লাল বেলুন, কমলা ও কার্নিভাল কুকুর - সপ্তাহের সেরা কিছু ছবি

ইউক্রেন যুদ্ধের এক বছরে ক্যাথেড্রালে কাঁদছেন এক নারী

ছবির উৎস, DANIEL LEAL / AFP

ছবির ক্যাপশান, ইউক্রেনে রাশিয়ার হামলার এক বছর হলো গত ২৪শে ফেব্রুয়ারি। সেদিন লন্ডনে ইউক্রেনিয়ান ক্যাথলিক ক্যাথেড্রাল চার্চে সর্বজনীন প্রার্থনার আয়োজন করা হয়, সেই প্রার্থনায় চোখের পানি মুছছেন এক নারী। রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পর থেকে লড়াই অব্যাহত আছে, সম্প্রতি কয়েকটি শহর দখলে নিতে রুশ বাহিনীর প্রচেষ্টা বেড়েছে এবং রুশ সেনারা অগ্রসরও হচ্ছে।
জার্মানির এক উৎসবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মূর্তি

ছবির উৎস, THILO SCHMUELGEN / REUTERS

ছবির ক্যাপশান, জার্মানির ডুজেলডর্ফে 'রোজ মানডে ' নামের এক কার্নিভাল প্যারেডে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে চিত্রায়ন করা হয় এভাবে- যেখানে দেখা যাচ্ছে বাথটাবে ভাসমান পুতিন রক্ত দিয়ে গোসল করছেন। ইউক্রেনে রাশিয়ার হামলার নিন্দা জানিয়ে গত ২৩শে ফেব্রুয়ারি এক প্রস্তাব পাশ করে জাতিসংঘ।
এক লোকের পিঠে তিনটি টিয়া পাখি

ছবির উৎস, MOHD RASFAN / AFP

ছবির ক্যাপশান, মালয়েশিয়ার ফ্রিফ্লাই গ্রুপের এক সদস্য মালয়েশিয়ার বাঙ্গিতে তার পোষা টিয়া পাখিদের নিয়ে ফ্রি-ফ্লাইট সেশন দেখছেন।
কমলা উৎসবে এক নারী

ছবির উৎস, MASSIMO PINCA / REUTERS

ছবির ক্যাপশান, ইতালির ইভরিয়া শহরে কমলা ফল দিয়ে মারামারির উৎসবে এক অংশগ্রহণকারী। মধ্যযুগে শহরটিতে এই উৎসবের শুরু। প্রচলিত কাহিনী হলো, মধ্যযুগে শহরে একজন চরম অত্যাচারী ডিউক স্থানীয়দের শোষণ করতেন। ডিউকের আবদার ছিল যে এলাকার সব নববধূদের বাসর রাতে তার সাথে রাত কাটাতে হবে। এই কথায় ক্রুদ্ধ হয়ে ভায়োলেটটা নামে এক নারী ডিউকের মুণ্ডু কেটে নেন। এমনিতেই শহরের মানুষ তার অত্যাচারে অতিষ্ঠ ছিল। ডিউককে হত্যার পর শহরের অধিবাসীরা তার প্রাসাদ পুড়িয়ে দেয়।সেদিন ডিউক এবং ভায়োলেটটার সমর্থকদের মধ্যে যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছিল, কমলার মারামারি তার প্রতীকী এক রূপ।প্রতি বছর শহরের মুল চত্বরে জড়ো হয় বহু মানুষ। অনেক পর্যটকও আসেন এই সময়ে। ঐতিহ্যবাহী গানবাজনার মধ্যে চলতে থাকে একে অপরকে কমলা আক্রমণ। দিনটি 'শ্রোভ টিউজডে' নামে পরিচিত।
তুরস্কের আন্তাকিয়ার ধ্বংসস্তূপে বেলুন বাঁধছেন এক ব্যক্তি

ছবির উৎস, SAMEER AL-DOUMY / AFP

ছবির ক্যাপশান, তুরস্কে ভয়াবহ ভূমিকম্পের পর দেশটির দক্ষিণাঞ্চলীয় আন্তাকিয়ার ধ্বংসস্তূপে লাল বেলুন বাঁধছেন এক ব্যক্তি। এই ব্যক্তি বার্তা সংস্থা এএফপিকে বলেন- এই বেলুনগুলো ভূমিকম্পে নিহত শিশুদের 'সবশেষ খেলনা'।
হিন্দু সাধু ধর্মগ্রন্থ পড়ছেন

ছবির উৎস, NAVESH CHITRAKAR / REUTERS

ছবির ক্যাপশান, নেপালের কাঠমান্ডুতে শিবরাত্রি উৎসবের সময় পশুপতিনাথ মন্দিরে বসে ধর্মগ্রন্থ পড়ছেন এক হিন্দু সাধু। শিবরাত্রি হিন্দুদের অন্যতম এক ধর্মীয় উৎসব। নতুন চাঁদ উঠার আগের দিন ও রাতে এই উৎসবটি পালন করা হয় এবং এটি হিন্দু দেবতা শিবকে উৎসর্গ করে পালন করা হয়।
কার্নিভালের কুকুর

ছবির উৎস, LUCAS LANDAU / REUTERS

ছবির ক্যাপশান, ব্রাজিলের রিও ডি জেনিরোতে কার্নিভালে 'কুকুরের প্যারেড' অনুষ্ঠিত হয় যেখানে শত শত কুকুর নানান ধরনের পোশাক পরে অংশ নেয়।
অ্যাঞ্জেলা বাসেটের ক্লাচ ব্যাগ বাফটা অ্যাওয়ার্ডে নজর কাড়ে

ছবির উৎস, PETER NICHOLLS / REUTERS

ছবির ক্যাপশান, লন্ডনে ২০২৩ ব্রিটিশ অ্যাকাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস (বাফটা) অ্যাওয়ার্ডে এই ক্লাচ ব্যাগটি নিয়ে আসেন অ্যাঞ্জেলা বাসেট। মিজ বাসেট ব্ল্যাক প্যানথার: ওয়াকান্ডা ফরেভার সিনেমায় অভিনয়ের জন্য 'বেস্ট সাপোর্টিং অ্যাকট্রেস ক্যাটাগরি'তে নমিনেশন পেয়েছিলেন।
নাইজেরিয়ার আনামব্রা প্রদেশে ট্রাক থেকে মিষ্টি আলু বাজারে দিচ্ছেন

ছবির উৎস, TEMILADE ADELAJA / REUTERS

ছবির ক্যাপশান, নাইজেরিয়ার আনামব্রা প্রদেশে ট্রাক থেকে মিষ্টি আলু নামাচ্ছেন শ্রমিকরা।

সব ছবির স্বত্ত্ব সংরক্ষিত।