অরোরা বোরিয়ালিস, সীমান্ত পারাপার, যুদ্ধ- ২০২৪ সালের সেরা কিছু ছবি

আইসল্যান্ডের রেকইয়ানেস উপদ্বীপের একটি রাস্তার উপর দিয়ে লাভা প্রবাহিত হচ্ছে, ২১শে নভেম্বর, ২০২৪

ছবির উৎস, ANTON BRINK/EPA

ছবির ক্যাপশান, আইসল্যান্ডের রেকইয়ানেস উপদ্বীপের একটি রাস্তার উপর দিয়ে লাভা প্রবাহিত হচ্ছে, ২১শে নভেম্বর, ২০২৪

এই বছর বিশ্বজুড়ে সংবাদ সংস্থার ফটোগ্রাফারদের তোলা সবচেয়ে শক্তিশালী কিছু বাছাই করা ছবি দেখুন।

অভিবাসীরা ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোর জ্যাকুম্বা হট স্প্রিংসে ইউএস-মেক্সিকো সীমান্তে বেড়ার ফাঁক দিয়ে অতিক্রম করছে, ৩রা জানুয়ারি, ২০২৪

ছবির উৎস, Qian Weizhong/VCG via Getty Images

ছবির ক্যাপশান, অভিবাসীরা ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোর জ্যাকুম্বা হট স্প্রিংসে ইউএস-মেক্সিকো সীমান্তে বেড়ার ফাঁক দিয়ে অতিক্রম করছে, ৩রা জানুয়ারি, ২০২৪

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের সময় যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে অভিবাসীদের আগমন রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল, যা নভেম্বরের রাষ্ট্রপতি নির্বাচনের আগে বাইডেনের জন্য রাজনৈতিক মাথাব্যথার কারণ ছিল। সংখ্যাটি মূলত মধ্য আমেরিকানরা দারিদ্র্য, গ্যাং সহিংসতা, রাজনৈতিক দমন-পীড়ন আর প্রাকৃতিক দুর্যোগ থেকে পালানোর কারণে ২০১৮ সাল থেকেই বাড়তে শুরু করে।

গায়িকা অ্যালিসিয়া কিস সান ফ্রান্সিসকো ফরটিনাইনার্স এবং কানসাস সিটি চিফস-এর মধ্যে এনএফএল সুপার বোল ৫৮ খেলার হাফ টাইমে পারফর্ম করছেন, রবিবার, ১১ই ফেব্রুয়ারি, ২০২৪, লাস ভেগাস

ছবির উৎস, AP Photo/David J. Phillip

ছবির ক্যাপশান, গায়িকা অ্যালিসিয়া কিস সান ফ্রান্সিসকো ফরটিনাইনার্স এবং কানসাস সিটি চিফস-এর মধ্যে এনএফএল সুপার বোল ৫৮ খেলার হাফ টাইমে পারফর্ম করছেন, রবিবার, ১১ই ফেব্রুয়ারি, ২০২৪, লাস ভেগাস

মার্কিন গায়িকা অ্যালিসিয়া কিস ২০২৪ সুপার বোলের আয়োজনে একটি লাল পিয়ানোর পিছনে ম্যাচিং লাল পোশাকে উপস্থিত হন এবং তার জনপ্রিয় গান "ইফ আই এইন্ট গট ইউ" পরিবেশন করেন। তারপর তিনি তাদের ২০০৪ সালের দ্বৈত গান "মাই বু" এর পরিবেশনায় আরএন্ডবি তারকা উশারের সঙ্গে যোগ দেন।

রোহিঙ্গা শরণার্থীরা তাদের ডুবন্ত নৌকায় দাঁড়িয়ে আছে, ২১শে মার্চ, ২০২৪

ছবির উৎস, Reza Saifullah/AP

ছবির ক্যাপশান, রোহিঙ্গা শরণার্থীরা তাদের ডুবন্ত নৌকায় দাঁড়িয়ে আছে, ২১শে মার্চ, ২০২৪

ইন্দোনেশিয়ার উদ্ধারকারীরা আচেহ উপকূলে একটি মরিচা ধরা জাহাজের কাঠামোর উপর ৬৯ জন রোহিঙ্গাকে রোদে পোড়া ও প্রায় পানিশূন্য অবস্থায় ভাসতে দেখেন।

দেশটির অনুসন্ধান ও উদ্ধারকারী সংস্থা জানিয়েছে, নয় শিশু, ১৮ জন নারী ও ৪২ জন পুরুষকে এসময় উদ্ধার করা হয়েছে। আরও প্রায় ৮০ জনের ভেসে গিয়ে মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হয়।

মার্চে সুইডেনের কিরুনায় দেখা যায় অরোরা বোরিয়ালিস, যা সাধারণত নর্দান লাইটস নামে পরিচিত, ৭ই মার্চ, ২০২৪

ছবির উৎস, Leon Neal/Getty Images

ছবির ক্যাপশান, মার্চে সুইডেনের কিরুনায় দেখা যায় অরোরা বোরিয়ালিস, যা সাধারণত নর্দান লাইটস নামে পরিচিত, ৭ই মার্চ, ২০২৪

মার্চ মাসে উত্তর ইউরোপ জুড়ে নর্দান লাইটসের অনেক দৃশ্য দেখা গেছে। আগামী কয়েক বছরেও অরোরা দেখা যাওয়ার বড় সম্ভাবনা রয়েছে কারণ সূর্য ২০২৪ সালের শেষে বা ২০২৫ সালের প্রথম দিকে তার ১১ বছরের চক্রের শীর্ষে পৌঁছাচ্ছে।

এ বছরের ২৩শে এপ্রিল উত্তর গাজা উপত্যকার উপর থেকে ছেড়ে দেওয়া মানবিক সহায়তা প্যাকেজের দিকে ছুটে আসছে মানুষ।

ছবির উৎস, AFP

ছবির ক্যাপশান, এ বছরের ২৩শে এপ্রিল উত্তর গাজা উপত্যকার উপর থেকে ছেড়ে দেওয়া মানবিক সহায়তা প্যাকেজের দিকে ছুটে আসছে মানুষ।

উত্তর গাজা উপত্যকার উপরে নেমে আসা মানবিক সহায়তা প্যাকেজের দিকে ছুটে আসছে মানুষ।

মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে শুরু হওয়া বিচ্ছিন্ন সৈন্যদের সরবরাহের জন্য এমন এয়ারড্রপ ব্যবস্থা পরে মানবিক সহায়তা প্রদানের জন্য একটি গুরুত্বপূর্ণ পদ্ধতিতে পরিনত হয়, যখন অন্যান্য পদ্ধতিগুলো কাজে দেয় না।

হুয়ালিয়েন শহরের একটি ক্ষতিগ্রস্ত ভবন, ৪ঠা এপ্রিল, ২০২৪

ছবির উৎস, Carlos Garcia Rawlins/Reuters

ছবির ক্যাপশান, হুয়ালিয়েন শহরের একটি ক্ষতিগ্রস্ত ভবন, ৪ঠা এপ্রিল, ২০২৪

এই বছর তাইওয়ানে ২৫ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল, যার মাত্রা ছিল ৭.৪, এতে বিশেষ করে তাইওয়ানের পূর্ব উপকূলে ভবন ও অবকাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।

ওয়াশিংটন মনুমেন্টের উপরে সূর্যগ্রহণ, ৮ই এপ্রিল, ২০২৪

ছবির উৎস, Chip Somodevilla/Getty Images

ছবির ক্যাপশান, ওয়াশিংটন মনুমেন্টের উপরে সূর্যগ্রহণ, ৮ই এপ্রিল, ২০২৪

ওয়াশিংটন ডিসিতে ওয়াশিংটন মনুমেন্টের উপর সূর্যকে দেখা যাচ্ছে, লক্ষ লক্ষ মানুষ এপ্রিল মাসে উত্তর আমেরিকার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে সূর্যগ্রহণ দেখেছিল।

নতুন আগত সুদানী শরণার্থীরা চাদের আদ্রের কাছে একটি শিবিরে গোধূলির সময় তাদের অস্থায়ী আশ্রয়ের বাইরে আগুন জ্বালিয়ে খাবার রান্না করছে, ২৪শে এপ্রিল, ২০২৪

ছবির উৎস, Dan Kitwood/Getty Images

ছবির ক্যাপশান, নতুন আগত সুদানী শরণার্থীরা চাদের আদ্রের কাছে একটি শিবিরে গোধূলির সময় তাদের অস্থায়ী আশ্রয়ের বাইরে আগুন জ্বালিয়ে খাবার রান্না করছে, ২৪শে এপ্রিল, ২০২৪

সুদানে সংঘাতের কারণে এক কোটিরও বেশি মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, প্রতিবেশী চাদে উদ্বাস্তু হিসাবে আগতদের মধ্যে উচ্চ অনুপাতে রয়েছে নারী ও শিশু।

২০২৩ সালের এপ্রিলে যখন সেনাবাহিনী ও একটি শক্তিশালী আধা-সামরিক গোষ্ঠী ক্ষমতার জন্য ভয়ঙ্কর লড়াই শুরু করেছিল, তখন সুদান চরম বিশৃঙ্খলার মধ্যে পড়ে।

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে একটি ড্রোন ভিডিওতে দেশটির নির্বাচনের সময় ভোট দেওয়ার জন্য সারিবদ্ধ লোকদের দেখা যাচ্ছে, ২৯ মে, ২০২৪

ছবির উৎস, Ihsaan Haffejee/Reuters

ছবির ক্যাপশান, দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে একটি ড্রোন ভিডিওতে দেশটির নির্বাচনের সময় ভোট দেওয়ার জন্য সারিবদ্ধ লোকদের দেখা যাচ্ছে, ২৯ মে, ২০২৪

দক্ষিণ আফ্রিকায় মে মাসের নির্বাচনে এএনসি - যে দলটি শ্বেতাঙ্গ-সংখ্যালঘু শাসনের বিরুদ্ধে সংগ্রামের নেতৃত্ব দিয়েছে এবং তিন দশক ধরে প্রভাবশালী - তার সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে।

রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী থাকা অবস্থায় ডোনাল্ড ট্রাম্প অঙ্গভঙ্গি করছেন, যখন তিনি মার্কিন সিক্রেট সার্ভিস সদস্য দ্বারা বেষ্টিত হয়ে পেনসিলভানিয়ার বাটলারে একটি প্রচার সমাবেশের মঞ্চ ছেড়ে যাচ্ছিলেন, শনিবার, ১৩ই জুলাই ২০২৪

ছবির উৎস, AP/Evan Vucci

ছবির ক্যাপশান, রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী থাকা অবস্থায় ডোনাল্ড ট্রাম্প অঙ্গভঙ্গি করছেন, যখন তিনি মার্কিন সিক্রেট সার্ভিস সদস্য দ্বারা বেষ্টিত হয়ে পেনসিলভানিয়ার বাটলারে একটি প্রচার সমাবেশের মঞ্চ ছেড়ে যাচ্ছিলেন, শনিবার, ১৩ই জুলাই ২০২৪

পেনসিলভানিয়ার বাটলারে একটি সমাবেশ চলাকালীন ডোনাল্ড ট্রাম্পকে মঞ্চ থেকে সরিয়ে নেওয়া হয়েছিল, যখন একজন বন্দুকধারী কাছাকাছি একটি ভবনের ছাদ থেকে গুলি চালায়। প্রেসিডেন্ট পদের জন্য রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প তখন পড়ে যান এবং তার মুখের পাশে রক্ত দেখা যায়। সিক্রেট সার্ভিস সদস্যরা মঞ্চে ঝাঁপিয়ে পড়ায়, ডোনাল্ড ট্রাম্প বাতাসে একটি মুষ্টি উঁচিয়ে দূরে সরে যান।

প্যারিস ২০২৪ অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের সময় অলিম্পিক পতাকা উত্তোলনের পটভূমিতে আইফেল টাওয়ারসহ ট্রোকাডেরো ভেন্যু’র দৃশ্য

ছবির উৎস, FRANCOIS-XAVIER MARIT/REUTERS

ছবির ক্যাপশান, প্যারিস ২০২৪ অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের সময় অলিম্পিক পতাকা উত্তোলনের পটভূমিতে আইফেল টাওয়ারসহ ট্রোকাডেরো ভেন্যু'র দৃশ্য

দর্শনীয় শৈলীতে উদ্বোধন হয় ২০২৪ সালের অলিম্পিক গেমস, প্যারিসে হাজার হাজার ক্রীড়াবিদ সেন নদীর তীরে ব্রিজ ও ছাদে প্রাণবন্ত পারফর্মারদের পরিবেশনার মধ্য দিয়ে এর যাত্রা শুরু হয়। অনুষ্ঠানটি ট্রোকাডেরোতে সমাপ্ত হওয়ার সময় নিকটবর্তী আইফেল টাওয়ার আকাশকে আলোকিত করে।

প্যারিস ২০২৪ অলিম্পিক গেমসের সময় তাহিতির ফরাসি পলিনেশিয়ান দ্বীপে পুরুষদের সার্ফিং রাউন্ড ৩-এ একটি বড় ঢেউ পাওয়ার পর ব্রাজিলের গ্যাব্রিয়েল মেডিনার প্রতিক্রিয়া, ২৯শে জুলাই, ২০২৪

ছবির উৎস, Jerome BROUILLET/AFP

ছবির ক্যাপশান, প্যারিস ২০২৪ অলিম্পিক গেমসের সময় তাহিতির ফরাসি পলিনেশিয়ান দ্বীপে পুরুষদের সার্ফিং রাউন্ড ৩-এ একটি বড় ঢেউ পাওয়ার পর ব্রাজিলের গ্যাব্রিয়েল মেডিনার প্রতিক্রিয়া, ২৯শে জুলাই, ২০২৪

প্যারিস অলিম্পিকে ব্রাজিলিয়ান সার্ফার গ্যাব্রিয়েল মেডিনার আকর্ষণীয় একটি ছবি৷ ফরাসি ফটোগ্রাফার জেরোম ব্রুইলেট জানতেন যে সার্ফার যখন একটি ভাইরাল ফটো তোলার জন্য দিনের সবচেয়ে বড় ঢেউয়ের একটিকে বেছে নিচ্ছেন, তখন বিশেষ কিছু মুহূর্ত ক্যামেরাবন্দী করার সুযোগ রয়েছে৷

লেবাননের সিডনে বিক্ষোভকারীরা ইরানে হামাস নেতা ইসমাইল হানিয়াহকে হত্যার নিন্দা জানাতে বিক্ষোভ করছে, ৩১শে জুলাই, ২০২৪

ছবির উৎস, REUTERS/Alkis Konstantinidis

ছবির ক্যাপশান, লেবাননের সিডনে বিক্ষোভকারীরা ইরানে হামাস নেতা ইসমাইল হানিয়াহকে হত্যার নিন্দা জানাতে বিক্ষোভ করছে, ৩১শে জুলাই, ২০২৪

লেবাননের সিডনে বিক্ষোভকারীরা হামাস নেতা ইসমাইল হানিয়াহকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ করছে। গাজা নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনি গোষ্ঠী একটি বিবৃতিতে বলেছে যে হানিয়াহ রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় তেহরানে তার বাসভবনে ইসরায়েলি অভিযানে নিহত হন।

২৫শে জুলাই, ২০২৪ ক্যালিফোর্নিয়ার বিউট কাউন্টিতে পার্ক ফায়ার ছড়িয়ে পড়ার সময় একটি প্রাণী ঘাসের মধ্য দিয়ে ছুটে চলেছে

ছবির উৎস, Noah Berger/AP

ছবির ক্যাপশান, ২৫শে জুলাই, ২০২৪ ক্যালিফোর্নিয়ার বিউট কাউন্টিতে পার্ক ফায়ার ছড়িয়ে পড়ার সময় একটি প্রাণী ঘাসের মধ্য দিয়ে ছুটে চলেছে

জুলাই মাসে ক্যালিফোর্নিয়ায় একটি দাবানলে ১,৫০০ বর্গ কিলোমিটারেরও বেশি জমি পুড়ে গেছে, অনেকগুলি ভবন ধ্বংস হয়েছে এবং হাজার হাজার মানুষ তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে। একটি জ্বলন্ত গাড়িকে গিরিখাতে ঠেলে আগুন জ্বালানোর অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে অগ্নিসংযোগের অভিযোগ আনা হয়৷

ইউক্রেনের কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র দ্বারা আঘাতপ্রাপ্ত ওহমাদিত শিশু হাসপাতালে জরুরী পরিষেবা চলছে, সোমবার, ৮ই জুলাই, ২০২৪

ছবির উৎস, Evgeniy Maloletka/AP

ছবির ক্যাপশান, ইউক্রেনের কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র দ্বারা আঘাতপ্রাপ্ত ওহমাদিত শিশু হাসপাতালে জরুরী পরিষেবা চলছে, সোমবার, ৮ই জুলাই, ২০২৪

ইউক্রেনের শহরগুলোতে রাশিয়া ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর জুলাই মাসে কিয়েভের একটি শিশু হাসপাতালে আঘাত হানে। ইউক্রেনের সবচেয়ে বড় পেডিয়াট্রিক সুবিধা - ওহমাটদিত চিলড্রেন'স হসপিটাল - বড় ধরনের ক্ষতির শিকার হলে দুইজন মারা যায়।

জিসেল পেলিকট, তার আইনজীবী স্টিফেন ব্যাবোনিউ (ডানে) ও এন্টোইন কামু (মাঝে), দক্ষিণ ফ্রান্সের অ্যাভিগননে তার প্রাক্তন স্বামী এবং ৫০ জন অন্য আসামীর বিরুদ্ধে গণধর্ষণের বিচারের একটি শুনানির পর ফৌজদারি আদালত ছেড়ে চলে যান, ১৭ই সেপ্টেম্বর ২০২৪

ছবির উৎস, GUILLAUME HORCAJUELO/EPA

ছবির ক্যাপশান, জিসেল পেলিকট, তার আইনজীবী স্টিফেন ব্যাবোনিউ (ডানে) ও এন্টোইন কামু (মাঝে), দক্ষিণ ফ্রান্সের অ্যাভিগননে তার প্রাক্তন স্বামী এবং ৫০ জন অন্য আসামীর বিরুদ্ধে গণধর্ষণের বিচারের একটি শুনানির পর ফৌজদারি আদালত ছেড়ে চলে যান, ১৭ই সেপ্টেম্বর ২০২৪

জিসেল পেলিকট তাকে ধর্ষণের দায়ে অভিযুক্ত ৫১ জন পুরুষের বিচার কাজ চলার সময় মাসের পর মাস আদালতে কাটিয়েছেন – এই পুরুষদের মধ্যে তার স্বামীও ছিলেন, যার সাথে ৫০ বছর ধরে বিবাহিত ছিলেন পেলিকট। ধর্ষণের শিকার হিসেবে নাম প্রকাশ না করার অধিকার পরিত্যাগ করে, প্রকাশ্যে এসে সাহসিকতার প্রতীক হয়ে ওঠেন জিসেল পেলিকট। কারণ তিনি সংবাদ ওয়েবসাইট ও সামাজিক মাধ্যমগুলোতে আসামীদের অপরাধের বিশদ বিবরণ দেন ৷

বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিসের পূর্ব অংশের এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ার সময় একটি ক্ষতিগ্রস্ত গাড়িতে বসে আছে, ৭ই অক্টোবর, ২০২৪

ছবির উৎস, REUTERS/Hatem Khaled

ছবির ক্যাপশান, বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিসের পূর্ব অংশের এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ার সময় একটি ক্ষতিগ্রস্ত গাড়িতে বসে আছে, ৭ই অক্টোবর, ২০২৪

চলমান ইসরায়েল-হামাস সংঘাতের বিশৃঙ্খলার মধ্যে, বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা একটি ক্ষতিগ্রস্ত গাড়ির মধ্যে আটকে আছে, খান ইউনিসের পূর্ব অংশ থেকে সরে যেতে ইসরায়েলি নির্দেশনার পর পালিয়ে যায় তারা। সংঘাত শুরু হওয়ার এক বছর পর, ইসরায়েলি সামরিক বাহিনী অক্টোবরে আবারও বেসামরিক নাগরিকদের উত্তর গাজা থেকে সরে যাওয়ার নির্দেশ জারি করে, যার ফলে লাখ লাখ গাজাবাসী উপত্যকার দক্ষিণে চলে যেতে বাধ্য হয়। কিন্তু দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বোমাবর্ষণ অব্যাহত থেকেছে, ফলে জাতিসংঘ ও অন্যান্য সাহায্য সংস্থাগুলি সতর্ক করে দেয় যে গাজার কোনও অঞ্চল বেসামরিক নাগরিকদের জন্য নিরাপদ নয়।

ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট মনোনীত ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস হ্যারি রিড আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লাস ভেগাস ত্যাগ করার সময় এয়ার ফোর্স টুতে চড়ার আগে কথা বলার জন্য সাংবাদিকদের দিকে হাঁটছেন, বৃহস্পতিবার, ১০ই অক্টোবর, ২০২৪

ছবির উৎস, Jacquelyn Martin/AP

ছবির ক্যাপশান, ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট মনোনীত ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস হ্যারি রিড আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লাস ভেগাস ত্যাগ করার সময় এয়ার ফোর্স টুতে চড়ার আগে কথা বলার জন্য সাংবাদিকদের দিকে হাঁটছেন, বৃহস্পতিবার, ১০ই অক্টোবর, ২০২৪

ডেমোক্র্যাটিক রাষ্ট্রপতি মনোনীত ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস লাস ভেগাসের হ্যারি রিড আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার ফোর্স টুতে চড়ার আগে সাংবাদিকদের ভাষণ দিতে বিরতি দেন। তিনি নেভাদা পরিদর্শন করছিলেন - লাস ভেগাস ও হুভার ড্যামের জন্য বিখ্যাত - যেটি নির্বাচনে একটি মূল যুদ্ধক্ষেত্র। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল নির্ধারণে সুইং স্টেট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

ভ্যালেন্সিয়ায় বন্যার সময় রাস্তায় গাড়ি আটকে থাকায় একজন মহিলা তার বারান্দা থেকে বাইরে তাকিয়ে আছেন, বুধবার, ৩০শে অক্টোবর ২০২৪

ছবির উৎস, Alberto Saiz/AP

ছবির ক্যাপশান, ভ্যালেন্সিয়ায় বন্যার সময় রাস্তায় গাড়ি আটকে থাকায় একজন মহিলা তার বারান্দা থেকে বাইরে তাকিয়ে আছেন, বুধবার, ৩০শে অক্টোবর ২০২৪

এই বছর স্পেনের পূর্বাঞ্চলে প্রবল বৃষ্টিপাতের কারণে ২০০ জনেরও বেশি মানুষ মারা যায়। আকস্মিক বন্যা ভবনগুলোকে ভাসিয়ে দেয়, সেতুগুলো ধ্বংস করে এবং রাস্তাগুলো ধ্বংসস্তূপে ভরে যায়, কারণ সেখানে এক বছরের পরিমাণ বৃষ্টিপাত কয়েক ঘণ্টার মধ্যেই হয়ে গিয়েছিল।

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের সাথে ডক করা ড্রাগন এন্ডেভার থেকে তোলা ছবিতে হারিকেন মিলটনকে ফ্লোরিডার দিকে অগ্রসর হতে দেখা যাচ্ছে, ৯ই অক্টোবর, ২০২৪

ছবির উৎস, Matthew Dominick/Nasa

ছবির ক্যাপশান, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের সাথে ডক করা ড্রাগন এন্ডেভার থেকে তোলা ছবিতে হারিকেন মিলটনকে ফ্লোরিডার দিকে অগ্রসর হতে দেখা যাচ্ছে, ৯ই অক্টোবর, ২০২৪

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের সাথে ডক করা ড্রাগন এন্ডেভার থেকে নেওয়া একটি অত্যাশ্চর্য ছবি ধারণ করা হয়েছে. যাতে দেখা যাচ্ছে ফ্লোরিডার দিকে ধেয়ে যাচ্ছে হারিকেন মিলটন৷ ঘূর্ণিঝড়টি স্থলভাগে আছড়ে পড়ার সাথে সাথে, এটি রাজ্য জুড়ে বিপর্যয় সৃষ্টি করে, বাতাসের গতিবেগ ঘন্টায় ২০৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছে যায় এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ চলে।

সামরিক আইন ঘোষণা করার পর (যা কয়েক ঘন্টা পরে উল্টে দেওয়া হয়েছিল) দক্ষিণ কোরিয়ার সউলে ন্যাশনাল অ্যাসেম্বলিতে দেশটির রাষ্ট্রপতি ইউন সুক ইওলের পদত্যাগের দাবিতে মোমবাতি প্রজ্জ্বলনের সময় মানুষ মোমবাতি ধরে রেখেছে, ৫ই ডিসেম্বর ২০২৪

ছবির উৎস, Kim Hong-ji /REUTERS

ছবির ক্যাপশান, সামরিক আইন ঘোষণা করার পর (যা কয়েক ঘন্টা পরে উল্টে দেওয়া হয়েছিল) দক্ষিণ কোরিয়ার সউলে ন্যাশনাল অ্যাসেম্বলিতে দেশটির রাষ্ট্রপতি ইউন সুক ইওলের পদত্যাগের দাবিতে মোমবাতি প্রজ্জ্বলনের সময় মানুষ মোমবাতি ধরে রেখেছে, ৫ই ডিসেম্বর ২০২৪

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওলের পদত্যাগের আহ্বান জানিয়ে লোকেরা মোমবাতি ও নানা প্রতীক নিয়ে জড়ো হয়। সামরিক শাসনের ঘোষণা - দেশে কর্তৃত্ববাদের সাথে গভীরভাবে সম্পৃক্ত একটি পদক্ষেপ - ব্যাপক ধাক্কা ও ক্ষোভের জন্ম দেয়।

সিরিয়ার দামেস্ক ইউনিভার্সিটির ক্যাম্পাসের কাছে ১৫ই ডিসেম্বর একটি সমাবেশের সময় শিক্ষার্থীরা প্রয়াত রাষ্ট্রপতি হাফেজ আল-আসাদের ভূপাতিত মূর্তি রাস্তায় টেনে নিয়ে যাচ্ছে

ছবির উৎস, Omar HAJ KADOUR / AFP

ছবির ক্যাপশান, সিরিয়ার দামেস্ক ইউনিভার্সিটির ক্যাম্পাসের কাছে ১৫ই ডিসেম্বর একটি সমাবেশের সময় শিক্ষার্থীরা প্রয়াত রাষ্ট্রপতি হাফেজ আল-আসাদের ভূপাতিত মূর্তি রাস্তায় টেনে নিয়ে যাচ্ছে

ইসলামপন্থী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) এবং সহযোগী বিদ্রোহী গোষ্ঠীগুলি সিরিয়ায় উত্তর-পশ্চিমে তাদের ঘাঁটি থেকে একটি বড় আক্রমণ শুরু করায় ৫০ বছরেরও বেশি সময় পর সিরিয়ায় আসাদ পরিবারের শাসনের অবসান ঘটে। বিদ্রোহীরা দ্রুত দেশের দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পো দখল করে, তারপর রাজধানী দামেস্ক নিয়ন্ত্রণে নিতে দক্ষিণ দিকে চলে যায়, যখন সামরিক ব্যবস্থা ভেঙ্গে পড়ে এবং বাশার আল-আসাদ মস্কোতে পালিয়ে যান।