আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

‘দোষারোপ,’ ‘সমালোচনা’ করতে না চেয়েও সেভাবেই প্রচারণা শুরু করল বিএনপি-জামায়াত

সরাসরি না হলেও অনেকটা পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়েই শুরু হলো বিএনপি ও জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারণা। এদিকে, ভারতে গিয়ে টিটোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

সরাসরি কভারেজ

  1. বৃহস্পতিবার যা যা হলো:

    • দোষারোপ না করার কথা বললেও পাল্টাপাল্টি ইঙ্গিতপূর্ণ বক্তব্যের মধ্য দিয়ে প্রচারণা শুরু করেছে বিএনপি ও জামায়াতে ইসলামী। প্রথম দিনের প্রচারণায় দুই দলের শীর্ষ নেতারাই পরোক্ষভাবে অপর পক্ষের দিকে ইঙ্গিতপূর্ণ কথাবার্তা বলেন।
    • টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশ। সরকার জানিয়েছে, নিরাপত্তার কারণে বাংলাদেশ শ্রীলঙ্কায় খেলতে চায়।
    • বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের চীন-সংক্রান্ত মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে ঢাকার চীনা দূতাবাস। তারা বলেছে, বাংলাদেশ–চীন সম্পর্ক একটি দ্বিপাক্ষিক বিষয় এবং এতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়।
    • ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ জানিয়েছে আসন্ন নির্বাচনে ঋণগ্রস্ত ও কোটিপতি প্রার্থীর তালিকায় শীর্ষে রয়েছে বিএনপি।
    • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ট্রাম্প “বদলাবেন না” এবং ইউরোপকে নিজেদের নিরাপত্তা নিজেরাই নিশ্চিত করতে হবে।
    • জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১০ ও ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। শুক্রবার–শনিবার মিলিয়ে সবাই অন্তত তিনদিন ছুটি পাবেন।
    • জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরে অনলাইন প্ল্যাটফর্মে সিআইডির সাইবার ইউনিট নজরদারি করবে বলে জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
    • ঢাকার সাতটি সরকারি কলেজ নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ ২০২৬’ অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। কলেজগুলোর নিজস্ব পরিচয় ও সম্পদের অধিকার বহাল থাকবে।
    • গ্রিনল্যান্ড ইস্যুতে ডেনমার্কের প্রধানমন্ত্রী বলেছেন, সার্বভৌমত্ব নিয়ে কোনো আলোচনা সম্ভব নয় এবং এ বিষয়ে সিদ্ধান্ত নেবে শুধু ডেনমার্ক ও গ্রিনল্যান্ড।

    বিবিসি বাংলার লাইভ পাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। দেশ-বিদেশের আরও খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়...

  2. তীব্র তুষারঝড়ের কবলে পড়তে যাচ্ছে আমেরিকা

    আর্কটিক অঞ্চল থেকে শক্তিশালী ঠান্ডা বাতাস আগামী কয়েক দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের বেশিরভাগ অংশে চরম প্রভাব ফেলবে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদেরা।

    এতে এই সপ্তাহের শেষদিকে ওয়াশিংটন ডিসি এবং নিউ ইয়র্কের কিছু অংশে ১০ ইঞ্চি পর্যন্ত তুষারপাত হতে পারে বলে বলা হচ্ছে।

    আমেরিকার প্রায় ৩০টি অঙ্গরাজ্যে তীব্র তুষারপাতে প্রায় ১৬ কোটি মানুষ এর প্রভাবের মুখে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

    ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস) বলছে দেশটির উত্তরাঞ্চলের দিকে তাপমাত্রা হিমাঙ্কের নিচে মাইনাস ৫০ ডিগ্রি ফারেনহাইট বা মাইনাস -৪৬ সেলসিয়াসের চেয়েও কমে যেতে পারে।

    এরই মধ্যে টেক্সাস, নর্থ ক্যারোলাইনা ও সাউথ ক্যারোলাইনাসহ কয়েকটি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। কর্তৃপক্ষ আশঙ্কা করছে, তীব্র ঠান্ডায় পানির পাইপ জমে ফেটে যেতে পারে এবং কিছু এলাকায় রাস্তা কয়েক দিন বন্ধ থাকতে পারে।

    পূর্বাভাস অনুযায়ী, এই তীব্র শীত আগামী সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে।

  3. নির্বাচনের আগে-পরে অনলাইনে নজরদারি করবে সিআইডি

    নির্বাচনের আগে ও পরে অনলাইন প্ল্যাটফর্মগুলোতে সিআইডির সাইবার ইউনিট নজরদারি করবে বলে জানিয়েছেন সিআইডি বা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের প্রধান।

    বাংলাদেশ সংবাদ সংস্থা এই খবর প্রকাশ করেছে।

    সিআইডি সদর দপ্তরে অতিরিক্ত আইজি মো. ছিবগাত উল্লাহ ‘ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা ও মতবিনিময়’ সভায় সভাপতির বক্তব্যে তিনি এ তথ্য দিয়েছেন বলে জানাচ্ছে বাসস।

    সিআইডির মোট জনবলের ৯০ শতাংশ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কাজ করবে বলেও উল্লেখ করা হয়েছে সেখানে।

    এছাড়াও নির্বাচন সুষ্ঠু ও সফল করতে সিআইডি সর্বোচ্চ সহযোগিতা করবে বলে জানানো হচ্ছে।

    সে অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমও উপস্থিত ছিলেন।

  4. ট্রাম্প ‘বদলাবেন না’ - বৈঠকের পর জেলেনস্কি

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প ‘বদলাবেন না’।

    যদিও বৈঠকটিকে ভালো এবং ‘খুব গুরুত্বপূর্ণ’ বলে বর্ণনা করেন তিনি এবং মি. ট্রাম্পকে কথা বলার সময় বের করার জন্য ধন্যবাদ জানান।

    ডোনাল্ড ট্রাম্পের সাথে এক ঘন্টাব্যাপী বৈঠকের পর, মি. জেলেনস্কি দাভোসে বিশ্ব নেতাদের উদ্দেশ্যে ভাষণ দেন।

    তিনি বলেন, “আমেরিকা তার অবস্থান বদলাচ্ছে, কিন্তু ঠিক কীভাবে বদলাচ্ছে, তা কেউ নিশ্চিতভাবে জানে না। সবকিছু খুব দ্রুত বদলাচ্ছে, এই গতির সঙ্গে ইউরোপ কীভাবে তাল মিলাবে?”

    ইউক্রেনের বিষয়ে ইউরোপ পদক্ষেপ এড়িয়ে চলছে বলেও অভিযোগ করেন তিনি।

    “কিছু ইউরোপীয় নেতা ইউরোপের হলেও, তারা ইউরোপের পক্ষে নন।” আবার কিছু ইউরোপীয় নেতা “খুবই শক্তিশালী”, কিন্তু তারা সবসময় অন্য কারও কাছ থেকে নির্দেশনা চান। কতদিন শক্ত অবস্থানে থাকতে হবে, সেটাও জানতে চান।

    জেলেনস্কির ভাষায়, এভাবে কোনো বড় শক্তি পরিচালিত হয় না এবং "ইউরোপকে নিজেদের রক্ষা করতে হবে"। তার মতে, বর্তমানে যে চ্যালেঞ্জগুলোর মুখে আমরা দাঁড়িয়ে আছি, সেগুলো “ইউরোপীয় জীবনধারার জন্যই বড় চ্যালেঞ্জ।”

  5. নির্বাচনের প্রচারণায় পাঁচ কর্মসূচি বিএনপির

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় পাঁচটি কর্মসূচির ঘোষণা দেয়া হয়েছে। দলের নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহ্দী আমিন সে বিষয়গুলো জানিয়েছেন।

    প্রথম কর্মসূচি ‘তারেক রহমানকে পরামর্শ দিন,’ এতে কিউআর কোড স্ক্যান করে সাধারণ মানুষ সরাসরি তারেক রহমানের কাছে মতামত ও প্রস্তাব পাঠাতে পারবেন।

    দ্বিতীয় কর্মসূচি “লেটার টু তারেক রহমান”, যেখানে চিঠি, ই-মেইল ও অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে নাগরিকদের ভাবনা নেওয়া হবে।

    তৃতীয় ‘ম্যাচ মাই পলিসি’ একটি সোয়াইপভিত্তিক ওয়েব অ্যাপ, যার মাধ্যমে ইতোমধ্যে তিন লক্ষাধিক মানুষ বিএনপির নীতি নিয়ে মতামত দিয়েছেন বলে দাবি করা হয়।

    ‘দ্য প্ল্যান: ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান’ হচ্ছে চতুর্থ কর্মসূচি। এর আওতায় তারেক রহমান সিলেটে তরুণদের সঙ্গে মতবিনিময় করেছেন, যেখানে কর্মসংস্থান, শিক্ষা, কৃষি, স্বাস্থ্য ও যুব ক্ষমতায়ন নিয়ে আলোচনা হয়েছে বলে জানানো হয় । সভায় ১২৭ জন শিক্ষার্থী অংশ নেন।

    ‘বিএনপির আটটি লিফলেট’ নামে পঞ্চম কর্মসূচি, বিভিন্ন খাতে বিএনপির নীতি ও ভিশন তুলে ধরে আটটি লিফলেট প্রচারের কথা জানান মাহ্দী আমিন।

    তিনি উল্লেখ করেন, বিএনপি নীতিনির্ভর রাজনীতি করে আসছে এবং জনগণের অংশগ্রহণের মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে চায়।

  6. বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের মন্তব্যের প্রতিবাদ চীনের

    বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের চীন-সংক্রান্ত মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে ঢাকার চীনা দূতাবাস।

    সদ্য নিয়োগপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূতের মন্তব্য নিয়ে চীনা দূতাবাসের মুখপাত্র এক বিবৃতিতে প্রতিবাদ জানান, যেটি চীনা দূতাবাসের ফেসবুক পোস্টে তুলে ধরা হয়েছে

    গণমাধ্যমে প্রকাশিত খবরে দক্ষিণ এশিয়ায় চীনের ব্যাপক প্রভাবে যুক্তরাষ্ট্রের উদ্বেগ ও কিছু ক্ষেত্রে চীনের সঙ্গে যুক্ত হওয়ার ঝুঁকি সম্পর্কে বাংলাদেশকে জানানোর বিষয়ে উল্লেখ করা হয় চীনা দূতাবাসের মুখপাত্রের বিবৃতিতে।

    এতে আরও বলা হয়, “বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের এমন মন্তব্য দায়িত্বজ্ঞানহীন এবং সম্পূর্ণ ভিত্তিহীন। এসব বক্তব্য সঠিক ও ভুলের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে এবং এগুলো সম্পূর্ণভাবে অসৎ উদ্দেশ্যপ্রণোদিত”।

    বিবৃতিতে এ-ও বলা হয় চীন ও বাংলাদেশের মধ্যে সহযোগিতা একটি দ্বিপাক্ষিক বিষয় এবং এতে মার্কিন পক্ষের কোনো হস্তক্ষেপ বা নাক গলানোর সুযোগ নেই।

    সেখানে যুক্তরাষ্ট্রকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বানও জানানো হয়।

  7. ‘দোষারোপ,’ ‘সমালোচনা’ করতে না চেয়েও সেভাবেই প্রচারণা শুরু করল বিএনপি-জামায়াত

    সরাসরি না হলেও অনেকটা পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়েই শুরু হলো বিএনপি ও জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারণা।

    মধ্যপ্রাচ্যসহ দেশের বিভিন্ন জায়গায় এনআইডি কার্ড ও মোবাইল নম্বর নিয়ে নারীদের ‘একটি দল বিভিন্ন ভাবে বিভ্রান্ত করছে’ বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

    কোনো দলের নাম উল্লেখ না করলেও মি. রহমানের সমালোচনায় ইঙ্গিত রয়েছে। তিনি বলেছেন, “আমরা দেখেছি গত ১৫ বছর ১৬ বছর জনগণের ভোট ডাকাতি হয়েছে, এখন এই দেশে বর্তমানে আরেকটি রাজনৈতিক দল তারা এই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে,”।

    এছাড়াও তিনি বলেন “নির্বাচনের আগেই একটি দল এই দেব, ওই দেব বলছে, টিকিট দেব বলছে। যেটার মালিক মানুষ না, সেটার (দেওয়ার) কথা যদি সে বলে, তাহলে এক তো শিরক হচ্ছে, সবকিছুর ওপরে আল্লাহর অধিকার। তারা আগেই তো আপনাদের ঠকাচ্ছে, নির্বাচনের পরে তাহলে কেমন ঠকান ঠকাবে বোঝেন এবার”।

    যদিও তিনদিন আগে একটি অনুষ্ঠানে তারেক রহমান বলেছিলেন দোষারোপের রাজনীতি নয়, মানুষকে ভালো রাখার রাজনীতি করতে হবে। “দোষারোপের রাজনীতি করলে মানুষের পেট ভরবে না,” ভার্চুয়ালি একটি অনুষ্ঠানে যোগ দিয়ে বলেছিলেন তিনি।

    অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমান আজকের সমাবেশে “আমি কারো সমালোচনা করতে চাই না” বললেও অনেকটা ইঙ্গিতপূর্ণ বক্তব্য রাখেন।

    দলটির জনসভায় তিনি বলেন “ফ্যাসিবাদ এখন যদি নতুন কোনো জামা পরে সামনে আসে, পাঁচ আগস্ট যে পরিণতি হয়েছিল, সেই নতুন জামা পরা ফ্যাসিবাদের একই পরিণতি হবে”।

    বিগত তিনটি নির্বাচনের প্রসঙ্গ তুলে তিনি সমাবেশে বলেন “আপনারা কি নতুন কোনো ভোট ডাকাত দেখতে চান? আমরা নতুন কোনো ভোট ডাকাত দেখতে চাই না।”

    এছাড়া "চাঁদাবাজি, দখল বাণিজ্য, মামলাবাজি, দুর্নীতি, সন্ত্রাস, পাথর মেরে লোক হত্যা, গাড়ি চাপা দিয়ে লোক হত্যা, এগুলো থেকে যারা নিজের কর্মীকে বিরত রাখতে পারবে, আশা করি আগামীর বাংলাদেশ তারা জনগণকে উপহার দিতে পারবে” বলেন তিনি।

    ‘দোষারোপ,’‘সমালোচনা’ করতে না চেয়েও সেভাবেই প্রচারণা শুরু করলো বিএনপি-জামায়াত

  8. নির্বাচন ঘিরে অন্তত তিনদিন ছুটি

    জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন ১১ই ফেব্রুয়ারি সাধারণ ছুটির ছাড়াও ১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।

    বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকের পর সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানিয়েছেন।

    ভোটের দিন বৃহস্পতিবার হওয়ায় এরপর শুক্র-শনিবার তো সাপ্তাহিক ছুটি রয়েছেই। এভাবে শুক্রবারসহ কমপক্ষে তিনদিন ছুটি থাকবে সবার জন্যই। আর শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য শুক্রবার ছাড়াই তিনদিন ছুটি থাকছে।

    ছুটির সিদ্ধান্ত জানিয়ে মি. আলম বলেন, “আমরা চাই সবাই নির্বিঘ্নে উৎসবমুখর পরিবেশে যাতে ভোট দেয়”।

  9. ব্রেকিং, ভারতের মাটিতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত বাংলাদেশের

    টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলায় অংশ নিতে ভারতে যাবে না বাংলাদেশ। আজ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বৈঠকের পর বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল এই তথ্য জানান।

    ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের জানান, সরকারের সিদ্ধান্ত স্পষ্ট- বাংলাদেশ দল ভারতে বিশ্বকাপ খেলবে না।

    তার ভাষায়, "আমরা আইসিসি থেকে সুবিচার পাইনি। আমরা আশা করবো, আইসিসি আমাদের নিরাপত্তা–সংক্রান্ত উদ্বেগ বিবেচনায় নিয়ে শ্রীলঙ্কায় খেলার আবেদন মেনে নেবে"।

    তিনি বলেন, মাথা নত করে দেশের মানুষদের নিরাপত্তা ঝুঁকির মধ্যে ফেলে দেওয়ার পরিণতি কী হতে পারে, সেটি গুরুত্ব দিয়ে ভাবতে হবে। ক্রিকেটারদের সঙ্গে তিনি ব্যক্তিগতভাবে কথা বলেছেন বলেও জানান।

    এদিকে, বিসিবি সভাপতি বলেন, "আমরা আবারও আইসিসির সঙ্গে যোগাযোগ করবো"। একই সঙ্গে তিনি স্পষ্ট করেন, "আমরা ভারতে খেলতে চাই না, শ্রীলঙ্কায় খেলতে চাই"।

    প্রসঙ্গত, বাংলাদেশের আবেদনের ওপর বুধবার বোর্ড সদস্যদের ভোট শেষে আইসিসি জানায়, বিশ্বকাপে অংশ নিতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে। বাংলাদেশ না যেতে চাইলে টুর্নামেন্ট থেকে বাদ পড়তে পারে এবং সেক্ষেত্রে বাংলাদেশের পরিবর্তে অন্য একটি দল নেওয়া হতে পারে।

    বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) এ বিষয়ে নিজেদের চূড়ান্ত অবস্থান জানাতে এক দিন সময় চেয়ে নেয়।

  10. সাত কলেজ সংক্রান্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশে অনুমোদন

    ঢাকার সাতটি সরকারি কলেজকে একই একাডেমিক কাঠামোর আওতায় আনা সংক্রান্ত বৈঠকে 'ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ, ২০২৬' অনুমোদিত হয়েছে।

    আজ বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের এক সভায় এতে অনুমোদন দেওয়া হয়।

    প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে দেওয়া একটি প্রেস রিলিজে বলা হয়, উচ্চশিক্ষার গুণগত মান উন্নয়ন এবং দীর্ঘদিনের প্রশাসনিক জট নিরসনই এই অধ্যাদেশের মূল উদ্দেশ্য।

    নতুন অধ্যাদেশের মাধ্যমে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওযার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি বাংলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ 'সংযুক্ত কলেজ' হিসেবে পরিচালিত হবে।

    কলেজগুলোর নিজস্ব পরিচয়, অবকাঠামো এবং স্থাবর-অস্থাবর সম্পত্তির ওপর তাদের অধিকার অক্ষুণ্ণ থাকবে।

    বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এইপ্রতিষ্ঠানগুলোর শিক্ষা, পরীক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রম পরিদর্শন, মূল্যায়ন ও নির্দেশনার ক্ষমতা পাবে।

  11. ভারতে খেলতে যাবে কি না, আজই সিদ্ধান্ত জানাতে হবে বাংলাদেশকে

    টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলায় অংশ নিতে ভারতে যাবে কি না সেব্যাপারে বাংলাদেশের সিদ্ধান্ত জানানোর সময় শেষ হচ্ছে আজ। আইসিসির এর জন্য ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছিল।

    বুধবার বোর্ড সভায় ভোট শেষে আইসিসি জানায়, বিশ্বকাপে অংশ নিতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে। বাংলাদেশ না যেতে চাইলে টুর্নামেন্ট থেকে বাদ পড়তে পারে এবং সেক্ষেত্রে বাংলাদেশের পরিবর্তে অন্য একটি দল নেওয়া হতে পারে।

    ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো জানায়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) এ বিষয়ে নিজেদের চূড়ান্ত অবস্থান জানাতে এক দিন সময় চেয়ে নেয়। বিসিবির অবস্থানের ওপরই নির্ভর করবে বাংলাদেশের বিশ্বকাপে খেলা।

    বাংলাদেশের গণমাধ্যমের খবর বলছে, আজ ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের।

    এ বিষয়ে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তার বক্তব্য পাওয়া যায়নি।

  12. আসন্ন নির্বাচনে ঋণগ্রস্ত ও কোটিপতি তালিকায় শীর্ষে বিএনপি: টিআইবি

    বাংলাদেশের আসন্ন নির্বাচনে বিএনপির মোট প্রার্থীর মধ্যে ৫৯ দশমিক ৪১ শতাংশ প্রার্থী ‘ঋণগ্রস্ত’ বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

    ‘হলফনামায় প্রার্থী পরিচিতি ২০২৬’ বিষয়ে একটি সংবাদ সম্মেলন করে বৃহস্পতিবার একটি প্রতিবেদন প্রকাশ করে টিআইবি। সেখানে নির্বাচনে অংশ নেয়া প্রার্থীদের হলফনাফা বিশ্লেষণ করে তথ্য তুলে ধরা হয়।

    সেখানে প্রার্থীদের মোট ঋণের পরিমাণ টাকার অঙ্কে ২০০৮ সাল থেকে হওয়া চারটি নির্বাচনের তুলনায় সর্বোচ্চ দেখা যাচ্ছে।

    ঋণগ্রস্ত প্রার্থীর শতকরা হার আগেকার তুলনায় কমলেও ঋণের পরিমাণ দেখলে সেটি প্রায় ১৯ হাজার কোটি টাকার কাছাকাছি। এটি ২০২৪ সালের নির্বাচনের সময় ছিল ১৭ হাজার ৪৯৬ কোটি টাকার কিছু বেশি। আগেকার এ হিসেব আরও কম ছিল।

    ঋণ বা দায়ের পরিমাণ বিবেচনায় শীর্ষ দশ প্রার্থীর আটজনই বিএনপির বলেও দেখা যাচ্ছে। বাকি দুজন স্বতন্ত্র।

    এই দশজনের মধ্যে শীর্ষে ৩ হাজার ১৫৫ কোটি টাকার বেশি ঋণ রয়েছে ব্রাহ্মণবাড়িয়ার স্বতত্র একজন প্রার্থী। হাজার কোটি ছাড়ানো ঋণের বিবেচনায় এর পরের চারজন প্রার্থীই বিএনপির।

    এছাড়া শীর্ষ দলগুলোর কোটিপতি প্রার্থীতেও এগিয়ে বিএনপি। সম্পদের বিবেচনায় দলটির ৭১ দশমিক ৮৬ শতাংশ প্রার্থী কোটিপতি হিসেবে বিশ্লেষণ করেছে টিআইবি।

  13. ‘সার্বভৌমত্ব নিয়ে আমরা আলোচনা করতে পারি না’- গ্রিনল্যান্ড ইস্যুতে ডেনমার্কের প্রধানমন্ত্রী

    ডেনমার্ক ও গ্রিনল্যান্ড সম্পর্কিত বিষয়গুলোতে কেবল এই দুটি দেশই সিদ্ধান্ত নিতে পারে বলে মন্তব্য করেছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন।

    গ্রিনল্যান্ডের মালিকানা পেতে ‘অবিলম্বে আলোচনা’ শুরু করতে চান- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই কথা বলার একদিন পরই একটি বিবৃতি দিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী।

    তিনি বলেছেন, “আর্কটিকের নিরাপত্তা সমগ্র নেটো জোটের বিষয়। অতএব, এটি নেটোর মহাসচিব এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মধ্যেও আলোচনা হওয়া ভালো এবং স্বাভাবিক। ডেনমার্ক রাজ্য দীর্ঘদিন ধরে নেটোর জন্য আর্কটিকের সাথে তার সম্পৃক্ততা বৃদ্ধির জন্য কাজ করে আসছে”।

    গ্রিনল্যান্ডের সরকার ও নেটোর সঙ্গে নিয়মিত আলোচনা করছেন বলেও জানান তিনি।

    "ডেনমার্ক রাজ্যের অবস্থান সম্পর্কে নেটো সম্পূর্ণরূপে অবগত। আমরা রাজনৈতিক সবকিছু নিয়ে আলোচনা করতে পারি; নিরাপত্তা, বিনিয়োগ, অর্থনীতি। কিন্তু আমরা আমাদের সার্বভৌমত্ব নিয়ে আলোচনা করতে পারি না। আমাকে জানানো হয়েছে যে এটিও হয়নি”।

    "এবং অবশ্যই, ডেনমার্ক এবং গ্রিনল্যান্ড সম্পর্কিত বিষয়গুলিতে কেবল ডেনমার্ক এবং গ্রিনল্যান্ডই সিদ্ধান্ত নিতে পারে,” বলেনমেটে ফ্রেডেরিকসেন।

    তিনি আরো বলেছেন, “ডেনমার্ক রাজ্য মিত্রদের সাথে একটি গঠনমূলক সংলাপে অংশ নিতে চায় যে আমরা কীভাবে আর্কটিকের নিরাপত্তা জোরদার করতে পারি, যার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের গোল্ডেন ডোমও রয়েছে, তবে শর্ত থাকে যে এটি আমাদের আঞ্চলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধা রেখে যাতে করা হয়"।

  14. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে