আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

খেলতে হলে ভারতেই যেতে হবে বাংলাদেশকে, আইসিসির ভোটে সিদ্ধান্ত

টিটোয়োন্টি বিশ্বকাপ খেলতে হলে ভারতে গিয়ে খেলতে হবে বাংলাদেশকে, না হলে বিকল্প দল নেওয়ার কথা জানিয়েছে আইসিসি। এদিকে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গণনায় দেরি হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। চোখ রাখুন বিবিসি বাংলায়…

সরাসরি কভারেজ

  1. বুধবার সারাদিন যা যা হলো:

    • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ খেলতে ভারতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশ যে আবেদন করেছিল তা নাকচ করে দিয়েছে আইসিসি। এক বোর্ড সভায় ভোটের মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
    • যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্ব অর্থনৈতিক ফোরামে বক্তব্য দেওয়ার সময় আবারও গ্রিনল্যান্ড ইস্যুতে কথা বলেছেন। বিশ্বের সবচেয়ে বড় এই দ্বীপটির নিয়ন্ত্রণ নেওয়ার জন্য “অবিলম্বে আলোচনা” চান বলে জানিয়েছেন তিনি।
    • দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রার্থী হওয়ায় একযোগে ৫৯ জনকে বহিষ্কার করেছে বিএনপি।
    • কয়েক দিনের মাথায় স্পেনে দ্বিতীয়বারের মতো এক ট্রেন দুর্ঘটনা হয়েছে। এতে ট্রেনচালক নিহত এবং অন্তত ৩৭ জন আহত হয়েছেন।
    • দীর্ঘ বিরতি শেষে বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কার্যক্রম পুনরায় চালু করেছে জাপান।
    • নতুন বেতন কাঠামোতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ২০টি স্কেলে বেতন বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। সর্বনিম্ন বেতন স্কেল আট হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করার এবং সর্বোচ্চ বেতন স্কেল ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে এক লাখ ৬০ হাজার টাকা করার সুপারিশ করা হয়েছে।
    • ইনকিলাব মঞ্চের আহ্বায়ক নিহত শরিফ ওসমান বিন হাদির পরিবারকে জীবন চালানোর ব্যয় নির্বাহের জন্য আরও এক কোটি টাকা দিচ্ছে সরকার। প্রধান উপদেষ্টার দফতর থেকে এই অর্থ দেওয়া হবে।
    • আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গণনায় দেরি হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম।
    • বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অধিকতর অভিযোগ গঠন শুনানির জন্য আগামী নয়ই ফেব্রুয়ারি দিন ধার্য করেছে ঢাকার একটি আদালত।
    • জাতীয় পে স্কেল অনুযায়ী বেতন পাবেন ইমাম-মুয়াজ্জিনরা। সরাসরি সরকার পরিচালিত বায়তুল মোকাররমের মতো মসজিদগুলো ও নবনির্মিত ৫৬০টি মডেল মসজিদের ইমাম-মুয়াজ্জিনরা সরাসরি সরকারি তহবিল বা ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে এই স্কেলে বেতন পাবেন।
    • আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। পাবনা-১ ও ২ বাদে ২৯৮টি আসনে মোট প্রার্থীর সংখ্যা এক হাজার ৯৬৭ জন।

    বিবিসি বাংলার লাইভ পাতাটি আজ এখানেই শেষ হচ্ছে। অন্যান্য খবর পড়তে মূলপাতায় ভিজিট করুন।

    এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

  2. গ্রিনল্যান্ড, নেটো, ইউরোপ, ইউক্রেন ইস্যুতে আজ যা যা বলেছেন ট্রাম্প

    সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বনেতাদের উদ্দেশে আজ যে ভাষণ দিয়েছেন, তাতে তিনি গ্রিনল্যান্ড, নেটো, ইউরোপ, শুল্কনীতি, ইউক্রেন যুদ্ধ ও জ্বালানিসহ বিভিন্ন প্রসঙ্গে কথা বলেন।

    তিনি কী কী বলেছেন, এখানে তা এক নজরে দেখে নেওয়া যাক––

    গ্রিনল্যান্ড: ট্রাম্প বলেছেন, ডেনমার্কের কাছ থেকে গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার বিষয়ে তিনি “অবিলম্বে আলোচনা” চান। তার দাবি, “এই বিশাল বরফে ঢাকা ভূখণ্ডকে রক্ষা করতে পারবে একমাত্র যুক্তরাষ্ট্রই”।

    শক্তি প্রয়োগ: তবে তিনি জোর দিয়ে বলেন, গ্রিনল্যান্ডের দখল নেওয়ার জন্য তিনি শক্তি প্রয়োগ করবেন না। তিনি বলেন, “আমার শক্তি প্রয়োগ করতে হবে না, আমি শক্তি প্রয়োগ করতে চাই না, করবোও না”।

    নেটো: গ্রিনল্যান্ড ইস্যুতে নেটো'র ক্ষতি হবে, এ দাবি তিনি নাকচ করে দেন। তার ভাষায়, “আমরা অনেক দিই, কিন্তু বিনিময়ে খুব কম পাই”।

    অর্থনীতি: ট্রাম্পের দাবি, তার শাসনামলে যুক্তরাষ্ট্রের অর্থনীতি খুব ভালো অবস্থায় আছে। মুদ্রাস্ফীতি কমেছে এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ইতিহাসে নজিরবিহীন।

    শুল্ক: তিনি বলেন, বিদেশি দেশগুলো “যে ক্ষতি করেছে তার মূল্য আদায় করতে” শুল্ক বাড়ানো হয়েছে।

    ইউরোপ: বক্তব্যের শুরুতে ইউরোপের সমালোচনা করে তিনি বলেন, ক্রমবর্ধমান সরকারি ব্যয়, অনিয়ন্ত্রিত অভিবাসন ও অতিরিক্ত আমদানির কারণে মহাদেশটি “সঠিক পথে নেই”।

    অভিবাসন: ইউরোপে দূরদূরান্ত থেকে বিভিন্ন জনগোষ্ঠী আসছে বলে মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, এর ফলে ইউরোপের কিছু জায়গা এখন আর আগের মতো চেনাই যায় না।

    ইউক্রেন: তিনি বলেন, তিনি বিশ্বাস করেন যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দু’জনই সমঝোতা চান এবং তিনি ভলোদিমির জেলেনস্কির সাথে আজ দেখা করবো।

    পরিবেশ: ট্রাম্প জ্বালানি সংক্রান্ত বিষয়ে কথা বলতে গিয়ে ‘গ্রিন নিউ ডিল’-কে আবারও “ইতিহাসের সবচেয়ে বড় প্রতারণা” বলে আখ্যা দেন। তার বক্তব্য, “জ্বালানি থেকে লাভ করতে হয়, ক্ষতি নয়”।

    যুক্তরাজ্যের জ্বালানি: যুক্তরাজ্যকে নিয়ে তিনি বলেন, দেশটি ১৯৯৯ সালের তুলনায় এখন অনেক কম জ্বালানি উৎপাদন করছে, যদিও উত্তর সাগরে বড় মজুত আছে। তা ব্যবহার না করায় জ্বালানির দাম বেশি ও উৎপাদন “বিপর্যস্ত” অবস্থায়।

  3. নির্বাচনি প্রচারণা শুরু করতে সিলেটে তারেক রহমান

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনি প্রচারণা শুরু করতে সিলেটে পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

    বুধবার রাত ৮টার দিকে সিলেট পৌঁছে তিনি প্রথমে হযরত শাহজালালের মাজার জিয়ারত করতে যান।

    বৃহস্পতিবার সিলেট থেকেই তিনি আনুষ্ঠানিকভবে নির্বাচনী প্রচারণা শুরু করতে যাচ্ছেন।

  4. শুল্ক আরোপের বিষয়টি ন্যায্য, বেশিরভাগ মানুষই তা বোঝেন: ট্রাম্প

    শুল্ক আরোপ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যেসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি রয়েছে, সেসব দেশের ওপরই শুল্ক বসানো হয়েছে।

    “এতে আপনারা সবাই কোনো না কোনোভাবে জড়িত। কারও কারও জন্য এটা ক্ষতির কারণ হয়েছে। তবু শেষ পর্যন্ত সিদ্ধান্তটি ন্যায্য। এ কথা আপনাদের বেশিরভাগই বোঝেন,” বলেন ট্রাম্প।

    সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকনমিক ফোরাম এর বার্ষিক সম্মেলনে যোগ দিতে গিয়ে এসব বলেন তিনি।

    ট্রাম্প জানান, কিছু ক্ষেত্রে শুল্কের হার কমানো হয়েছে। যেমন, সুইজারল্যান্ডের ওপর শুরুতে ৩০ শতাংশ শুল্ক আরোপ করা হলেও পরে তা কমানো হয়। কারণ হিসেবে তিনি বলেন, তিনি মানুষের ক্ষতি চান না।

    এ সময় ট্রাম্প আরও বলেন, “যুক্তরাষ্ট্রই পুরো বিশ্বকে টিকিয়ে রাখছে”।

  5. বিএনপির ৫৯ নেতাকে একযোগে বহিষ্কার

    আসন্ন নির্বাচনে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রার্থী হওয়ায় একযোগে ৫৯ জনকে বহিষ্কার করেছে বিএনপি।

    আজ বুধবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কারের সিদ্ধান্ত জানায় দলটি।

    সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপি বলেছে, "দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য" এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    এর আগে গত ৩০শে ডিসেম্বর খালেদা জিয়া যেদিন মারা যান, সেদিনও বিএনপির স্ট্যান্ডিং কমিটির এক বৈঠকে রুমিন ফারহানাসহ নয়জনকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করার অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে।

  6. আমাকে বল প্রয়োগ করতে হবে না, আমি বল প্রয়োগ করতে চাই না, আমি বল প্রয়োগ করব না: ট্রাম্প

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্ব অর্থনৈতিক ফোরামে বক্তব্য দেওয়ার সময় আবারও গ্রিনল্যান্ড ইস্যুতে কথা বলেছেন। বিশ্বের সবচেয়ে বড় এই দ্বীপটির নিয়ন্ত্রণ নেওয়ার জন্য “অবিলম্বে আলোচনা” চান বলে জানিয়েছেন তিনি।

    বক্তব্য দেওয়ার সময় “ইউরোপ সঠিক পথে যাচ্ছে না” বলেও মন্তব্য করেছেন তিনি।

    "ইউরোপকে চিনতে পারেন না" উল্লেখ করে তিনি আরো বলেন, “আমি ইউরোপকে ভালোবাসি, আমি এটিকে ভালো করতে দেখতে চাই। কিন্তু এটি সঠিক পথে যাচ্ছে না।"

    গ্রিনল্যান্ড ও ডেনমার্কের মানুষের প্রতি “অপরিসীম শ্রদ্ধা” আছে উল্লেখ করে ট্রাম্প বলেন, দেশটি (গ্রিনল্যান্ড) "বিশাল, প্রায় জনবসতিহীন এবং অনুন্নত দেশ, অরক্ষিত অবস্থায় বসে আছে"।

    যুক্তরাষ্ট্র প্রায় দুইশ বছর ধরে গ্রিনল্যান্ড কেনার চেষ্টা করছে বলেও তিনি দাবি করেন।

    গ্রিনল্যান্ডে ডেনমার্কের ‘কোনো চিহ্নই নেই” দাবি করে তিনি বলেন, “কেবল যুক্তরাষ্ট্রই এই বিশাল ভূমির, এই প্রকাণ্ড বরফখণ্ডের নিরাপত্তা দিতে পারে এবং এর উন্নয়ন করতে পারে”।

    নেটোর প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, "আমি অতিরিক্ত বলপ্রয়োগের সিদ্ধান্ত না নিলে আমরা কিছুই পাব না, আমরা অপ্রতিরোধ্য হব, কিন্তু আমরা তা করব না।"

    তিনি জোর দিয়ে বলেন, "আমাকে বল প্রয়োগ করতে হবে না, আমি বলপ্রয়োগ করতে চাই না, আমি বল প্রয়োগ করব না।"

    তারপর তিনি বলেন, আমেরিকা যা চাইছে তা হলো "গ্রিনল্যান্ড নামের একটি জায়গা"।

  7. কয়েক দিনের মাথায় স্পেনে ফের ট্রেন দুর্ঘটনা, চালক নিহত

    কয়েক দিনের মাথায় স্পেনে দ্বিতীয়বারের মতো এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনা হয়েছে।

    এতে ট্রেনচালক নিহত এবং অন্তত ৩৭ জন আহত হয়েছেন। আহতদের মাঝে পাঁচজনের অবস্থা গুরুতর।

    বার্সেলোনার কাছে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে দুর্ঘটনাটি ঘটে।

    মাত্র দুই দিন আগে দেশটির দক্ষিণে দু'টি ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৩ জনের প্রাণহানি হয়েছিল।

    স্থানীয় কর্মকর্তারা জানিয়েছে, রোদালিয়েস ট্রেনটি গেলিদা ও সান্ত সাদুর্নির মাঝামাঝি এলাকায় একটি দেয়ালের সঙ্গে ধাক্কা খায়। ধাক্কায় দেয়ালটি ভেঙে রেললাইনের ওপর পড়ে যায়।

    কাতালোনিয়া অঞ্চলের ফায়ার সার্ভিসের পরিদর্শক ক্লাউদি গালিয়ার্দো জানান, ট্রেন থেকে সব যাত্রীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

  8. ফুকুশিমা দুর্ঘটনার ১৪ বছর পর বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক কেন্দ্র আবার চালু

    দীর্ঘ বিরতি শেষে বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কার্যক্রম পুনরায় চালু করেছে জাপান।

    ২০১১ সালের ফুকুশিমা পারমাণবিক দুর্ঘটনার পর দেশটির সব রিয়্যাক্টর বন্ধ হয়ে গিয়েছিলো। এখন টোকিওর উত্তর-পশ্চিমে অবস্থিত কাশিওয়াজাকি-কারিওয়া পারমাণবিক কেন্দ্রের ৬ নম্বর রিঅ্যাক্টর চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকা সত্ত্বেও এ সিদ্ধান্ত নিয়েছে দেশটি। অ্যালার্ম ব্যবস্থার ত্রুটির কারণে রিঅ্যাক্টর চালু করতে এক দিন হলেও আগামী মাসে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হওয়ার কথা।

    জাপান সবসময় জ্বালানির জন্য আমদানির ওপর নির্ভরশীল ছিল। তাই তারা পারমাণবিক শক্তির ব্যবহার বাড়ায়। তবে ২০১১ সালে ভয়াবহ ভূমিকম্প ও সুনামির পর ফুকুশিমা পারমাণবিক কেন্দ্রে দুর্ঘটনা ঘটে।

    এর পর দেশটির ৫৪টি পারমাণবিক রিঅ্যাক্টর একসাথে বন্ধ করে দেওয়া হয়, যা ইতিহাসের অন্যতম ভয়াবহ পারমাণবিক বিপর্যয় হিসেবে পরিচিত।

  9. যে যুক্তিতে বাংলাদেশের আবেদন নাকচ করলো আইসিসি

    টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ খেলতে ভারতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশ যে আবেদন করেছিল তা নাকচ করে দিয়েছে আইসিসি।

    এক বোর্ড সভায় ভোটের মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানালেও আইসিসি বিষয়টি ব্যাখ্যা করেছে।

    একটি বিবৃতিতে ক্রিকেটের সর্বোচ্চ এই নিয়ন্ত্রণ সংস্থা জানায়, ব্যবস্থাপনার প্রয়োজনে ও সংকট কাটাতে বিসিবির সঙ্গে ধারাবাহিকভাবে যোগাযোগ করেছে আইসিসি।

    বৈঠক ও চিঠিপত্রের মাধ্যমে টুর্নামেন্টের বিস্তারিত নিরাপত্তা পরিকল্পনা শেয়ার করা হয়, যেখানে কেন্দ্র ও রাজ্য পর্যায়ের আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত নিরাপত্তা ব্যবস্থার কথাও তুলে ধরা হয় বাংলাদেশের কাছে।

    আইসিসির এক মুখপাত্র বলেন, “গত কয়েক সপ্তাহ ধরে আইসিসি বিসিবির সঙ্গে নিয়মিত গঠনমূলক আলোচনায় যুক্ত ছিল, যাতে বাংলাদেশ দল টুর্নামেন্টে অংশ নিতে পারে। এ সময় আমরা স্বাধীন নিরাপত্তা মূল্যায়ন, ভেন্যুভিত্তিক পূর্ণাঙ্গ নিরাপত্তা পরিকল্পনা এবং আয়োজক দেশের আনুষ্ঠানিক আশ্বাস শেয়ার করেছি। সব মূল্যায়নেই দেখা গেছে, ভারতে বাংলাদেশ দলের নিরাপত্তার জন্য কোনো বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য হুমকি নেই।”

    তিনি আরও বলেন, “এই প্রচেষ্টা সত্ত্বেও বিসিবি তাদের অবস্থানে অনড় ছিল এবং একটি বিচ্ছিন্ন ও সম্পর্কহীন ঘটনায়, একজন খেলোয়াড়ের ঘরোয়া লিগে অংশগ্রহণ সংক্রান্ত বিষয়কে বিসিবি বিশ্বকাপে অংশগ্রহণের সঙ্গে যুক্ত করেছে। এই বিষয়টির সঙ্গে টুর্নামেন্টের নিরাপত্তা ব্যবস্থার কোনো সম্পর্ক নেই।”

    আইসিসির ভাষ্য অনুযায়ী, ভেন্যু ও সূচি নির্ধারণকরা হয় নিরপেক্ষ নিরাপত্তা মূল্যায়ন, আয়োজক দেশের নিশ্চয়তা এবং টুর্নামেন্টের স্বীকৃত শর্তের ভিত্তিতে, যা ২০টি অংশগ্রহণকারী দেশের জন্যই সমানভাবে প্রযোজ্য।

    মুখপাত্র বলেন, “স্বাধীন কোনো নিরাপত্তা প্রতিবেদনে যদি বড় ধরনের ঝুঁকির প্রমাণ না থাকে, তাহলে ম্যাচ স্থানান্তর করা সম্ভব নয়। এতে অন্য দল ও বিশ্বের বিভিন্ন দেশের দর্শকদের জন্য বড় ধরনের লজিস্টিক ও সূচিগত জটিলতা তৈরি হবে। একই সঙ্গে এটি আইসিসির নিরপেক্ষতা, ন্যায্যতা ও শাসনব্যবস্থার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।”

    আইসিসি জানিয়েছে, তারা সৎ উদ্দেশ্যে কাজ করতে, অভিন্ন মানদণ্ড বজায় রাখতে এবং বিশ্ব ক্রিকেটের সামগ্রিক স্বার্থ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।

  10. সরকারি চাকরিতে সর্বনিম্ন বেতন ২০ হাজার ও সর্বোচ্চ ১ লাখ ৬০ হাজার টাকা করার প্রস্তাব

    নতুন বেতন কাঠামোতে বাংলাদেশের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ২০টি স্কেলে বেতন বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

    অর্থাৎ, প্রস্তাবে সর্বনিম্ন বেতন স্কেল আট হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করার এবং সর্বোচ্চ বেতন স্কেল ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে এক লাখ ৬০ হাজার টাকা করার সুপারিশ করা হয়েছে।

    নবম জাতীয় বেতন কমিশন নির্ধারিত সময়ের তিন সপ্তাহ আগেই আজ বুধবার প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের কাছে তাদের প্রতিবেদন পেশ করেছে। ২৩ সদস্যবিশিষ্ট এই কমিশন কমিশন প্রধান জাকির আহমেদ খানের নেতৃত্বে বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রতিবেদনটি উপস্থাপন করে।

    সেই প্রতিবেদনেই এসব প্রস্তাবনা করা হয়। গত বছরের ২৭শে জুলাই গঠিত নবম জাতীয় বেতন কমিশনের ছয় মাসের মধ্যে প্রতিবেদন দাখিল করার কথা ছিল।

    প্রতিবেদন দাখিলকালে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, এই প্রস্তাব বাস্তবায়নই এখন পরবর্তী কাজ। এ লক্ষ্যে একটি কমিটি গঠন করে দেওয়া হবে, যে কমিটি বাস্তবায়ন পদ্ধতি নিয়ে কাজ করবে।

  11. বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী আবু সাইয়িদ

    বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিয়েছেন আওয়ামী লীগের সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ।

    আজ বুধবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারম্যান কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুলের তোড়া দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে এই দলে যোগ দেন।

    বিএনপি অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটি পোস্টে এ তথ্য জানানো হয়।

    অধ্যাপক আবু সাইয়িদ ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এবং পাবনা-১ আসনের সংসদ সদস্য ছিলেন।

    এবারও তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়িয়েছেন।

  12. খেলতে হলে ভারতেই যেতে হবে বাংলাদেশকে, নইলে বাদ বিশ্বকাপ থেকে: আইসিসি

    ভারতে গিয়ে খেলতে না চাইলে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশ বাদ পড়তে পারে এবং সেক্ষেত্রে টুর্নামেন্টে বাংলাদেশের পরিবর্তে অন্য একটি দল নেওয়া হতে পারে।

    ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো জানিয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) এ বিষয়ে নিজেদের চূড়ান্ত অবস্থান জানাতে এক দিন সময় দিয়েছে আইসিসি। বিসিবির অবস্থানের ওপরই নির্ভর করবে বাংলাদেশের বিশ্বকাপে খেলা।

    এ বিষয়ে আইসিসি বোর্ডে ভোট হয়েছে, যেখানে বাংলাদেশ ভারতে খেলতে না চাইলে অন্য দল নেওয়ার পক্ষে মত দিয়েছেন বেশিরভাগ সদস্য।

    বাংলাদেশকে বাদ দেওয়া হলে গ্রুপ ‘সি’-তে তাদের জায়গায় স্কটল্যান্ডের খেলার সম্ভাবনা বেশি বলেও ক্রিকইনফো জানাচ্ছে।

  13. হাদির পরিবার পাচ্ছে আরও এক কোটি টাকা

    ইনকিলাব মঞ্চের আহ্বায়ক নিহত শরিফ ওসমান বিন হাদির পরিবারকে জীবন চালানোর ব্যয় নির্বাহের জন্য আরও এক কোটি টাকা দিচ্ছে সরকার। প্রধান উপদেষ্টার দফতর থেকে এই অর্থ দেওয়া হবে।

    এর আগে ঢাকায় ফ্ল্যাট কিনতে পরিবারটিকে এক কোটি টাকা দেওয়ার প্রস্তাব অনুমোদন করেছিলো অর্থ মন্ত্রণালয়।

    আজ বুধবার সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ সরকারের পক্ষ থেকে সাংবাদিকদের এ তথ্য জানান।

    উল্লেখ্য, আসন্ন নির্বাচনে ঢাকা-৮ থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন শরিফ ওসমান হাদি।

    কিন্তু গত ১২ই ডিসেম্বর ঢাকার পল্টন মডেল থানার বক্স কালভার্ট রোড এলাকায় তাকে গুলি করা হয়।

    এরপর গত ১৮ই ডিসেম্বর রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

  14. নির্বাচনকে সামনে রেখে আমাদের পরীক্ষা শুরু হলো: প্রধান উপদেষ্টা

    নির্বাচনকে সামনে রেখে সরকারের জন্য “ধাপে ধাপে পরীক্ষা শুরু হলো” বলে মন্তব্য করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছেন।

    “আজ থেকে শুরু, ১২ ফেব্রুয়ারি হবে ফাইনাল। ইসির নির্দেশই এখন সবচেয়ে বড় নির্দেশ, ইসির নির্দেশনা মেনে সবাইকে একযোগে কাজ করতে হবে,” সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটি উচ্চপর্যায়ের সভায় এই মন্তব্য করেন তিনি।

    নির্বাচনের সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইনশৃঙ্খলা সংক্রান্ত কমান্ডের মূল ভূমিকায় থাকবে বলে জানান প্রধান উপদেষ্টা।

    "এই মুহূর্তে যে পরিস্থিতি বিরাজ করছে এবং যে প্রস্তুতি রয়েছে, তাতে একটি সুন্দর নির্বাচন সম্ভব,” বলেন তিনি।

    বৈঠকে ইসি সচিব আখতার আহমেদ বলেন, এবারের নির্বাচনে নিবন্ধিত ৫৯টি রাজনৈতিক দলের মধ্যে ৫১টি দল অংশ নিচ্ছে। নির্বাচন পর্যবেক্ষণের জন্য ২৬টি দেশের প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন প্রায় ৩০০ জনের পর্যবেক্ষক দল পাঠাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

    বৈঠকে সেনাবাহিনী প্রধান ওয়াকার-উজ-জামান বলেন, ২০২৪ সালের অগাস্টে গণঅভ্যুত্থানকালে দেশের বিভিন্ন থানা থেকে তিন হাজার ৬১৯টি অস্ত্র লুট হয়েছে। লুটকৃত অস্ত্রের মধ্যে দুই হাজার ২২৫৯টি উদ্ধার করা হয়েছে, যা লুটকৃত অস্ত্রের ৬২ দশমিক ৪ শতাংশ।

    তিনি আরও জানান, একই সময়ে দেশের বিভিন্ন থানা থেকে লুটকৃত গোলাবারুদের পরিমাণ চার লাখ ৫৬ হাজার ৪১৮ রাউন্ড। এর মধ্যে ইতোমধ্যে দুই লাখ ৩৭ হাজার ১০০ রাউন্ড উদ্ধার হয়েছে, যা ৫২ শতাংশ।

    স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সশস্ত্র বাহিনীর সদস্যরা এবার আইনশৃঙ্খলা বাহিনী হিসেবে বিবেচিত হবে, সুতরাং প্রয়োজন হলে তারা ভোটকেন্দ্রের আঙিনায় প্রবেশ করতে পারবে।

  15. এবার ভোট গণনায় দেরি হতে পারে: প্রেস সচিব

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গণনায় দেরি হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম।

    আজ ঢাকার ফরেন সার্ভস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

    ভোট গণনায় দেরির কারণ হিসেবে তিনি বলেন, এবার সাধারণ নির্বাচনের পাশাপাশি রেফারেন্ডাম বা গণভোট এবং পোস্টাল ব্যালট রয়েছে।

    “এ বিষয়ে যেন গুজব না ছড়ায় সেজন্য আপনারা আগেভাগেই সাধারণ মানুষকে জানিয়ে রাখবেন।"

    এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এও বলেন, "নির্বাচন কেন্দ্রে কোনো ইন্সিডেন্ট হলো। ওটাকে ঘিরে অপতথ্য ছড়ানো হতে পারে। এগুলোকে কীভাবে নিয়ন্ত্রণে রাখা যায়, এটা নিয়ে আজ কথা হয়েছে।"

  16. প্রচারণার সময় কোনোভাবেই যেন হাদির পরিণতি না হয়: আখতার

    সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে অভিযানে গিয়ে র‍্যাব কর্মকর্তার নিহতের ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিকে ইঙ্গিত করে উল্লেখ করে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, "নির্বাচনি প্রচারণা চালানোর সময় আমাদের কোনো প্রার্থীকে কোনোভাবেই যেন হাদি ভাইয়ের মতো পরিণতি বরণ করতে না হয়"।

    আজ বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

    "সরকারের কাছে প্রত্যাশা, যাতে কোনো অবৈধ অবৈধ অস্ত্র না থাকে, কোনো সংঘাত না হয়, কোনো ভোটার বা প্রার্থী যেন ক্ষতিগ্রস্ত না হন"।

  17. শেখ হাসিনাসহ ২৮৬ জনের রাষ্ট্রদ্রোহ মামলার অধিকতর অভিযোগ গঠন শুনানি ৯ই ফেব্রুয়ারি

    বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অধিকতর অভিযোগ গঠন শুনানির জন্য আগামী নয়ই ফেব্রুয়ারি দিন ধার্য করেছে ঢাকার একটি আদালত।

    জয় বাংলা ব্রিগেডের জুম মিটিংয়ে অংশ নিয়ে অন্তর্বর্তী সরকারকে উৎখাত ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে অংশ নেওয়ার অভিযোগে মামলাটি দায়ের করা হয় বলে এক প্রতিবেদনে জানায় রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস।

    আজ বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক মো. আব্দুস সালামের আদালতে মামলার অভিযোগ গঠন শুনানি অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করতে শুনানি করেন। কারাগারে থাকা একাধিক আসামির আইনজীবী অব্যাহতি চেয়ে আবেদন করেন।

    এরপর আদালত অধিকতর অভিযোগ গঠন শুনানির জন্য আগামী নয়ই ফেব্রুয়ারি দিন ধার্য করেন।

    এই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৬ জন আসামি। এর মধ্যে শেখ হাসিনাসহ ২৫৯ জন পলাতক রয়েছে।

    ঢাকা মহানগর উত্তর যুব মহিলা লীগের সাবেক সভাপতি ও সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) সাবিনা আক্তার তুহিনসহ ২৭ জন গ্রেফতার হয়ে কারাগারে আটক রয়েছেন।

  18. পে স্কেল অনুযায়ী বেতন পাবেন ইমাম-মুয়াজ্জিনরা

    জাতীয় পে স্কেল অনুযায়ী বেতন পাবেন ইমাম-মুয়াজ্জিনরা। সরাসরি সরকার পরিচালিত বায়তুল মোকাররমের মতো মসজিদগুলো ও নবনির্মিত ৫৬০টি মডেল মসজিদের ইমাম-মুয়াজ্জিনরা সরাসরি সরকারি তহবিল বা ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে এই স্কেলে বেতন পাবেন।

    আর বেসরকারি বা স্থানীয় মসজিদগুলোর কর্মীদের বেতন দেওয়ার মূল দায়িত্ব স্থানীয় কমিটির হাতেই থাকবে।

    মূলত, মসজিদগুলোর জনবল কাঠামো শক্তিশালী করতে এবং বেতন বৈষম্য দূর করতেই এই পদক্ষেপ দেওয় হয়েছে বলে জানিয়েছে সরকার।

    সম্প্রতি প্রকাশিত সরকারি গেজেটে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের জাতীয় বেতন স্কেল ২০১৫-এর আওতায় বিভিন্ন গ্রেডে অন্তর্ভুক্ত করা হয়েছে।

    গেজেট অনুযায়ী নির্ধারিত গ্রেডগুলো হলো: সিনিয়র পেশ ইমাম: পঞ্চম গ্রেডপেশ ইমাম: ষষ্ঠ গ্রেডইমাম: নবম গ্রেডমুয়াজ্জিন: প্রধান মুয়াজ্জিন দশম এবং সাধারণ মুয়াজ্জিন ১১তম গ্রেডখাদিম: প্রধান খাদিম ১৫তম এবং সাধারণ খাদিম ১৬তম গ্রেডঅন্যান্য কর্মী: নিরাপত্তা প্রহরী ও পরিচ্ছন্নতাকর্মীদের জন্য ২০তম গ্রেড

    তবে খতিবদের সম্মানী বা বেতন নির্ধারিত হবে সংশ্লিষ্ট মসজিদ কমিটির সঙ্গে সম্পাদিত চুক্তির শর্তানুযায়ী।

  19. বাংলাদেশ ক্রিকেট দলকে ‘নিষিদ্ধের’ আবেদন খারিজ, ‘এটা কী ধরনের আবেদন’ প্রশ্ন দিল্লি হাইকোর্টের

    আইনের একজন ছাত্রী দিল্লি হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করে আবেদন করেছিলেন যে বাংলাদেশকে সব ধরনের ক্রিকেট প্রতিযোগিতা থেকে যাতে নিষিদ্ধ করা হয়। বাংলাদেশে হিন্দুদের ওপরে ‘সহিংসতার’ কারণ দেখানো হয়েছিল আবেদনে।

    এই মামলার বিস্তারিত জানিয়েছে ভারতের আইন আদালতের খবর সংক্রান্ত পোর্টাল ‘বার অ্যান্ড বেঞ্চ’।

    দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ বুধবার সেই মামলা খারিজ করে দিয়ে বলেছে, “এটা কী ধরনের আবেদন”? এরকম একটি তুচ্ছ রিট আবেদন কেন করা হয়েছে, সেই প্রশ্ন তুলে মামলাকারীকে বড় অঙ্কের জরিমানা করার কথাও বলেছিল আদালত।

    পরে অবশ্য জরিমানা করা হয়নি।

    মামলাটিতে আদালতের কাছে নির্দেশনা চাওয়া হয়েছিল যে যতদিন না সেদেশে হিন্দুদের ওপরে সহিংসতা বন্ধ হচ্ছে ততদিন যাতে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলকে অংশগ্রহণ করতে না দেওয়া হয়।

    ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড, আইসিসি, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড আর বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে মামলায় যুক্ত করা হয়েছিল।

    আদালত বলেছে, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন বন্ধ করতে বলে বাংলাদেশ, আইসিসি বা শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডকে নির্দেশ পাঠানো যায় না কি?

    অন্য একটি দেশের সঙ্গে ভারতের সরকার কী সম্পর্ক রাখবে, সেই ব্যাপারেও আদালত কোনো নির্দেশ দিতে পারে না।

    ‘বার অ্যান্ড বেঞ্চ’ লিখেছে - বিচারপতিরা প্রশ্ন তোলেন, “আপনি কি চাইছেন আমরা বাংলাদেশে তদন্ত চালাই? আমাদের নির্দেশ সেখানে পৌঁছাবে?”

    কিছুক্ষণ মামলাটি শোনার পরে ডিভিশন বেঞ্চ বলে যে মামলাকারীর ওপরে অর্থ দণ্ড চাপানো হবে।

    ‘বার অ্যান্ড বেঞ্চ’ লিখেছে, প্রধান বিচারপতি দেভেন্দ্র কুমার উপাধ্যায় আবেদনকারী দেবযাণী সিংকে বলেন এরকম একটি মামলা দায়ের করার জন্য তার ওপরে এমন আর্থিক দণ্ড চাপানো হবে যা দেখে অন্যরা শিক্ষা নেবে।

    এরপরেই অবশ্য মামলাকারী আইনজীবী আবেদন প্রত্যাহার করে নেওয়ার কথা জানান আদালতকে।

  20. মানবতাবিরোধী অপরাধে জয়-পলকের বিচার শুরু

    জুলাই গণঅভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করে হত্যাকাণ্ডে 'উসকানি, প্ররোচনা ও সহায়তা' করার অভিযোগ এনে মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিচার শুরুর আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

    আজ বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

    জুনায়েদ আহমেদ পলকের পক্ষে আদালতে অব্যাহতির আবেদনের শুনানি করেন আইনজীবী লিটন আহমেদ। সজীব ওয়াজেদ জয়ের পক্ষে ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মনজুর আলম।