পত্রিকা: 'অগ্নিসংযোগ-হামলা অব্যাহত'

ওসমান হাদির জানাজায় লাখো মানুষের অংশগ্রহণ ও এর সাথে সম্পর্কিত নানা খবরই রোববার ঢাকা থেকে প্রকাশিত প্রায় সকল দৈনিকের প্রধান খবর হিসেবে ঠাঁই পেয়েছে।
দেশ রূপান্তরের প্রথম পাতার খবর অগ্নিসংযোগ-হামলা অব্যাহত। প্রতিবেদনটিতে বলা হচ্ছে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনায় দেশজুড়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটাচ্ছে একদল জনতা।
যার মধ্যে প্রতিপক্ষকে ঘায়েল করতেও হামলা চালানো হয়। আবার কেউ কেউ বলছেন, আসন্ন সংসদ নির্বাচন সামনে রেখে একটি গোষ্ঠী হামলা ও অগ্নিসংযোগ করছে।
শনিবার ভোরে কুষ্টিয়া সিনিয়র জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করছে।
এর আগে গত শুক্রবার রাতে লক্ষ্মীপুরে বিএনপির এক নেতার ঘরের দরজায় তালা দিয়ে দুর্বৃত্তদের দেওয়া আগুনে এক শিশু নিহত হয়েছে।
ওই রাতে দিনাজপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা খালিদ মাহমুদ চৌধুরীসহ দলটির চার নেতার বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
এছাড়া, বিটিভির মহাপরিচালক মো. মাহবুবুল আলম গৌরা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহার মালিকানাধীন বাড়িতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
চট্টগ্রাম-৫ আসনের সাবেক এমপি ও মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের গ্রামের বাড়িতেও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।
রাজনৈতিক নেতাদের বাসভবন, সাংস্কৃতিক প্রতিষ্ঠান, গণমাধ্যম কার্যালয় ও কূটনৈতিক স্থাপনায় হামলার ঘটনাগুলো একটি সুপরিকল্পিত অশুভ চক্রান্তের ইঙ্গিত বহন করে বলে মনে করেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের প্রধান শিরোনাম— A sea of mourners bids Hadi a hero's farewell; অর্থাৎ বীরের মর্যাদায় হাদিকে বিদায় জানিয়েছেন লাখাে শোকার্ত মানুষ।
এতে বলা হয়েছে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই আন্দোলনের নেতা নিহত শরিফ ওসমান হাদিকে বিদায় জানাতে শনিবার জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে সমবেত হয়েছিলেন লাখ লাখ মানুষ।
২১৫ একরের বিশাল সংসদ ভবন এলাকায়ও জায়গা হয়নি শোকাহত মানুষের, পাশে মানিক মিয়া অ্যাভিনিউয়েতে-ও ছড়ায় ভিড়।
হাদির জানাজায় অংশ নিয়ে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেন, আমরা প্রিয় হাদির বিদায় দিতে আসিনি। যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন সকল বাংলাদেশির হৃদয়ে থাকবে হাদি।
জানাজা শেষে হাদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদসংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে দাফন করা হয়।

বিবিসি বাংলার সর্বশেষ খবর ও বিশ্লেষণ এখন সরাসরি আপনার ফোনে।
ফলো করুন, নোটিফিকেশন অন রাখুন
বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল
আগুনে পুড়ে ছাই উদীচীর ৫৭ বছরের ইতিহাস— সমকালের প্রথম পাতার খবর এটি।
এই প্রতিবেদনে বলা হচ্ছে, রাজধানীর তোপখানা রোডে উদীচী কেন্দ্রীয় কার্যালয়ে ছিল কয়েক হাজার বইয়ের সংগ্রহ, নথিপত্রে লেখা ছিল প্রতিষ্ঠার ৫৭ বছরের সাংস্কৃতিক লড়াইয়ের ইতিহাস।
এর সবই এখন স্মৃতি। সেখানে এখন শুধুই পোড়া গন্ধ।
গত শুক্রবার সন্ধ্যায় এক দল হামলাকারীর আগুনে পুড়ে ছাই হয় উদীচী শিল্পীগোষ্ঠীর কার্যালয়।
আগুনে পুড়ে গেছে এমন কিছু বাদ্যযন্ত্র, যেগুলো ১৯৯০-এর গণঅভ্যুত্থানের সময় কারফিউ ভেঙে মিছিলে বাজানো হয়েছিল, যেগুলোর তালে তালে স্বৈরাচারবিরোধী গান হয়েছিল রাস্তায়।
এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি।
এছাড়া, আরেক সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানটে হামলা, ভাঙচুর ও আগুনের ঘটনায় অজ্ঞাতপরিচয় ৩০০ থেকে ৩৫০ জনের বিরুদ্ধে মামলা করেছে।
সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও গণমাধ্যমে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় নিন্দা জানিয়ে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) বলছে, সরকারের নীরবতায় বিশেষ গোষ্ঠী মব সৃষ্টি করে সন্ত্রাসের মধ্য দিয়ে দেশকে একটি অকার্যকর ও নিয়ন্ত্রণহীন রাষ্ট্র হিসেবে পরিচিত করতে চাচ্ছে।

ইত্তেফাকের প্রথম পাতার সংবাদ— লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে আগুন, পুড়ে মরল শিশুসন্তান।
খবরটিতে বলা হয়েছে, লক্ষ্মীপুরের সদর উপজেলায় বেলাল চৌধুরী নামে এক বিএনপি নেতার বাড়ির দরজায় 'তালা লাগিয়ে' পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
এতে ঘরে থাকা বেলালের শিশুসন্তান আয়েশা আক্তার সানজু (৭) পুড়ে মারা গেছে।
দগ্ধ হয় ঘুমন্ত আরো দুই মেয়ে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
গত শুক্রবার দিবাগত রাতের এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
সংবাদের প্রথম পাতার একটি খবরের শিরোনাম— দিপু দাসকে উত্তেজিত জনতার হাতে তুলে দেন ফ্লোর ইনচার্জ: র্যাব।
এই প্রতিবেদনে বলা হয়েছে, ধর্ম অবমাননার অভিযোগ এনে ময়মনসিংহের ভালুকায় পোশাক শ্রমিক দিপু চন্দ্র দাসকে চাকরি থেকে ইস্তফা দিতে বাধ্য করার পর কারখানার ফ্লোর ম্যানেজার তাকে উত্তেজিত জনতার হাতে তুলে দেয় বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার হওয়া ১০ জনের তথ্য গতকাল শনিবার সাংবাদিকদের অবহিত করতে গিয়ে র্যাব-১৪-এর পরিচালক নাইমুল হাসান এই দাবি করেন।
গত বৃহস্পতিবার রাতে ধর্ম অবমাননার অভিযোগ তুলে ভালুকার জামিরদিয়া এলাকায় পাইওনিয়ার নিটওয়্যারস বিডি লিমিটেড কোম্পানির শ্রমিক দিপুকে পিটিয়ে হত্যা করা হয়।
এরপর তার লাশ গাছের ডালের সঙ্গে বেঁধে আগুন ধরিয়ে দেয়া হয়।
এক প্রশ্নের জবাবে র্যাব কর্মকর্তা বলেন, 'আমরা বারবার চেষ্টা করেছি, কাকে বলেছে, কী বলেছে - এটা কিন্তু কেউ বলতে পারেনি। আমার মনে হয়, উত্তেজিত জনতা কিংবা পূর্বের কোনো শত্রুতা ছিল কিনা সেটাও তদন্ত করে দেখবো।'

নিউ এইজের প্রথম পাতার খবর— 24-hr ultimatum issued for arrest of Hadi killers; অর্থাৎ হাদির হত্যাকারীদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম।
এই খবরে বলা হয়েছে, শরিফ ওসমান হাদির দাফন শেষে গতকাল শনিবার বিকেলে হাজারো মানুষ রাজধানীর শাহবাগ মোড়ে জমায়েত হয়েছিল।
সেখানে হাদির হত্যাকারীদের গ্রেপ্তারে সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয় ইনকিলাব মঞ্চ।
সংগঠনটির সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের হুঁশিয়ারি দেন, আজ রোববার বিকেল সাড়ে ৫টার মধ্যে হাদির হত্যাকারীদের গ্রেপ্তারের বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো জবাব না এলে আবারও শাহবাগে অবস্থান নেওয়া হবে।
এ সময় তিনি দুইটি দাবির কথা তুলে ধরেন। প্রথমত, হাদিকে হত্যায় জড়িত সকলকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে।
দ্বিতীয় দাবি হচ্ছে, বেসামরিক-সামরিক গোয়েন্দা সংস্থায় থাকা আওয়ামী লীগের সহযোগীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।

ভোটের সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে বিএনপি— প্রথম আলোর প্রথম পাতার খবর এটি। এতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে সর্বাত্মক প্রস্তুতি শুরু করেছে বিএনপি।
এরই অংশ হিসেবে ২৭২ আসনে দলীয় প্রার্থীদের সঙ্গে মতবিনিময় ও কর্মশালা গতকাল শনিবার শেষ করেছে দলটি।
এছাড়া, যেসব আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি, সেগুলোতে সম্ভাব্য প্রার্থীদের তালিকা করা হচ্ছে।
দলীয় প্রার্থীদের নিয়ে অনুষ্ঠিত তিন পর্বের এই কর্মশালায় নির্বাচনী প্রচারকৌশল ও রাষ্ট্র মেরামতের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বিশেষ করে বিএনপির ঘোষিত '৩১ দফা' এবং জনসম্পৃক্ত '৮ দফা' ভোটারদের দুয়ারে দুয়ারে পৌঁছানোর নির্দেশনা দেওয়া হয়।
নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে 'ফ্যামিলি কার্ড', 'হেলথ কার্ড' ও 'কৃষি কার্ড'কে ডিজিটাল নেটওয়ার্কের আওতায় এনে কীভাবে নাগরিক সেবা নিশ্চিত করা হবে, তা প্রার্থীদের বুঝিয়ে দেওয়া হয়েছে।
ভোটের দিন কেন্দ্রভিত্তিক ব্যবস্থাপনা সুসংগঠিত করতে প্রার্থীদের কাছ থেকে সুনির্দিষ্ট তথ্য সংগ্রহ করেছে বিএনপি।

বণিক বার্তার প্রধান শিরোনাম— শিক্ষার মানোন্নয়নে নেই কার্যকর উদ্যোগ, ভবন ও ক্লাসরুম নির্মাণে ৩০ হাজার কোটি টাকার প্রকল্প।
এই খবরে বলা হয়েছে, প্রাথমিক বিদ্যালয়ের ভবন ও শ্রেণিকক্ষ নির্মাণে সম্প্রতি প্রায় ৩২ হাজার কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ের মোট তিনটি প্রকল্প প্রস্তাব করা হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে।
তিনটি প্রকল্পের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন প্রকল্পে ১৪ হাজার ৩৫০ কোটি টাকা, ১০টি সিটি করপোরেশনের নির্বাচিত প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন প্রকল্পে ২ হাজার ৬১৭ কোটি এবং জরাজীর্ণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন প্রকল্পে ১৪ হাজার ৭৭৬ কোটি টাকা ব্যয় প্রাক্কলন করা হয়েছে।
প্রকল্পগুলোর প্রস্তাব অনুযায়ী এ অর্থের পুরো জোগান আসবে সরকারের রাজস্ব খাত থেকে। বর্তমানে এসব প্রকল্প পরিকল্পনা কমিশন যাচাই-বাছাই করছে।
শিক্ষকদের দক্ষতা উন্নয়ন, আধুনিক কারিকুলাম প্রণয়নসহ সামগ্রিক প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে নজর না দিয়ে শুধু অবকাঠামোগত উন্নয়ন করলে তা টেকসই হবে না, এমনটা বলছেন শিক্ষাবিদরা।
তাদের মতে, শুধু অবকাঠামো শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে পারে না।

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে অ্যাপ ব্যবহার করবে ইসি— যুগান্তরের শেষের পাতার খবর এটি।
এতে বলা হয়েছে, সংসদ নির্বাচন ও গণভোটের দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অ্যাপ ব্যবহার করবে নির্বাচন কমিশন (ইসি)। এ সংক্রান্ত অ্যাপ তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে।
এর মাধ্যমে কেন্দ্র দখল, ব্যালট পেপার ছিনতাই, সহিংসতা ও হামলার মতো ঘটনার তথ্য, ছবি, ভিডিওসহ আনুষঙ্গিক বর্ণনা তাৎক্ষণিক জানতে পারবে ইসি ও আইনশৃঙ্খলা বাহিনী।
সে অনুযায়ী কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে, সে নির্দেশনাও দেওয়া যাবে অ্যাপের মাধ্যমে।
কমিশন, আইনশৃঙ্খলা বাহিনীর সদসের পাশাপাশি নির্বাচন কর্মকর্তা ও প্রিসাইডিং কর্মকর্তারা অ্যাপটি ব্যবহার করবেন।
পরবর্তীতে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের ভোটেও এই অ্যাপ ব্যবহারের পরিকল্পনা রয়েছে।

আজকের পত্রিকার প্রথম পাতার খবর— ২,০০০ পুলিশের বলয়ে থাকবেন তারেক রহমান।
এতে বলা হয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার দিন পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় দুই হাজার সদস্য তার নিরাপত্তার কাজে নিয়োজিত থাকবেন।
এছাড়া বিএনপির নিজস্ব ব্যবস্থায় দলের চেয়ারপারসনস সিকিউরিটি ফোর্সের (সিএসএফ) মাধ্যমে সমন্বিত নিরাপত্তা পাবেন তারেক রহমান।
বিমানবন্দর থেকে এভারকেয়ার হাসপাতাল হয়ে গুলশান অ্যাভিনিউর বাসভবন পর্যন্ত এই নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হচ্ছে ।
এছাড়া বাসা, অফিস এলাকা ও চলাচলের পথ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে।
পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার বাসভবন 'ফিরোজা' ও তারেক রহমানের বাসভবন দেয়ালঘেঁষা হওয়ায় দুইটি বাসা ও তার অফিসকে একই নিরাপত্তা পরিকল্পনার আওতায় আনা হচ্ছে।
বিশেষ করে বাসা ও অফিসের মধ্যকার দূরত্ব এবং চলাচলের পথকে নিরাপত্তা পরিকল্পনার গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচনা করা হচ্ছে।

উসকানিমূলক কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে সরকারের চিঠি— কালের কণ্ঠের শেষের পাতার একটি খবরের শিরোনাম এটি।
এতে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে সহিংসতা উসকে দিয়ে নির্বাচন বানচালের চেষ্টা এবং সংবাদমাধ্যমের ওপর হামলায় উসকানি দেওয়া কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে চিঠি দিয়েছে অন্তর্বর্তী সরকার।
গত শুক্রবার মেটাকে এ চিঠি দেয় জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি।
একই সঙ্গে আগামী সংসদ নির্বাচন ও গণভোট হওয়া পর্যন্ত বাংলাদেশ সংক্রান্ত কনটেন্টগুলোর ওপর বিশেষ নজরদারি জারি রাখতে মেটাকে আহবান জানানো হয়েছে।
এদিকে, জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি সন্ত্রাস ও সহিংসতার আহবানসংবলিত সোশ্যাল মিডিয়া পোস্টের বিষয়ে তাদেরকে হোয়াটসঅ্যাপ ও ই-মেইলে রিপোর্ট করার আহবান জানিয়েছে।
প্রাপ্ত অভিযোগগুলো তারা যাচাইবাছাইয়ের পর বিটিআরসির মাধ্যমে প্ল্যাটফর্মগুলোতে রিপোর্ট করবে।









