পত্রিকা: 'উপদেষ্টা পরিষদে রদবদল হচ্ছে'

'উপদেষ্টা পরিষদে রদবদল হচ্ছে' মানবজমিনের শিরোনাম। খবরে বলা হচ্ছে, উপদেষ্টা পরিষদের গুরুত্বপূর্ণ পদে রদবদল আনা হচ্ছে।
এছাড়া পুলিশের উচ্চ পদেও রদবদলের সিদ্ধান্ত হয়েছে।
আজই এ পরিবর্তন হচ্ছে বলে গতকাল রাতে সরকারের নির্ভরযোগ্য সূত্র মানবজমিনকে নিশ্চিত করেছে।
সূত্র জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে পরিবর্তন আসতে পারে।
বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. অব. জাহাঙ্গীর আলম চৌধুরীর স্থলে বর্তমান নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানকে দায়িত্ব দেয়া হতে পারে।
জাহাঙ্গীর আলম চৌধুরী কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে যাবেন।
এর বাইরে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখশ চৌধুরীকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হতে পারে বলে আলোচনা আছে।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের জেরে সংগঠনটির দাবির মুখে স্বরাষ্ট্রে পরিবর্তন আনা হচ্ছে বলে সূত্রের দাবি।
এছাড়া নির্বাচন পরিস্থিতি সামনে রেখে পুলিশের শীর্ষ পদে পরিবর্তন আনা হচ্ছে। সংস্থাটির উচ্চ পর্যায়ে বড় ধরনের রদবদলের সরকারি সিদ্ধান্ত আজই জানা যাবে।

বিবিসি বাংলার সর্বশেষ খবর ও বিশ্লেষণ এখন সরাসরি আপনার ফোনে।
ফলো করুন, নোটিফিকেশন অন রাখুন
বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল
'ভারতে বাংলাদেশের তিন ভিসাকেন্দ্র বন্ধ' যুগান্তরের শিরোনাম। খবরে বলা হচ্ছে, নিরাপত্তার আশঙ্কায় ভারতের রাজধানী নয়াদিল্লি, পশ্চিমবঙ্গের শিলিগুড়ি এবং আগরতলার বাংলাদেশের হাইকমিশন থেকে সব ধরনের কনস্যুলার সেবা ও ভিসা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এসব সেবা বন্ধ থাকবে। পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে সোমবার বাংলাদেশের ভিসাকেন্দ্র ভাঙচুর করেন হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠনের সদস্যরা।
বিশ্ব হিন্দু পরিষদ (বিএইচপি), হিন্দু জাগরণ মঞ্চ ও শিলিগুড়ি মহানগর সংগঠনের সদস্যরা এ ভাঙচুর চালায়। পরে সেটি বন্ধ করে দেওয়া হয়।
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে শনিবার রাতে চরমপন্থি সংগঠন 'অখণ্ড হিন্দু রাষ্ট্রসেনা'র বিক্ষোভের কারণে নিরাপত্তার আশঙ্কায় সব ধরনের কনস্যুলার সেবা ও ভিসা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। ওই রাতে 'অখণ্ড হিন্দু রাষ্ট্রসেনা'র ২০-২৪ জনের একটি দল সেখানে প্রায় ২০ মিনিট অবস্থান করে বাংলাদেশের বিরুদ্ধে স্লোগান দেয়।
এছাড়া ভারতের ত্রিপুরার আগরতলায় অবস্থিত সহকারী হাইকমিশন থেকেও সব ধরনের কনস্যুলার সেবা ও ভিসা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

'নতুন সংকটে ঢাকা-দিল্লি সম্পর্ক' প্রথম আলোর শিরোনাম। খবরে বলা হচ্ছে, সম্প্রতি ঢাকা ও দিল্লিতে দুই দেশের হাইকমিশনারদের পাল্টাপাল্টি তলবের ঘটনা দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি করেছে।
গত শনিবার রাতে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ হয়, যা দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন করে উত্তেজনা বাড়িয়েছে।
এরই মধ্যে গতকাল সোমবার সংখ্যালঘুদের নির্যাতনের অভিযোগ তুলে পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা কেন্দ্রে হামলা করেছে হিন্দুত্ববাদী তিনটি সংগঠন। এরপর ভিসা কেন্দ্রটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে বাংলাদেশ।
অনিবার্য কারণ উল্লেখ করে এদিন দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন এবং আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের ভিসা ও কনস্যুলার সেবা বন্ধ করে দিয়েছে ঢাকা। পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত ভিসা ও সব ধরনের কনস্যুলার সেবা স্থগিত থাকবে। পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে এই দুই মিশন ভিসা সেবা বন্ধের কথা জানায়।
এদিকে আজ মঙ্গলবার দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ও মুম্বাইয়ে বাংলাদেশ উপহাইকমিশনের কাছে বিক্ষোভের ডাক দিয়েছে হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)। এমন প্রেক্ষাপটে ঢাকা-দিল্লি দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন সংকটের মুখে পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

'পুলিশের শীর্ষ পদগুলোয় রদবদল হতে পারে' আজকের পত্রিকার শিরোনাম। খবরে বলা হচ্ছে প্রথম আলো , ডেইলি স্টার , ছায়ানট ও উদীচী শিল্পীগোষ্ঠীর কার্যালয়ে হামলা- অগ্নিসংযোগ : ময়মনসিংহে দীপু হত্যাসহ সম্প্রতি কিছু ঘটনা ঠেকাতে ব্যর্থতায় পুলিশের সমালোচনা চলছে ।
কোনো কোনো ঘটনায় পুলিশের নির্লিপ্ততার অভিযোগও উঠেছে । এই পরিস্থিতিতে ঢাকা মহানগর পুলিশ ( ডিএমপি ) ও চট্টগ্রাম মহানগর পুলিশের ( সিএমপি ) কমিশনারদের পরিবর্তনসহ পুলিশের শীর্ষস্থানীয় কিছু পদে রদবদল হচ্ছে বলে শোনা যাচ্ছে ।
নির্বাচনের আগেই শিগগির এই রদবদল হতে পারে বলে সরকারের বিভিন্ন সূত্রে জানা গেছে । অবশ্য পুলিশ বলছে , দেশের বেশির ভাগ মানুষ আইন মানছে না ।
দেশের সংকটকালে মানুষ সহযোগিতা না করায় পুলিশ কাজ করতে পারছে না। আইন না মানা মানুষের সংখ্যা বেশি , পুলিশ সেখানে আইন প্রয়োগ করতে গেলে আরও সহিংসতার সৃষ্টি হয় ।
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম আজকের পত্রিকাকে বলেন, আইন মানার সংস্কৃতি তৈরি না হলে শুধু বলপ্রয়োগ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা যাবে না। পুলিশের দিকে যারা তেড়ে আসছে, তারা কাদের প্রটেকশন পায়, সেটাও দেখতে হবে।

ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের শিরোনাম 'Unite against moves to stir instability, derail the vote'.
খবরে বলা হয়েছে, দেশে অস্থিতিশীলতা উস্কে দেওয়ার এবং আসন্ন জাতীয় নির্বাচনকে দুর্বল করার প্রচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের দাবিতে সাংবাদিক সংগঠন, রাজনৈতিক দল, বিভিন্ন পেশাদার সংগঠন এবং নাগরিক সমাজের নেতারা একমত হয়েছেন।
দ্য ডেইলি স্টার ও প্রথম আলোকে নিশানা করে সাম্প্রতিক সহিংসতা গণমাধ্যমের বিরুদ্ধে হামলার চেয়েও বেশি কিছু।
এটি দেশের গণতান্ত্রিক মূল্যবোধ, শিক্ষা এবং সাংস্কৃতিক পরিচয়ের ওপর একটি পদ্ধতিগত আক্রমণের অংশ বলে মনে করেন তারা। গতকাল এক সমাবেশে বক্তারা এসব কথা বলেন।
সংবাদপত্র মালিকদের সংগঠন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এবং সম্পাদক পরিষদ আয়োজিত 'মব ভায়োলেন্সে আক্রান্ত বাংলাদেশ' শীর্ষক এক প্রতিবাদ সভার এসব কথা উঠে আসে।

সমকালের শিরোনাম 'ছোট দলের প্রার্থী আত্তীকরণের কৌশল নিয়েছে বিএনপি'। খবরে বলা হচ্ছে, রাজনৈতিক দলগুলোর নির্বাচনী জোট গঠনে সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও বড় ধরনের প্রভাব ফেলছে।
বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা মিত্র এবং নির্বাচনী জোট করতে চাওয়া দলগুলোর ক্ষেত্রে এ প্রভাব ইতোমধ্যে সামনে এসেছে।
নতুন আরপিও অনুযায়ী জোট করলেও নিবন্ধিত দল হিসেবে প্রার্থীকে নিজস্ব প্রতীকে নির্বাচন করতে হবে।
এতে বিএনপির সঙ্গে জোট করেও খানের শীষ প্রতীকে নির্বাচন করার সুযোগ না থাকায় অন্তত দুই রাজনৈতিক দলের শীর্ষ নেতারা নিজ দল বিলুপ্ত করে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়ে প্রার্থিতা নিশ্চিত করেছেন।
জোট করতে আগ্রহী দলগুলোর চিন্তা- ধানে শীষ প্রতীক নিয়ে নির্বাচন করতে না পারলে জিলে আসা কঠিন হতে পারে।
আর বিএনপি মনে করছে জোটের এমন প্রার্থী হেরে গেলে তাদের আসন কমার ঝুঁকি তৈরি হবে। ফলে প্রার্থী আত্তীকরণে কৌশল নিয়েছে দলটি।

'যেকোনো মূল্যে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার নির্দেশ' নয়াদিগন্তের শিরোনাম। খবরে বলা হচ্ছে, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আসন্ন জাতীয় নির্বাচনের আগে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যে কোনো মূল্যে স্বাভাবিক রাখার নির্দেশ দিয়েছেন।
একই সঙ্গে তিনি ওসমান হাদি হত্যাকাণ্ডসহ সব ধরনের বেআইনি কর্মকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দেন।
গত রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার নেতৃত্বে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এসব নির্দেশনা দেন।
বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন, আসন্ন বড়দিন ও ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষ্যে গৃহীত নিরাপত্তা ব্যবস্থাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

'তারেক রহমান ভোটার হবেন ২৭ ডিসেম্বর' ইত্তেফাকের শিরোনাম। খবরে বলা হচ্ছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৭শে ডিসেম্বর ভোটার হবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ।
সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসির) সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান তিনি। তবে কোথায় ভোটার হবেন তা জানা যায়নি।
জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্রের সঙ্গে সংশ্লিষ্ট কিছু বিষয় সংশোধনের বিষয়ে সিইসির সঙ্গে কথা বলে বিএনপির প্রতিনিধিদল।
বৈঠকে তারেক রহমানের ভোটার হওয়া নিয়ে আলোচনা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমেদ বলেন, ২৫ তারিখ হচ্ছে বৃহস্পতিবার। আর শুক্রবার ২৬ তারিখ। শনিবার ২৭ তারিখ নির্বাচনকালীন এই সময়ে নির্বাচন কমিশনের সব অফিস খোলা থাকে, সেইদিনই ভোটার হওয়া বা ভোটার আইডি সংক্রান্ত যা কিছু আছে, তিনি করবেন।
ইতিমধ্যে ভোটার তালিকা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। তবে ভোটার তালিকা আইনে বলা আছে, ইসি যে কোনো সময় ভোটার হওয়ার যোগ্য যে কোনো ব্যক্তির নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে পারে।

'টার্গেট কিলিংয়ের আতঙ্ক' দেশ রূপান্তরের শিরোনাম। খবরে বলা হচ্ছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট যতই ঘনিয়ে আসছে, ততই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে।
আন্ডারওয়ার্ল্ড তৎপর হচ্ছে। রাজনৈতিক বিরোধ বাড়ছে। টার্গেট করে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যা করা হয়েছে।
একইভাবে দেশের দুই সংবাদপত্র প্রথম আলো ও দ্য ডেইলি স্টার, দুটি সাংস্কৃতিক সংগঠন ছায়ানট এবং উদীচী কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
এতে রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো ছাড়াও জনমনে নানারকম শঙ্কা ছড়িয়ে পড়েছে।
এর আগে হত্যার উদ্দেশ্যে হাদিকে গুলি করার পর খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তির বিভাগীয় নেতা মোতালেব শিকদারকে গতকাল সোমবার মাথায় গুলি করা হয়েছে।
তার অবস্থাও সংকটাপন্ন।

নিউ এজের শিরোনাম 'FY27 budget at Tk 8.5 lakh crore likely' অর্থাৎ আগামী অর্থবছরে জাতীয় বাজেট সাড়ে আট লাখ কোটি টাকার হতে পারে।
খবরে বলা হচ্ছে, ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটের আকার প্রাক্কলন করা হয়েছে প্রায় সাড়ে আট লাখ কোটি টাকা, এতে জিডিপির প্রবৃদ্ধি হতে পারে ছয় শতাংশ।
চলতি অর্থবছরের (২০২৫-২৬ অর্থবছর) সংশোধিত বাজেটের আকার মূল সাত কোটি ৯০ লাখ টাকা থেকে সাত কোটি ৮৮ লাখ টাকা হতে পারে ।
গতকাল সোমবার দেশের সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতি এবং বাজেট ব্যয়ের ওপর এক বৈঠকের পর অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় জানানো হয়, ২০২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে, অ-উন্নয়ন খাতে ব্যয় প্রায় ২৮ হাজার কোটি টাকা বৃদ্ধি পাবে এবং উন্নয়ন ব্যয় প্রায় ৩০ হাজার কোটি টাকা হ্রাস পাবে।
অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের আগে আগামী বাজেটরে রূপরেখা প্রণয়ন করা দরকার ছিল।

বণিক বার্তার প্রধান শিরোনাম 'বাংলাদেশী গ্র্যাজুয়েটদের দক্ষতা খুবই নিম্নস্তরে' । খবরে বলা হচ্ছে, বিশ্বজুড়ে চাকরিদাতারা কর্মী নিয়োগে গ্র্যাজুয়েটদের মধ্যে যে ধরনের দক্ষতা প্রত্যাশা করেন সে রকম মানবসম্পদ তৈরিতে বেশ পিছিয়ে আছে বাংলাদেশ।
কিউএস ওয়ার্ল্ড ফিউচার স্কিলস ইনডেক্স ২০২৫-এ এমন তথ্য উঠে এসেছে। ইনডেক্সটি তৈরিতে প্রায় ৫০ লাখ চাকরিদাতার মতামত, বিশ্ববিদ্যালয়ের র্যাংকিং, গবেষণা পরিস্থিতিসহ আরো কিছু বিষয়কে বিবেচনায় নেয়া হয়েছে।
এ ইনডেক্সে ১০০ স্কোর মানের বিপরীতে চাকরিদাতাদের চাহিদানুযায়ী গ্র্যাজুয়েটদের দক্ষতা, একাডেমিক প্রস্তুতি, অর্থনৈতিক রূপান্তর, ভবিষ্যৎ কর্মসংস্থান—এ চার সূচকে স্কোর প্রদান করা হয়েছে।
ইনডেক্সের তথ্য অনুযায়ী, চাকরিদাতাদের চাহিদানুযায়ী দক্ষতাসম্পন্ন গ্র্যাজুয়েট তৈরিতে বাংলাদেশের স্কোর ৩৯ দশমিক ১। এক্ষেত্রে বাংলাদেশের অবস্থান ইনডেক্সের ৮১টি দেশের মধ্যে ৬৭তম।
এছাড়া ভবিষ্যৎ উপযোগী একাডেমিক প্রস্তুতির ক্ষেত্রে বাংলাদেশের স্কোর ৬৫ দশমিক ৭ এবং ভবিষ্যৎ শ্রমবাজারের প্রস্তুতির ক্ষেত্রে স্কোর ৪২ দশমিক ৬।
এ ইনডেক্সে অর্থনৈতিক রূপান্তরে বাংলাদেশকে কোনো স্কোর প্রদান করা হয়নি (এক্ষেত্রে পর্যাপ্ত তথ্যের অভাবকে কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে)। ইনডেক্সে বাংলাদেশের চূড়ান্ত স্কোর ৪৯ দশমিক ১।








