আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
‘ডলার সংকটে আবারো অস্থিতিশীল আলু ও চিনির বাজার’
দ্রব্যমূল্যে ডলার সংকটের প্রভাব নিয়ে বণিক বার্তার প্রধান শিরোনাম, ‘ডলার সংকটে আবারো অস্থিতিশীল আলু ও চিনির বাজার’। প্রতিবেদনে বলা হচ্ছে, আমদানি শুরুর পর নিম্নমুখী হয়ে উঠেছে আলুর দাম।
চিনির বাজার নিয়ন্ত্রণে আমদানি শুল্ক নামিয়ে আনা হয়েছিল অর্ধেকে। এরপরও বাজারে আবারো অস্থিতিশীল হয়ে উঠেছে পণ্য দুটির দাম।
গত তিনদিনে আলুর দাম বেড়েছে কেজিতে ১০ টাকা। নির্ধারিত দামের চেয়ে ১৫-২০ টাকা বেশি দরে বিক্রি হচ্ছে চিনি।
এজন্য ডলারের সংকটকে দায়ী করে ব্যবসায়ীরা বলছেন, একদিকে প্রয়োজনমত ঋণপত্র (এলসি) খোলা যাচ্ছে না। সেইসাথে আমদানিতে অতিরিক্ত অর্থ পরিশোধের কারণে এর প্রভাব পড়তে শুরু করেছে আলু ও চিনির বাজারদরে।
খবরে বলা হয়েছে, অব্যাহত দর বৃদ্ধির মুখে গত ১৪ই সেপ্টেম্বর আলুর কেজিপ্রতি মূল্য ৩৫-৩৬ টাকা নির্ধারণ করে দেয় সরকার। যদিও বাজারে এখন কোনো প্রভাব দেখা যাচ্ছে না।
আবার বাজারে চিনিও পর্যাপ্ত পরিমাণে পাওয়া যাচ্ছে না। যেসব দোকানে পাওয়া যাচ্ছে, সেখানে তা বিক্রি হচ্ছে ১৪৫-১৫০ টাকা কেজি দরে।
যদিও ১০-১২ দিন আগে প্রতি কেজি চিনি ১৩০-১৩৫ টাকায় বিক্রি হয়েছে।
দেশের বিবদমান রাজনৈতিক দলগুলোকে যুক্তরাষ্ট্রের পাঠানো চিঠি নিয়ে দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম, ‘শর্তহীন সংলাপে বসার আহ্বান ৩ দলকে’।
প্রতিবেদনে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সোমবার বিএনপি ও জাতীয় পার্টিকে এ–সম্পর্কিত চিঠি দেওয়া হয়েছে। আওয়ামী লীগকেও চিঠি দেয়ার কথা রয়েছে।
ওই চিঠিতে বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের তাগিদ দিয়ে বিবদমান সব পক্ষকে শর্তহীন সংলাপে বসার আহ্বান জানায়।
মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র চিঠিতে এসব কথা বলা হয়। সম্প্রতি দিল্লিতে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে ২+২ সংলাপের পর তিন দলকে এই চিঠি দিলেন ডোনাল্ড লু।
ওই চিঠিতে বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের ঘোষণা করা ভিসানীতির বিষয়টি স্মরণ করিয়ে দেওয়া হয়। বলা হয়, যারা গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে, তাদের বিরুদ্ধে যথাযথ প্রক্রিয়ায় ভিসানীতি (থ্রিসি) প্রয়োগ করা হবে।
সোমবার বিকালে জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের এমপির কাছে ওই চিঠি পৌঁছে দেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, ‘আমরা চিঠি পেয়েছি’।
তবে সোমবার রাত সাড়ে নয়টা নাগাদ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া যুগান্তরকে বলেন, ‘আমরা এমন চিঠি পাইনি।’
এদিকে জাতিসংঘের মানবাধিকার পর্যালোচনা সভায় বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে প্রথম আলোর প্রথম পাতার খবর, ‘গণতন্ত্র ও মানবাধিকারে জোর’।
প্রতিবেদনে বলা হচ্ছে, জেনেভায় চলমান জাতিসংঘ মানবাধিকার পরিষদের চতুর্থ ইউনিভার্সাল পিরিয়ডিক রিভিউ-ইউপিআর বা সার্বজনীন নিয়মিত পর্যালোচনার অংশ হিসেবে বাংলাদেশের সামগ্রিক মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
সেখানে গুম বিষয়ক আন্তর্জাতিক সনদে স্বাক্ষর এবং গুমের অভিযোগগুলো স্বাধীনভাবে তদন্তের আহ্বান জানানো হয়। নির্যাতনবিরোধী সনদ কনভেনশন এগেইন্স টর্চারের অতিরিক্ত প্রোটোকল স্বাক্ষরের সুপারিশও করে অনেক দেশ।
ডিজিটাল নিরাপত্তা আইনে পরিবর্তন আনা এবং সাইবার নিরাপত্তা আইনের বিষয়েও আলোচনা হয়। নতুন এ আইন মত প্রকাশের স্বাধীনতাকে মারাত্মকভাবে সংকুচিত করবে বলে অভিমত বিভিন্ন দেশের প্রতিনিধিদের।
এক্ষেত্রে তারা মানবাধিকার আইনগুলোর সঙ্গে সেটা সামঞ্জস্যপূর্ণ করতে সংশোধন করার তাগিদ দেন। এর মধ্যে কানাডার প্রতিনিধি সাইবার নিরাপত্তা আইন বাতিলের দাবি জানান।
এ বিষয়ে আইনমন্ত্রী বলেন, এসব অধিকার সীমাহীন নয়, নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ। আইন করার উদ্দেশ্য সাইবার জগতকে নিরাপদ রাখা।
এদিকে নির্বাচন ও বিরোধী দল প্রসঙ্গে মন্ত্রী বলেন, বাংলাদেশ রাজনীতির ক্ষেত্রে বিরোধীদের সব রকম অধিকার নিশ্চিত করেছে এবং বিরোধীদল পার্লামেন্টে সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা অবরোধ প্রসঙ্গে কালের কণ্ঠের প্রথম পাতার খবর, ‘তিন বাসে আগুন গ্রেপ্তার ৪৮০’।
প্রতিবেদনে বলা হচ্ছে, বিএনপি ও সমমনাদের চতুর্থ দফা অবরোধের দ্বিতীয় দিন সোমবার ঢাকাসহ দেশে তিনটি বাসে আগুন দেওয়া হয়। এই নিয়ে দুই দিনের অবরোধে ১৪টি যানবাহনে আগুন দেওয়া হলো।
দেশের কয়েক স্থানে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের বিক্ষিপ্ত সংঘর্ষ হয়। সারা দেশে পুলিশ ৪৮০ জনকে গ্রেপ্তার করেছে।
সন্ধ্যায় শনির আখড়া চৌরাস্তা ব্রিজের ওপর একটি যাত্রীবাহী বাসে এবং রবিবার দিবাগত রাতে বনানী এলাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি স্টাফ বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
এদিকে, বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর দাবি, রবিবার রাত ৮টা থেকে গতকাল রাত ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন ১৬টি মামলায় ৪৮০ জন নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন।
এসব মামলায় মোট আসামি করা হয়েছে এক হাজার ৭০০ জনকে।
এই নিয়ে গত ১৭ দিনে ৬৪২ মামলায় দলটির ১৪ হাজার ২৩১ জনকে গ্রেপ্তার করা হলো। এ সময়ের মধ্যে আহত হয়েছে ছয় হাজার ৮৭ জন।
ঢাকা ছাড়াও কয়েক জেলায় অবরোধের সমর্থনে ঝটিকা মিছিল হয়েছে। সকালে ঢাকায় যানবাহনের চাপ আগের চেয়ে কম ছিল। অবরোধে দূরপাল্লার বাস খুব একটা ছাড়েনি।
বেলা গড়িয়ে সন্ধ্যায় যানবাহন বেড়ে যায়। বাড্ডাসহ কোনো কোনো সড়কে দেখা গেছে যানজটও।
অবরোধ আহ্বান প্রসঙ্গে নয়া দিগন্তের প্রথম পাতার খবর, ‘আবারো ৪৮ ঘণ্টার অবরোধের ঘোষণা বিএনপির’
প্রতিবেদনে বলা হচ্ছে, মঙ্গলবার বিরতি দিয়ে বুধবার থেকে পঞ্চম দফায় টানা ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা দিয়েছে বিএনপি।
সোমবার বিকেলে ভার্চুয়ালি এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।
তিনি বলেন, বিএনপির মহাসমাবেশে হামলা, শীর্ষ নেতাদের গ্রেফতার এবং সরকার পতনের একদফা দাবিতে বুধবার ভোর ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টা রাজপথ, রেলপথ ও নৌপথে অবরোধ কর্মসূচি পালন করবে দলগুলোর নেতাকর্মীরা।
এখন পর্যন্ত বিএনপি'র পক্ষ থেকে কর্মসূচি দেয়া হয়েছে এবং সমমনা জোটগুলো একই কর্মসূচি ঘোষণা করবে।
এই অবরোধে গণমাধ্যমের গাড়ি, অ্যাম্বুলেন্স, অক্সিজেন সিলিন্ডার বহনকারী গাড়ি অবরোধের আওতামুক্ত থাকবে বলে জানানো হয়।
বুধবার থেকে ডাকা অবরোধের আগে বিএনপি চার দফায় ১৯৬ ঘন্টা অবরোধ কর্মসূচি পালন করেছে।
ডলার সংকট নিয়ে নিউ এইজের প্রধান শিরোনাম, ‘Economy slides further amid foreign currency crunch’ অর্থাৎ ‘বৈদেশিক মুদ্রার সংকটের মধ্যে অর্থনীতির অধঃপতন’।
প্রতিবেদনে বলা হচ্ছে, বৈদেশিক মুদ্রার সংকট, মূল্যস্ফীতি এবং মাসিক রপ্তানি আয়ের তীব্র হ্রাসের কারণে দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থার আরও অবনতি হয়েছে।
বৈদেশিক মুদ্রার সংকট, মূল্যস্ফীতি এবং মাসিক রপ্তানি আয় কমে যাওয়ায় দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থার আরও অবনতি হয়েছে।
অর্থনীতিবিদরা বলছেন অক্টোবরে মাসিক রপ্তানি আয় ১৩ দশমিক ৬৪ শতাংশ কমে তিন দশমিক ৭৬ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। যা একই মাসে চার ডলারের বেশি ছিল।
এরমধ্যে নতুন ন্যূনতম মজুরি নিয়ে তৈরি পোশাক খাতে অস্থিরতার অর্থনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা।
এদিকে অক্টোবরে দেশের খাদ্য মূল্যস্ফীতি ১২ দশমিক ৫৬ শতাংশে দাঁড়িয়েছে।ক্রমাগত উচ্চ মূল্যস্ফীতির কারণে বেশির ভাগ মানুষ চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিমত বিশেষজ্ঞদের।
অর্থনীতিবিদরা বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২০ বিলিয়ন ডলারের নিচে নেমে যাওয়ার জন্য বাংলাদেশ ব্যাংককে দায়ী করেছেন। যা কিনা ২০২১ আগস্টেও ৪৮ বিলিয়ন ডলার ছিল।
এদিকে বিমানের একটি ফ্লাইটের ঘটনা নিয়ে দ্য ডেইলি স্টারের পেছনের পাতার খবর, ‘Passenger ‘Dies Mid-Flight’: Biman does not land, carries on for 9 hours’ অর্থাৎ ‘ চলমান ফ্লাইটে যাত্রীর মৃত্যু: অবতরণ না করে, নয় ঘন্টা ধরে উড়েছে বিমান’।
প্রতিবেদনে বলা হচ্ছে, সোমবার সিলেট থেকে লন্ডনগামী ফ্লাইট ছেড়ে যাওয়ার আড়াই ঘণ্টার মধ্যে বিমানের একজন যাত্রী অসুস্থ হয়ে মারা যান।
কিন্তু এরপরও বিমানটি জরুরী অবতরণ করেনি এবং আরও নয় ঘন্টা যুক্তরাজ্যের উদ্দেশ্যে যাত্রা করেছে।
পাইলট-ইন-কমান্ড ক্যাপ্টেন ফজল মাহমুদ বলেন, "যাত্রীকে মৃত বলে ধরে নেওয়ার পর, বিমান কর্মকর্তারা তার মরদেহটি আসন থেকে নামিয়ে একটি খালি সারিতে শুইয়ে দেয়।"
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের ১১ ঘণ্টা ৩৭ মিনিট পর বিমানটি হিথ্রো পৌঁছায়।
অথচ প্রোটোকল অনুসারে, যে মুহূর্তে একজন যাত্রীর মেডিকেল জরুরী অবস্থা হয়, বিমানটিকে একটি মেডিকেল ইমার্জেন্সি ঘোষণা করে এসওএস পাঠাতে হবে এবং সম্ভাব্য নিকটতম বিমানবন্দরে অবতরণের জন্য প্রস্তুত হতে হবে।
বিমানের সূত্র অনুসারে, সমস্ত বিমানবন্দরগুলো জরুরী চিকিৎসা দেয়ার জন্য প্রস্তুত সেইসাথে, নিকটতম হাসপাতালগুলিকে সতর্ক করা থাকে। সেইসাথে অ্যাম্বুলেন্স এবং প্যারামেডিকদের স্ট্যান্ডবাই রাখা হয়।
পাইলট কাছের বিমানবন্দরে কেন অবতরণ করেননি জানতে চাইলে পাইলট বলেন, "আমার উদ্দেশ্য ছিল তাকে বাঁচানো, জানাজা করা নয়। তিনি আগেই মারা গিয়েছেন"
তাকে মৃত ঘোষণা করার জন্য বোর্ডে কোনও ডাক্তার ছিল না, পাইলট বলেন। এক্ষেত্রে তিনি ফ্লাইট কর্মকর্তা বা ফ্লাইট পার্সারের তথ্যের ওপরেই নির্ভর করেছেন।
ফ্লাইট পার্সার কোন প্রশিক্ষিত মেডিকেল পেশাদার নয়। তাকে শুধুমাত্র প্রাথমিক চিকিৎসা দেওয়ার প্রশিক্ষণ দেওয়া হয়। ঘটনাটি বিমান এখনো তদন্ত করেনি।