কাশ্মীর নিয়ে উত্তেজনার মধ্যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারের ঢাকা সফর স্থগিত

কাশ্মীর ইস্যুতে ভারতের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে ঢাকায় আসছেন না পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার। ভারতীয় নাগরিকদের ভিসা স্থগিত, আকাশসীমা বন্ধ এবং দেশটির সঙ্গে বাণিজ্য বন্ধের ঘোষণাসহ বেশ কিছু সিদ্ধান্ত জানিয়েছে পাকিস্তান। এদিকে, ভারত পাকিস্তানি নাগরিকদের জন্য সব ধরনের ভিসা কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে। দিনের উল্লেখযোগ্য সব খবর জানতে চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. বৃহস্পতিবার সারাদিন যা যা হলো

    • পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছেন, “যদি ভারত পাকিস্তানের মাটিতে কোন অভিযান চালানোর কথা চিন্তা করে, ভারতকে এর পরিণাম ভোগ করতে হবে।”
    • উদ্ভুত পরিস্থিতিতে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারের বাংলাদেশ সফর স্থগিত।
    • পহেলগাম হামলার জেরে ভারতের প্রতিশোধমূলক পদক্ষেপের পাল্টা জবাব দিয়েছে পাকিস্তান। দেশটি ভারতীয় নাগরিকদের ভিসা স্থগিত, আকাশসীমা বন্ধ এবং ভারতের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধের ঘোষণাসহ বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে।
    • পাকিস্তানি নাগরিকদের জন্য ভিসা কার্যক্রম অবিলম্বে স্থগিত করার ঘোষণা দিয়েছে ভারত।
    • ভারত কোনোভাবেই কাশ্মীরের পহেলগামে নিরীহ পর্যটকদের হত্যাকারী এবং এই হামলার নেপথ্যে যারা রয়েছে তাদের ছাড় দেবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
    • পহেলগাম হামলার ঘটনায় তিন সন্দেহভাজনের মধ্যে দুজন পাকিস্তানি বলে দাবি ভারতীয় পুলিশের।
    • ভারতশাসিত কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ ওই অঞ্চলের জনগণকে নিজেদের শত্রু হিসেবে বিবেচনা না করতে ভারতীয়দের প্রতি আহ্বান জানিয়েছেন।
    • সমালোচনার মুখে বাতিল করা হয়েছে বাংলাদেশের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বাবা বিল্লাল হোসেনের ঠিকাদারি লাইসেন্স।
    • ক্যাথলিক চার্চের প্রধান পোপ ফ্রান্সিসের মৃত্যুতে বাংলাদেশে আজ থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে।

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে

  2. কাশ্মীর হামলা: মোদীর পাশেই ভারতের সব বিরোধী দল

    সর্বদলীয় বৈঠক থেকে বেরিয়ে কংগ্রেস সংসদ সদস্য রাহুল গান্ধী (বাঁয়ে) ও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে (ডানে)

    ছবির উৎস, ANI

    ছবির ক্যাপশান, সর্বদলীয় বৈঠক থেকে বেরিয়ে কংগ্রেস সংসদ সদস্য রাহুল গান্ধী (বাঁয়ে) ও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে (ডানে)

    ভারত শাসিত কাশ্মীরে পহেলগামের বন্দুকধারীদের হামলার পরে উদ্ভূত পরিস্থিতি নিয়ে দিল্লিতে আজ সন্ধ্যায় এক সর্বদলীয় বৈঠক করেছে ভারত সরকার।

    বৈঠকের পর কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু বলেন, “পাকিস্তান নিয়ে নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটির বৈঠকে নেওয়া সিদ্ধান্তকে সব রাজনৈতিক দল সর্বসম্মতিক্রমে সমর্থন করেছে। একই সঙ্গে সন্ত্রাসবাদের বিরুদ্ধে আগামীতে সরকার যা পদক্ষেপ নেবে, তা সমর্থন করবে বলেছে বিরোধী দলগুলো।“

    পহেলগামের হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে বৈঠক শুরু হলে এক মিনিট নীরবতা পালন করা হয়।

    লোকসভার বিরোধী দলনেতা ও কংগ্রেসের সংসদ সদস্য রাহুল গান্ধী বলেন, "সব দলই এই হামলার নিন্দা করেছে। সরকারের যে কোনও পদক্ষেপ নেওয়াতে বিরোধীদের সমর্থন আছে।“

    অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়েইসি বলেছেন, “আমাদের দেশের মানুষকে বাঁচাতে সরকার যে পদক্ষেপ নেবে, আমরা তা সমর্থন করব।“

    তৃণমূল কংগ্রেস সংসদ সদস্য সুদীপ ব্যানার্জীও বলেছেন, দেশের স্বার্থে সরকারের নেওয়া যে কোনও সিদ্ধান্তের পাশে থাকবে বিরোধী দলগুলো।

    তবে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, বিরোধী দলগুলোর সংসদ সদস্যরা ওই ঘটনায় নিরাপত্তার গাফিলতির প্রসঙ্গও তুলেছেন।

  3. বিএসএফ সদস্য আটক পাকিস্তানে

    পাকিস্তানের সীমান্ত রক্ষী বাহিনী রেঞ্জার্স-এর হাতে একজন বিএসএফ সদস্য আটক হয়েছেন বলে জানিয়েছে ভারতের রাষ্ট্রীয় সংবাদসংস্থা পিটিআই।

    কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার পরে ভারত ও পাকিস্তান যে পাল্টা-পাল্টি অবস্থান নিয়েছে, তার মধ্যেই পাঞ্জাবের ফিরোজপুর সীমান্তে এই ঘটনা ঘটে।

    ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সূত্র উদ্ধৃত করে পিটিআই জানিয়েছে, বিএসএফের ১৮২ নম্বর ব্যাটালিয়নের সদস্য কনস্টেবল পিকে সিং বুধবার দুপুরে একদল কৃষককে পাহারা দিচ্ছিলেন। তার পরনে বাহিনীর পোষাক ছিল, সঙ্গে ছিল বন্দুকও। দুপুরে একটু ছায়ার খোঁজ করতে গিয়েই তিনি ভারতীয় সীমান্ত সামান্যই অতিক্রম করে ফেলেন।

    সেখানেই পাকিস্তানের রেঞ্জার্স বাহিনীর সদস্যরা তাকে আটক করেন।

    বিএসএফের সূত্র উদ্ধৃত করে পিটিআই জানিয়েছে যে, পাকিস্তানী সীমান্ত রক্ষী বাহিনীর সঙ্গে ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে আটক হওয়া কনস্টেবলকে ফিরিয়ে আনার চেষ্টা হচ্ছে।

    পাঞ্জাবের ভারত-পাকিস্তান সীমান্তে বিএসএফের প্রহরা - ফাইল ছবি

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, পাঞ্জাবের ভারত-পাকিস্তান সীমান্তে বিএসএফের প্রহরা - ফাইল ছবি
  4. পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারের বাংলাদেশ সফর স্থগিত

    অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফর স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

    আগামী ২৭ ও ২৮শে এপ্রিল পাকিস্তানের উপ - প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্র মন্ত্রী ইসাক দারের বাংলাদেশ সফর করার কথা ছিলো।

    দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পরবর্তীতে উভয় পক্ষের পরামর্শের ভিত্তিতে সফরের নতুন তারিখ চূড়ান্ত করা হবে।

  5. একজন পাকিস্তানিও যদি ক্ষতির সম্মুখীন হয়, পরিণাম ভোগ করতে হবে ভারতকে: খাজা আসিফ

    সংবাদ সম্মেলন

    ছবির উৎস, PTV Screen Grab

    ছবির ক্যাপশান, একজন পাকিস্তানিও যদি ক্ষতির সম্মুখীন হয়, পরিণাম ভোগ করতে হবে ভারতকে: খাজা আসিফ

    পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছেন, “ যদি ভারত পাকিস্তানের মাটিতে কোন অভিযান চালানোর কথা চিন্তা করে, এটা কোন ভুল বোঝাবুঝির মধ্যে থাকা উচিত নয় এবং ভারতকে এর পরিণাম ভোগ করতে হবে।”

    ইসলামাবাদে জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন মি. আসিফ।

    এ সংবাদ সম্মেলনে উপ-প্রধানমন্ত্রী ইশাক দার এবং অন্যান্য মন্ত্রীরা উপস্থিত ছিলেন।

    প্রতিরক্ষা মন্ত্রী মি. আসিফ বলেন, যদি পাকিস্তানি নাগরিকরা নিরাপদ না থাকেন, ভারতকেও এর পরিনাম ভোগ করতে হবে।

    পাকিস্তানের শহরগুলোতে ভারতের সন্ত্রাসী হামলা চালানোর পরিকল্পনা রয়েছে, এমন তথ্য পাকিস্তানের কাছে রয়েছে বলে জানান তিনি।

    তিনি আরও বলেন, "ভারত যদি পাকিস্তানের কোন শহরে কোন ধরনের তৎপরতা চালায়, কোন পাকিস্তানি নাগরিকের ক্ষতি করে তবে পাকিস্তানও একইভাবে জবাব দেবে।"

    সংবাদ সম্মেলনে প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, "ভারতসহ যে কোন স্থানে সংঘটিত সন্ত্রাসী কার্যক্রমের নিন্দা জানাই আমরা। কিন্তু আমাদের নিজেদেরও আত্মরক্ষার পূর্ণ অধিকার রয়েছে।"

    ভারতকে অভিযুক্ত করে তিনি বলেন, আফগানিস্তানের টিটিপিসহ অন্যান্য সন্ত্রাসী রয়েছে। পাকিস্তানে সন্ত্রাসবাদের ধরণ ভারতের মতোই। এবং কুলভূষণ যাদব সন্ত্রাসবাদে ভারতের জড়িত থাকার জীবন্ত প্রমাণ।

    প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, বেলুচ লিবারেশন আর্মি এবং তেহরিক – ই- তালিবান পাকিস্তানের নেতারা ভারতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

    “কারো কোন সন্দেহ থাকা উচিত নয়, আমরা সম্পূর্ণভাবে ভারতের যে কোন অভিযানের জবাব দেয়ার জন্য প্রস্তুত রয়েছি” বলেন তিনি।

    মি. আসিফ বলেন, “ ভারত যদি কোন পদক্ষেপ নেয়, তাহলে পুলওয়ামায় অতীতে যেভাবে কঠোর জবাব দেওয়া হয়েছিল, এবারও একইরকম প্রতিক্রিয়া দেওয়া হবে। কোন আন্তর্জাতিক চাপের কাছে আমরা নতি স্বীকার করবো না।”

    সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রী বলেছেন, জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের স্থায়ী সদস্যরা পাকিস্তানের এসব ঘোষণাকে স্বাগত জানিয়ে একে ইতিবাচক পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন।

    তিনি আরও বলেন, ভারতের সিন্ধু পানি চুক্তি একতরফাভাবে স্থগিতের বিষয়টি একেবারেই অগ্রহনযোগ্য। ভারত এটা করতে পারে না। কারণ বিশ্বব্যাংক এই চুক্তির মধ্যস্থতাকারী এবং চুক্তিতে একতরফাভাবে স্থগিতের কোন বিধান নেই।

  6. ভারতের রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ দেশটির শীর্ষ দুই মন্ত্রীর

    রাষ্ট্রপতি

    ছবির উৎস, Rashtrapati Bhavan

    ছবির ক্যাপশান, ভারতের রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ দেশটির শীর্ষ দুই মন্ত্রীর

    ভারতের রাষ্ট্রপতি দ্রোপদী মুর্মুর সাথে তার বাসভবনে সাক্ষাৎ করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

    পহেলগামে হামলায় ২৬ জন গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার পর এই বৈঠক অনুষ্ঠিত হয়।

    হামলার পর ভারত ও পাকিস্তান একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি পদক্ষেপ ঘোষণা করেছে।

  7. বিশ্বাসযোগ্য তদন্ত ও প্রমাণ ছাড়া ভারতের অভিযোগ অযৌক্তিক: পাকিস্তান

    পাকিস্তান বলেছে, "বিশ্বাসযোগ্য তদন্ত এবং যাচাইকৃত সাক্ষ্য-প্রমাণের অভাবে" পহেলগামের হামলাকে পাকিস্তানের সাথে যুক্ত করার ভারতের প্রচেষ্টা “অযৌক্তিক, যুক্তিহীন এবং যৌক্তিক পরাজয়ের লক্ষণ”।

    প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই কথা বলা হয়েছে।

    পহেলগাম হামলার পরে ভারতের প্রতিশোধমূলক পদক্ষেপের জবাবে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি আজ ভারতীয় নাগরিকদের ভিসা স্থগিত, ভারতের বিমানের জন্য আকাশসীমা বন্ধ এবং ভারতের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধের ঘোষণাসহ বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে।

    বিবৃতিতে আরও বলা হয়েছে, পাকিস্তান এবং তাদের সশস্ত্র বাহিনী “তার সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করতে সম্পূর্ণভাবে সক্ষম এবং প্রস্তুত রয়েছে।”

    পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি ভারতের বিরুদ্ধে পদক্ষেপ ঘোষণার পাশাপাশি বলেছে, "কোনো রকম বৈষম্য ছাড়াই পাকিস্তান সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা জানায় এবং সন্ত্রাসবাদের বিরোধিতাকারী নেতৃস্থানীয় দেশ হিসেবে অনেক ক্ষতির মুখোমুখি হয়েছে"।

    এই কমিটি বলেছে, "পাকিস্তানের মাটিতে সন্ত্রাসবাদের ইন্ধন দেওয়ার জন্য ভারত নিজের দোষ লুকাতে পারে না এবং ভারতশাসিত জম্মু ও কাশ্মীরে সংঘটিত নিয়মতান্ত্রিক এবং রাষ্ট্র পৃষ্ঠপোষকতায় দমন-পীড়ন এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনা থেকে মনোযোগ সরাতে পারে না"।

    ভারতের দাবির বিপরীতে পাকিস্তান জানিয়েছে, দেশটিতে "ভারতের স্পন্সরে সন্ত্রাসবাদের অকাট্য প্রমাণ" তাদের কাছে রয়েছে।

    ভারতের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসবাদের জীবন্ত প্রমাণ হিসেবে ভারতীয় নৌ-বাহিনীর কমান্ডার কুলভূষণ যাদবের স্বীকারোক্তি এই প্রমাণ হিসেবে রয়েছে বলে জানিয়েছে পাকিস্তান।

  8. বাংলাদেশ সফর স্থগিতের অনুরোধ করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী

    পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার, ফাইল ছবি

    কাশ্মীর ইস্যুতে ভারতের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে বাংলাদেশকে তার আসন্ন ঢাকা সফর স্থগিতের অনুরোধ জানিয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার।

    বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলেন তিনি।

    আগামী রোববার ২৭শে এপ্রিল দুই দিনের সরকারি সফরে পাকিস্তানের ইসাক দারের ঢাকায় আসার কথা ছিল।

    গত ১৭ই এপ্রিল পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচের ঢাকা সফরের সময় মন্ত্রী পর্যায়ের এই সফরের দিনক্ষণ চূড়ান্ত হয়।

    পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তাকে উদ্ধৃত করে বাংলাদেশের রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস জানিয়েছিল, ইসাক দারের সফরকালে "বেশ কয়েকটি চুক্তি সই হওয়ার সম্ভাবনা রয়েছে। এসব বিষয় চূড়ান্ত করার লক্ষ্যে কাজ করছে বাংলাদেশ ও পাকিস্তান।"

  9. ভিসা স্থগিত, বাণিজ্য ও আকাশসীমা বন্ধসহ ভারতের বিরুদ্ধে যেসব সিদ্ধান্ত জানালো পাকিস্তান

    পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ

    ছবির উৎস, Radio Pakistan

    ছবির ক্যাপশান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ

    পহেলগাম হামলার জেরে ভারতের প্রতিশোধমূলক পদক্ষেপের জবাব দিয়েছে পাকিস্তান। দেশটির জাতীয় নিরাপত্তা কমিটি আজ ভারতীয় নাগরিকদের ভিসা স্থগিত, ভারতের বিমানের জন্য আকাশসীমা বন্ধ এবং ভারতের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধের ঘোষণাসহ বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে।

    প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের কার্যালয় থেকে 'কঠোর ভাষায়' পাঠানো এক বিবৃতিতে ইসলামাবাদ জানিয়েছে, তারা ভারতের সিন্ধু পানি চুক্তি স্থগিতের সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেছে।

    বিবৃতিতে আরও বলা হয়েছে, পানি বন্ধ বা অন্য দিকে প্রবাহিত করার যে কোনো প্রচেষ্টা ‘যুদ্ধের উসকানি' হিসেবে বিবেচনা করা হবে।

    “জাতীয় ক্ষমতার পূর্ণ শক্তি দিয়ে এর প্রতিক্রিয়া জানানো হবে” বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।

    একইসাথে ভারতের সাথে সমস্ত দ্বিপাক্ষিক চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। তাৎক্ষণিকভাবে ওয়াগাহ সীমান্ত বন্ধ করার ঘোষণা দিয়েছে পাকিস্তান।

    ভারতীয় নাগরিকদের জন্য ‘বিনা ভিসা প্রকল্পের’ আওতায় দেওয়া সব ভিসা স্থগিত করেছে পাকিস্তান।

    ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনে কূটনীতিকদের সংখ্যা ৩০ জনে কমিয়ে আনতে এবং ভারতীয় প্রতিরক্ষা, নৌ ও বিমান উপদেষ্টাদের ৩০ এপ্রিলের আগে পাকিস্তান ছেড়ে যেতে বলা হয়েছে।

    ভারতীয় মালিকানাধীন বা ভারতীয়দের দ্বারা পরিচালিত বিমান সংস্থাগুলোর জন্য তার আকাশসীমা বন্ধ করে দিয়েছে৷

    ভারতের সঙ্গে সব ধরনের বাণিজ্য স্থগিত করা হয়েছে।

  10. পাকিস্তানি নাগরিকদের জন্য ভিসা সেবা স্থগিত করেছে ভারত

    পাকিস্তানি নাগরিকদের জন্য ভিসা কার্যক্রম অবিলম্বে স্থগিত করার ঘোষণা দিয়েছে ভারত।

    ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, "পাকিস্তানি নাগরিকদের জন্য ভারতের ইস্যু করা সব বৈধ ভিসা ২৭শে এপ্রিল থেকে বাতিল করা হচ্ছে।"

    এতে আরও বলা হয়েছে, "ভারতে অবস্থানকারী সব পাকিস্তানি নাগরিককে ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই ভারত ত্যাগ করতে হবে।"

    পাকিস্তানি নাগরিকদের জন্য ইস্যু করা শুধু মেডিকেল ভিসা ২৯শে এপ্রিল পর্যন্ত বলবৎ থাকবে।

    ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় নাগরিকদের পাকিস্তান ভ্রমণে বিরত থাকা এবং সে দেশে অবস্থানকারী ভারতীয়দের দ্রুত দেশে ফেরার পরামর্শ দিয়েছে।

    গতকাল বুধবার রাতেই ভারত পাকিস্তানের বিরুদ্ধে প্রতিশোধমূলক পদক্ষেপ ঘোষণা করেছে। যার মধ্যে রয়েছে সার্কের ভিসা প্রকল্প বাতিল করা।

  11. ভারতের সিদ্ধান্তের প্রতিক্রিয়া জানাতে বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

    ভারতের প্রতিক্রিয়ায় সিদ্ধান্ত নিতে নিরাপত্তা সংক্রান্ত বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ

    ছবির উৎস, RADIO PAKISTAN

    ছবির ক্যাপশান, ভারতের প্রতিক্রিয়ায় সিদ্ধান্ত নিতে নিরাপত্তা সংক্রান্ত বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ

    পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের নেতৃত্বে দেশটির জাতীয় নিরাপত্তা কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

    ভারতশাসিত কাশ্মীরের পহেলগামে হামলার ফলে উদ্ভুত পরিস্থিতি বিবেচনা করার জন্য বৃহস্পতিবারের এই বৈঠক ডাকা হয়েছিল।

    এই বৈঠকে ইসলামাবাদের শীর্ষস্থানীয় সামরিক ও বেসামরিক কর্মকর্তারা অংশ নিয়েছেন।

    স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বৈঠকে উপস্থিত ছিলেন উপ-প্রধানমন্ত্রী ইসাক দার, তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার, আইনমন্ত্রী আজম নাজির তারার, তারিক ফাতেমি এবং অ্যাটর্নি জেনারেল মনসুর উসমান আওয়ান।

    রেডিও পাকিস্তান জানিয়েছে, দিল্লি পাকিস্তানের সাথে ঐতিহাসিক পানি বণ্টন চুক্তি স্থগিতের পর পাকিস্তানের নেতারা এখন “ভারতের তাড়াহুড়ো করে নেওয়া, আবেগপ্রবণ এবং অবাস্তব পানি ব্যবস্থাপনার” প্রতিক্রিয়া পর্যালোচনা করবে।

    শাহবাজ শরীফ
    ছবির ক্যাপশান, পহেলগাম হামলার পর দিল্লির কূটনৈতিক প্রতিক্রিয়ার পাল্টা সিদ্ধান্ত নিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ দেশটির জাতীয় নিরাপত্তা কমিটির এক বৈঠক ডাকেন
  12. তিন সন্দেহভাজনের মধ্যে দুইজন পাকিস্তানি বলে দাবি ভারতীয় পুলিশের

    সন্দেহভাজন ব্যক্তিদের স্কেচ

    ছবির উৎস, Jammu and Kashmir Police

    ছবির ক্যাপশান, তিন সন্দেহভাজনের মধ্যে দুইজন পাকিস্তানি নাগরিক বলে জানিয়েছে ভারতীয় পুলিশ

    ভারতশাসিত কাশ্মীরের অনন্তনাগ জেলার পুলিশ পহেলগাম হামলার সাথে জড়িত চার বন্দুকধারীর মধ্যে তিনজনের নাম প্রকাশ করে এক নোটিশে জারি করেছে।

    এই নোটিশে বলা হয়েছে, তিন জনের মধ্যে দুইজন পাকিস্তানি নাগরিক। বাকি আরেকজন অনন্তনাগের স্থানীয় বাসিন্দা। তবে এই নোটিশে চতুর্থ সন্দেহভাজনের বিষয়ে কোনো তথ্য দেয়া হয়নি।

    পুলিশ বলছে, এই তিনজন পাকিস্তানের সশস্ত্র সংগঠন লস্কর-ই-তৈয়বার সদস্য। যদিও এই অভিযোগের বিষয়ে এখনও তাদের কেউ কোনো মন্তব্য করেনি।

    পাকিস্তান এরই মধ্যে হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে।

    এছাড়া হামলায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য কাশ্মীরের ১৫০০ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশের একটি সূত্র।

    সন্দেহভাজন ব্যক্তিদের বিষয়ে তথ্য দেয়ার জন্য পুলিশ ২০ লাখ রুপি পুরষ্কার ঘোষণা করেছে। একইসঙ্গে তথ্যদাতাদের পরিচয় গোপন রাখা হবে বলেও জানিয়েছে।

  13. কাশ্মীরিদের 'শত্রু' না ভাবার আহ্বান মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহর

    জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ

    ছবির উৎস, ANI

    ছবির ক্যাপশান, জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ

    ভারতশাসিত কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ ওই অঞ্চলের জনগণকে নিজেদের শত্রু হিসেবে বিবেচনা না করতে ভারতীয়দের প্রতি আহ্বান জানিয়েছেন।

    “কাশ্মীরের মানুষরাও এই একই কথা বলতে বেরিয়ে এসেছিল যে তারা এই হামলার সাথে জড়িত নয় এবং হামলাটি তাদের পক্ষে ছিল না,” বলেন তিনি।

    “আমি দেশের জনগণের কাছে অনুরোধ করতে চাই, দয়া করে এটা ভাববেন না যে কাশ্মীরিরা আপনাদের শত্রু, আমরা এর জন্য দোষী নই। গত ৩৫ বছর ধরে আমরাও এর জন্য ভুগছি,” বলেন মি. আব্দুল্লাহ।

    মি. আব্দুল্লাহর এই মন্তব্য এমন সময়ে এলো যখন ভারতের অন্যান্য রাজ্যে অবস্থানকারী কাশ্মীরিরা সহিংসতা ও হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ পাওয়া যাচ্ছে।

    পহেলগাম হামলায় ভুক্তভোগীদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে মি আব্দুল্লাহ বলেছেন, “২৫ জন অতিথি এখানে ছুটি কাটাতে এসেছিলেন অথবা কাশ্মীরেরই আমাদের একজন যিনি এখানকার মানুষের জীবন বাঁচাতে নিজেকে উৎসর্গ করেছেন।”

  14. সরকারের কাছে গণতান্ত্রিক শক্তির প্রত্যাশার প্রতিফলন নেই: রিজভী

    সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী

    ছবির উৎস, BNP MEDIA CELL

    ছবির ক্যাপশান, সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী

    অন্তবর্তীকালীন সরকারের কাছে দেশের গণতান্ত্রিক শক্তির প্রত্যাশার প্রতিফলন খুব একটা দেখা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

    এক প্রেস ব্রিফিংয়ে মি. রিজভী বলেছেন, "হয়ত কিছু কিছু ক্ষেত্রে অগ্রগতি থাকলেও গণতন্ত্রকে মজবুত করার কাঠামো তৈরির প্রস্তুতির অভাব পরিলক্ষিত হচ্ছে।"

    রাজধানীর নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে এই ব্রিফিং অনুষ্ঠিত হয়।

    "শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা গত ১৫ বছরের অপশাসনের জন্য ক্ষমা চাওয়া তো দূরে থাক উল্টো আদালতে হুমকি-ধামকি দিচ্ছে" বলে অভিযোগ করেছেন মি. রিজভী।

    তিনি বলেন, "জুলাই-অগাস্টের শাজাহান খান গংরা আদালতে এসে সরকারকে দেখে নেওয়ার হুমকি দিচ্ছে, আদালতকে ভেংচি কাটছে, পুলিশকে থোড়াই কেয়ার করছে। হাসিনার দোসররা আসামি হয়েও আদালতে যে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করছে তা মূলত অন্তর্বর্তী সরকারকে অকার্যকর প্রমাণের এক গভীর চক্রান্ত।"

    স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ প্রশাসনের নীরবতায় তারা এমন আচরণ করছে বলে অভিযোগ করেছেন মি. রিজভী।

    নেপথ্যে ইন্ধন না থাকলে তারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির দুঃসাহস দেখাতো না বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা।

    মাফিয়া অর্থনীতি সৃষ্টিকারীদের হোতারা আজও কেন ধরা-ছোঁয়ার বাইরে এমন প্রশ্ন তুলে মি. রিজভী বলেন, "যে সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠান শেখ হাসিনাকে প্রকাশ্য সমর্থন দিয়ে ফ্যাসিবাদকে প্রলম্বিত করার ঘোষণা দিয়ে কাজ করেছে, তারা আজ বহাল তবিয়তে তাদের রাজত্ব চালিয়ে যাচ্ছে।"

  15. কাশ্মীর হামলায় দোষীদের 'কল্পনাতীত শাস্তির' হুঁশিয়ারি নরেন্দ্র মোদীর

    বিহারের সভায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

    ছবির উৎস, NARENDRA MODI/FACEBOOK

    ছবির ক্যাপশান, বিহারের সভায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

    ভারত কোনোভাবেই কাশ্মীরের পহেলগামে নিরীহ পর্যটকদের হত্যাকারী এবং এই হামলার নেপথ্যে যারা রয়েছে তাদের ছাড় দেবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিহারের এক সভায় বুধবার তিনি বলেছেন, এমন সাজা দেওয়া হবে যা ওই হামলাকারীদের কল্পনারও অতীত।

    দেশবাসীকে আশ্বাস দেওয়ার পাশাপাশি বিশ্বনেতা যারা হামলার পর ভারতের পাশে দাঁড়িয়েছেন তাদের উদ্দেশেও বার্তা দিয়েছেন তিনি।

    তাদের উদ্দেশে ইংরেজিতে নরেন্দ্র মোদী বলেছেন, “বিহারের মাটি থেকে আমি পুরো বিশ্বকে বলছি- ভারত প্রত্যেক সন্ত্রাসীকে এবং তাদের যারা সমর্থন করছে, তাদের চিহ্নিত করবে এবং সাজা দেবে। পৃথিবীর শেষ প্রান্তে গিয়ে হলেও তাদের খুঁজে বের করা হবে।”

    “সন্ত্রাসবাদ কখনোই ভারতের মনোবল ভাঙতে পারবে না। ন্যায়বিচারের জন্য সব ধরনের চেষ্টা করা হবে। যারা মনুষ্যত্বে বিশ্বাস করে, তারা প্রত্যেকে আমাদের সঙ্গে রয়েছেন। যে সমস্ত দেশ এই সময় আমাদের পাশে দাঁড়িয়েছেন, সেসব দেশের নাগরিক এবং তাদের শীর্ষ নেতৃত্বের উদ্দেশ্যে আমি এই কথাগুলো বলতে চাই।”

    প্রধানমন্ত্রী জাতীয় পঞ্চায়েতরাজ দিবস উপলক্ষে বিহারে আয়োজিত এক অনুষ্ঠানে ভাষণের সময় এই মন্তব্য করেছেন।

    পহেলগামে পর্যটকদের ওপর হামলার পর এই প্রথম প্রকাশ্যে বক্তব্য রাখেন তিনি।

    দেশবাসীর উদ্দেশ্যে তিনি হিন্দিতে বলেন, “জম্মু-কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসীরা নিরাপরাধ দেশবাসীদের যে নির্মমতার সঙ্গে হত্যা করেছে, তাতে পুরো দেশ ব্যাথিত।”

    দোষীদের সাজার কথাও বলেছেন তিনি।

    “আমি খুব স্পষ্টভাবে বলতে চাই, যারা এই হামলা করেছে সেই সন্ত্রাসীরা এবং এই ষড়যন্ত্রের পরিকল্পনাকারীরা তাদের কল্পনার চেয়ে বড় সাজা পাবে।”

  16. কিয়েভে রাশিয়ার হামলায় নিহত অন্তত ৯ জন

    কিয়েভে রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায়

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, কিয়েভে রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায়

    ইউক্রেনের রাজধানী কিয়েভে রাতভর রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ৯ জন নিহত এবং ৬০ জনেরও বেশি আহত হয়েছে।

    কিয়েভের মেয়র ভিতালি ক্লিতস্কো বলেছেন, শহরের বিভিন্ন স্থানে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে আগুন ধরে গেছে।

    অন্যদিকে ধ্বংসস্তূপের নিচে মানুষ আটকা পড়ে থাকতে পারে বলেও তিনি আশঙ্কা করছেন।

    রাশিয়ার উত্তর-পূর্ব শহর খারকিভেও হামলায় দুজন আহত হয়েছেন বলে স্থানীয় মেয়র জানিয়েছেন।

    এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনেস্কির বিরুদ্ধে শান্তি আলোচনা নস্যাৎ করার অভিযোগ এনেছেন। আলোচনা পণ্ড হওয়ার পর এই হামলা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

    ট্রুথ সোশ্যালে, ট্রাম্প দাবি করেছেন যুদ্ধ সমাপ্তি ঘটাতে একটি চুক্তি বাস্তবায়নের 'খুব কাছাকাছি' ছিল, কিন্তু ভলোদিমির জেলেনস্কি মার্কিন শর্ত মেনে নিতে অস্বীকৃতি জানানোয় এই সংঘাত আরও 'দীর্ঘায়িত' হওয়া ছাড়া আর কিছুই হয়নি।

  17. বাবার ঠিকাদারি লাইসেন্স ইস্যুতে উপদেষ্টা আসিফের ‘ক্ষমা প্রার্থনা’

    আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বাবার করা ঠিকাদারি লাইসেন্স বাতিল

    ছবির উৎস, Asif Mahmud Shojib Bhuyain/ Facebook

    ছবির ক্যাপশান, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বাবার করা ঠিকাদারি লাইসেন্স বাতিল করা হয়েছে

    সমালোচনার মুখে বাতিল করা হয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বাবা বিল্লাল হোসেনের ঠিকাদারি লাইসেন্স।

    বিল্লাল হোসেনের আবেদনের পর লাইসেন্সটি বাতিল করা হয়।

    এ নিয়ে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়ে ক্ষমা চেয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। এ সময় তার বাবার লাইসেন্স বাতিলের বিষয়টি তিনি নিশ্চিত করেন।

    আসিফ মাহমুদ তার ফেসবুক স্ট্যাটাসে শুরুতেই তার বাবার ভুলের জন্য “ক্ষমা প্রার্থনা” করেন।

    ফেসবুক পোস্টে তিনি লেখেন, “গতকাল (বুধবার) রাত ৯টার দিকে একজন সাংবাদিক কল দিয়ে আমার বাবার নামে ইস্যুকৃত ঠিকাদারি লাইসেন্সের বিষয়ে জানতে চাইলেন। বাবার সঙ্গে কথা বলে নিশ্চিত হলাম তিনি জেলা পর্যায়ের (জেলা নির্বাহী ইঞ্জিনিয়ারের কার্যালয় থেকে ইস্যুকৃত) একটি লাইসেন্স করেছেন”।

    তিনি লেখেন. “বিষয়টি ওই সাংবাদিককে নিশ্চিত করলাম। তিনি পোস্ট করলেন, নিউজও হলো গণমাধ্যমে। নানা আলোচনা-সমালোচনা হচ্ছে তাই ব্যাখ্যা দেওয়ার প্রয়োজনবোধ করলাম”।

    আসিফ জানান, তার বাবা একজন স্কুলশিক্ষক। স্থানীয় একজন ঠিকাদার কাজ পাওয়ার সুবিধার্থে তার বাবার পরিচয় ব্যবহার করার জন্য তাকে লাইসেন্স করার পরামর্শ দেন।

    "বাবাও তার কথায় জেলা নির্বাহী ইঞ্জিনিয়ার থেকে একটি ঠিকাদারি লাইসেন্স করেন। রাষ্ট্রের যেকোনো ব্যক্তি ব্যবসা করার উদ্দেশ্যে যেকোনো লাইসেন্স করতেই পারেন। তবে তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা অবস্থায় বাবার ঠিকাদারি ব্যবসায় জড়ানো স্পষ্টভাবেই 'কনফ্লিক্ট অব ইন্টারেস্ট' বা স্বার্থের সংঘাত," লিখেছেন মি. আসিফ।

    বিষয়টি বোঝার পর আজ (বৃহস্পতিবার) তার বাবার আবেদনের পরিপ্রেক্ষিতে লাইসেন্সটি বাতিল করা হয়েছে বলেও জানান তিনি।

    অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন, 'বাবা হয়তো কনফ্লিক্ট অব ইন্টারেস্টের বিষয়টি বুঝতে পারেননি, সেজন্য বাবার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করছি।'

    এই লাইসেন্স ব্যবহার করে মধ্যবর্তী সময়ে কোনো কাজের জন্য আবেদন করা হয়নি বলেও ফেসবুক পোস্টে উল্লেখ করেন তিনি।

  18. বৃষ্টি ও গরম নিয়ে যে আভাস আবহাওয়া দপ্তরের

    বৃষ্টি, প্রতীকী ছবি

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, দমকা বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর

    বাংলাদেশের তিনটি অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

    বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

    পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

    এছাড়া দেশের অন্যান্য স্থানে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

    অন্যদিকে, রাজশাহী ও খুলনা বিভাগসহ মানিকগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, দিনাজপুর এবং নীলফামারী জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়।

    সারা দেশে দিন এবং রাতের তাপামাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

    এদিকে বৃহস্পতিবার দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

    এসব এলাকার নৌবন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

  19. জম্মু ও কাশ্মীরে উগ্রপন্থিদের সঙ্গে সংঘর্ষে এক ভারতীয় জওয়ান নিহত

    ভারতীয় সেনা, প্রতীকী ছবি

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ভারতীয় সেনা, প্রতীকী ছবি

    ভারতশাসিত জম্মু ও কাশ্মীরের উধমপুরে নিরাপত্তা বাহিনী ও উগ্রপন্থিদের মধ্যে সংঘর্ষে একজন জওয়ান নিহত হয়েছেন। সোশ্যাল মিডিয়ার একটি পোস্টে এই তথ্য জানিয়েছে ভারতীয় সেনাবাহিনীর হোয়াইট নাইট কোর।

    পোস্টটিতে বলা হয়েছে, "আমাদের একজন সাহসী সৈনিক সংঘর্ষে গুরুতর আহত হন এবং তাকে চিকিৎসা দেয়া হলেও পরে তিনি মারা যান।"

    ওই পোস্ট অনুসারে, সংঘর্ষ এখনও চলছে।

    মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের পহেলগামে এক সন্ত্রাসী হামলায় এখন পর্যন্ত ২৬ জন নিহত এবং অনেকে আহত হয়েছেন।

  20. ভারতের ঘোষণাকে ‘শিশুসুলভ’ বললেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী

    পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসাক দার

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসাক দার

    ভারতশাসিত কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের সঙ্গে সম্পর্ক সীমিত করার বিষয়ে ভারতের সিদ্ধান্ত নিয়ে বিবৃতি দিয়েছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসাক দার।

    বিবিসি উর্দু জানায়, পাকিস্তানের একটি বেসরকারি চ্যানেলে তিনি বলেছেন, “ভারতের ঘোষণাগুলো শিশুসুলভ এবং এতে গুরুত্বের অভাব রয়েছে।"

    "ভারত প্রতিটি ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করে এবং অতীতের মতো এবারও পাকিস্তানকে দোষারোপ করার চেষ্টা করা হয়েছে। আমরা বৈঠকে ভারতকে যোগ্য জবাব দেব, এই জবাব কম হবে না," তিনি বলেছেন।

    সিন্ধু পানি চুক্তি প্রসঙ্গে ইসাক দার বলেন, এই ইস্যুতে ভারতের সঙ্গে আমাদের দীর্ঘদিনের সমস্যা রয়েছে। ভারতের কাছে প্রমাণ থাকলে তা সামনে আনা উচিত।

    মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের পাহলগামে সন্ত্রাসী হামলা হয়েছে। এই হামলায় ২৬ জন নিহত এবং বহু মানুষ আহত হয়।

    এর পরে, ভারত সরকার পাকিস্তানের সঙ্গে কয়েক দশকের পুরনো সিন্ধু পানি চুক্তি স্থগিত করেছে এবং পাকিস্তানি নাগরিকদের পহেলা মে এর মধ্যে ভারত ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে।