ভারতের গুজরাটে গেমিং জোনে ভয়াবহ আগুনে ২৪ জনের মৃত্যু

এই গেমিং জোনেই আগুন লেগেছে

ছবির উৎস, Reuters

ছবির ক্যাপশান, এই গেমিং জোনেই আগুন লেগেছে

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের একটি গেমিং জোনে ভয়াবহ আগুনে ২৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন স্থানীয় কর্মকর্তারা। আগুন লাগার পর এর শিখা ও ধোঁয়ার কুণ্ডলী অনেক উঁচুতে উঠতে দেখা যায়।

“চব্বিশটির মতো মৃতদেহ হাসপাতালে পাঠানো হয়েছে এবং আরও মৃতদেহ উদ্ধারের কাজ চলছে,” রাজকোটের পুলিশ কমিশনার রাজু ভারগাভা বিবিসি গুজরাট সার্ভিসকে বলেছেন।

হতাহতের মধ্যে অনেকেই শিশু বলে খবর পাওয়া গেছে। আশঙ্কা করা হচ্ছে আরও অনেকে ধ্বংসস্তূপের মধ্যে আটকা পড়ে আছেন।

স্থানীয় পুলিশ বলছে, অনেকগুলো মৃতদেহ এমনভাবে পুড়ে গেছে যে তাদের চিহ্নিত করাই কঠিন হবে।

শনিবার দুপুরে যখন আগুন লাগে তখন গেমিং জোনটি শিশু ও তরুণে ভর্তি ছিলো। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কথা জানায় কর্তৃপক্ষ।

তবে আগুন কেন ও কীভাবে লেগেছে তা এখনো নিশ্চিত হতে পারেনি কর্তৃপক্ষ।

গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল বলেছেন একটি ‘বিশেষ অনুসন্ধান দল’কে দায়িত্ব দেয়া হয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজকোটের আগুনের খবরে গভীর দুঃখ প্রকাশ করেছেন এবং এ ঘটনায় যারা প্রিয়জন হারিয়েছেন তাদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

উদ্ধারকর্মীদের তৎপরতার দৃশ্য।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, উদ্ধারকর্মীদের তৎপরতার দৃশ্য।
 আগুন লেগে পুড়ে গেছে গেমিং জোন

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, আগুন লেগে পুড়ে গেছে গেমিং জোন
নিহতদের মধ্যে শিশুও আছে

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, নিহতদের মধ্যে শিশুও আছে
আগুন লাগার সময় অনেক শিশু ও তরুণ সেখানে ছিলো

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, আগুন লাগার সময় অনেক শিশু ও তরুণ সেখানে ছিলো
উদ্ধার তৎপরতা

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, উদ্ধার তৎপরতা
মৃতদেহ বের করে আনছে উদ্ধার কর্মীরা

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, মৃতদেহ বের করে আনছে উদ্ধার কর্মীরা