আফগানিস্তানে অল্পবয়সী মেয়েরা কেন আত্মহত্যা করছে
আফগানিস্তানের ডাক্তাররা বিবিসিকে জানিয়েছেন, সে দেশে একটি 'বিপর্যয়কর' মানসিক স্বাস্থ্য সঙ্কট তৈরি হয়েছে।
এর ফলে আত্মহত্যার সংখ্যা বাড়ছে, বিশেষভাবে নারী ও অল্প-বয়সী মেয়েদের মধ্যে।
জাতিসংঘও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এব্যাপারে তালেবান সরকারের কাছ থেকে সরকারি তথ্য পাওয়া যায়নি।
ইমোজেন অ্যান্ডারসন এবং সঞ্জয় গাঙ্গুলীকে সাথে নিয়ে বিবিসির সংবাদদাতা ইয়োগিতা লিমায়ে আফগানিস্তানের বিভিন্ন জায়গায় ঘুরে এই মানসিক সঙ্কটের পেছনে কারণগুলো খুঁজে বের করার চেষ্টা করেছেন।