তারেক রহমান বাংলাদেশে ফিরছেন ২৫শে ডিসেম্বর, ঘোষণা বিএনপির

ছবির উৎস, Getty Images
আগামী ২৫শে ডিসেম্বর বাংলাদেশে আসছেন তারেক রহমান, এই তথ্য জানিয়েছে তার দল বিএনপি।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ রাতে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। 'সবকিছু ঠিক থাকলে' ২৫শে ডিসেম্বর তিনি ফিরবেন বলে জানান তিনি।
এর আগে গত অক্টোবরের শেষে বিএনপি জানিয়েছিল, তারেক রহমান নভেম্বর মাসের মধ্যেই দেশে ফিরবেন বলে তারা আশা করছে। কিন্তু নভেম্বরে তিনি ফেরেননি।
নভেম্বরে শেষ দিকে খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি ও তার শারীরিক অবস্থার অবনতির পরও তারেক রহমানের দেশে ফেরা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছিল।
ওই সময় ফেসবুকে এক পোস্ট দিয়ে তারেক রহমান বলেছিলেন, মায়ের অসুস্থতার মধ্যেও তার দেশে ফেরার বিষয়ে 'সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়'।
কেন তিনি দেশে ফিরতে পরছিলেন না সে বিষয়ে তার বা তার দলের পক্ষ থেকে কোনো ব্যাখ্যাও দেওয়া হয়নি।
যদিও ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল হলে 'পরিস্থিতি যাই হোক' তিনি দেশে ফিরবেন- এমন আভাস দিয়েছিলেন বিএনপির নেতারা।
End of বিবিসি বাংলায় আরও পড়তে পারেন:

ছবির উৎস, screen grab
বাংলাদেশে ২০০৭ সালের জানুয়ারিতে ক্ষমতা নেওয়া সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে দুর্নীতির অভিযোগে আটক হয়ে ১৮ মাস কারাগারে থাকার পর ২০০৮ সালের তেসরা সেপ্টেম্বর মুক্তি পেয়েছিলেন তারেক রহমান।
এক সপ্তাহ পরে, ১১ই সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশে পরিবারের সদস্যদেরকে সাথে নিয়ে ঢাকা ছেড়েছিলেন তিনি।
দীর্ঘসময় ধরে বিএনপি নেতাদের অভিযোগ ছিল যে আওয়ামী লীগ সরকারের 'মিথ্যা মামলা ও বাধার' কারণেই মি. রহমান দেশে ফিরতে পারছেন না।
কিন্তু ২০২৪ সালের ৫ই অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ১৫ মাস পেরিয়ে গেলেও তিনি দেশে ফিরছেন না কেন- এই প্রশ্ন ও কৌতূহল ক্রমশ জোরালো হচ্ছিলো।
শুক্রবার রাতের সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এবং তারেক রহমানের মধ্যে লন্ডনে বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল ফেব্রুয়ারি মাসের মধ্যবর্তী সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।
"ফলে নির্বাচন উপলক্ষ্যে আমাদের যতটুকু শঙ্কা ছিল তা চলে গিয়েছিল। এবং গতকাল নির্বাচনেরে তফসিল ঘোষণার মধ্য দিয়ে নির্বাচনের যে রেল চলতে শুরু করেছে, যে একটা আশা-প্রত্যাশা সৃষ্টি হয়েছে সেটা বাস্তবায়িত হতে যাচ্ছে," বলেন তিনি।








