পানি চুক্তি স্থগিত, সার্ক ভিসায় আসা পাকিস্তানিদের ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ

পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানিবন্টন চুক্তি অবিলম্বে স্থগিত, পাঞ্জাবের আটারি চেকপোস্ট বন্ধ, পাকিস্তানিদের জন্য সার্ক ভিসা বন্ধ করাসহ বেশকিছু কূটনৈতিক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে ভারত। এছাড়াও কাশ্মীরের পহেলগামে হামলার ঘটনায় জড়িত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে এমন তিন জনের স্কেচ প্রকাশ করেছে ভারতের নিরাপত্তা বাহিনী।

সরাসরি কভারেজ

  1. আজ বুধবার যা যা হলো

    • পহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনার সূত্র ধরে পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানিবন্টন চুক্তি অবিলম্বে স্থগিত, পাঞ্জাবের আটারি চেকপোস্ট বন্ধ, পাকিস্তানিদের জন্য সার্ক ভিসা বন্ধ করাসহ বেশকিছু কূটনৈতিক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে ভারত।
    • কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীদের হামলায় হতাহতের ঘটনায় জড়িত বলে সন্দেহ করা হচ্ছে এমন তিন জনের স্কেচ প্রকাশ করেছে নিরাপত্তা বাহিনী। ভারতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা পিটিআই এ খবর দিয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস ওই হামলার ঘটনার নিন্দা জানিয়েছেন। এছাড়া বিশ্ব নেতারা ওই ঘটনার নিন্দা করে বিবৃতি দিয়েছেন।
    • কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, তারা বারামুল্লা জেলায় 'সন্দেহভাজন জঙ্গি'দের একটি হামলা ঠেকিয়ে দিয়েছে। সেই সময় সময় সেনাবাহিনীর সাথে বন্দুকযুদ্ধে দুইজন 'জঙ্গি' নিহত হয়েছে বলে তারা দাবি করেছে। মঙ্গলবার যেখানে বন্দুকধারীদের হামলার ঘটনা ঘটে, সেই পহেলগাম থেকে ১৪০ কিলোমিটার দূরে বারমুল্লা অবস্থিত।
    • তুরস্কে ছয় দশমিক দুই মাত্রার ভূমিকম্পের পরে মোট ৫১ বার কম্পন বা আফটারশক অনুভূত হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়েরলিকায়া। এর মধ্যে সবচেয়ে শক্তিশালী কম্পনটি ছিলো পাঁচ দশমিক ৯ মাত্রার।
    • ভ্যাটিকান সিটিতে সেন্ট পিটার্স ব্যাসিলিকায় পোপের বেদীর সামনে রাখা হয়েছে তার কফিন। শনিবার শেষকৃত্যানুষ্ঠান পর্যন্ত কফিন সেখানেই রাখা হবে। এর আগেই শোকাহত মানুষেরা পোপের প্রতি শ্রদ্ধা জানাতে ব্যাসিলিকায় আসছেন।
    • বাংলাদেশে মাগুরায় আট বছর বয়সী শিশুটির ধর্ষণ ও হত্যা মামলার বিচারকাজ সেখানকার নারী ও শিশু ট্রাইব্যুনালে শুরু হয়েছে। আদালত মামলার চার্জ গঠন করেছে এবং আগামী ২৭শে এপ্রিল শুনানির দিন ধার্য করেছে বলে আইনজীবীরা জানিয়েছেন।
    • গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং প্রতিষ্ঠানের আরও ছয় কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলার বিচার কার্যক্রম বাতিল করেছেন আপিল বিভাগ।

    বিবিসি বাংলার আরও খবর পড়তে ওয়েব সাইটের মূল পাতায় ক্লিক করুন।

    এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। বৃহস্পতিবার লাইভ পেইজটি পুনরায় চালু হলো।

  2. পানি চুক্তি স্থগিত, সার্ক ভিসায় আসা পাকিস্তানিদের ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ

    পাকিস্তানের বিরুদ্ধে ভারতের নেওয়া সিদ্ধান্তগুলি ঘোষণা করছেন পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী

    ছবির উৎস, MEA - India

    ছবির ক্যাপশান, পাকিস্তানের বিরুদ্ধে ভারতের নেওয়া সিদ্ধান্তগুলো ঘোষণা করছেন পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী

    ভারতশাসিত কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনার পরে পাকিস্তানের বিরুদ্ধে কড়া ব্যবস্থা ঘোষণা করেছে ভারত।

    ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এক বুধবার এক বিশেষ সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তগুলোর বিষয়ে জানান।

    সিন্ধু পানিবন্টন চুক্তি অবিলম্বে স্থগিত করা এবং পাঞ্জাবের আটারি চেকপোস্ট অবিলম্বে বন্ধ করে দেওয়ার কথা ঘোষণা করেছে ভারত।

    এছাড়াও সার্ক দেশগুলোর জন্য বিশেষ ভিসা নিয়ে পাকিস্তানের নাগরিকরা ভারতে ভ্রমণ করতে পারবেন না- সেই তথ্যও জানানো হয়েছে। যারা ওই ভিসায় ইতিমধ্যেই ভারতে রয়েছেন, তাদেরও ওই ভিসা বাতিল করা হচ্ছে এবং ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছাড়তে বলা হয়েছে।

    দিল্লিতে পাকিস্তানি দূতাবাসে সেদেশের সেনা, বিমান ও নৌবাহিনীর যে ‘পরামর্শদাতারা’ রয়েছেন, তাদের ‘পার্সোনা নন গ্রাটা’, অর্থাৎ অবাঞ্ছিত বলে ঘোষণা করেছে ভারত। তাদের এক সপ্তাহের মধ্যে ভারত ছাড়তে হবে।

    ভারতও ইসলামাবাদে তাদের দূতাবাস থেকে সেনা, বিমান ও নৌবাহিনীর পরামর্শদাতাদের ফিরিয়ে আনবে।

    দুই দেশের দূতাবাসেরই সামরিক পরামর্শদাতাদের পাঁচজন করে কর্মীকেও নিজের দেশে চলে যেতে হবে।

    দুই দেশের রাজধানীতে অবস্থিত কর্মী সংখ্যা বর্তমানের ৫৫ থেকে কমিয়ে পয়লা মের মধ্যে ৩০ এ নিয়ে আসতে হবে।

    দেশের নিরাপত্তা বিষয়ক সর্বোচ্চ কমিটি - ক্যাবিনেট কমিটি অন সিকিওরিটি বা সিসিএস বুধবার বৈঠকে বসে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে হওয়া ওই বৈঠকেই এই অতি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে।

  3. হামাসকে ‘কুকুরের বাচ্চা’ বললেন মাহমুদ আব্বাস

    মাহমুদ আব্বাস

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, মাহমুদ আব্বাস

    ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস হামাসকে ‘কুকুরের বাচ্চা’ হিসেবে অভিহিত করেছেন।

    একই সাথে তিনি ইসরায়েলের সাথে যুদ্ধ অবসানে হামাসের প্রতি গাজার নিয়ন্ত্রণ হস্তান্তর ও ইসরায়েলি জিম্মিদের মুক্তির দাবি করেছেন।

    দখলীকৃত পশ্চিম তীরের রামাল্লায় এক সভায় তিনি বলেন, গাজায় হামলা অব্যাহত রাখার জন্য ইসরায়েলের হাতে ‘অজুহাত’ তুলে দিয়েছে হামাস।

    যুদ্ধ শুরুর পর গত ১৮ মাসে এটাই হামাসের বিরুদ্ধে তার সবচেয়ে কঠিন মন্তব্য।

    হামাসের একজন কর্মকর্তা এ বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন। হামাসের রাজনৈতিক শাখার সদস্য বাসেম নাইম বলেছেন, তিনি (মাহমুদ আব্বাস) ‘নিজের লোকদের একটি গুরুত্বপূর্ণ অংশের প্রতি অবমাননাকর ভাষা’ ব্যবহার করেছেন।

    গত সপ্তাহে হামাস গাজায় যুদ্ধবিরতির জন্য ইসরায়েলের আনা নতুন একটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। এতে ছয় সপ্তাহের যুদ্ধবিরতির বদলে এখনও জিম্মি হয়ে থাকা ৫৯ জনের মধ্যে ১০ জনের মুক্তি এবং গাজায় নিরস্ত্রীকরণের প্রস্তাব দেয়া হয়েছিলো।

    হামাস বলেছে যুদ্ধ বন্ধ করলে এবং ইসরায়েলি সেনা পূর্ণাঙ্গ প্রত্যাহার হলে তারা জিম্মিদের মুক্তি দেবে।

    মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফিলিস্তিনি কর্তৃপক্ষ এখন পশ্চিম তীরের একাংশ শাসন করছে। ২০০৭ সালে গাজার পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছিলো হামাস।

    তার আগে তারা সেখানে নির্বাচনে জয়ী হয়েছিলো। এখন মাহমুদ আব্বাস বলছেন, হামাসকে গাজার নিয়ন্ত্রণ ও তাদের হাতে থাকা অস্ত্র হস্তান্তর করে নিজেদের রাজনৈতিক দলে রূপান্তর করতে হবে।

    হামাস ও ফিলিস্তিন কর্তৃপক্ষের মধ্যে কয়েক দশক ধরেই তিক্ততা বিরাজ করছে। তাদের বিভেদের কারণে পশ্চিম তীর ও গাজায় কোনো ঐক্যবদ্ধ ফিলিস্তিনি নেতৃত্ব গড়ে ওঠেনি।

    “হামাস অপরাধমূলক দখলদারিত্বের (ইসরায়েলের হাতে) অজুহাত তুলে দিয়েছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো জিম্মি ধরে রাখা,” বলেছেন মাহমুদ আব্বাস।

    হামাসকে উদ্দেশ করে তিনি বলেন, “কুকুরের বাচ্চারা, যাদের আটকে রেখেছো ছেড়ে দাও। তাদের সুযোগ দেয়া বন্ধ করো এবং আমাদের ছেড়ে দাও।”

    তিনি বলেন, হামাসকে অবশ্যই গাজার নিয়ন্ত্রণ ও অস্ত্র ফিলিস্তিন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করতে হবে।

  4. তুরস্কে ভূমিকম্পের পর আরও ৫১ বার কম্পন বা আফটারশক অনুভূত

    আতঙ্কিত মানুষ রাস্তায় অবস্থান নেয়

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, আতঙ্কিত মানুষ রাস্তায় অবস্থান নেয়

    তুরস্কে ছয় দশমিক দুই মাত্রার ভূমিকম্পের পরে মোট ৫১ বার কম্পন বা আফটারশক অনুভূত হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়েরলিকায়া। এর মধ্যে সবচেয়ে শক্তিশালী কম্পনটি ছিলো পাঁচ দশমিক ৯ মাত্রার।

    তিনি জানান ছয় দশমিক দুই মাত্রার যে ভূমিকম্প আঘাত হেনেছে সেটির উৎপত্তিস্থল ভূগর্ভে অন্তত সাত কিলোমিটার নিচে এবং এটি ১৩ সেকেন্ড স্থায়ী ছিল।

    ওদিকে তুরস্কের ইস্তানবুলের স্কুলগুলো দুই দিনের জন্য বন্ধ ঘোষণা করেছেন দেশটির শিক্ষামন্ত্রী ইউসুফ তেকিন। তবে তিনি বলেছেন শহরের কোনো স্কুলে মারাত্মক কোনো দুর্ঘটনার খবর পাওয়া যায়নি।

    তবে ইস্তানবুলের গভর্নর অফিস জানিয়েছে বিভিন্ন ভবন থেকে লাফিয়ে পড়ে আহত হয়েছে ১০০ এরও বেশি মানুষ। অবশ্য বিদ্যুৎ, গ্যাস, খাবার পানি ও স্যুয়ারেজ অবকাঠামোর কোনো ক্ষতি হয়নি।

    তবে পুরনো কিছু ভবনের একাংশ ভেঙে পড়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন জায়গায়।

    ভূমিকম্প এবং এরপর বার বার কম্পন বা আফটারশকের ঘটনায় মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। এসময় ভবনগুলো থেকে মানুষ বাইরে বেরিয়ে আসার চেষ্টা করে।

    কিছু পুরনো ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, কিছু পুরনো ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে
    একাধিক ভূমিকম্প অনুভূত হয়েছে এক ঘণ্টার মধ্যে

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, একাধিক ভূমিকম্প অনুভূত হয়েছে এক ঘণ্টার মধ্যে
  5. কাশ্মীরের ঘটনায় সন্দেহভাজন তিন জনের স্কেচ প্রকাশ

    সন্দেহভাজন তিন জনের স্কেচ

    ছবির উৎস, PTI

    ছবির ক্যাপশান, সন্দেহভাজন তিন জনের স্কেচ

    কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীদের হামলায় হতাহতের ঘটনায় জড়িত বলে সন্দেহ করা হচ্ছে এমন তিন জনের স্কেচ প্রকাশ করেছে নিরাপত্তা বাহিনী।

    ভারতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা পিটিআই এ খবর দিয়েছে।

    কর্মকর্তারা বলছেন যাদের স্কেচ প্রকাশ করা হয়েছে তারা হলেন- আসিফ ফাউজি, সুলেমান শাহ ও আবু তালহা।

    এরা কোড নেম হিসেবে মুসা, ইউনুস ও আসিফ ব্যবহার করতো।

    ঘটনাস্থল থেকে বেঁচে ফিরেছেন এমন কয়েকজনের কাছ থেকে পাওয়া বর্ণনার ভিত্তিতে এসব স্কেচ প্রস্তুত করা হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

  6. রাজউককে আর হাউজিং করতে দেয়া যাবে না, বললেন রিজওয়ানা

    পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

    ছবির উৎস, PRO/Ministry of Environment, Forest and Climate Change

    ছবির ক্যাপশান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

    পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন রাজউক কি ডেভেলপার না রেগুলেটর তা পরিষ্কারভাবে নির্ধারণ করতে হবে, রাজউককে আর হাউজিং করতে দেয়া যাবে না।

    “গোটা এলাকাভিত্তিক মাস্টারপ্ল্যান করতে হবে। বেসরকারি হাউজিং নিয়ন্ত্রণের প্রয়াস আগে ছিল না, এখন তা জরুরি। রাজউককে রাজনৈতিক চাপে রাখা যাবে না,” রাজউক কর্মকর্তাদের সাথে মতবিনিয়ন অনুষ্ঠানে তিনি এসব বলেছেন।

    গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খানও ওই অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন।

    রিজওয়ানা হাসান বলেন টাউন ইমপ্রুভমেন্ট অ্যাক্ট ও বিল্ডিং কন্সট্রাকশন অ্যাক্ট নতুন করে প্রণয়ন করতে হবে।

    “অল্প পরিবর্তনে কাজ হবে না। সময় ও বাস্তবতার চাহিদায় প্রয়োজনীয় কিছু রেখে নতুন করে প্রণয়ন করতে হবে। রাজউকের বোর্ডে কেবল আমলা থাকলে চলবে না। বোর্ডে শহর পরিকল্পনায় দক্ষ বিশেষজ্ঞ রাখতে হবে," বলেছেন তিনি।

  7. তুরস্কের ইস্তানবুলে একের পর এক ভূমিকম্প

    একের পর এক ভূমিকম্পে লোকজন আতঙ্কিত হয়ে পড়ে

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, একের পর এক ভূমিকম্পে লোকজন আতঙ্কিত হয়ে পড়ে

    তুরস্কের রাজধানী ইস্তানবুলে একের পর এক ভূমিকম্পের খবর পাওয়া গেছে। এর মধ্যে একটি কম্পন ছয় দশমিক দুই মাত্রার।

    দেশটির ডিজাস্টার অ্যান্ড ইমার্জেন্সি ম্যানেজমেন্ট প্রেসিডেন্সি এই খবর নিশ্চিত করেছে।

    শহরের ভবনগুলো এসময় ঝাঁকুনিতে কেঁপে উঠলে লোকজনকে রাস্তায় নেমে আসতে দেখা যায়। কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত ভবনগুলোতে লোকজনকে প্রবেশ না করার অনুরোধ করেছে।

    এছাড়া জরুরি প্রয়োজন ছাড়া ফোন ব্যবহার না করা এবং গাড়ি না চালানোর পরামর্শ দেয়া হয়েছে। ভূমিকম্পের প্রভাব নিরূপণের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়েরলিকায়া।

    প্রথম ভূমিকম্পটি স্থানীয় সময় ১২টা ১৩ মিনিটে অনুভূত হয় সিলিভরি জেলায়। এটি ছিল তিন দশমিক ৯ মাত্রার ভূমিকম্প।

    এরপর একই এলাকায় দ্বিতীয় ভূমিকম্পটি অনুভূত হয় ১২টা ৪৯মিনিটে। এটি ছিল ৬ দশমিক ২ মাত্রার।

    আর তৃতীয়টি ছিল চার দশমিক চার মাত্রার। এটি ১২টা ৫১মিনিটে অনুভূত হয়েছে ইস্তানবুলের বুয়ুকসেকমেসে এলাকায়।

    কর্তৃপক্ষ জানিয়েছে ইস্তানবুলের পশ্চিমাঞ্চলে বুয়ুকসেকমেসে এলাকায় পরে আরও তিনটি ভূমিকম্প অনুভূত হয়েছে।

    অনেকেই রাস্তায় নেমে আসে

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ভূমিকম্পের সময় আতঙ্কে অনেকেই রাস্তায় নেমে আসেন
  8. কাশ্মীরে হামলার ঘটনায় বাংলাদেশের প্রধান উপদেষ্টার নিন্দা

    প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস, ফাইল ছবি

    ছবির উৎস, Chief Adviser’s Press Wing

    ছবির ক্যাপশান, প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস, ফাইল ছবি

    ভারতশাসিত কাশ্মীরের পহেলগামে পর্যটকদের ওপর হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস।

    সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার পক্ষ থেকে এক বার্তায় লেখা হয়েছে, “কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলায় নিরপরাধ মানুষের মৃত্যুতে আমরা শোক প্রকাশ করছি। আমরা এই জঘন্য ঘটনার তীব্র নিন্দা জানাই।"

    মোহাম্মদ ইউনূস তার বার্তায় ‘সন্ত্রাসবাদের’ বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন।

    ফেসবুকে প্রধান উপদেষ্টার পোস্ট

    ছবির উৎস, Facebook/Chief Adviser GOB

    ছবির ক্যাপশান, ফেসবুকে প্রধান উপদেষ্টার পোস্ট

    কাশ্মীরের পহেলগামে পর্যটক হত্যার ঘটনায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ও প্রতিক্রিয়া জানিয়েছে।

    সোশ্যাল মিডিয়া এক্স-এ এক প্রেস বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, " ভারতের জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী ঘটনার তীব্র নিন্দা করে বাংলাদেশ, যে ঘটনার ফলে নিরীহ নাগরিকদের মৃত্যু হয়েছে।"

    বাংলাদেশ এই ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে এবং "সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে" প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

    মঙ্গলবার কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলায় অন্তত ২৬ জন নিহত এবং অনেক আহত হয়েছেন। নিহতদের অধিকাংশই পর্যটক।

    এক্স হ্যান্ডেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পোস্ট

    ছবির উৎস, X/Ministry of Foreign Affairs

    ছবির ক্যাপশান, এক্স হ্যান্ডেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পোস্ট
  9. কাশ্মীরে হানিমুনে গিয়ে নিহত হলেন ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তা

    বছর দু’য়েক আগে নৌসেনায় যোগ দিয়েছিলেন মি. নারওয়াল।

    ছবির উৎস, INDIAN NAVY

    ছবির ক্যাপশান, বছর দু’য়েক আগে নৌসেনায় যোগ দিয়েছিলেন মি. নারওয়াল।

    ভারতশাসিত কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীদের হামলায় নিহতদের মধ্যে রয়েছেন ভারতীয় নৌবাহিনীর লেফটেন্যান্ট বিনয় নারওয়াল।

    এই হামলার খবর প্রকাশ্যে আসার পর থেকে সামাজিক মাধ্যমে একাধিক ভিডিও এবং ছবি দেখা গেছে, তার মধ্যে একটিতে এক নারীকে তার স্বামীর দেহের পাশে শোকস্তব্ধ অবস্থায় বসে থাকতে দেখা যাচ্ছে। ওই ছবি বিনয় নারওয়াল এবং তার স্ত্রী হিমাংশীর।

    মাত্র ছয় দিন আগে গত ১৬ই এপ্রিল তাদের বিয়ে হয়। রিসেপশন বা বৌভাত ছিল ১৯ তারিখ। তাদের পরিবার জানিয়েছে, ২১শে এপ্রিল স্ত্রী হিমাংশীর সঙ্গে কাশ্মীরে মধুচন্দ্রিমায় গিয়েছিলেন বছর ২৬-এর বিনয় নারওয়াল।

    তার দাদা হাওয়া সিং নারওয়াল সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “বিয়ের পর সুইজারল্যান্ড যাওয়ার ইচ্ছে ছিল ওর (বিনয় নারওয়ালের)। কিন্তু ভিসা না পাওয়ায় কাশ্মীরে গিয়েছিল।”

    কাশ্মীর থেকে ফিরে আগামী পহেলা মে পরিবারের সঙ্গে নিজের জন্মদিন পালনের পরিকল্পনাও ছিল তার।

    ভারতশাসিত কাশ্মীরের ‘মিনি সুইজারল্যান্ড’ হিসেবে পরিচিত পহেলগামের বৈসারণ উপত্যকায় বন্দুকধারীরা মঙ্গলবার হামলা চালায়। মূলত পর্যটকদের নিশানা করা হয়েছিল।

    প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলার সময় বেছে বেছে পুরুষদের নিশানা করা হয়ছিল। বন্দুকধারীদের গুলিতে মি. নারওয়ালের মৃত্যু হয়।

    ইঞ্জিনিয়ারিং পাস করে বছর দুয়েক আগে নৌবাহিনীতে যোগ দিয়েছিলেন বিনয় নারওয়াল। বর্তমানে কেরালার কোচিতে তার পোস্টিং ছিল। বিয়ের জন্য ছুটি নিয়ে দিন কয়েক আগে বাড়ি ফিরেছিলেন।

    হরিয়ানার কার্নালের বাসিন্দা ছিলেন তিনি। তার এক ছোট বোন রয়েছে। ছেলেকে হারিয়ে শোকস্তব্ধ নারওয়াল পরিবার।

    বিনয় নারওয়ালের মৃত্যুতে শোক প্রকাশ করে নৌবাহিনীর পক্ষ থেকে বিবৃতি জারি করা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, “পহেলগামে এই কাপুরুষোচিত হামলায় লেফটেন্যান্ট বিনয় নারওয়ালের মৃত্যুতে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল দীনেশ ত্রিপাঠি এবং ভারতীয় নৌবাহিনীর সমস্ত কর্মীরা গভীরভাবে মর্মাহত।”

    বুধবার দুপুরে মি. নারওয়ালের দেহ দিল্লি এসে পৌঁছায়। ভারতীয় নৌসেনার পক্ষ থেকে তাকে শ্রদ্ধা জানানো হয়।

  10. পোপের কফিন রাখা হয়েছে বেদীর সামনে

    ভ্যাটিকান সিটিতে সেন্ট পিটার্স ব্যাসিলিকায় পোপের বেদীর সামনে রাখা হয়েছে তার কফিন। শনিবার শেষকৃত্যানুষ্ঠান পর্যন্ত কফিন সেখানেই রাখা হবে।

    এর আগেই শোকাহত মানুষেরা পোপের প্রতি শ্রদ্ধা জানাতে ব্যাসিলিকায় প্রবেশ করতে শুরু করে।

    বিশ্বের নানা প্রান্ত থেকে শোকগ্রস্ত মানুষ ভ্যাটিক্যান সিটিতে শ্রদ্ধা জানাতে আসছেন।

    বেদীর সামনে রাখা হয়েছে পোপের কফিন

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, বেদীর সামনে রাখা হয়েছে পোপের কফিন
    ভ্যাটিক্যানে শোক পালন ও পোপের প্রতি শ্রদ্ধা জানাতে জড়ো হয়েছে বহু মানুষ

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, ভ্যাটিক্যানে শোক পালন ও পোপের প্রতি শ্রদ্ধা জানাতে জড়ো হয়েছে বহু মানুষ
    কার্ডিনালদের শ্রদ্ধা জানানোর দৃশ্য

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, কার্ডিনালদের শ্রদ্ধা জানানোর দৃশ্য
  11. মাগুরায় আট বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা মামলার বিচার শুরু

    আদালত, প্রতীকী ছবি
    ছবির ক্যাপশান, আদালত, প্রতীকী ছবি

    মাগুরায় আট বছর বয়সী শিশুটির ধর্ষণ ও হত্যা মামলার বিচারকাজ সেখানকার নারী ও শিশু ট্রাইব্যুনালে শুরু হয়েছে। আদালত মামলার চার্জ গঠন করেছে এবং আগামী ২৭শে এপ্রিল শুনানির দিন ধার্য করেছে বলে আইনজীবীরা জানিয়েছেন।

    “প্রসিকিউশনের পক্ষ থেকে মামলার যেসব ডকুমেন্টস আদালতে উপস্থাপন করা হয়েছে তাতে সন্তুষ্ট হয়ে আদালত আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করেছেন। এর মধ্য দিয়ে আলোচিত এই মামলার বিচারকাজ শুরু হলো,” বিবিসি বাংলাকে বলেছেন রাষ্ট্রপক্ষকে আইনি সহায়তা দেয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিশেষ দায়িত্বপ্রাপ্ত আইনজীবী এহসানুল হক সমাজী।

    মি. সমাজী জানান, ওই আদালতে রাষ্ট্রপক্ষের হয়ে তিনি নিজেই আজ এ মামলার শুনানিতে অংশ নিয়েছেন।

    জেলার নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে শিশুটি ধর্ষণ ও যৌন নিপীড়নের শিকার হয় বলে পরিবারের তরফ থেকে অভিযোগ ওঠেছিলো।

    শিশুটিকে ৬ই মার্চ যখন স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছিলো তখন তার জ্ঞান ছিলো না। পরে এ নিয়ে দেশজুড়ে আলোড়ন হলে তাকে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে আনা হয়। সেখানেই ১৩ই মার্চ শিশুটি মারা যায়।

    এর মধ্যে ৮ই মার্চ শিশুটির মা চারজনকে আসামি করে ধর্ষণ মামলা করেছিলো, পরে তার সঙ্গে হত্যার অভিযোগও যুক্ত হয়। মামলার আসামিরা এখন কারাগারে আছে।

    শিশুটির মৃত্যুর পর গত ১৩ই মার্চ রাতে মামলার আসামিদের বাড়িতে (শিশুটির বোনের শ্বশুরবাড়ি) ভাঙচুর ও অগ্নিসংযোগ করে এলাকাবাসী।

  12. কাশ্মীরে হামলাকারীদের সম্বন্ধে যা জানা যাচ্ছে

    গতকাল মঙ্গলবার কাশ্মীরের পহেলগামে পর্যটকদের ওপর যে হামলা হয়েছে তার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি।

    তবে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলোর উদ্ধৃতি দিয়ে বেশ কয়েকটি সংবাদমাধ্যমে দাবি করা হচ্ছে, ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ বা টিআরএফ নামক একটি সশস্ত্র সংগঠন এর পেছনে থাকতে পারে।

    টিআরএফ পাকিস্তানভিত্তিক সশস্ত্র সংগঠন লস্কর-ই-তাইবা'র ছায়া সংগঠন হিসেবে পরিচিত।

    ভারতের সংবিধানে কাশ্মীরকে বিশেষ স্বায়ত্বশাসিত এলাকার মর্যাদা দিয়েছিলো ৩৭০ ধারা। কিন্তু ২০১৯ সালে ক্ষমতাসীন বিজেপি সরকার তা প্রত্যাহার করে।

    গোয়েন্দা সূত্র বলছে, ওই ধারা বাতিলের পর থেকেই টিআরএফ অনলাইনে প্রোপাগান্ডা চালাতে শুরু করে এবং ধীরে ধীরে সক্রিয় 'জঙ্গি' সংগঠনে রূপ নেয়।

    ভারত সরকার ২০২৩ সালে এই সংগঠনটিকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত করে।

    ভারত সরকারের টিআরএফের বিরুদ্ধে অভিযোগ— টিআরএফ কাশ্মীরের তরুণদের জঙ্গিবাদে উদ্বুদ্ধ করে, অনলাইনে উসকানিমূলক কনটেন্ট ছড়ায় এবং অস্ত্র চোরাচালানের সাথে জড়িত।

    ভারতীয় সেনাবাহিনীর ইতিহাসবিদ শ্রীনাথ রাঘবন বিবিসিকে বলেন, “এটি সম্ভবত লস্কর-এর একটি শাখা, যারা কিছুটা দূরত্ব বজায় রেখেও ইঙ্গিত দিতে চায় যে তারা সক্রিয়। এ ধরনের সংগঠনগুলো যখন কোণঠাসা হয়, তখন তারা পৃষ্ঠপোষকদের কাছে তাদের সক্রিয়তা প্রমাণের জন্য হামলা চালায়।"

  13. কাশ্মীরে নিহতদের প্রতি শ্রদ্ধা জানালেন অমিত শাহ

    নিহতদের প্রতি অমিত শাহ'র শ্রদ্ধা নিবেদন

    ছবির উৎস, AmitShah/X

    ছবির ক্যাপশান, নিহতদের প্রতি অমিত শাহ'র শ্রদ্ধা নিবেদন

    কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

    জম্মু-কাশ্মীরের এই হামলায় নিহতদের পরিবারের সঙ্গে আজ বুধবার সাক্ষাৎও করেন তিনি। পাশাপাশি, পেহেলগাম থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে পাহাড়ের চূড়ায় অবস্থিত বৈসারণ এলাকাও তিনি পরিদর্শন করেন।

    এই বৈসারণ এলাকায়ই গতকাল বন্দুকধারীরা হামলা চালায়। এই ঘটনায় নিহতের সংখ্যা এখন পর্যন্ত ২৬ জন।

    এদিকে, কংগ্রেস এমপি কেসি ভেণুগোপালও নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে শ্রীনগর গিয়েছেন।

    সেখানে উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, “এই ঘটনা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। সারা দেশের আপামত জনসাধারণ ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছে।"

  14. কাশ্মীর ছাড়ার চেষ্টা করছেন পর্যটকরা

    পহেলগামে হামলার পর অনেক পর্যটক-ই এখন কাশ্মীর ছাড়ার চেষ্টা করছেন।

    শ্রীনগর বিমানবন্দরের ট্যুর অপারেটররা জানিয়েছেন, পহেলগাম হামলার পর দেশি পর্যটকরা কাশ্মীর ছাড়ার জন্য তাড়াহুড়ো করছেন। অনেক গাড়ি এখন বিমানবন্দরের দিকে আসছে।

    তবে বিবিসি সংবাদদাতা ইয়োগিতা লিমায়ি তার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে লিখেছেন, তিনি মুম্বাই থেকে আসার সময় ফ্লাইটে অনেক দেশি পর্যটকদের দেখেছেন, যারা তাদের কাশ্মীরে ঘোরার পরিকল্পনা বাতিল করেননি।

    অন্যদিকে, দিল্লি থেকে কাশ্মীরে আসা বিবিসি'র অন্য সংবাদদাতারা জানিয়েছেন, তাদের ফ্লাইট বেশ ফাঁকা ছিল।

  15. হামলা নিয়ে পাকিস্তানের প্রথম প্রতিক্রিয়া

    ভারত শাসিত কাশ্মীরে মঙ্গলবারের হামলার ঘটনায় পাকিস্তান থেকে প্রথম আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া গেছে।

    একটি বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হামলার শিকার ব্যক্তিদের প্রতি সহানুভূতি জানিয়েছে বলেছেন, ''পর্যটকদের প্রাণহানির ঘটনায় তারা খুব উদ্বিগ্ন।''

    ''আহতরা দ্রুত সুস্থ হয়ে ওঠুন,'' বলে প্রার্থনার কথা জানিয়েছেন ওই মুখপাত্র।

  16. শিক্ষা উপদেষ্টার অনুরোধ শুনতে নারাজ কুয়েট শিক্ষার্থীরা

    কুয়েটে আন্দোলনরত শিক্ষার্থীরা
    ছবির ক্যাপশান, কুয়েটে আন্দোলনরত শিক্ষার্থীরা

    উপাচার্যের পদত্যাগের দাবিতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে দেখা করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা সি আর আবরার।

    আজ বুধবার সকাল পৌনে ১০টার দিকে তিনি কুয়েট ক্যাম্পাসে পৌঁছান।

    তিনি শিক্ষার্থীদেরকে অনশন কর্মসূচি থেকে সরে আসার জন্য অনুরোধ জানিয়ে বলেন, তদন্ত কমিটি করা হয়েছে।

    কিন্তু শিক্ষার্থীরা তাদের 'উপাচার্যের অপসারণের' দাবিতেই অনড়।

    এদিকে কুয়েটের উপাচার্য মুহাম্মদ মাছুদ আজ সকালে বিবিসিকে জানিয়েছেন, তিনি নিজ থেকে পদত্যাগ করবেন না। তার পদত্যাগের বিষয়টি সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

    গত রোববার উপাচার্যের পদত্যাগের চব্বিশ ঘণ্টার আল্টিমেটাম দেয়া হয় এবং এ সময়ের মধ্যে পদত্যাগ না করলে আন্দোলনকারী শিক্ষার্থীরা আমরণ অনশনে বসার ঘোষণা দেন।

    আরও পড়তে পারেন:

  17. পহেলগামে হামলার পর যুক্তরাষ্ট্র সফর সংক্ষিপ্ত করেছেন ভারতের অর্থমন্ত্রী

    ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন

    কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীদের হামলার পর যুক্তরাষ্ট্রে সরকারি সফর সংক্ষিপ্ত করে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

    হামলার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, “এই শোক প্রকাশ করার মতো কোনও শব্দ নেই।”

    যুক্তরাষ্ট্র এবং পেরুতে ১১ দিনের সফরে গিয়েছিলেন তিনি।

    সেখানে তার আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্ব ব্যাংক এবং জি২০-ভুক্ত দেশগুলোর অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের সাথে বৈঠকে অংশগ্রহণ করার কথা ছিল।

    কিন্তু তার ওই সফর সংক্ষিপ্ত করে তিনি শীঘ্রই দেশে ফিরবেন বলে জানা গেছে।

    এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তার সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে বুধবার সকালে ভারতে ফিরে এসেছেন।

  18. ড. ইউনূস ও গ্রামীণ টেলিকম কর্মকর্তাদের বিরুদ্ধে দুদকের করা দুর্নীতি মামলা বাতিল

    নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মুহাম্মদ ইউনূস
    ছবির ক্যাপশান, নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মুহাম্মদ ইউনূস

    গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং প্রতিষ্ঠানের আরো ছয় কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলার বিচার কার্যক্রম বাতিল করেছেন আপিল বিভাগ।

    এর আগে এই মামলায় অভিযোগ গঠন করার পরে সেটি বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেছিলেন ড. ইউনূস। কিন্তু হাইকোর্ট সেই আবেদন খারিজ করে দেয়। এরপর সেই আদেশের বিরুদ্ধে আপিল করেছিলেন ড. ইউনূস। সেই আপিল মঞ্জুর করে শুনানির পর আপিল বিভাগ এই রায় দেন।

    রাষ্ট্রীয় বার্তা বাসস এই তথ্য জানিয়েছে।

    অধ্যাপক ইউনূস ও অন্য ১৩জন গ্রামীণ টেলিকম কর্মীদের লভ্যাংশের তহবিল থেকে প্রায় ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাৎ করেছেন এবং অর্থপাচার করেছেন, এমন অভিযোগে দুদক ২০২৩ সালের ৩০শে মে মামলাটি করেছিল।

    গত বছরের ১২ই জুন ঢাকার একটি আদালত এই মামলায় অভিযোগ গঠন করেছিল। সেই অভিযোগ গঠনের আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেছিলেন ড. ইউনূস ও অন্যরা। কিন্তু হাইকোর্ট সেটি সরাসরি খারিজ করে দেন। সেই সাথে এক বছরের মধ্যে মামলার বিচার কার্যক্রম শেষ করার আদেশ দেন।

    এর বিরুদ্ধে ড. ইউনূস আপিলের আবেদন করেন। সেই আবেদন গ্রহণ করে আপিল বিভাগ বুধবার এই আদেশ দিলেন।

    যদিও এর আগে ৫ই অগাস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর ১১ই অগাস্ট মামলাট প্রত্যাহারের আবেদন করেন দুদকের আইনজীবী। আদালত সেই আবেদন গ্রহণ করে মামলা প্রত্যাহারের আদেশ দেন।

    তবে সেই সময় ড. ইউনূসের আইনজীবী জানিয়েছিলেন, আইনিভাবেই অভিযোগের নিষ্পত্তি চান তারা।

    অপর ছয় কর্মকর্তা হলেন গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল ইসলাম, পরিচালক আশরাফুল হাসান, নাজনীন সুলতানা, শাহজাহান, নূরজাহান বেগম ও এস এম হাজ্জাতুল ইসলাম লতিফী।

    প্রধান উপদেষ্টা হওয়ার আগে বিবিসিকে দেওয়া অধ্যাপক ইউনূসের সাক্ষাৎকার পড়তে পারেন:

  19. কাশ্মীরে সেনাবাহিনীর দাবি, 'বন্দুকযুদ্ধে' দু্ই 'জঙ্গি' নিহত

    কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, তারা বারামুল্লা জেলায় 'সন্দেহভাজন জঙ্গি'দের একটি হামলা ঠেকিয়ে দিয়েছে। সেই সময় সময় সেনাবাহিনীর সাথে বন্দুকযুদ্ধে দুইজন 'জঙ্গি' নিহত হয়েছে বলে তারা দাবি করেছে।

    মঙ্গলবার যেখানে বন্দুকধারীদের হামলার ঘটনা ঘটে, সেই পহেলগাম থেকে ১৪০ কিলোমিটার দূরে বারমুল্লা অবস্থিত।

    ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, লাইন অব কন্ট্রোল বা সীমান্তের নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি ওই গোলাগুলির ঘটনা ঘটে। এই নিয়ন্ত্রণে রেখা ভারত ও পাকিস্তানের মধ্যে কাশ্মীরকে বিভক্ত করেছে।

    সেখান থেকে 'বিপুল অস্ত্র, গোলাবারুদ' উদ্ধার করা হয়েছে বলে সেনাবাহিনী দাবি করেছে।

  20. কাশ্মীরে সাধারণ নাগরিকদের ওপর হামলার নিন্দা বিশ্ব নেতাদের

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

    কাশ্মীরের পহেলগামে পর্যটকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিশ্ব নেতারা।

    ওই হামলায় এখন পর্যন্ত ২৬ জন নিহত হয়েছেন। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, “সাধারণ মানুষের উপর হামলা কোনও পরিস্থিতিতেই গ্রহণযোগ্য নয়।”

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ইতোমধ্যেই নরেন্দ্র মোদির সঙ্গে এই হামলা নিয়ে কথা বলেছেন।

    ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এই ঘটনায় শোক প্রকাশ করে বলেন, “এই খবর শুনে আমি খুব মর্মাহত।”

    তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (পূর্বের টুইটার) এক পোস্টে লেখেন, “ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর, হামলায় আহতদের, ভারত সরকারের ও ভারতের সকল নাগরিকের প্রতি ইতালি তার সংহতি প্রকাশ করছে।”

    ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার এই হামলাকে “সম্পূর্ণভাবে বিধ্বংসী” বলে বর্ণনা করে ক্ষতিগ্রস্ত ও তাদের পরিবার এবং ভারতের নাগরিকদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

    সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) পররাষ্ট্র মন্ত্রণালয়ও এই হামলার নিন্দা জানিয়েছে।

    তারা বলেছে, “আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে নিরাপত্তা ও স্থিতিশীলতা নষ্ট করার উদ্দেশ্যে পরিচালিত সব ধরনের সহিংসতা ও সন্ত্রাসবাদকে আমরা সব সময়ের জন্য প্রত্যাখ্যান করি।”