আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

কাশ্মীরে পহেলগামে পর্যটকদের ওপর গুলি, বহু হতাহত

ভারত শাসিত কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীদের হামলায় মৃতের সংখ্যা বেড়ে অন্তত ২৪ হয়েছে বলে বিবিসি নিশ্চিত করতে পেরেছে। ঢাকা কলেজ ও সিটি কলেজের মধ্যে নতুন করে সহিংসতার প্রেক্ষাপটে ঢাকা সিটি কলেজ দুই দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। জেলেনস্কির সাথে আলোচনায় রাজি হওয়ার ইঙ্গিত পুতিনের।

সরাসরি কভারেজ

  1. মঙ্গলবার যা যা হলো:

    • ভারত শাসিত কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীদের হামলায় মৃতের সংখ্যা বেড়ে অন্তত ২৪ হয়েছে বলে বিবিসি নিশ্চিত করতে পেরেছে। জনপ্রিয় পর্যটন কেন্দ্র পহেলগামের বাইসরনে ওই হামলা হয় বলে জানা গেছে।
    • পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে আগামী ২৬শে এপ্রিল। ভ্যাটিকান জানিয়েছে, ওইদিন স্থানীয় সময় সকাল ১০টায় এটি অনুষ্ঠিত হবে। তার আগে বুধবার স্থানীয় সময় সকাল ৯টায় তার মরদেহ সেন্ট পিটার্স ব্যাসিলিকায় নিয়ে যাওয়া হবে।
    • খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য মুহাম্মদ মাছুদের পদত্যাগের দাবিতে আমরণ অনশন কর্মসূচি অব্যাহত রেখেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। পাশাপাশি ছাত্রীরা তাদের আবাসিক হলের তালা ভেঙ্গে হলে প্রবেশ করেছে।
    • ভারত সফররত যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স মঙ্গলবার ঘোষণা করেছেন যে, দুই দেশের মধ্যে যে বাণিজ্য আলোচনা হতে চলেছে, তার শর্তাবলী চূড়ান্ত হয়েছে। রাজস্থানের জয়পুরে এক ভাষণ দিতে গিয়ে তিনি একথা জানান।
    • সর্বকালের রেকর্ড উচ্চতায় উঠেছে সোনার দাম। মঙ্গলবার আউন্স প্রতি এর দাম সাড়ে তিন হাজার পাউন্ড এর রেকর্ড অতিক্রম করে। অর্থনৈতিক সংকটকালে নিরাপদ বিনিয়োগ সোনাকেই সবচেয়ে নিরাপদ বলে মনে করা হয়।
    • রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রথমবারের মতো ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে সরাসরি দ্বিপাক্ষিক আলোচনায় বসতে রাজি হওয়ার ইঙ্গিত দিয়েছেন। ইউক্রেন যুদ্ধ শুরুর পর এই প্রথম তিনি এ ধরনের ইঙ্গিত দিলেন।
    • ফের ঢাকার সায়েন্স ল্যাব মোড়ে অবস্থিত ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মাঝে ইটপাটকেল নিক্ষেপ, পাল্টাপাল্টি ধাওয়া এবং পরিস্থিতির নিয়ন্ত্রণ আনতে পুলিশের লাঠিপেটার ঘটনা ঘটেছে। এরপর সিটি কলেজ দুই দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
    • জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, রাজনৈতিক দলগুলোর সাথে প্রাথমিক আলোচনায় নতুন প্রস্তাব আসছে যা নিয়ে সংশ্লিষ্ট কমিশনগুলোর সাথে তারা আবার আলোচনা করবেন। এরপর মে মাসের মাঝামাঝি দলগুলোর সাথে দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরু করতে পারবেন বলেও আশা প্রকাশ করেছেন তিনি।
    • বিলিয়ন ডলারের বরাদ্দ কাটছাঁট ঠেকাতে মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। এই মামলা আসলে ট্রাম্প প্রশাসনের সাথে বিশ্ববিদ্যালয়ের বিরোধের একটি অংশ, যা গত সপ্তাহে চরম আকার ধারণ করে।
    • একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল শুনানির জন্য আগামী ছয়ই মে দিন ধার্য করেছে আপিল বিভাগ।
    • আর্থনা শীর্ষ সম্মেলন–২০২৫’ এ যোগ দিতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস কাতারের রাজধানী দোহায় পৌঁছেছেন।

    বিবিসি বাংলার লাইভ পাতাটি আজ এখানেই শেষ হচ্ছে। মঙ্গলবার নতুন খবর নিয়ে পুনরায় পাতাটি চালু হবে।

    ততক্ষণ পর্যন্ত বিবিসি বাংলার সঙ্গেই থাকুন। অন্যান্য খবর পড়তে মূলপাতায় ভিজিট করুন।

    এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

  2. কাশ্মীরে হামলায় মৃতের সংখ্যা বেড়ে অন্তত ২৪

    ভারত শাসিত কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীদের হামলায় মৃতের সংখ্যা বেড়ে অন্তত ২৪ হয়েছে বলে বিবিসি নিশ্চিত করতে পেরেছে।

    একই খবর দিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সও।

    তবে বিবিসির স্থানীয় সংবাদদাতা মজিদ জাহাঙ্গীর এবং ভারতীয় সংবাদসংস্থা এএনআই জানাচ্ছে যে জম্মু-কাশ্মীরের সরকার এখনও পর্যন্ত নিহতের সংখ্যা জানিয়ে কোনও আনুষ্ঠানিক বক্তব্য দেয় নি।

    জনপ্রিয় পর্যটন কেন্দ্র পহেলগামের একটি পর্যটক রিসর্টে ওই হামলা চলে।

    কাশ্মীরে এখন ভরা পর্যটক মরসুম চলছে।

    ওই পর্যটকদের মধ্যেই ছিলেন গুজরাতের এক বাসিন্দা। তিনি জানাচ্ছেন যে হঠাৎ করে হামলা চালানো হয়। সবাই দৌড়োদৌড়ি শুরু করেন। চারদিকে কান্না আর চিৎকার শোনা যাচ্ছিল।

    ভারতীয় সংবাদমাধ্যমগুলিতে পর্যটকদেরই তোলা কিছু ভিডিও দেখানো হচ্ছে, তা অত্যন্ত বিচলিত করার মতো।

    ওইসব ভিডিওতেই দেখা গেছে যে হামলার জায়গায় ভারতীয় সেনা সদস্যরা দৌড়িয়ে যাচ্ছে। আবার ভারতীয় সংবাদমাধ্যম সম্প্রচারিত আরেকটি ভিডিওতে দেখা গেছে যে বন্দুকধারীরা অমুসলিমদের আলাদা করে চিহ্নিত করছিল।

    হামলার পরেই সেখানে সেনাবাহিনী অপারেশন শুরু করেছে। নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতে শ্রীনগর রওয়ানা হয়েছেন ভারতের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ।

    পর্যটকদের সহায়তা করার জন্য একটি বিশেষ হেল্পলাইন খুলেছে প্রশাসন।

    অন্যদিকে ভারতের রাজনৈতিক নেতা-নেত্রীরা এই হামলার কড়া নিন্দা করেছেন।

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার বার্তায় লিখেছেন, “এই জঘন্য ঘটনার পিছনে যারা রয়েছে, তাদের কঠিন শাস্তি হবে। তাদের ছাড়া হবে না।“

    জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা এক্স হ্যান্ডলে লিখেছেন, “আমি স্তব্ধ। নিহতদের সংখ্যা এখনও চূড়ান্ত হয় নি, তাই আমি সেই বিস্তারিত তথ্যে যাব না। পরিস্থিতি স্পষ্ট হলে সরকারিভাবে সংখ্যা জানানো হবে। এটা বলার অপেক্ষা রাখে না যে বেসামরিক নাগরিকদের ওপরে সাম্প্রতিক সময়ে সবথেকে বড় এই হামলা।“

    বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী লিখেছেন, “জম্মু-কাশ্মীরের পহেলগামে কাপুরুষোচিত সন্ত্রাসী হামলায় পর্যটকদের মৃত্যু এবং আরও অনেকের আহত হওয়ার খবর অত্যন্ত নিন্দনীয় ও হৃদয়বিদারক।“

  3. কুয়েটে অনশন চলছে, ছাত্রীরা হলে ঢুকে পড়েছে

    খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য মুহাম্মদ মাছুদের পদত্যাগের দাবিতে আমরণ অনশন কর্মসূচি অব্যাহত রেখেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। পাশাপাশি ছাত্রীরা তাদের আবাসিক হলের তালা ভেঙ্গে হলে প্রবেশ করেছে।

    এর মধ্যে চার জন অসুস্থ হয়ে পড়ায় তাদের মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি এবং বাকীদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শিক্ষা উপদেষ্টা সি আর আবরার ফোনে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলে কাল একটি প্রতিনিধি দল পাঠানোর কথা জানিয়েছেন।

    কিন্তু শিক্ষার্থীরা তার কথায় কর্মসূচি থেকে সরে আসতে রাজি হয়নি।

    “এতকিছুর পর আলোচনার নামে প্রহসন আমরা মেনে নিচ্ছি না। ভিসির পদত্যাগ আমাদের একমাত্র দাবি,” বিবিসি বাংলাকে বলছিলেন আন্দোলনরত শিক্ষার্থীদের একজন রাহাতুল ইসলাম।

    তিনি বলেন, তারা দুই মাস আলোচনার জন্য অপেক্ষা করলেও তখন কেউ তাদের প্রস্তাবে সাড়া দেয়নি।

    “এখন এক দফাতে পৌঁছে গেছে শিক্ষার্থীরা। আমাদের নামে মামলা হয়েছে। বহিষ্কার পর্যন্ত করা হয়েছে। হুমকি দেয়া হয়েছে। তাই এখন আর আলোচনার সুযোগ নেই,” বলছিলেন তিনি।

    আজ বিকেলে ছাত্রকল্যাণ পরিচালক মো. আব্দুল্লাহ ইলিয়াস আক্তারসহ সিনিয়র শিক্ষকদের কয়েকজন অনশনরত শিক্ষার্থীদের কাছে আসেন।

    মি. আক্তার বিবিসিকে জানিয়েছেন যে শিক্ষার্থীদের স্বাস্থ্য পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে এবং শিক্ষকরা অনশন স্থলে সার্বক্ষণিক অবস্থান করছেন।

    “এর মধ্যে যারা অসুস্থ হয়েছে তাদের চিকিৎসার সব ব্যবস্থা নেয়া হয়েছে। অনশনস্থলে মেডিকেল টিম রাখা হয়েছে। একই সাথে আমরা শিক্ষার্থীদের আলোচনায় আসার জন্য বোঝানোর চেষ্টা করছি,” বিবিসি বাংলাকে বলেছেন তিনি।

    গত রোববার উপাচার্যের পদত্যাগের চব্বিশ ঘণ্টার আল্টিমেটাম দেয়া হয় এবং এ সময়ের মধ্যে পদত্যাগ না করলে আন্দোলনকারী শিক্ষার্থীরা আমরণ অনশনে বসার ঘোষণা দেন।

  4. ভারত-মার্কিন বাণিজ্য চুক্তির শর্তাবলী চূড়ান্ত হয়ে গেছে: জেডি ভান্স

    ভারত সফররত যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স মঙ্গলবার ঘোষণা করেছেন যে, দুই দেশের মধ্যে যে বাণিজ্য আলোচনা হতে চলেছে, তার শর্তাবলী চূড়ান্ত হয়েছে।

    রাজস্থানের জয়পুরে এক ভাষণ দিতে গিয়ে তিনি একথা জানান।

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত বাড়তি হারে শুল্ক আপাতত স্থগিত করা হয়েছে। আর তারপরেই ভারত সহ বেশ কয়েকটি দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্রুত বাণিজ্য চুক্তি সম্পন্ন করতে এগিয়েছে।

    ভারত থেকে যুক্তরাষ্ট্রে রফতানিকৃত পণ্যের ওপরে ২৭% শুল্ক চাপিয়েছে ট্রাম্প প্রশাসন।

    মি. ভান্স তার ভাষণে বলেছেন, “প্রেসিডেন্ট ট্রাম্প এবং প্রধানমন্ত্রী মোদীর লক্ষ্য পূরণে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ, কারণ আমাদের দুই রাষ্ট্রের মধ্যে চূড়ান্ত চুক্তি হওয়ার একটা দিশা এখন স্পষ্ট হয়েছে।“

    ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘টাফ নেগশিয়েটর’, অর্থাৎ দর কষাকষিতে দক্ষ বলেও উল্লেখ করেছেন ভাইস প্রেসিডেন্ট ভান্স।

    জয়পুরে দেওয়া ভাষণে তিনি জানিয়েছেন যে, জ্বালানি শক্তি এবং প্রতিরক্ষা খাতে ভারতকে আরও পণ্য বিক্রি করতে চায় যুক্তরাষ্ট্র।

    জেডি ভান্স সোমবার সপরিবারে চারদিনের সফরে ভারতে এসেছেন। তার স্ত্রী উষা ভান্স ভারতীয় বংশোদ্ভূত হলেও মি. ভান্সের এটাই প্রথম ভারত সফর।

    প্রথমদিন দিল্লিতে কাটানোর পরে মঙ্গলবার সপরিবারে রাজস্থানের জয়পুরে গেছেন তিনি।

    এর আগে সোমবার রাতে নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনে দুই আনুষ্ঠানিক বৈঠকে বসেছিলেন মি. ভান্স।

    এরপরে আগ্রায় যাওয়ার পরিকল্পনা আছে ভান্স পরিবারের।

  5. কাশ্মীরে পহেলগামে পর্যটকদের ওপর গুলি, অন্তত পাঁচ জন নিহত

    ভারত শাসিত কাশ্মীরে পর্যটকদের একটি গ্রুপের ওপর বন্দুকধারীদের গুলিতে অন্তত পাঁচ জন নিহত হয়েছে বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

    সেখানকার জনপ্রিয় পর্যটন স্পট পহেলগামে এই ঘটনা ঘটেছে। মনোরম এই এলাকাটিকে ‘ভারতের সুইজারল্যান্ড’ হিসেবে পরিচিত।

    ওই অঞ্চলের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ বলেছেন, বেসামরিক নাগরিকদের ওপর হামলার যেসব ঘটনা সাম্প্রতিক ঘটেছে তার মধ্যেই এটিই সবচেয়ে বড় হামলা।

    হামলায় বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে। সেখানকার লেফট্যানেন্ট গভর্নর মনোজ সিনহা বলেছেন, ঘটনাস্থলে আর্মি ও পুলিশ মোতায়েন করা হয়েছে।

    আব্দুল্লাহ এই হামলার নিন্দা জানিয়েছেন। “আমি অবিশ্বাস্য হতবাক। পর্যটকদের ওপর এই হামলা ঘৃণ্য কাজ,” তিনি বলেছেন।

    কোন গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।

    মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই এলাকায় ১৯৮৯ সাল থেকেই বিচ্ছিন্নতাবাদী সহিংসতা হয়ে আসছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে তা কমে আসছিলো।

    হামলার ঘটনা ঘটেছে বাইসরনে। এটি পহেলগাম থেকে পাঁচ কিলোমিটার দুরে পর্বতের মাঝে একটি জায়গা।

    পুলিশ জানিয়েছে বেশ কয়েকজন পর্যটককে হাসপাতালে নেয়া হয়েছে। এলাকাটি ঘিরে তল্লাশি চালানো হচ্ছে।

  6. সিটি কলেজ দুই দিন বন্ধ ঘোষণা

    ঢাকা কলেজ ও সিটি কলেজের মধ্যে নতুন করে সহিংসতার প্রেক্ষাপটে ঢাকা সিটি কলেজ দুই দিনের জন্য বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের বাড়ি ফেরার অনুরোধ করেছে কলেজ প্রশাসন।

    আজ কলেজ কর্তৃপক্ষ কলেজ ভবনে মাইক লাগিয়ে বিকেলে এ ঘোষণা দেয়া হয়। এ সময় কলেজ ভবনের নীচে শিক্ষার্থীদের পাশাপাশি বিপুল সংখ্যক পুলিশ দেখা যাচ্ছিলো।

    এ সময় মাইকে বলা হয়- “একটা ঘটনা হয়ে গেছে। এখন যদি মারামারি চলতে থাকে এর কোনো শেষ নেই। এতে ক্ষতি হবে। আমাদের স্থাপনার ক্ষতি হবে। এলাকার অন্যদের ক্ষতি হবে। যেটা ঘটেছে তার বিচার আমরা কর্তৃপক্ষের কাছে দিলাম”।

    ছাত্রদের উদ্দেশ্যে আরও বলা হয়, “তোমরা শান্ত হও। বাসায় যাও। আগামী দুই দিন কলেজ বন্ধ রাখবো। তোমরা কেউ বিশৃঙ্খলায় লিপ্ত হবে না। কারও উস্কানিতে পা দিবে না। তোমরা ধৈর্য্য ধরো”।

  7. সোনার দাম সর্বকালের রেকর্ড ভেঙ্গেছে

    সর্বকালের রেকর্ড উচ্চতায় উঠেছে সোনার দাম। মঙ্গলবার আউন্স প্রতি এর দাম সাড়ে তিন হাজার পাউন্ড এর রেকর্ড অতিক্রম করে।

    অর্থনৈতিক সংকটকালে নিরাপদ বিনিয়োগ সোনাকেই সবচেয়ে নিরাপদ বলে মনে করা হয়।

    মূলত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ এবং শেয়ার বাজারগুলোর সাম্প্রতিক পতনের কারণে সোনায় বিনিয়োগের পরিমাণ অনেকে বেড়ে যাওয়ার কারণেই এভাবেই দাম বেড়ে গেছে বলে মনে করা হচ্ছে।

    চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য যুদ্ধের প্রভাব কি বিশ্বব্যাপী দেখা যেতে পারে বলেই আশঙ্কা আছে। একইসঙ্গে সিংহভাগ অর্থনীতিবিদ মনে করেন এই প্রভাব অত্যন্ত নেতিবাচক হবে।

    সাম্প্রতিক মাসগুলোয় বিশ্ববাজারে স্বর্ণের দাম রেকর্ড পরিমাণে বেড়েছে। বাজারে অনিশ্চয়তার কারণে ব্যবসায়ীরা নিরাপদ বিনিয়োগ মনে করে স্বর্ণ কেনায় ঝোঁকার কারণেই এটা হয়েছে বলে মনে করা হচ্ছে।

    এই বিষয়ে বিবিসি বাংলায় আরো পড়তে পারেন:

  8. জেলেনস্কির সাথে আলোচনায় রাজি হওয়ার ইঙ্গিত পুতিনের

    রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রথমবারের মতো ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে সরাসরি দ্বিপাক্ষিক আলোচনায় বসতে রাজি হওয়ার ইঙ্গিত দিয়েছেন।

    ইউক্রেন যুদ্ধ শুরুর পর এই প্রথম তিনি এ ধরনের ইঙ্গিত দিলেন।

    রাশিয়ার রাষ্ট্রায়ত্ত টেলিভিশনকে তিনি বলেছেন রাশিয়া ‘সবসময় যেকোনো শান্তি উদ্যোগকে ইতিবাচক ভাবে দেখেছে। আমরা আশা করি কিয়েভের সরকারও একই ভাবে চিন্তা করবেন’।

    ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, পুতিনের মন্তব্য ইউক্রেনের সাথে সরাসরি আলোচনায় বসার সদিচ্ছার ইঙ্গিত দেয়। জেলেনস্কি এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

    তবে ইতোমধ্যেই তিনি বলেছেন ইউক্রেন যেকোনো আলোচনায় প্রস্তুত, যা বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করবে।

    ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের রাশিয়ার আগ্রাসন শুরুর পর দুই পক্ষের মধ্যে সরাসরি কোনো আলোচনা হয়নি।

  9. রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় নতুন প্রস্তাব আসছে, বললেন আলী রীয়াজ

    জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, রাজনৈতিক দলগুলোর সাথে প্রাথমিক আলোচনায় নতুন প্রস্তাব আসছে যা নিয়ে সংশ্লিষ্ট কমিশনগুলোর সাথে তারা আবার আলোচনা করবেন। এরপর মে মাসের মাঝামাঝি দলগুলোর সাথে দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরু করতে পারবেন বলেও আশা প্রকাশ করেছেন তিনি।

    সংবিধান সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন ও দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের সুপারিশগুলো নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করছে ঐকমত্য কমিশন।

    এর আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বিভিন্ন বিষয়ে মোট এগারটি কমিশন গঠন করেছিলেন। এর মধ্যে প্রথম পর্যায়ে গঠিত পাঁচটি কমিশনের সুপারিশগুলোর ওপর মতামত চেয়ে রাজনৈতিক দলগুলোকে দিয়েছিলো ঐকমত্য কমিশন।

    অধ্যাপক আলী রীয়াজ তৃতীয় দিনের সংলাপের সূচনা বক্তব্যে জানিয়েছেন যে, মোট ৩৫টি দলের কাছ থেকে তারা মতামত পেয়েছেন এবং বিএনপিসহ ১৫টি দলের সাথে তাদের প্রাথমিক আলোচনা এখন প্রায় শেষ পর্যায়ে আছে। তিনি আশা করেছেন, আজকেই বিএনপির সাথে তাদের প্রাথমিক আলোচনা শেষ হবে।

    “প্রথম পর্যায়ের বিষয়ে আলোচনায় বিএনপির সাথে কমিশনগুলোর সুপারিশের সাথে কিছু বিষয়ে সামঞ্জস্য আছে আবার বেশ কিছু বিষয়ে মতভিন্নতাও আছে। বিএনপি বলেছে, মতভিন্নতার বিষয়ে ক্ষেত্র বিশেষে তারা নীতি নির্ধারকদের কাছে যাবেন ও আলোচনা করে আমাদের জানাবেন”।

    তিনি বলেন, “একটি ঐতিহাসিক মুহূর্তে আমরা উপস্থিত। এসব সুপারিশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বা কোন সিদ্ধান্ত কেবলমাত্র এই টেবিল থেকে হতে পারবে না। সংশ্লিষ্ট দলগুলোর ক্ষেত্রে তাদের নীতিনির্ধারকরা নিঃসন্দেহে অংশগ্রহণ করবেন”।

  10. পলিটেকনিকের শিক্ষার্থীরা কর্মসূচি স্থগিত করে ক্লাসে ফিরছে, জানালো শিক্ষা বিভাগ

    শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ পলিটেকনিকের আন্দোলনরত শিক্ষার্থীদের চলমান কর্মসূচি প্রত্যাহার করে শিক্ষার পরিবেশ নিশ্চিত করার আহবান জানিয়েছে।

    আজ এক বিজ্ঞপ্তিতে তারা বলেছে “সচিবের সাথে ছয় দফা দাবি নিয়ে আন্দোলনরত ছাত্রদের ফলপ্রসু আলোচনার প্রেক্ষিতে আন্দোলনরত ছাত্ররা তাদের আন্দোলন কর্মসূচী স্থগিত করে ক্লাসে ফিরে যাবে এবং শিক্ষাঙ্গনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখবে মর্মে ঘোষণা করেছে”।

    সম্প্রতি আন্দোলনরত শিক্ষার্থীরা ঢাকাসহ বিভিন্ন জেলায় সড়ক ও রেল অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করলে ব্যাপক জনদূর্ভোগ তৈরি হয়।

    এ প্রেক্ষাপটে সোমবার কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিবের সাথে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদলের বৈঠক হয়েছে। ইতোমধ্যেই কারিগরি শিক্ষা বিভাগ দাবিগুলো পর্যালোচনা করতে একটি কমিটি গঠন করেছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

  11. ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে যেসব বিষয়ে দ্বিমত তুলে ধরেছে বিএনপি

    প্রধানমন্ত্রী পদে একই ব্যক্তির দুই বারের বেশি আসতে না পারা সংক্রান্ত সংস্কার প্রস্তাবে দ্বিমত করার যুক্তি তুলে ধরেছে বিএনপি।

    দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেছেন, ''প্রধানমন্ত্রীর পদের ক্ষেত্রে একটা বিতর্ক আছে। পরপর দুই বারের বেশি কেউ এই পদে থাকবেন না। অর্থাৎ গ্যাপ দিয়ে এরপরে হতে পারে।"

    “অন্তর্বর্তী সরকারের বা কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে ফ্রি অ্যান্ড ফেয়ার, নিউট্রাল নির্বাচন হতে পারে। সেই চর্চার মধ্য দিয়ে জনগণ যদি একটি দলকে বার বার চায়, তার মানে জনগণ তাদের ম্যান্ডেট দিয়েছে। সেই ক্ষেত্রে পার্টিরও তো একটা স্বাধীনতা থাকা উচিত। তার মানে এই না যে একই ব্যক্তিকে বার বার প্রধানমন্ত্রী করা হবে। সেটা তাদের স্বাধীনতা যারা মেজরিটি হবে পার্লামেন্টে তাদের।“

    আজ মঙ্গলবার জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপি প্রতিনিধি দলের বৈঠকের পর সাংবাদিকদের সামনে তিনি এই কথা বলেন।

    পাঁচটি সংস্কার কমিশনের দেওয়া সুপারিশগুলোর ওপর মতামত দিতে তৃতীয় দিনের মতো আজ জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় বসে বিএনপি। এর আগে গত বৃহস্পতিবার ও রোববার দিনভর আলোচনার পরে বৈঠক মূলতবি করা হয়েছিলো।

    সালাহউদ্দিন আহমেদ বলেন, একই ব্যক্তি যাতে তিনটি পদে না থাকেন– প্রধানমন্ত্রী, দলীয় প্রধান এবং সংসদ নেতা এ নিয়েও আলোচনা হচ্ছে।

    “মেজরিটি পার্টি এটা ডিসাইড করবে” বলেও তিনি উল্লেখ করেন।

    “সংসদ নেতার কোনো এক্সিকিউটিভ পাওয়ার নাই। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী অনেকটা একটা অবিচ্ছেদ্য অংশের মতো। কিন্তু ইন-প্র্যাকটিক (বাস্তবে) দেখা গেছে এটাই সর্বোত্তম প্র্যাকটিস প্রধানমন্ত্রীই সংসদ নেতা থাকেন সংসদে সব কাজকর্ম সহজে করার জন্য।“

    তিনি আরও বলেন, নারীর সংরক্ষিত আসনে নির্বাচন পদ্ধতি নিয়ে আমাদের ভিন্নমত আছে, ২১ বছর বয়স যে এমপিদের জন্য সেটা নিয়ে আমরা দ্বিমত পোষণ করেছি।

    এই আলোচনায় সালাহউদ্দিন আহমেদ ছাড়াও অংশ নেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাঈল জবিউল্লাহ, আইনজীবী রুহুল কুদ্দুস কাজল ও সাবেক সচিব আবু মো. মনিরুজ্জামান খান।

  12. পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া হবে ২৬শে এপ্রিল

    পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে আগামী ২৬শে এপ্রিল।

    ভ্যাটিকান জানিয়েছে, ওইদিন স্থানীয় সময় সকাল ১০টায় এটি অনুষ্ঠিত হবে। তার আগে বুধবার স্থানীয় সময় সকাল ৯টায় তার মরদেহ সেন্ট পিটার্স ব্যাসিলিকায় নিয়ে যাওয়া হবে।

    জনসাধারণ যেন শেষ শ্রদ্ধা নিবেদন করতে পারেন, তাই তার কফিনটি অন্ত্যেষ্টিক্রিয়া পর্যন্ত সেখানে রাখা হবে। তার অন্ত্যেষ্টিক্রিয়া ব্যাসিলিকার সামনে উন্মুক্তভাবে অনুষ্ঠিত হবে।

    বর্তমানে তার মরদেহ সান্তা মার্তা চ্যাপেলে একটি কফিনে রাখা হয়েছে। এখানেই তিনি পোপ হিসাবে তার কর্মজীবনের ১২ বছর বসবাস করেছেন।

    সান্তা মার্তায় পোপ ফ্রান্সিসের কফিনের কিছু ছবি ভ্যাটিকান প্রকাশ করেছে। সেগুলো এখানে সংযুক্ত করা হলো:

  13. ফের ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ

    ফের ঢাকার সায়েন্স ল্যাব মোড়ে অবস্থিত ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মাঝে ইটপাটকেল নিক্ষেপ, পাল্টাপাল্টি ধাওয়া এবং পরিস্থিতির নিয়ন্ত্রণ আনতে পুলিশের লাঠিপেটার ঘটনা ঘটেছে।

    নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসীন উদ্দিন আজ মঙ্গলবার দুপুর পৌনে দুইটার দিকে বিবিসি বাংলাকে এ তথ্য নিশ্চিত করেন।

    তিনি জানান, এই ঘটনা ঘটেছে আজ বেলা ১১ থেকে সাড়ে ১১টা নাগাদ, যা প্রায় ঘণ্টাখানেক চলেছে।

    কী নিয়ে দুই কলেজের শিক্ষার্থীদের মাঝে আজ মারামারি লাগলো, জানতে চাইলে তিনি বলেন, "কী নিয়ে যে লাগছে, এটা আপনিও জানেন না, আমিও জানি না। এদের প্রায়ই এমন লাগে।"

    উদ্ভুত পরিস্থিতিতে ওই এলাকাজুড়ে এক প্রকার উত্তপ্ত পরস্থিতি সৃষ্টি হয়েছিলো। তবে দুই পক্ষকে দুই দিকে পাঠিয়ে দেওয়ায় এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

    উল্লেখ্য, এর আগে, গত সপ্তাহেও এই দুই কলেজের শিক্ষার্থীদের মাঝে সংঘর্ষ বেঁধেছিলো।

  14. ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করলো হার্ভার্ড বিশ্ববিদ্যালয়

    বিলিয়ন ডলারের বরাদ্দ কাটছাঁট ঠেকাতে মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে বিরুদ্ধে মামলা করেছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়।

    এই মামলা আসলে ট্রাম্প প্রশাসনের সাথে বিশ্ববিদ্যালয়ের বিরোধের একটি অংশ, যা গত সপ্তাহে চরম আকার ধারণ করে। ট্রাম্প প্রশাসনের কিছু প্রস্তাব প্রত্যাখান করায় চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে তারা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের দুই বিলিয়ন ডলারের বেশি অংকের ফেডারেল তহবিল স্থগিত করে।

    পাশাপাশি, তখন বিশ্ববিদ্যালয়ের করমুক্ত মর্যাদাও বাতিল করার হুমকি দেয় ট্রাম্প প্রশাসন।

    তার আগের সপ্তাহে, ক্যাম্পাসগুলোতে ইহুদি বিদ্বেষ মোকাবিলা করতে হার্ভার্ডকে এক গুচ্ছ দাবির একটি তালিকা পাঠানোর কথা জানিয়েছিলো হোয়াইট হাউজ। কিন্তু হার্ভার্ড হোয়াইট হাউজের কিছু দাবিকে প্রত্যাখ্যান করে বলে, হোয়াইট হাউজ তাদের 'নিয়ন্ত্রণ' করার চেষ্টা করেছে।

    হোয়াইট হাউজের দাবি প্রত্যাখ্যানের কয়েক ঘণ্টা পর-ই হার্ভার্ডের বিরুদ্ধে ওই সিদ্ধান্ত নেয়া হয়।

    এবারই প্রথম যুক্তরাষ্ট্রের কোনো বড় বিশ্ববিদ্যালয় তাদের নীতি পরিবর্তনের জন্য ট্রাম্প প্রশাসনের চাপকে প্রত্যাখ্যান করলো। হোয়াইট হাউজ যেসব পরিবর্তন আনার প্রস্তাব করেছিলো তাতে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমে পরিবর্তন আসতো এবং সরকারের নিয়ন্ত্রণ বাড়তো।

  15. জামায়াত নেতা আজহারের আপিল শুনানি পেছালো

    একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল শুনানির জন্য আগামী ছয়ই মে দিন ধার্য করেছে আপিল বিভাগ।

    ওইদিন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ বিষয়ে শুনানি হবে। আজ মঙ্গলবার প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

    জামায়াত নেতা আজহারের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী, আইনজীবী শিশির মনির। শুনানি পেছানোরখবরটি বিবিসিকে নিশ্চিত করেন শিশির মনির।

    ২০১৪সালের ৩০শে ডিসেম্বর এ টি এমআজহারুল ইসলামকে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

    ওইরায়ের বিরুদ্ধে তিনি আপিল করলে ২০১৯ সালের ৩১শে অক্টোবর ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ড বহাল রাখে আপিল বিভাগ।

    পরে ২০২০ সালের ১৯শে জুলাই খালাস চেয়ে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় রিভিউ আবেদন করেন মি. ইসলাম।

  16. দোহায় পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

    ‘আর্থনা শীর্ষ সম্মেলন–২০২৫’ এ যোগ দিতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস কাতারের রাজধানী দোহায় পৌঁছেছেন।

    বাংলাদেশ সংবাদ সংস্থা’র (বাসস) খবর অনুযায়ী, তিনি গতকাল সোমবার কাতারের স্থানীয় সময় রাত ৯টা ৪০ মিনিটে দোহায় হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ।

    আজ ২২শে এপ্রিল ও আগামীকাল ২৩শে এপ্রিল দোহায় ‘আমাদের উত্তরাধিকার গড়ে তোলা: স্থায়িত্ব, উদ্ভাবন ও ঐতিহ্যবাহী জ্ঞান’ প্রতিপাদ্য নিয়ে এবারের আর্থনা শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।

    চার দিনের এ সফরে তিনি তেলসমৃদ্ধ মধ্যপ্রাচ্যের দেশ কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল–থানির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।

    বাংলাদেশ সময় অনুযায়ী গতকাল সোমবার বিকেলে ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, এই সফরে কাতারের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক ও জ্বালানি সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হবে।

  17. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে