‘৬ জানুয়ারি ভোট গ্রহণের তারিখ ধরে এগোচ্ছে ইসি’

পত্রিকা

তফসিল ঘোষণা প্রসঙ্গে ইত্তেফাকের প্রধান শিরোনাম, ‘৬ জানুয়ারি ভোট গ্রহণের তারিখ ধরে এগোচ্ছে ইসি’। প্রতিবেদনে বলা হচ্ছে, আগামী ছয়ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের তারিখ ধরে তফসিল ঘোষণার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন-ইসি।

খবরে বলা হয়েছে, আটই নভেম্বর থেকে ১৩ই নভেম্বরের মধ্যে তফসিল ঘোষণার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে ইতোমধ্যে প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক সম্পন্ন হয়েছে। আগামী পাঁচই নভেম্বর রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক শেষে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে ইসি।

তফসিল ঘোষণার বিষয়ে জানতে চাইলে ইসি সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, নভেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করে জানুয়ারির প্রথমার্ধে ভোটগ্রহণের জন্য প্রস্তুতি রয়েছে।

নির্বাচনের প্রস্তুতি অবহিত করার জন্য শনিবার ৪৪টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক আহ্বান করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনের কাজে হাবিবুল আওয়াল জানিয়েছেন, নির্বাচনের জন্য পরিস্থিতি অনুকূল হোক প্রতিকূল হোক, নির্বাচন করতেই হবে।

“পরিস্থিতি প্রতিকূল হলে নির্বাচন হবে না, এ ধরনের কোনো মিস আন্ডারস্ট্যান্ডিং জনগণের মধ্যে যেন না থাকে, সেজন্য স্পষ্ট করে বলতে চাই নির্ধারিত সময়ে, নির্ধারিত পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে,” তিনি বলেন।

ইসির সংলাপে আহ্বান জানানোর বিষয়ে দ্য ডেইলি স্টারের প্রথম পাতার খবর, ‘EC invites BNP, other parties to dialogue’ অর্থাৎ ‘বিএনপিসহ অন্যান্য দলকে সংলাপে আমন্ত্রণ জানিয়েছে ইসি’।

প্রতিবেদনে বলা হচ্ছে, নির্বাচন কমিশন বিএনপি ও অন্যান্য নিবন্ধিত রাজনৈতিক দলকে চিঠি দিয়ে আগামী চৌঠা নভেম্বর অনুষ্ঠিতব্য আলোচনায় অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছে।

কমিশন তাদের নির্বাচনী প্রস্তুতি সম্পর্কে দলগুলোকে অবহিত করবে এবং তাদের সুপারিশও শুনবে বলে ইসি কর্মকর্তারা জানিয়েছেন।

বুধবারও বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ এবং বাংলাদেশ ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে ইসি।

সমকাল
স্কিপ করুন বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল পড়ুন
আপনার হোয়াটসঅ্যাপে বিবিসি বাংলা।

বিবিসি বাংলার সর্বশেষ খবর ও বিশ্লেষণ এখন সরাসরি আপনার ফোনে।

ফলো করুন, নোটিফিকেশন অন রাখুন

বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল

বিএনপির সরকার পতনের এক দফা আন্দোলন এবং সাম্প্রতিক নানা চ্যালেঞ্জের বিষয়ে দৈনিক সমকালের প্রধান শিরোনাম, ‘বিএনপি এখন কী করবে’।

প্রতিবেদনে বলা হচ্ছে, দেশজুড়ে বিএনপি নেতাকর্মীর নামে একের পর এক মামলা, গ্রেফতার, সাঁড়াশি অভিযান চলছে, কেন্দ্রীয় ও গুলশান কার্যালয়ে ঝুলছে তালা।

পুলিশি পাহারায় থাকা কার্যালয় দুটিতে যাচ্ছে না নেতাকর্মী। সব মিলিয়ে সরকার পতনের এক দফা চূড়ান্ত আন্দোলনের কর্মসূচি নিয়ে কঠিন চ্যালেঞ্জের মুখে বিএনপি।

একই সঙ্গে চলমান রাজনৈতিক সংকট নিরসনে সংলাপের সম্ভাবনাও নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রী। এমনকি কঠোর হাতে বিরোধী দলের আন্দোলন মোকাবিলার হুঁশিয়ারিও উচ্চারণ করেছেন তিনি।

মহাসমাবেশ ও হরতালের পর টানা তিন দিন সারাদেশে অবরোধ কর্মসূচি দিয়ে সরকারকে ‘চাপে’ ফেলতে গিয়ে উল্টো এখন নিজেরা ‘বিপদে’ পড়েছে দলটি।

খোঁজ নিয়ে জানা গেছে, বিএনপির সামনে এখন আর কোনো পথ খোলা নেই। ‘ডু অর ডাই’ অবস্থানে রয়েছে তারা। চলমান চূড়ান্ত আন্দোলন অব্যাহত রাখবে। আরও কঠোর আন্দোলনের কর্মসূচির ছক কষছে দলটি।

বৃহস্পতিবার আবার নতুন কর্মসূচি নিয়ে আসছে বিএনপিসহ সমমনা বিরোধী ৩৭ দল। শুক্র ও শনিবার বিরতি দিয়ে রোববার থেকে দেশজুড়ে আবার টানা রাজপথ-রেলপথ-নৌপথে অবরোধের পাশাপাশি হরতাল কর্মসূচিও দিতে পারে তারা।

রোববার থেকে বৃহস্পতিবার টানা কর্মসূচি দেবে, নাকি সাধারণ মানুষের অসুবিধার কথা বিবেচনায় নিয়ে মাঝে একদিন বিরতি দেবে– তা নিয়ে আলোচনা চলছে।

একই ইস্যুতে প্রথম আলোর প্রথম পাতার খবর, ‘তফসিলের আগ পর্যন্ত টানা কর্মসূচির চিন্তা বিএনপির’। প্রতিবেদনে বলা হচ্ছে, দলের মহাসচিবসহ গুরুত্বপূর্ণ নেতাদের গ্রেফতারের পরও সরকার পতনের ‘এক দফার’ আন্দোলন থেকে সরছে না বিএনপি।

দলের নীতিনির্ধারণী সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, পরিস্থিতি যতই প্রতিকূল হোক জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত টানা কর্মসূচি চলবে।

টানা তিন দিনের অবরোধ শেষে বৃহস্পতিবার আবারও কর্মসূচি ঘোষণা করা হতে পারে। বিএনপির বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলদের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে প্রথম আলো।

তিন দিনের অবরোধ কর্মসূচির ধারাবাহিকতা রেখে পরবর্তী কর্মসূচি নির্ধারণ করার পক্ষে বেশির ভাগ কেন্দ্রীয় নেতা। তারা কঠোর কর্মসূচি অব্যাহত রাখার পক্ষে।

এক্ষেত্রে আবারো অবরোধ হরতাল, ঘেরাও, অসহযোগ কর্মসূচির পরামর্শ এসেছে, তবে মাঝে দুই একদিন বিরতিও থাকতে পারে।

ডেইলি স্টার

এদিকে বুধবার অবরোধ কর্মসূচির নিয়ে কালের কণ্ঠের প্রধান শিরোনাম, ‘আগুন, সংঘর্ষ, দূরের বাস চলেনি’।

প্রতিবেদনে বলা হচ্ছে, বিএনপি-জামায়াতের ডাকা সারা দেশে তিন দিনের অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিন বুধবার ঢাকাসহ অন্তত পাঁচ জেলায় সংঘর্ষ, ভাঙচুর ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

পুলিশ ও আওয়ামী লীগের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়া হয়। মোট ৯টি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। ঢাকাসহ ১৩টি জেলায় বিএনপি-জামায়াতের নেতাকর্মীসহ অন্তত ১১৪ জনকে আটক করেছে পুলিশ।

ঢাকার বিভিন্ন এলাকায় পুলিশের সঙ্গে অবরোধকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পুলিশকে লক্ষ্য করে ঢিল ছুড়ছেন অবরোধকারীরা। অ্যাম্বুল্যান্সসহ যাত্রীবাহী পাঁচটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়।

সংঘর্ষের এসব ঘটনায় আহত হয়েছেন পুলিশের তিন সদস্যসহ অন্তত ১১ জন। আটক হয়েছেন ১৫ জন। সিলেট বিভাগে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে সংঘর্ষের ঘটনা ঘটে। এসব ঘটনায় পুলিশ ছয়জনকে আটক করেছে।

নারায়ণগঞ্জ ও কুমিল্লায় গাড়ি ভাঙচুর করা হয়। চট্টগ্রামে তিনটি গাড়িতে আগুন দেওয়া হয়।

অবরোধ চলার কারণে যাত্রীসংকটে ভুগছে দূরপাল্লার বাস ও লঞ্চ। পর্যাপ্ত যাত্রী না পাওয়ায় বাস ও লঞ্চের যাত্রা বাতিল করা হচ্ছে। রাজধানীর সড়কে বাসের চলাচল বাড়লেও আতঙ্কে রয়েছেন পরিবহন মালিক ও শ্রমিকরা।

ভারতের সাথে প্রকল্প উদ্বোধন নিয়ে মানবজমিনের প্রথম পাতার খবর, ‘৩ উন্নয়ন প্রকল্পের যৌথ উদ্বোধন করলেন হাসিনা-মোদি’।

প্রতিবেদনে বলা হচ্ছে, বাংলাদেশে ভারতের সহায়তায় বাস্তবায়িত তিনটি প্রকল্প যৌথভাবে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী গণভবন থেকে এবং নরেন্দ্র মোদি নয়াদিল্লি থেকে অনুষ্ঠানে যুক্ত হন।

উদ্বোধন হওয়া তিনটি প্রকল্প হচ্ছে-আখাউড়া-আগরতলা রেলসংযোগ, খুলনা-মোংলা বন্দর রেলসংযোগ এবং মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্লান্টের দ্বিতীয় ইউনিট।

কালের কণ্ঠ

এদিকে পোশাক শ্রমিকদের বিক্ষোভ নিয়ে নিউ এইজের প্রধান শিরোনাম, ‘300 RMG units in Bangladesh suspend production as unrest on’ অর্থাৎ ‘আন্দোলনের মুখে বাংলাদেশের ৩০০ গার্মেন্টস কারখানায় উৎপাদন বন্ধ’।

প্রতিবেদনে বলা হচ্ছে, শ্রমিকদের আন্দোলনের মুখে বুধবার যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে সাভার, গাজীপুর এবং মিরপুরের অন্তত ৩০০টি কারখানা উৎপাদন বন্ধ রেখেছে।

ওইদিন শ্রমিকরা তাদের ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা করার দাবিতে বিক্ষোভ অব্যাহত রাখে। দাবি আদায়ে সকাল থেকেই রাজধানীর মিরপুর, গাজীপুর ও সাভারে রাস্তায় নেমে আসেন বিক্ষুব্ধ শ্রমিকরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাজীপুরে শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করলে বিক্ষিপ্ত সংঘর্ষে অন্তত ২০ পোশাক শ্রমিক ও চার পুলিশ সদস্য আহত হন।

গাজীপুরে শতাধিক নামধারী ও অজ্ঞাতনামা কয়েক হাজারের বিরুদ্ধে অন্তত নয়টি মামলা দায়ের হয়েছে।

ন্যূনতম মজুরি বোর্ডে মালিকদের প্রতিনিধি নতুন ন্যূনতম মজুরি ১০ হাজার ৪০০ টাকা করার প্রস্তাব দিলে শ্রমিকরা তা প্রত্যাখ্যান করে গত ২২শে অক্টোবর থেকে বিক্ষোভ শুরু করে।

বিশ্বকাপ আসরে বাংলাদেশের পরাজয়ের পেছনে সাকিব আল হাসানের ভূমিকা নিয়ে বণিক বার্তার প্রধান শিরোনাম, ‘সাকিবের ক্রমাগত অর্থনৈতিক অপরাধ দলের নৈতিক মানদণ্ডকে দুর্বল করেছে?

প্রতিবেদনে বলা হচ্ছে, গত দুই দশকে বিশ্বকাপ ক্রিকেটের আর কোনো আসরে এবারের মতো এতটা খারাপ পারফরম্যান্স দেখায়নি বাংলাদেশ। সাত ম্যাচের ছয়টিতেই পরাজিত হয়েছে তারা। পয়েন্ট টেবিলেও অবস্থান একেবারে নিচের দিকে।

এ অবস্থায় ক্ষীণ হয়ে এসেছে আগামী চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগও। এই দুর্দশা নিয়ে সংশ্লিষ্টদের বক্তব্য হলো বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়দের মধ্যে নৈতিক মনোবলের অভাব তাদের পারফরম্যান্সে ফুটে উঠেছে।

খবরে বলা হয়েছে, এজন্য অধিনায়ক সাকিব আল হাসানের নৈতিক মানদণ্ড এবং দলের শৃঙ্খলা ও অনুশাসন না মানাকেই দায়ী করা হচ্ছে।

বিভিন্ন সময়ে টুর্নামেন্ট চলাকালে দলের সঙ্গ ত্যাগ করে শোরুম উদ্বোধনের জন্য দেশে আসা, অর্থ পাচারে অভিযুক্ত বেটিং সাইটের পণ্যদূত হওয়ার মতো বিতর্কে জড়িয়েছেন সাকিব আল হাসান - এমনটি বলা হয়েছে ওই প্রতিবেদনে।

বেশকিছু কোম্পানির শেয়ার কারসাজিতে সন্দেহজনক লেনদেনকারীদের তালিকায় বেশ কয়েকবার তার নাম এসেছে।

নিউ এইজ

এদিকে ডলারের দাম নিয়ে নয়া দিগন্তের প্রথম পাতার খবর, ‘বাজারভিত্তিক হচ্ছে ডলারের দাম’।

প্রতিবেদনে বলা হচ্ছে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে ঋণ পাওয়ার অন্যতম শর্ত ছিল ডলারের দাম এবং ব্যাংক ঋণের সুদহারবাজারভিত্তিক করা। এগুলো যেন কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণে না থাকে।

গত কয়েক মাস ধরে নানাভাবে কেন্দ্রীয় ব্যাংক এ দুটি উপকরণকে পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করে আসলেও এখন বাজারের ওপর পুরোপুরি ছেড়ে দেয়া হচ্ছে।

এরই অংশ হিসেবে আন্তঃব্যাংকে ডলারের দাম এক লাফে সাড়ে তিন টাকা বাড়িয়ে দিয়েছেন ব্যাংকাররা। এখন থেকে আন্তঃব্যাংকে ডলারের দাম সর্বোচ্চ ১১৪ টাকা পর্যন্ত লেনদেন করতে পারবেন তারা।

মঙ্গলবার বৈদেশিক মুদ্রা লেনদেনকারী ব্যাংকগুলোর সংগঠন বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেদা) ও ব্যাংকারদের শীর্ষ সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) যৌথ বৈঠকে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বৈঠক সূত্র জানিয়েছে।

আর এ সুবাদে সবধরনের পণ্যের আমদানি ব্যয় বেড়ে যাবে।

ওমানের ভিসা নিয়ে আজকের পত্রিকার প্রথম পাতার খবর, ‘ওমান ভিসা দিচ্ছে না, আরও বন্ধের শঙ্কা’।

প্রতিবেদনে বলা হচ্ছে, বাংলাদেশের নাগরিকদের জন্য সব ধরনের ভিসা দেওয়া স্থগিত করেছে ওমান। মধ্যপ্রাচ্যের দেশটি মঙ্গলবার এই ঘোষণা দিয়েছে।

দেশটির সংবাদ মাধ্যম ওমান টাইমের খবরের বরাত দিয়ে আজকের পত্রিকা জানিয়েছে, কী কারণে এই ভিসা স্থগিত করা হয়েছে তার স্পষ্ট কোন কারণ দেখানো হয়নি।

তবে এর পেছনে পশ্চিমা দেশের হাত থাকতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। এ ধারণা সঠিক হলে শিগগিরই বাহরাইনসহ আরো কয়েকটি দেশের পক্ষ থেকে ভিসা নিষেধাজ্ঞা আসতে পারে বলে আশঙ্কা অনেকে।

রয়্যাল ওমান পুলিশ এক ঘোষণায় বলেছে, মঙ্গলবার থেকে সব শ্রেণীর বাংলাদেশী নাগরিকদের নতুন ভিসা ইস্যু স্থগিত কার্যকর হবে।

পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। পর্যটন ও ভ্রমণ ভিসায় ইতোমধ্যে যারা ওমানে এসেছেন তাদের জন্য ভিসা পরিবর্তন কার্যক্রম স্থগিত করা হয়েছে।

এর আগে পর্যটন ও ভ্রমণ ভিসায় ওমানে এসে প্রবাসীরা কর্মী ভিসা নিতে পারতেন। এখন এই সুবিধা স্থগিত হওয়ায়। এরকম যারা ওমানে অবস্থান করতেন তাদের দেশে ফিরি কাজের ভিসা নিয়ে আবার ওমানে ফিরতে হবে।

ইত্তেফাক