আজ বুধবার যা যা হলো
- পহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনার সূত্র ধরে পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানিবন্টন চুক্তি অবিলম্বে স্থগিত, পাঞ্জাবের আটারি চেকপোস্ট বন্ধ, পাকিস্তানিদের জন্য সার্ক ভিসা বন্ধ করাসহ বেশকিছু কূটনৈতিক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে ভারত।
- কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীদের হামলায় হতাহতের ঘটনায় জড়িত বলে সন্দেহ করা হচ্ছে এমন তিন জনের স্কেচ প্রকাশ করেছে নিরাপত্তা বাহিনী। ভারতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা পিটিআই এ খবর দিয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস ওই হামলার ঘটনার নিন্দা জানিয়েছেন। এছাড়া বিশ্ব নেতারা ওই ঘটনার নিন্দা করে বিবৃতি দিয়েছেন।
- কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, তারা বারামুল্লা জেলায় 'সন্দেহভাজন জঙ্গি'দের একটি হামলা ঠেকিয়ে দিয়েছে। সেই সময় সময় সেনাবাহিনীর সাথে বন্দুকযুদ্ধে দুইজন 'জঙ্গি' নিহত হয়েছে বলে তারা দাবি করেছে। মঙ্গলবার যেখানে বন্দুকধারীদের হামলার ঘটনা ঘটে, সেই পহেলগাম থেকে ১৪০ কিলোমিটার দূরে বারমুল্লা অবস্থিত।
- তুরস্কে ছয় দশমিক দুই মাত্রার ভূমিকম্পের পরে মোট ৫১ বার কম্পন বা আফটারশক অনুভূত হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়েরলিকায়া। এর মধ্যে সবচেয়ে শক্তিশালী কম্পনটি ছিলো পাঁচ দশমিক ৯ মাত্রার।
- ভ্যাটিকান সিটিতে সেন্ট পিটার্স ব্যাসিলিকায় পোপের বেদীর সামনে রাখা হয়েছে তার কফিন। শনিবার শেষকৃত্যানুষ্ঠান পর্যন্ত কফিন সেখানেই রাখা হবে। এর আগেই শোকাহত মানুষেরা পোপের প্রতি শ্রদ্ধা জানাতে ব্যাসিলিকায় আসছেন।
- বাংলাদেশে মাগুরায় আট বছর বয়সী শিশুটির ধর্ষণ ও হত্যা মামলার বিচারকাজ সেখানকার নারী ও শিশু ট্রাইব্যুনালে শুরু হয়েছে। আদালত মামলার চার্জ গঠন করেছে এবং আগামী ২৭শে এপ্রিল শুনানির দিন ধার্য করেছে বলে আইনজীবীরা জানিয়েছেন।
- গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং প্রতিষ্ঠানের আরও ছয় কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলার বিচার কার্যক্রম বাতিল করেছেন আপিল বিভাগ।
বিবিসি বাংলার আরও খবর পড়তে ওয়েব সাইটের মূল পাতায় ক্লিক করুন।
এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। বৃহস্পতিবার লাইভ পেইজটি পুনরায় চালু হলো।