মঙ্গলবার যা যা হলো:
- ভারত শাসিত কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীদের হামলায় মৃতের সংখ্যা বেড়ে অন্তত ২৪ হয়েছে বলে বিবিসি নিশ্চিত করতে পেরেছে। জনপ্রিয় পর্যটন কেন্দ্র পহেলগামের বাইসরনে ওই হামলা হয় বলে জানা গেছে।
- পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে আগামী ২৬শে এপ্রিল। ভ্যাটিকান জানিয়েছে, ওইদিন স্থানীয় সময় সকাল ১০টায় এটি অনুষ্ঠিত হবে। তার আগে বুধবার স্থানীয় সময় সকাল ৯টায় তার মরদেহ সেন্ট পিটার্স ব্যাসিলিকায় নিয়ে যাওয়া হবে।
- খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য মুহাম্মদ মাছুদের পদত্যাগের দাবিতে আমরণ অনশন কর্মসূচি অব্যাহত রেখেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। পাশাপাশি ছাত্রীরা তাদের আবাসিক হলের তালা ভেঙ্গে হলে প্রবেশ করেছে।
- ভারত সফররত যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স মঙ্গলবার ঘোষণা করেছেন যে, দুই দেশের মধ্যে যে বাণিজ্য আলোচনা হতে চলেছে, তার শর্তাবলী চূড়ান্ত হয়েছে। রাজস্থানের জয়পুরে এক ভাষণ দিতে গিয়ে তিনি একথা জানান।
- সর্বকালের রেকর্ড উচ্চতায় উঠেছে সোনার দাম। মঙ্গলবার আউন্স প্রতি এর দাম সাড়ে তিন হাজার পাউন্ড এর রেকর্ড অতিক্রম করে। অর্থনৈতিক সংকটকালে নিরাপদ বিনিয়োগ সোনাকেই সবচেয়ে নিরাপদ বলে মনে করা হয়।
- রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রথমবারের মতো ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে সরাসরি দ্বিপাক্ষিক আলোচনায় বসতে রাজি হওয়ার ইঙ্গিত দিয়েছেন। ইউক্রেন যুদ্ধ শুরুর পর এই প্রথম তিনি এ ধরনের ইঙ্গিত দিলেন।
- ফের ঢাকার সায়েন্স ল্যাব মোড়ে অবস্থিত ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মাঝে ইটপাটকেল নিক্ষেপ, পাল্টাপাল্টি ধাওয়া এবং পরিস্থিতির নিয়ন্ত্রণ আনতে পুলিশের লাঠিপেটার ঘটনা ঘটেছে। এরপর সিটি কলেজ দুই দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
- জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, রাজনৈতিক দলগুলোর সাথে প্রাথমিক আলোচনায় নতুন প্রস্তাব আসছে যা নিয়ে সংশ্লিষ্ট কমিশনগুলোর সাথে তারা আবার আলোচনা করবেন। এরপর মে মাসের মাঝামাঝি দলগুলোর সাথে দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরু করতে পারবেন বলেও আশা প্রকাশ করেছেন তিনি।
- বিলিয়ন ডলারের বরাদ্দ কাটছাঁট ঠেকাতে মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। এই মামলা আসলে ট্রাম্প প্রশাসনের সাথে বিশ্ববিদ্যালয়ের বিরোধের একটি অংশ, যা গত সপ্তাহে চরম আকার ধারণ করে।
- একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল শুনানির জন্য আগামী ছয়ই মে দিন ধার্য করেছে আপিল বিভাগ।
- আর্থনা শীর্ষ সম্মেলন–২০২৫’ এ যোগ দিতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস কাতারের রাজধানী দোহায় পৌঁছেছেন।
বিবিসি বাংলার লাইভ পাতাটি আজ এখানেই শেষ হচ্ছে। মঙ্গলবার নতুন খবর নিয়ে পুনরায় পাতাটি চালু হবে।
ততক্ষণ পর্যন্ত বিবিসি বাংলার সঙ্গেই থাকুন। অন্যান্য খবর পড়তে মূলপাতায় ভিজিট করুন।
এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
















