থাৎ জরিপ অনুযায়ী আট মাস পরে বিএনপি ও জামায়াতের ভোট কিছুটা কমলেও এনসিপির ভোট সামান্য বেড়েছে।

    সোমবার ঢাকায় এক অনুষ্ঠানে ‘অন্তর্বর্তী সরকারের কাজের মূল্যায়ন, সংস্কার, নির্বাচন এবং রাজনৈতিক দলগুলোর জনপ্রিয়তা নিয়ে’ জরিপের ফল প্রকাশ করা হয়।

    জরিপে দেখা যায়, ২৭ বছরের নিচে যাদের বয়স তাদের মধ্যে বিএনপির চেয়ে বেশি সংখ্যক মানুষ জামায়াতকে ভোট দিতে চায়।

    বয়সভেদে দলগুলোর জনসমর্থন নিয়ে যে জরিপ ফলাফল উপস্থাপন করা হয়েছে, তাতে দেখা যায়, ২৭ বছরের নিচে ৯ শতাংশ মানুষ বিএনপিকে, ১২ শতাংশ জামায়াতে ইসলামীকে, সাত শতাংশ মানুষ আওয়ামী লীগ এবং চার শতাংশ মানুষ এনসিপিকে ভোট দিতে চায়।

    আবার ২৮ থেকে ৩৫ বছরের মানুষের মধ্যে বিএনপি ও জামায়াতের জনপ্রিয়তা সমান দেখা গেছে। অর্থাৎ এই বয়সের ১১ শতাংশ মানুষই বিএনপি ও জামায়াতকে ভোট দিতে চায়।

    তবে ৫০ বছরের বেশি বয়সী মানুষের মধ্যে বিএনপির জনপ্রিয়তা বেশি লক্ষ্য করা গেছে। পঞ্চাশোর্ধ ১৬ শতাংশ মানুষ বিএনপি, ৯ শতাংশ মানুষ জামায়াত, ৭ শতাংশ মানুষ আওয়ামী লীগ এবং চার শতাংশ মানুষের সমর্থন এনসিপির প্রতি।

    অন্যদিকে, শিক্ষার স্তরভেদেও রাজনৈতিক দলগুলোর জনসমর্থনের বৈচিত্র্য লক্ষ্য করা গেছে। গ্রাজুয়েটদের মধ্যে বিএনপি ও জামায়াত উভয়েরই প্রতিই জনসমর্থন রয়েছে শতকরা ১০ শতাংশ করে। গ্রাজুয়েটদের মধ্যে পাঁচ শতাংশ আওয়ামী লীগ এবং চার শতাংশ লোকের সমর্থন এনসিপির প্রতি।

    আনুষ্ঠানিক শিক্ষা নেই এমন মানুষের মধ্যে আবার বিএনপির জনসমর্থন বেশি। এই ক্যাটাগরির ১৪ শতাংশ মানুষের সমর্থন বিএনপির প্রতি, জামায়াতের প্রতি নয় শতাংশ, ৭ শতাংশ আওয়ামী লীগ এবং দুই শতাংশ মানুষের সমর্থন এনসিপির প্রতি।

    জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৭০ শতাংশ মানুষ মনে করে আগামী নির্বাচন সুষ্ঠু হবে, আর ১৫ শতাংশ মানুষ মনে করে সুষ্ঠু হবে না আগামী নির্বাচন।

  8. 'কংগ্রেস মিথ্যার পাহাড় তৈরি করছে,' দাবি বিজেপি নেতার

    রাহুল গান্ধী সংবিধান বিরোধী কাজ করছেন বলে মন্তব্য করেছেন বিজেপি নেতা ধর্মেন্দ্র প্রধান।

    সোমবার বিরোধী জোটের নেতাদের সংসদ ভবন অভিমুখে পদযাত্রা থেকে কয়েকজন সংসদ সদস্যকে আটক করার পর প্রতিক্রিয়া জানান এই বিজেপি নেতা।

    দিল্লিতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "প্রথমবারের মতো এটি ঘটছে না। এটি নির্বাচন কমিশনের একটি নিয়মিত প্রক্রিয়া। এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। কংগ্রেস দল প্রথমে ইভিএম নিয়ে মিথ্যা বলে, কখনও মহারাষ্ট্রের প্রশ্ন তোলে, কখনও হরিয়ানার। তারা মিথ্যার পাহাড় তৈরি করে।"

    উল্লেখ্য, বিরোধী জোটের নেতারা সংসদ ভবন থেকে দিল্লির নির্বাচন ভবনের দিকে মিছিল করতে গেলে তাদের বাধা দেয় পুলিশ। এসময় রাহুল গান্ধী সহ কয়েকজনকে আটক করা হয়।

  9. বিরোধী সংসদ সদস্যদের আটকের কারণ জানালো দিল্লি পুলিশ

    বিরোধী সংসদ সদস্যদের সংখ্যা বেশি হওয়ায় তাদেরকে আটক করা হয়েছে বলে জানিয়েছে দিল্লি পুলিশ।

    নয়াদিল্লি পুলিশের ডিসিপি দেবেশ কুমার বলেছেন, "নির্বাচন কমিশন প্রায় ৩০ জন সংসদ সদস্যকে বৈঠকের অনুমতি দিয়েছিল। তবে, সংসদ সদস্যদের সংখ্যা অনেক বেশি হওয়ার কারণে তাদেরকে আটক করা হয়েছে।"

    "তাদের বলা হয়েছিল যে ৩০ জনকে অনুমতি দেওয়া হয়েছে, যে কোনও ৩০ জন আসতে পারেন। কিন্তু তাদের সংখ্যা অনেক বেশি ছিল, তাই তাদের আটক করা হয়েছে," বলেন তিনি।

    নাম প্রকাশ না করার শর্তে একজন পুলিশ কর্মকর্তা বিবিসি সংবাদদাতা আশা ইয়েদগেকে বলেন, "আমরা বিক্ষোভকারীদের আটক করার নির্দেশ পেয়েছি এবং নির্বাচন কমিশনের প্রধান গেট থেকে গণমাধ্যমকে দূরে রাখতে বলা হয়েছে।"

    লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর নেতৃত্বে বিরোধী সংসদ সদস্যদের ভোটার তালিকা ইস্যুতে সংসদ থেকে নির্বাচন কমিশনের কার্যালয় পর্যন্ত বিক্ষোভ করছিলেন, এ সময় পুলিশ তাদের আটক করে।

  10. ভারতে বিরোধী দলের সংসদ সদস্যদের প্রতিবাদ মিছিলে পুলিশের বাধা

  11. রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করল দিল্লি পুলিশ

    ভারতের লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং কংগ্রেস নেতা প্রিয়াঙ্কা গান্ধীসহ বেশ কয়েকজন নেতাকে আটক করেছে দিল্লি পুলিশ।

    সংসদ থেকে নির্বাচন কমিশনের কার্যালয়ের দিকে মিছিল বা পদযাত্রা করছিলেন তারা।

    এর আগে, পরিবহন ভবনের কাছে ব্যারিকেড দিয়ে তাদের বাধা দেয় পুলিশ, বিরোধীদলের সংসদ সদস্যরা সেখানেই অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন।

    সে সময়ই রাহুল গান্ধীসহ কয়েকজনকে আটক করা হয়।

    আটকের পর রাহুল গান্ধী বলেন , "আসলে আমরা কথা বলতে পারি না, এটাই সত্য। এই লড়াই রাজনৈতিক নয়। এটি সংবিধান বাঁচানোর লড়াই। এটি এক ব্যক্তি এক ভোটের লড়াই। তাই আমরা একটি পরিষ্কার ভোটার তালিকা চাই।"

    রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, ডিম্পল যাদব, মহুয়া মাজি, সঞ্জয় রাউত, রণদীপ সুরজেওয়ালা এবং কেসি ভেনুগোপাল সহ অনেক বিরোধী সাংসদ প্রতিবাদ মিছিলে অংশ নিয়েছিলেন।

  12. সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে অস্ট্রেলিয়া

    সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রকে অস্ট্রেলিয়া স্বীকৃতি দেবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী।

    অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেছেন,"মধ্যপ্রাচ্যে সহিংসতার চক্র ভাঙতে এবং গাজায় সংঘাত ও দুর্ভিক্ষের অবসান ঘটাতে দ্বি-রাষ্ট্রীয় সমাধানই মানবতার সবচে বড় আশা।"

    আলবানিজ বলছেন, ফিলিস্তিন কর্তৃপক্ষের কাছ থেকে সাধারণ নির্বাচন আয়োজন এবং ইসরায়েলের অস্তিত্বের অধিকারকে স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি পেয়েছে অস্ট্রেলিয়া।

    এর আগে যুক্তরাজ্য, ফ্রান্স এবং কানাডাও ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার ঘোষণা দিয়েছে। এছাড়া গত বছর ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে স্পেন, আয়ারল্যান্ড এবং নরওয়ে।

    যদিও গাজায় যুদ্ধ বন্ধ করার জন্য ক্রমবর্ধমান চাপের মুখে, ইসরায়েল বারবার একথাই বলেছে যে, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া "সন্ত্রাসবাদকে পুরস্কৃত করে"।

    এছাড়া অস্ট্রেলিয়ায় নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত এক বিবৃতিতে বলেছেন, আলবানিজের এই বক্তব্য "হামাসের অবস্থানকে দৃঢ় করে" ।

  13. নির্বাচনে মোতায়েন থাকবে ৮০ হাজারের বেশি সেনা সদস্য: স্বরাষ্ট্র উপেদষ্টা

    আগামী জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনীর ৮০ হাজরের বেশি সদস্য মোতায়েন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

    এছাড়া পুলিশ, র‍্যাব ও বিজিবিসহ অন্যান্য বাহিনীর সদস্যরাও মোতায়েন থাকবে বলেও জানান তিনি।

    ঢাকা-৩ সংসদীয় আসনের তেঘরিয়া উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগে প্রতি কেন্দ্রে দুইজন আনসার সদস্য থাকলেও সামনের নির্বাচেন প্রিজাইডিং কর্মকর্তার নিরাপত্তার জন্য বাড়তি একজন অস্ত্রধারী আনসার সদস্য নিয়োজিত থাকবে।

    তিনি বলেন, "দেশের গণমাধ্যমের সঠিক কাজের জন্য আশপাশের অনেক দেশের মিথ্যা সংবাদ প্রচার বন্ধ হয়ে গেছে।"

    প্রসঙ্গত, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সম্প্রতি ঘোষণা করেছেন যে, আগামী বছরের ফেব্রুয়ারিতে রমজানের আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

  14. চানখারপুল হত্যাকাণ্ডে হাবিবসহ আট পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

    জুলাই-অগাস্ট আন্দোলনে রাজধানীর চানখারপুলে নিহত শাহরিয়ার খান আনাসসহ ছয় জনকে হত্যার অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান হাবিবসহ আট বরখাস্ত পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ চলছে।

    সাক্ষ্যগ্রহণের জন্য সোমবার সকালে চার আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

    এছাড়া মামলার অন্য চার আসামি এখনো পলাতক রয়েছেন। তাদেরকে হাজির হতে গত তেসরা জুন পত্রিকায় বিজ্ঞপ্তিও প্রকাশের নির্দেশ দিয়েছিলেন আদালত।

    এই মামলায় আটজন আসামীর মধ্যে শাহবাগ থানার বরখাস্ত পরিদর্শক আরশাদ এবং তিন কনস্টেবল সুজন মিয়া, মো. ইমাজ হোসেন ইমন ‍ও মো. নাসিরুল ইসলাম গ্রেপ্তার আছেন।

    তবে, ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ্ আলম মো. আখতারুল ইসলাম এবং রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল এখনো পলাতক।

    গত ১৪ জুলাই আট আসামির অব্যহতির আবেদন নাকচ করে এই অভিযোগ গঠন করে ট্রাইবুনাল।

  15. শেখ হাসিনা, জয় ও পুতুলের বিরুদ্ধে 'প্লট দুর্নীতি' মামলার সাক্ষ্যগ্রহণ শুরু

    ঢাকার পূর্বাচলে প্লট দুর্নীতির তিন মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সন্তান সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে আজ সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।

    ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতে এসব মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মোহাম্মদ সালাহউদ্দিন আদালতে সাক্ষ্য দিচ্ছেন।

    গত ৩১শে জুলাই বিশেষ জজ আদালত ঢাকার পূর্বাচল নতুন শহর প্রকল্পের প্লট দুর্নীতির মামলায় শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার সঙ্গে তাদের সন্তানসহ ২৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয়।

    যার মধ্যে তিন মামলায় শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের জন্য ১১ই অগাস্ট দিন ধার্য করেন বিচারক।

    প্লট দুর্নীতির আরও তিন মামলায় শেখ রেহানা, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক, মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও আজমিনা সিদ্দিক রূপন্তীর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের জন্য ১৩ই অগাস্ট দিন ধার্য রয়েছে।

    গত ডিসেম্বরে পূর্বাচল নতুন শহর প্রকল্পে তাদের নামে ১০ কাঠা করে ছয়টি প্লট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অনুসন্ধান শুরু করে দুদক। এরপর ১২ই জানুয়ারি প্লট বরাদ্দের ক্ষেত্রে ক্ষমতার অপব্যবহার ও নিয়মের অভিযোগে পুতুলের বিরুদ্ধে প্রথম মামলা করে দুদক। এরপর বাকিদের বিরুদ্ধেও মামলা করে সংস্থাটি।