সেনা কর্মকর্তাদের বিচারে এরপরের প্রক্রিয়া কী হবে?

ঢাকা ক্যান্টনমেন্ট এলাকা

ছবির উৎস, MUNIR UZ ZAMAN/AFP via Getty Images

ছবির ক্যাপশান, ঢাকা ক্যান্টনমেন্ট এলাকা
    • Author, মুকিমুল আহসান
    • Role, বিবিসি নিউজ বাংলা

বাংলাদেশে গুম খুনসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক ও বর্তমান মিলিয়ে যে সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে, তাদের মধ্যে সেনাবাহিনীতে কর্মরত ১৫ জন কর্মকর্তাকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। অন্যদিকে সোমবার ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িকভাবে কারাগার ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

এমন অবস্থায় সেনা হেফাজতে থাকা অভিযুক্ত সেনা কর্মকর্তাদের পরবর্তী বিচার প্রক্রিয়া নিয়ে নানা প্রশ্ন সামাজিক যোগাযোগ মাধ্যমসহ দেশে আলোচিত হচ্ছে।

গত শনিবার সেনাবাহিনীর অ্যাডজুটান্ট জেনারেল মেজর জেনারেল মো.হাকিমুজ্জামান সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, কেউ চার্জশিটভুক্ত আসামি হলেই সে অপরাধী হিসেবে প্রমাণিত নয়।

যে কারণে বিচার চলাকালীন সময়ে অভিযুক্ত কর্মকর্তারা সেনাবাহিনীর 'হেফাজতে' থাকবে নাকি পুলিশের কাছে হস্তান্তর করা হবে সেটিও স্পষ্ট করে বলেনি সেনাবাহিনী।

তবে ক্যান্টনমেন্টের একটি ভবন কারাগার হিসেবে ঘোষণা করায় সেখানেই ওই কর্মকর্তাদের রাখা হবে বলে ধারণা করা হচ্ছে।

ট্রাইব্যুনাল বলছে, আইন অনুযায়ী কারো বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হলে তাকে পুলিশের মাধ্যমেই ট্রাইব্যুনালে হাজির করা হবে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামীম বিবিসি বাংলাকে বলেছেন, "অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিচার ট্রাইব্যুনালের আইন অনুযায়ী হবে। বিচার চলাকালীন তাদের আদালতে হাজির হতে হবে"।

যদিও এরই মধ্যে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিচার নিয়ে নানা প্রশ্ন তেরি হয়েছে। এমন পরিস্থিতিতে আইনজীবীরা বলছেন, সেনাবাহিনীর কর্মকর্তাদের বিচার নিয়ে যদি কোনও সংকট তৈরি হয় তাহলে সেনাবাহিনীর লিগ্যাল টিমের সাথে আলোচনার মাধ্যমে পরবর্তী পদক্ষেপ নিয়ে সিদ্ধান্ত নিতে পারে ট্রাইব্যুনাল।

সিনিয়র আইনজীবী হাসনাত কাইয়ুম বিবিসি বাংলাকে বলেন, "প্রাথমিকভাবে তারা অভিযুক্ত হয়েছে। প্রাথমিক তদন্ত করে অভিযোগ যখন সঠিক মনে হয় তখন তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়, অভিযোগপত্র দেওয়া মানে তাদের বিরুদ্ধে বিচার শুরু হতে পারে"।

এই আইনজীবী বলছেন, প্রাথমিকভাবে চার্জশিটভুক্ত হওয়ার পর নিয়ম অনুযায়ী তাদের চাকুরীতে থাকার সুযোগ নাই। যদি চূড়ান্তভাবে খালাস পান তখন তারা চাকরিসহ ক্ষতিপূরণ পেতে পারেন।

এ নিয়ে আরো পড়তে পারেন
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন
ছবির ক্যাপশান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন

সেনানিবাসের একটি ভবনকে কারাগার ঘোষণা

স্কিপ করুন বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল পড়ুন
আপনার হোয়াটসঅ্যাপে বিবিসি বাংলা।

বিবিসি বাংলার সর্বশেষ খবর ও বিশ্লেষণ এখন সরাসরি আপনার ফোনে।

ফলো করুন, নোটিফিকেশন অন রাখুন

বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল

গত আটই অক্টোবর ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে গুম করে নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় ২৫জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়।

এরপরই শনিবার এক সংবাদ সম্মেলনে ১৫ জন কর্মরত সেনা কর্মকর্তাকে হেফাজতে নেওয়ার কথা জানায় সেনাবাহিনী।

ওইদিন আর্মি অফিসার্স মেসে আয়োজিত সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর অ্যাডজুটান্ট জেনারেল মেজর জেনারেল মো.হাকিমুজ্জামান জানিয়েছিলেন, দুটি মামলার ৩০ জন আসামির মধ্যে ২৫ জনই সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের সাবেক ও বর্তমান কর্মকর্তা। তাদের মধ্যে নয় জন অবসরপ্রাপ্ত, একজন এলপিআরে গেছেন এবং বর্তমানে কর্মরত রয়েছেন ১৫ জন।

ওই সংবাদ সম্মেলনে জানানো হয়, আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে সেনা কর্মকর্তাদের হেফাজতে রাখা হয়েছে এবং প্রয়োজন অনুযায়ী তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

তখন অবশ্য প্রশ্ন ছিল- হেফাজতে নেওয়া সেনা কর্মকর্তাদের কী পুলিশে হস্তান্তর করা হবে নাকি সেনা হেফাজতে থাকবে।

যদিও শনিবারের সংবাদ সম্মেলনে সেই প্রশ্নের স্পষ্ট কোনও উত্তর মেলেনি সেনাবাহিনীর পক্ষ থেকে।

এমন অবস্থার মধ্যে সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িকভাবে কারাগার ঘোষণা করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশে প্রজ্ঞাপনে সই করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব মো. হাফিজ আল আসাদ।

এতে বলা হয়, 'বাংলাদেশ ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ এর ধারা ৫৪১(১) এর ক্ষমতাবলে এবং দি প্রিজন অ্যাক্ট এর ধারা ৩ এর বি অনুসারে ঢাকা ঢাকা সেনানিবাসের বাশার রোড সংলগ্ন উত্তর দিকে অবস্থিত ‌'এমইএস' বিল্ডিং নং-৫৪-কে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করা হলো'।

এতে আরও জানানো হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ ঘোষণা জারি করা হয়েছে এবং এটি অবিলম্বে কার্যকর হবে।

সরকারের প্রজ্ঞাপনে সেনানিবাসের ওই ভবনটিকে সাময়িক কারাগার হিসেবে ঘোষণা করা হলেও সেটি কী হেফাজতে নেওয়া সেনা কর্মকর্তাদের স্থানান্তরেই করা হয়েছে কী না সেটি স্পষ্ট করা হয়নি।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

ছবির উৎস, BBC/TANVEE

ছবির ক্যাপশান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

অভিযুক্তদের পরবর্তী বিচার প্রক্রিয়া কী?

গত ৮ই অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর আগামী ২২শে অক্টোবরের মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছিল।

এরপরই গত ১১ই অক্টোবর সেনাবাহিনীর পক্ষ থেকে সাবেক ও এলপিআরে যাওয়া ১৫ কর্মকর্তাকে সেনা হেফাজতে নেওয়ার কথা জানায়।

সোমবার সেনানিবাসের একটি ভবনকে অস্থায়ী কারাগার ঘোষণার পর ধারণা করা হচ্ছে সেখানেই রাখা হতে পারে হেফাজতে নেওয়া সেনা কর্মকর্তাদের।

এরপরই তাদের পরবর্তী বিচার প্রক্রিয়া কিভাবে হবে সেটি নিয়েও প্রশ্ন দেখা যাচ্ছে। এই প্রশ্নে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বলছে- অভিযুক্ত কর্মকর্তাদের বিচার করা হবে ট্রাইব্যুনালের আইনেই।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামীম বিবিসি বাংলাকে বলেন, "পরবর্তী প্রক্রিয়া হবে যেভাবেই হোক অভিযুক্ত কর্মকর্তাদের ট্রাইব্যুনালের সামনে আসতে হবে। এরপর তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করার পর তাদেরকে ট্রাইব্যুনাল জেলখানায় পাঠাবে। তারা জামিনও চাইতে পারে, ট্রাইব্যুনাল চাইলে তাদের জামিনও দিতে পারে"।

ট্রাইব্যুনাল বলছে, পরবর্তীতে ওই কর্মকর্তাদের অভিযোগ গঠনের ওপর শুনানি হবে। অভিযোগ গঠন করা হলে তাদের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করা হবে। সাক্ষ্য প্রমাণ উপস্থাপনের পর এ নিয়ে যুক্তি তর্ক উপস্থাপন করা হবে, পরবর্তীতে এই মামলার রায় ঘোষণা করা হবে।

প্রশ্ন ছিল, বিচার চলাকালে যদি আসামিরা আদালতে হাজির না হয়, কিংবা কেউ যদি পলাতক অবস্থায় থাকে তাহলে তাদের বিচার কোন প্রক্রিয়ায় হবে?

এমন প্রশ্নে প্রসিকিউটর মি. তামীম বিবিসি বাংলাকে বলেন, "যদি তারা (গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া কর্মকর্তারা) ট্রাইব্যুনালে হাজির না হয় অথবা তাদের গ্রেফতার করা সম্ভব না হয়, তাহলে তাদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হবে"।

প্রসিকিউশন জানিয়েছে, যদি তাদের খুঁজে না পাওয়া যায় কিংবা আইনশৃঙ্খলা বাহিনী তাদের গ্রেফতার না করতে পারে তখন এ নিয়ে রিপোর্ট প্রদান করতে হবে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীকে।

বিবিসি বাংলার অন্যান্য খবর
শনিবার সেনানিবাসে সেনাবাহিনীর সংবাদ সম্মেলন
ছবির ক্যাপশান, শনিবার সেনানিবাসে সেনাবাহিনীর সংবাদ সম্মেলন

নিখোঁজ কর্মকর্তার বিচার কীভাবে?

গত শনিবারের সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর অ্যাডজুটান্ট জেনারেল মেজর জেনারেল মো.হাকিমুজ্জামান জানিয়েছিলেন, গত ৮ই অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যম এবং টিভি স্ক্রল বা গণমাধ্যম থেকে জানার পরপর সেদিনই এলপিআরের একজনসহ ১৬ জন কর্মকর্তাকে সেনা হেফাজতে আসার নির্দেশ দেওয়া হয়।

এই সেনা কর্মকর্তা জানান, ওই ১৬জন কর্মকর্তার মধ্যে মেজর জেনারেল কবির আহাম্মদ বাদে বাকিদের সেনা হেফাজতে নেওয়া হয়েছে।

সেদিন মি. হাকিমুজ্জামান বলেন, "নয় তারিখে তিনি (মেজর জেনারেল কবির আহাম্মদ) বাসা থেকে বের হন আইনজীবীর সাথে দেখা করার জন্য। কিন্তু এখন পর্যন্ত আর পরিবারের সাথে যোগাযোগ করেননি। সে হিসেবে তিনি একটা ইললিগ্যাল অ্যাবসেন্টে আছেন। ইললিগ্যাল অ্যাবসেন্স ঘোষণা করে প্রসিডিউর নেওয়া হয়েছে তার বিরুদ্ধে"।

সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সেনা কর্মকর্তা কবির আহম্মদ যেনো দেশের বাইরে যেতে না পারে সেজন্য দেশের সকল স্থল, সমুদ্র ও বিমানবন্দরগুলোতে জানানো হয়েছে।

একই সাথে তার গ্রামের বাড়ি নেত্রকোনায় লোক পাঠানো হয়েছে বলেও সেনাবাহিনীর সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বলছে, আইসিটি আইন অনুযায়ী কেউ যদি অনুপস্থিত থাকে তাহলে তাদের অনুপস্থিতিতেই বিচার কাজ চলবে।

প্রসিকিউটর গাজী এম এইচ তামীম বিবিসি বাংলাকে বলেন, "যদি তাদের খুঁজে না পাওয়া যায় তখন কেন তাদের পাওয়া যাচ্ছে না তা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে রিপোর্ট দিতে বলা হবে"।

"এরপর রিপোর্ট আসলে তাদের অনুপস্থিতিতে বিচার শুরু হবে। তাদের পক্ষে একজন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী নিয়োগ করা হবে", যোগ করেন মি. তামীম।

একই প্রক্রিয়ায় বর্তমানে অনুপস্থিত থাকা অবস্থায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ আদালতে।