‘তত্ত্বাবধায়ক সরকার হলে আওয়ামী লীগ ১০টি আসনও পাবে না’

সংবাদপত্র

তত্ত্বাবধায়ক সরকার হলে আ. লীগ ১০টি আসনও পাবে না: মির্জা ফখরুল, এমন শিরোনাম করেছে সমকাল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার হলে আওয়ামী লীগ ১০টি আসনও পাবে না। এ জন্যই এই দলের (আওয়ামী লীগ) সাধারণ সম্পাদক বলছেন, তত্ত্বাবধায়ক সরকার একটি ডেড ইস্যু। কিন্তু না, তত্ত্বাবধায়ক সরকার একটি জীবন্ত ইস্যু। রোববার দুপুরে গাজীপুর মহানগর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দৈনিক ইত্তেফাকের শিরোনাম, তত্ত্বাবধায়ক সরকার হলে আওয়ামী লীগ ১০ আসনও পাবে না: ফখরুল। এতে বলা হয়েছে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার হলে আওয়ামী লীগ ১০টি আসনও পাবে না। এ জন্যই এই দলের সাধারণ সম্পাদক বলছেন, তত্ত্বাবধায়ক সরকার একটি ডেড ইস্যু। কিন্তু না, তত্ত্বাবধায়ক সরকার একটি জীবন্ত ইস্যু।

একই অনুষ্ঠান নিয়ে নয়া দিগন্তের শিরোনাম, তত্ত্বাবধায়ক সরকার একটি জীবন্ত ইস্যু : মির্জা ফখরুল। এই খবরে বলা হয়েছে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার একটি জীবন্ত ইস্যু। সারা বিশ্ব চায় বাংলাদেশে অবাধ ও নিরপেক্ষ একটি নির্বাচন হোক।

দৈনিক সংবাদ পত্রিকার শিরোনাম, অপতৎপরতা বন্ধ না করলে সংলাপের প্রশ্নই আসে না। এই খবরে বলা হয়েছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংলাপ নিয়ে উদ্ভট ও মনগড়া বক্তব্য রাখছেন। তারা যতদিন এদেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা ব্যাহত এবং নির্বাচন ও নির্বাচনী ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার অপতৎপরতা থেকে বিরত না হবে ততদিন পর্যন্ত সংলাপের কোন প্রশ্নই আসে না।

জামায়াতের সমাবেশ অনুষ্ঠান নিয়ে সরকারের চার জন মন্ত্রীর বক্তব্য নিয়ে যুগান্তর তাদের শিরোনামে বলেছে, যা বললেন চার মন্ত্রী। এতে বলা হয়েছে, রোববার আলাদা আলাদা অনুষ্ঠানে ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এবং সিনিয়র মন্ত্রীরা জামায়াতের সমাবেশ অনুষ্ঠান নিয়ে নানা মন্তব্য করেছেন।

‘রাজনৈতিক সিদ্ধান্তে’ জামায়াতকে ঢাকায় সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের মতে, সমাবেশের অনুমতি দিলেও জামায়াতে ইসলামীর বিষয়ে আওয়ামী লীগের নীতির কোনো পরিবর্তন হয়নি।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, জামায়াত এখনো যেহেতু নিষিদ্ধ নয়, সেজন্য তাদের অনুমতি দেওয়া হয়েছে। আর তথ্যমন্ত্রীর মতো একই ধরনের মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত জামায়াতকে দোষী বলা যাবে না।

বিবিসি বাংলার আরো খবর:
সংবাদপত্র

রায় না হওয়া পর্যন্ত জামায়াতকে দোষী বলা যাবে না —আইনমন্ত্রী, এই শিরোনামটি করেছে বণিকবার্তা। এই খবরটিতে বলা হয়েছে, ‘জামায়াতকে দল হিসেবে যুদ্ধাপরাধে বিচার করার জন্য আইন সংশোধন করার প্রক্রিয়া চলমান। সংশোধনের জন্য যে আইন সেটি কেবিনেটে কিছুদিনের মধ্যে যাবে। এখন বিচার করার পরে যতক্ষণ পর্যন্ত রায় না হয়, দোষী সাব্যস্ত না করা হয় ততক্ষণ পর্যন্ত তো আমি বলতে পারব না যে জামায়াত দোষী’—বলেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

স্কিপ করুন বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল পড়ুন
আপনার হোয়াটসঅ্যাপে বিবিসি বাংলা।

বিবিসি বাংলার সর্বশেষ খবর ও বিশ্লেষণ এখন সরাসরি আপনার ফোনে।

ফলো করুন, নোটিফিকেশন অন রাখুন

বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল

মানবজমিনের শিরোনাম, জামায়াত নিষিদ্ধ নয়, তাই সমাবেশের অনুমতি পেয়েছে। এই খবরে বলা হয়েছে, জামায়াত যেহেতু নিষিদ্ধ দল নয়, তাই তাদের সমাবেশ করার অনুমতি দেয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। তবে তারা যে বক্তব্য দিয়েছে, সেগুলো বিএনপিরও বক্তব্য বলে মন্তব্য করেন তিনি।

জামায়াত কখনো অগ্নিসন্ত্রাস করেনি : ভারপ্রাপ্ত সেক্রেটারি, নয়া দিগন্ত পত্রিকার শিরোনাম এটি। এতে বলা হয়েছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বক্তব্যের বরাত দিয়ে ‘ভাঙচুর, অগ্নিসন্ত্রাসের জন্য জামায়াতকে মাঠে নামিয়েছে বিএনপি’ মর্মে গতকাল বিভিন্ন পত্রিকায় প্রকাশিত রিপোর্টে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে ভিত্তিহীন ও অসত্য বক্তব্য প্রকাশ করা হয়েছে অভিযোগ করে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াত।

গতকাল দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম এক বিবৃতিতে বলেন, ওবায়দুল কাদের জামায়াতের বিরুদ্ধে অগ্নিসন্ত্রাসের যে অভিযোগ করেছেন তার কোনো ভিত্তি নেই।

বরিশাল ও খুলনার আজকের সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে খবর প্রকাশ করেছে প্রায় প্রতিটি পত্রিকা। নিউ এইজের শিরোনাম, ‘All eyes on Barishal as Voting today’। এতে বলা হয়েছে, সহিংসতার আশঙ্কার মধ্যে আজ খুলনা ও বরিশালের নগরপিতা নির্বাচন করবেন বাসিন্দারা। নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও র‍্যাবের পাশাপাশি স্থানীয় প্রশাসন এরইমধ্যে দুই শহরেই বিজিবি মোতায়েন করেছে।

দুই সিটি কর্পোরেশনের নির্বাচন নিয়ে একাধিক খবর প্রকাশ করেছে প্রথম আলো। তাদের প্রধান শিরোনাম, ‘অচেনা’ বরিশালে খায়েরের পরীক্ষা। এতে বলা হয়েছে, কিছুদিন আগেও বরিশালের রাজনীতিতে অচেনা ছিলেন আবুল খায়ের আবদুল্লাহ। এই শহরের সাধারণ মানুষও আগে সেভাবে চিনত না তাঁকে। সেই বরিশালেই নৌকা প্রতীক নিয়ে আজ সোমবার জনপ্রিয়তার পরীক্ষায় লড়ছেন খায়ের।

আরো পড়ুন:
সংবাদপত্র

দ্য ডেইলি স্টারের শিরোনাম, ‘All eyes on Barisal, Khulna out of focus’ এতে বলা হয়েছে, বরিশাল ও খুলনার সিটি কর্পোরেশন নির্বাচন আজ। বরিশালে আওয়ামীলীগ মেয়ার প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ এবং আরেক মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেকের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে।

বিশ্ববাজারের সঙ্গে দেশের মিল নেই, প্রথম আলোর সংবাদ শিরোনাম এটি। এতে বলা হয়েছে, বিশ্ববাজারের কিছু কিছু পণ্যের দাম যে হারে বেড়েছে, দেশের বাজারে বেড়েছে তার চেয়ে বেশি। আবার বিশ্ববাজারে কিছু পণ্যের দাম যে হারে কমেছে, দেশের বাজারে যে হারে কমেনি। দু-একটি পণ্যের ক্ষেত্রে বিশ্ববাজারে দাম কমলেও দেশে বাড়তি। সচিবালয়ে গতকাল রোববার বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত ‘দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা-সংক্রান্ত টাস্কফোর্স’-এর বৈঠকে আটটি পণ্যের বিষয়ে এমন পর্যবেক্ষণ উঠে এসেছে। তবে ব্যবসায়ীরা বলছেন, এ জন্য দায়ী মার্কিন ডলারের মূল্যবৃদ্ধি ও ডলার-সংকট।

এনিয়ে বণিকবার্তার শিরোনাম, ডলার সংকট ও বাজারগত ত্রুটির কারণে দাম কমছে না নিত্যপণ্যের। এতে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমলেও দেশের বাজারে ভোক্তারা এর সুফল পাচ্ছে না। ভোজ্যতেল, আটা, ময়দা, পেঁয়াজ ও রসুনের মতো নিত্যপণ্যের ক্ষেত্রে আন্তর্জাতিক বাজারে ১৬-৬৩ শতাংশ দাম কমেছে, সে তুলনায় স্থানীয় বাজারে তার প্রতিফলন নেই বলে স্বীকার করেছে বাণিজ্য মন্ত্রণালয়ের দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্স।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য নিয়ে কালেরকণ্ঠের শিরোনাম, বাংলাদেশকে কেউ পেছনের দিকে নিতে পারবে না। এতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের শিশুদের মেধা বিকাশের সুযোগ দিলে বাংলাদেশকে কেউ আর পেছনের দিকে নিয়ে যেতে পারবে না। তিনি গতকাল রবিবার তাঁর কার্যালয়ে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তি, টিউশন ফি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের ভাষণে এ কথা বলেন।

বিবিসি বাংলার আরো খবর:
সংবাদপত্র

অন্যান্য খবর

দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের শিরোনাম, ‘Govt borrows Tk13000cr from banks in May, highest in a month.’ এই খবরে বলা হয়েছে, শুধু মে মাসেই সরকার ব্যাংক খাত থেকে ১৩ হাজার ১৫ কোটি টাকা ঋণ নিয়েছে যা উল্লেখযোগ্যভাবে গত ১০ মাসে নেয়া মোট ঋণের তুলনায় বেশি। গত ১০ মাসে সরকার ঋণ নিয়েছিল ৭,৬৬৩ কোটি টাকা। একই মাসে সরকার বাংলাদেশ ব্যাংকে ২,৭৮৩ কোটি টাকা ফেরত দিয়েছে।

দেশ রূপান্তরের শিরোনাম, কোনো শর্ত ছাড়াই কালো টাকা বিনিয়োগ চান ব্যবসায়ীরা। এতে বলা হয়েছে, অর্থপাচার কমাতে আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটে অপ্রদর্শিত অর্থ বা কালো টাকা দেশের আবাসন খাতে বিনা শর্তে সহজ বিনিয়োগের সুযোগ চেয়েছিলেন সংশ্লিষ্ট খাতের ব্যবসায়ীরা। কিন্তু এ সুযোগ রাখা হয়নি আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটে। আবাসন ব্যবসায়ীরা দাবি করেছেন, বৈশ্বিক মন্দায় অর্থ সংকটে পড়েছে সরকার। অপ্রদর্শিত অর্থ বা কালো টাকা বিনা শর্তে আবাসন খাতে বিনিয়োগের সুযোগ দেওয়া হলে অর্থপাচার কমবে। এতে দেশের অর্থ দেশে থাকবে। অর্থনীতিতে অর্থপ্রবাহ বাড়বে।

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে নিউ এইজের শিরোনাম, ’11 deaths, 1,188 hospitalisations in 11 days.’ এই খবরে বলা হয়েছে, জুনের প্রথম ১১ দিনে বাংলাদেশে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ১১৮৮ জন হাসপাতালে ভর্তি হয়েছে এবং এর মধ্যে ১১ জনের মৃত্যু হয়েছে। ২০২৩ সালে এই মাসে এখনো পর্যন্ত সর্বোচ্চ সংখ্যক হাসপাতালে ভর্তি এবং মৃত্যুর ঘটনা রেকর্ড করা হলো। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, জানুয়ারিতে ৫৬৬, ফেব্রুয়ারিতে ১৬৬, মার্চে ১১১, এপ্রিলে ১৪৩ এবং মে মাসে ১,০৩৬ জন হাসপাতালে ভর্তি হয়েছিল।

সীমান্তে গুলি ছোড়া বন্ধসহ ১২ প্রস্তাব বাংলাদেশের, যুগান্তর পত্রিকার শিরোনাম এটি। এতে বলা হয়েছে, ভারতের নয়াদিল্লিতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ে সম্মেলন চলছে। এবারের সম্মেলনেও সীমান্তে নিরস্ত্র বাংলাদেশি নাগরিকদের ওপর গুলি চালিয়ে হত্যা, আহত করা এবং আটকের বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বাংলাদেশের পক্ষ থেকে। এ নিয়ে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে অন্তত ১২টি প্রস্তাব দেওয়া হবে বলে জানা গেছে।