বৃহস্পতিবার যা যা হলো:
- দোষারোপ না করার কথা বললেও পাল্টাপাল্টি ইঙ্গিতপূর্ণ বক্তব্যের মধ্য দিয়ে প্রচারণা শুরু করেছে বিএনপি ও জামায়াতে ইসলামী। প্রথম দিনের প্রচারণায় দুই দলের শীর্ষ নেতারাই পরোক্ষভাবে অপর পক্ষের দিকে ইঙ্গিতপূর্ণ কথাবার্তা বলেন।
- টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশ। সরকার জানিয়েছে, নিরাপত্তার কারণে বাংলাদেশ শ্রীলঙ্কায় খেলতে চায়।
- বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের চীন-সংক্রান্ত মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে ঢাকার চীনা দূতাবাস। তারা বলেছে, বাংলাদেশ–চীন সম্পর্ক একটি দ্বিপাক্ষিক বিষয় এবং এতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়।
- ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ জানিয়েছে আসন্ন নির্বাচনে ঋণগ্রস্ত ও কোটিপতি প্রার্থীর তালিকায় শীর্ষে রয়েছে বিএনপি।
- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ট্রাম্প “বদলাবেন না” এবং ইউরোপকে নিজেদের নিরাপত্তা নিজেরাই নিশ্চিত করতে হবে।
- জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১০ ও ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। শুক্রবার–শনিবার মিলিয়ে সবাই অন্তত তিনদিন ছুটি পাবেন।
- জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরে অনলাইন প্ল্যাটফর্মে সিআইডির সাইবার ইউনিট নজরদারি করবে বলে জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
- ঢাকার সাতটি সরকারি কলেজ নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ ২০২৬’ অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। কলেজগুলোর নিজস্ব পরিচয় ও সম্পদের অধিকার বহাল থাকবে।
- গ্রিনল্যান্ড ইস্যুতে ডেনমার্কের প্রধানমন্ত্রী বলেছেন, সার্বভৌমত্ব নিয়ে কোনো আলোচনা সম্ভব নয় এবং এ বিষয়ে সিদ্ধান্ত নেবে শুধু ডেনমার্ক ও গ্রিনল্যান্ড।
বিবিসি বাংলার লাইভ পাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। দেশ-বিদেশের আরও খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়...