টাকার বদলে আবর্জনা জমা দিলেই খাবার পাওয়া যায় যেখানে

ছত্তিশগড়ের অম্বিকাপুরেই প্রথম চালু হয়েছিল ‘গার্বেজ ক্যাফে’

ছবির উৎস, Ritesh Saini/ Ambikapur Municipal Corporation

ছবির ক্যাপশান, ভারতের ছত্তিশগড়ের অম্বিকাপুরেই প্রথম চালু হয়েছিল 'গার্বেজ ক্যাফে'
    • Author, হাজরা খাতুন
    • Role, বিবিসি নিউজ

ভারতে ধীরে ধীরে 'গার্বেজ ক্যাফে'-র চল দেখা যাচ্ছে। ছত্তিশগড়ের অম্বিকাপুর শহরে এমনই এক ক্যাফে ঘুরে দেখেছে বিবিসি এবং জানার চেষ্টা করেছে প্লাস্টিক দূষণ এবং মানুষের ওপর 'গার্বেজ ক্যাফে'-র প্রভাব আসলেই কতটা।

চলতি বছরের গোড়ার দিকে একটা মেঘলা, কুয়াশাচ্ছন্ন শীতের সকালে আমি উপস্থিত হয়েছিলাম অম্বিকাপুরের 'গার্বেজ ক্যাফে'তে। ভারতে এটাই প্রথম 'গার্বেজ ক্যাফে'।

একটু এগোতেই চারদিক গরম সিঙ্গারার গন্ধে ম ম করছিল। ক্যাফের ভেতরে কাঠের বেঞ্চে বসেছিলেন বেশ কয়েকজন মানুষ। তাদের হাতে স্টিলের প্লেট ভর্তি গরম খাবার। কেউ গল্প করছেন, কেউ আবার চুপচাপ খাচ্ছেন।

ছত্তিশগড়ের অম্বিকাপুর শহরের এই ক্যাফেতে প্রতিদিন ক্ষুধার্ত মানুষ এসে হাজির হন গরম খাবারের আশায়। কিন্তু খাবারের খরচের জন্য তারা টাকা দেন না। পরিবর্তে দেন পুরোনো প্লাস্টিকের ব্যাগ, খাবারের মোড়ক, প্লাস্টিকের জলের বোতল ইত্যাদি।

অম্বিকাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের (এএমসি) পক্ষ থেকে এই ক্যাফে পরিচালনার দায়িত্বে রয়েছেন বিনোদ কুমার প্যাটেল।

তিনি জানিয়েছেন, এক কেজি প্লাস্টিক বর্জ্যর পরিবর্তে একজন ভরপেট খাবার পেতে পারেন। সেখানে থাকে দু'রকমের তরকারি, ডাল, রুটি, সালাদ ও আচার।

"আধা কেজি প্লাস্টিকের বিনিময়ে তারা জলখাবার পান, যেমন সিঙ্গারা বা বড়া পাভ," বলেছেন তিনি।

ছত্তিশগড়ের এই শহর এক অভিনব উপায় বের করেছে যাতে ক্ষুধার নিবারণও হয়, আবার বর্জ্য প্লাস্টিকের কারণে হওয়া দূষণের মোকাবিলাও করা যায়।

এখানে ২০১৯ সালে 'গার্বেজ ক্যাফে' চালু করা হয়, যার স্লোগান ছিল, 'মোর দ্য ওয়েস্ট বেটার দ্য টেস্ট'।

এই উদ্যোগের জন্য অর্থ এসেছিল এএমসি-র স্যানিটেশন বাজেট থেকে। শহরের প্রধান বাস স্ট্যান্ডের কাছেই চালু করা হয় এই ক্যাফে।

মি. প্যাটেল বলেছেন, "এর উদ্দেশ্য ছিল অম্বিকাপুরে দু'টো বিদ্যমান সমস্যার মোকাবিলা করা- প্লাস্টিক বর্জ্য এবং ক্ষুধা।"

আরও পড়ুন
প্লাস্টিক বর্জ্যের বদলে এই ক্যাফেতে খাবার দেওয়া হয়

ছবির উৎস, Ritesh Saini/ Ambikapur Municipal Corporation

ছবির ক্যাপশান, প্লাস্টিক বর্জ্য নিয়ে এলে এই ক্যাফেতে খাবার দেওয়া হয়
স্কিপ করুন বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল পড়ুন
আপনার হোয়াটসঅ্যাপে বিবিসি বাংলা।

বিবিসি বাংলার সর্বশেষ খবর ও বিশ্লেষণ এখন সরাসরি আপনার ফোনে।

ফলো করুন, নোটিফিকেশন অন রাখুন

বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল

'গার্বেজ ক্যাফে'-র নেপথ্যে চিন্তাটা খুব সহজ।

নিম্ন আয়ের মানুষ, বিশেষত ঘরহীন মানুষ এবং যারা আবর্জনা সংগ্রহ করে জীবিকা চালান তাদের রাস্তা বা আস্তাকুঁড়ে থেকে প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করতে উৎসাহ দেওয়া। ওই বর্জ্যের বিনিময়ে তাদের গরম খাবারের ব্যবস্থা করা।

এই ক্যাফেতে নিয়মিত আসেন স্থানীয় বাসিন্দা রশ্মি মণ্ডল। তিনি প্রতিদিন সকালবেলা রাস্তায় বেরিয়ে পড়েন ফেলে দেওয়া প্লাস্টিকের খোঁজে।

পুরনো খাবারের মোড়ক থেকে শুরু করে ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল- কিছুই বাদ যায় না তার সংগ্রহের তালিকা থেকে। এটাই তার কাছে বেঁচে থাকার একটা মাধ্যম।

"আমি বহু বছর ধরে এই কাজ করছি," তার সংগ্রহ করা ছোট্ট প্লাস্টিকের স্তূপের দিকে তাকিয়ে কথাগুলো বলছিলেন রশ্মি মণ্ডল।

এর আগে, তার সংগ্রহ করা প্লাস্টিক বর্জ্য স্থানীয় স্ক্র্যাপ ডিলারদের কাছে কিলোগ্রাম প্রতি মাত্র ১০ টাকায় বিক্রি করতেন- যা জীবনধারণের পক্ষে যথেষ্ট ছিল না।

তিনি বলেছেন, "কিন্তু এখন যে প্লাস্টিক সংগ্রহ করছি তার বদলে বাড়ির লোকের জন্য খাবার কিনতে পারছি। এটা আমাদের জীবনে একটা বড় বদল এনেছে।"

বিনোদ প্যাটেল জানিয়েছেন, এই ক্যাফে প্রতিদিন গড়ে ২০ জনেরও বেশি মানুষকে খাওয়ানো হয়।

এই ক্যাফে চালু হওয়ার পর থেকেই এখানে কাজ করছেন সারদা সিং প্যাটেল। তিনি জানিয়েছেন, ক্যাফেতে আসা ব্যক্তিদের বেশিরভাগই অত্যন্ত দরিদ্র।

তার কথায়, "ক্যাফেতে প্লাস্টিকের পরিবর্তে খাবার পাওয়া যায়। তবে আমরা শুধু মানুষের পেট ভরাতে সাহায্য করছি না, পরিবেশকে স্বচ্ছ রাখার ক্ষেত্রেও এর অবদান রয়েছে।"

ভারত সরকারের 'স্বচ্ছ ভারত মিশন আরবান'-এর আওতায় অম্বিকাপুরের স্যানিটেশন ও বর্জ্য ব্যবস্থাপনার সমন্বয়কারীর দায়িত্বে থাকা রীতেশ সাইনি জানিয়েছেন, এই ক্যাফে শহরের প্লাস্টিক বর্জ্যের পরিমাণের ওপরও প্রভাব ফেলেছে।

তিনি ব্যাখ্যা করেছেন, এই ক্যাফে ২০১৯ সাল থেকে প্রায় ২৩ টন প্লাস্টিক সংগ্রহ করেছে। তা না হলে এই আবর্জনা মাটিতে গিয়ে স্তূপ হতে থাকত।

২০১৯ সালের তথ্য অনুযায়ী, বছরে ওই শহরে ল্যান্ডফিলের পরিমাণ ছিল ৫.৪ টন, যা ২০২৪ সালে কমে দাঁড়িয়েছে দুই টনে।

বর্জ্য সংগ্রহকেন্দ্রে বিভিন্ন ধরনের বর্জ্যকে আলাদা করা হয় রিসাইক্লিংয়ের জন্য

ছবির উৎস, Ritesh Saini/ Ambikapur Municipal Corporation

ছবির ক্যাপশান, বর্জ্য সংগ্রহকেন্দ্রে বিভিন্ন ধরনের বর্জ্যকে আলাদা করা হয় রিসাইক্লিংয়ের জন্য

ক্যাফেতে একত্রিত হওয়া আবর্জনা অম্বিকাপুরের সামগ্রিক প্লাস্টিক বর্জ্যের একটা ছোট্ট অংশ মাত্র।

২০২৪ সালে ওই শহরের সামগ্রিক প্লাস্টিক বর্জ্যের পরিমাণ ছিল ২২৬ টন।

ক্যাফেতে আসা প্লাস্টিক বর্জ্যের প্রায় পুরোটাই ইতোমধ্যে রিসাইকেল করা হয়েছে বলে জানিয়েছেন মি. সাইনি।

প্লাস্টিক বর্জ্যের যে অংশটা কোনোক্রমে মূল সংগ্রহের নেটওয়ার্কের থেকে বাদ চলে যায়, তাকে একত্রিত করাই এই ক্যাফের মূল লক্ষ্য।

তিনি জানিয়েছেন, এর পাশাপাশি জনসাধারণকে এই অভিযানে অংশগ্রহণ করার জন্য উৎসাহ দেওয়াও তাদের উদ্দেশ্য।

অম্বিকাপুরে প্লাস্টিক বর্জ্য হ্রাস এবং রিসাইক্লিংইয়ের ওপরেও জোর দেওয়া হয়। শহরে প্লাস্টিকের ব্যবহারের ক্ষেত্রে কঠোর নিয়ম রয়েছে এবং বর্জ্য বাছাই ও তা ম্যানেজ করার জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে।

এই পদক্ষেপই অম্বিকাপুরকে ভারতের অন্যতম পরিচ্ছন্ন শহরের শিরোপা পেতে সাহায্য করেছে।

রীতেশ সাইনির কথায়, "এই শহরে দৈনিক ৪৫ টন কঠিন বর্জ্য উৎপন্ন হয়। এককালে এখান থেকে ৩.৫ কিলোমিটার দূরে অবস্থিত ১৬ একর বিস্তৃত ডাম্পিং গ্রাউন্ডে আবর্জনা ফেলা হতো। বিপুল পরিমাণ বর্জ্য ফেলা নিয়ে হিমশিমও খেতে হয়েছিল।"

তবে ২০১৬ সালে এএমসি ওই ডাম্পিং গ্রাউন্ডকে পার্কে রূপান্তরিত করে। 'জিরো-ওয়েস্ট ডিসেন্ট্রালাইজড সিস্টেম' বা শূন্য-বর্জ্য বিকেন্দ্রীভূত ব্যবস্থা চালু করা হয় যাতে এই জাতীয় ডাম্পিং গ্রাউন্ডের দরকারই না পড়ে।

সংগৃহীত প্লাস্টিক রিসাইকেল করে ছোট ছোট গ্র্যানিউল বা দানা তৈরি করা হয় যা রাস্তা নির্মাণের জন্য ব্যবহার করা হয়। অথবা সেগুলো রিসাইক্লারদের কাছে বিক্রি করে দেওয়া হয় যেখান থেকে স্থানীয় সরকারি খাতায় অর্থ আসে।

মুম্বাইয়ের সৈকতে পড়ে থাকা প্লাস্টিক বর্জ্য

ছবির উৎস, HT Photo/getty image

ছবির ক্যাপশান, প্লাস্টিক বর্জ্য অনেক শহরেই পরিবেশ দূষণের একটি অন্যতম কারণ, প্রতীকী ছবি

২০২০ সালের সরকারি প্রতিবেদন অনুসারে, 'ওয়েট ওয়েস্ট' বা ভেজা বর্জ্যকে কম্পোস্ট করা হয় এবং যে অল্প পরিমাণ বর্জ্যকে রিসাইকেল করা যায় না সেগুলোকে জ্বালানির জন্য সিমেন্ট কারখানায় পাঠানো হয়।

এই প্রচেষ্টার হাত ধরেই অম্বিকাপুর এখন 'জিরো ল্যান্ডফিল সিটি' (যে শহরে বর্জ্য মাটিতে গিয়ে স্তূপ হয় না) হিসেবে পরিচিতি লাভ করেছে।

গার্বেজ ক্যাফেতে আসা প্লাস্টিক এএমসি পরিচালিত স্থানীয় বর্জ্য সংগ্রহ কেন্দ্রে পাঠানো হয়।

অম্বিকাপুরে এখন ২০টা বিকেন্দ্রীভূত কেন্দ্র রয়েছে যেখানে সংগ্রহ করার পর বর্জ্যকে বাছাই করার সময় ৬০টিরও বেশি ভাগে ভাগ করা হয় যাতে সর্বাধিক পরিমাণে রিসাইক্লিং সম্ভব হয়।

এই কেন্দ্রগুলোতে ৪৮০ জন নারী নিয়োগ করা হয়েছে যাদের যাদের "স্বচ্ছতা দিদি" বলে সম্বোধন করা হয়। তারা এই সেন্টারগুলোতে বর্জ্য পৃথকীকরণের পাশাপাশি প্রতিদিন বাড়ি বাড়ি গিয়ে গৃহস্থালির আবর্জনাও সংগ্রহ করেন।

এই কাজ করে মাসে আট থেকে দশ হাজার টাকা আয় করেন তারা।

"প্রতিদিন ৩০ থেকে ৩৫ জন মানুষ এখানে প্লাস্টিক নিয়ে আসেন," বললেন সোনা টোপ্পো নামে এক ব্যক্তি। তিনি এই বর্জ্য সংগ্রহ কেন্দ্রগুলোর মধ্যে একটা চালান।

তার কথায়, "কেউ কেউ নিয়মিত আসেন, আর কেউ আবার মাঝেসাঝে প্লাস্টিক দিয়ে যান।"

তিনি জানিয়েছেন, ওই সেন্টারগুলোতে যারা বর্জ্য নিয়ে আসেন তাদের মধ্যে কেউ আবর্জনা কুড়ানোর কাজ করেন, কেউ দোকানের কর্মী এবং কেউ আবার শ্রমিক।

বর্জ্য সংগ্রহ কেন্দ্রের কর্মীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে গ্লাভস, মাস্ক এবং অন্যান্য ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন মি. সাইনি। যদিও যারা বর্জ্য সংগ্রহ করে আনেন তাদের জন্য এই সুযোগ-সুবিধা নেই।

পশ্চিম ভারতের গুজরাতের আহমেদাবাদ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মিনাল পাঠক শহুরে পরিবেশে জলবায়ু প্রশমন নিয়ে গবেষণা করেন।

তিনি জানিয়েছেন, মৌলিক সুরক্ষা সরঞ্জাম ছাড়াই আবর্জনা সংগ্রহ করলে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, ধারালো বস্তু এবং বিষাক্ত বর্জ্যের সংস্পর্শে আসার আশঙ্কা থেকে যায়। আবর্জনা সংগ্রহকারী ব্যক্তির অসুস্থ হয়ে পড়ার ঝুঁকি থাকে।

'স্বচ্ছ অম্বিকাপুর মিশন সিটি লেভেল ফেডারেশন'-এর সভাপতি শশীকলা সিনহা জানিয়েছেন ২০১৬ সাল থেকে কাজ শুরু করার পর থেকে এই কেন্দ্রগুলো প্লাস্টিক, কাগজ, পিচবোর্ড, ধাতু এবং 'ই-ওয়েস্ট' ইত্যাদি মিলিয়ে প্রায় ৫০,০০০ টন শুষ্ক বর্জ্য সংগ্রহ করে তা রিসাইক্লিং করেছে।

বাড়ি বাড়ি গিয়ে বর্জ্য সংগ্রহের এই ধারণা এত ভালো কাজ করেছে যে সেটা "অম্বিকাপুর মডেল" হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে এবং এখন ছত্তিশগড়ের ৪৮টি ওয়ার্ডে এই মডেল ব্যবহার করা হয়।

অম্বিকাপুরে জিরো-ওয়েস্ট মডেলের নেতৃত্ব দিয়েছেন ঋতু সাঁই জানিয়েছেন, শুধু ওই শহরই নয়, অন্যান্য মাঝারি আকারের শহরগুলতেও এই একই সমস্যার সমাধান করা তাদের লক্ষ্য।

এই প্রসঙ্গে ২০২৫ সালে প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের জন্য লেখা একটা ব্লগে তিনি উল্লেখ করেছিলেন, "আমাদের লক্ষ্য ছিল এমন একটা মডেল তৈরি করা যা বাস্তবে কার্যকর করা সম্ভব, পরিবেশগতভাবে টেকসই এবং আর্থিক দিক থেকেও কার্যকর।"

প্রতিদিন বিপুল পরিমাণে জড়ো হওয়া বর্জ্য প্রতিটা শহরে সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে- প্রতীকী ছবি

ছবির উৎস, AFP via Getty Images

ছবির ক্যাপশান, প্রতিদিন বিপুল পরিমাণে জড়ো হওয়া বর্জ্য প্রতিটা শহরে সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে- প্রতীকী ছবি

ভারতের অন্যান্য প্রান্তেও 'গার্বেজ ক্যাফে' গড়ে উঠেছে।

পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে বিনামূল্যে খাবার দেওয়ার জন্য ২০১৯ সালে একটা প্রকল্প চালু করা হয়েছিল। সেই বছরই তেলেঙ্গানার মুলুগু শহরে একটা নতুন প্রকল্পের আওতায় এক কেজি প্লাস্টিকের বদলে সেই ওজনের চাল দেওয়া শুরু করেছিল।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কর্ণাটকের মাইসুরুতে, ২০২৪ সালে একটা প্রকল্প চালু করা হয় যার আওতায় স্থানীয়রা যে কোনো রাষ্ট্রীয় অর্থায়নে পরিচালিত 'ইন্দিরা ক্যান্টিনে' ৫০০ গ্রাম প্লাস্টিকের বদলে জলখাবার খেতে পারেন। এক কেজি প্লাস্টিকের বদলে পেতে পারেন পেট ভরা খাবার।

উত্তরপ্রদেশে এমনই এক উদ্যোগের আওতায় প্লাস্টিক বর্জ্যের বদলে নারীদের হাতে স্যানিটারি প্যাড তুলে দেওয়া হয়েছে।

তবে, এই ধরনের প্রকল্পগুলো যে সব সময় সহজেই পরিচালিত হয়, তা নয়।

দিল্লিতে ২০২০ সালে 'গার্বেজ ক্যাফে' চালু করা হয়েছিল প্লাস্টিক বর্জ্য সংগ্রহের উদ্দেশ্যে। এর ২০টারও বেশি আউটলেট ছিল। কিন্তু এই উদ্যোগ তেমন সফলতা পায়নি।

এর মধ্যে বেশ কয়েকটা ক্যাফে বিবিসিকে জানিয়েছে, জনসচেতনতার অভাব, রিসাইক্লিংয়ের অবকাঠামোর জন্য পর্যাপ্ত সাহায্য না পাওয়ার মতো একাধিক কারণে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে।

মি. সাইনির মতে দিল্লিতে গার্বেজ ক্যাফের প্রতি কম উৎসাহের একটা কারণ হতে পারে অম্বিকাপুরের তুলনায় সেখানে (দিল্লিতে) নিম্ন আয়ের মানুষের সংখ্যা কম।

ভারতের বাইরে, কম্বোডিয়াতেও ক্ষুধা নিবারণ এবং বর্জ্য মোকাবিলা করার জন্য এমন উদ্যোগ নিতে দেখা গিয়েছে। প্লাস্টিক বর্জ্যের সমস্যার সঙ্গে যোঝা টনলে স্যাপ লেকের আশেপাশের বসাবাসকারী সম্প্রদায়ের মানুষ প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে ভাত পান।

মিনাল পাঠক জানিয়েছেন, অম্বিকাপুরের মতো অন্যান্য শহরও প্লাস্টিক বর্জ্যের নেতিবাচক প্রভাব সম্পর্কে মানুষকে সচেতন করতে এমন উদ্যোগ নিতে পারে। তবে 'গার্বেজ ক্যাফে'-র কনসেপ্ট তাদের পক্ষে কতটা কার্যকর হবে সেটা মূল্যায়ন করা দরকার। তার জন্য সরকারের সংশ্লিষ্ট তথ্য সরবরাহ করা উচিত।

প্লাস্টিক বর্জ্য সংগ্রহের প্রকল্পগুলোর প্রভাব ফেললেও কিছু সমস্যা এখনো রয়েছে।

প্লাস্টিকের অত্যধিক উৎপাদন, রিসাইকেল করা যায় না এমন প্লাস্টিকের ব্যবহার এবং বেশিরভাগ ভারতীয় পরিবারে বর্জ্যের যথাযথভাবে আলাদা না করার মতো সমস্যাগুলো রয়ে গেছে।

'গার্বেজ ক্যাফ'-এর প্রসঙ্গে মিনাল পাঠক বলেছেন, "প্লাস্টিকের সঙ্গে সম্পর্কিত মূল সমস্যার সমাধান না করে এটা ভাসা ভাসা একটা সমাধান দেয়।"

তবে এই প্রকল্পের গুরুত্বের কথা মেনে নিয়েছেন তিনি। সচেতনতা গড়ে তোলায় এবং স্থানীয় সমাধান হিসেবে এই জাতীয় উদ্যোগের প্রভাব কতখানি, তার প্রমাণ মিলেছে 'গার্বেজ ক্যাফে'র মাধ্যমে।

মিনাল পাঠকের কথায়, "এটা একটা ভালো সূচনা। তবে আমাদের আরও বড় ধরনের পরিবর্তন দরকার।"