পোপ ফ্রান্সিস যখন বাংলাদেশ সফরে এসেছিলেন

ঢাকায় এসে রিকশায় চড়েন পোপ ফ্রান্সিস

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, তিন দশকের মধ্যে প্রথম পোপ হিসেবে ২০১৭ সালে বাংলাদেশ সফরে এসেছিলেন পোপ ফ্রান্সিস

২০১৭ সালের ৩০ নভেম্বর বাংলাদেশে এসেছিলেন ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় গুরু পোপ ফ্রান্সিস, যিনি সদ্যই প্রয়াত হয়েছেন।

তিনদিনের সফরে ব্যস্ত সময় পার করেন পোপ।

নিচে ছবিতে সফরটির বিভিন্ন ঘটনা তুলে ধরা হলো-

বিমান থেকে নামছেন পোপ ফ্রান্সিস

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, তিনদিনের সফরে ঢাকায় আসেন পোপ ফ্রান্সিস

ঢাকায় পা রাখার পরের দিন পহেলা ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে একটি বড় প্রার্থনা সভায় নেতৃত্ব দেন পোপ ফ্রান্সিস। ধারণা করা হয়, তাতে যোগ দেন প্রায় ৮০ হাজারের মতো মানুষ।

ওই প্রার্থনা সভায় ১৬ জন যাজকের অভিষেক হয়। তাদের তিনি শান্তি ও মানবতার জন্যে কাজ করার কিছু দিকনির্দেশনাও দেন।

ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ক্যাথলিক খ্রিস্টানদের উদ্দেশে হাত নাড়ছেন পোপ ফ্রান্সিস

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ক্যাথলিক খ্রিস্টানদের একটি প্রার্থনা পরিচালনা করেন পোপ ফ্রান্সিস
বিবিসি বাংলার খবর:
সোহরাওয়ার্দী উদ্যানে পোপকে অভিবাদন জানাচ্ছেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা

ছবির উৎস, VINCENZO PINTO

ছবির ক্যাপশান, ঢাকায় যাজকদের শান্তি ও মানবতার জন্যে কাজ করার দিক নির্দেশনা দেন পোপ

পোপ ফ্রান্সিসের সঙ্গে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সাক্ষাৎ করেন।

এর আগে ঢাকায় অবতরণ করেই সাভার জাতীয় স্মৃতিসৌধে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে যান পোপ।

পোপ ফ্রান্সিসের সাথে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, পোপ ফ্রান্সিসের সাথে সাক্ষাতে তাকে নৌকা উপহার দেন বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
পোপ ফ্রান্সিস ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নেন

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, পোপ ফ্রান্সিস ঢাকায় বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠানেও অংশ নেন
আরো পড়তে পারেন:
একটি রোহিঙ্গা শিশুর মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন পোপ

ছবির উৎস, Reuters

ছবির ক্যাপশান, পোপ ফ্রান্সিস সেবারের এশিয়া সফরের অংশ হিসেবে বাংলাদেশে আসার পর প্রথমবারের মতো 'রোহিঙ্গা' শব্দটি উচ্চারণ করেন
মিয়ানমার থেকে পালিয়ে আসা কয়েকজন রোহিঙ্গার সাথেও তার সাক্ষাৎ হয়

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, মিয়ানমার থেকে পালিয়ে আসা কয়েকজন রোহিঙ্গার সাথেও তার সাক্ষাৎ হয়
ঢাকায় এসে রিকশায় চড়েন পোপ ফ্রান্সিস

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, ঢাকায় এসে রিকশায় চড়েন পোপ ফ্রান্সিস