'ফের হাসপাতালে খালেদা জিয়া'

দৈনিক যুগান্তরের প্রথম পাতার খবর “ফের হাসপাতালে খালেদা জিয়া”। এই খবরে বলা হয়েছে, হঠাৎ করে শারীরিক কিছু জটিলতার কারণে সোমবার দিবাগত রাত দেড়টার দিকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আবারও ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।
ওই খবরে আরো বলা হয়েছে, সন্ধ্যা থেকে শারীরিকভাবে তিনি অসুস্থবোধ করায় মেডিকেল বোর্ড তাকে হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নেয়। হাসপাতালে যাওয়ার পর কিছু পরীক্ষা-নিরীক্ষা করার কথা রয়েছে। মঙ্গলবার সকালে সিদ্ধান্ত হবে তাকে হাসপাতালে ভর্তি রাখা হবে কিনা।
বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধায়নে রয়েছেন তিনি। কারাগার থেকে সাময়িক মুক্তির পর থেকে এ নিয়ে অষ্টমবারের মতো তাকে হাসপাতালে নেওয়া হল।
এছাড়া দুই দক্ষিণাঞ্চলীয় সিটি করপোরেশনের নির্বাচনের খবর দিয়ে শিরোনাম করেছে ১৩ই জুন ঢাকা থেকে প্রকাশিত বেশিরভাগ দৈনিক।
যুগান্তরের প্রধান শিরোনাম, “দুই সিটিতেই নৌকার মেয়র”। প্রতিবেদনে বলা হচ্ছে, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে ভোটের বড় ব্যবধান গড়ে খুলনা এবং বরিশাল সিটি করপোরেশনে নগরপিতা নির্বাচিত হয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত নৌকার দুই প্রার্থী।
খুলনায় মেয়র নির্বাচিত হয়েছেন তালুকদার আব্দুল খালেক। অন্যদিকে, বরিশালে মেয়র হয়েছেন আবুল খায়ের আব্দুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত। বিএনপিবিহীন এই নির্বাচনে তারা দুজনই বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।
রাতে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা ফল ঘোষণার পর দুই সিটিতেই আওয়ামী লীগের নেতাকর্মীরা ফুল দিয়ে বরণ করেন নবনির্বাচিত দুই মেয়রকে।
ভোটগ্রহণের দিন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ওপর হামলার অভিযোগ নিয়ে নয়া দিগন্তের প্রথম পাতার খবর “বরিশালে আ’লীগের হামলায় হাতপাখার প্রার্থী রক্তাক্ত”। খবরে বলা হচ্ছে, বরিশালে হাতপাখা প্রতীকের মেয়র প্রার্থী ও ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের ওপর ভোটকেন্দ্রে হামলার ঘটনা ঘটেছে।
নগরীর ২২ নং ওয়ার্ডের ৮৭ নম্বর কেন্দ্র পরিদর্শনকালে নৌকা প্রতীকের কর্মীরা তাকে মেরে রক্তাক্ত জখম করেছেন বলে অভিযোগ জানিয়েছেন এই মেয়র প্রার্থী। তিনি রক্তাক্ত অবস্থায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যান, সেখান থেকে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে যান এবং পুরো ঘটনা তুলে ধরে বিচার দাবি করেন।
এ বিষয়ে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।

বিবিসি বাংলার সর্বশেষ খবর ও বিশ্লেষণ এখন সরাসরি আপনার ফোনে।
ফলো করুন, নোটিফিকেশন অন রাখুন
বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল
এদিকে, হামলার বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্য নিয়ে মানবজমিনের প্রথম পাতার খবর, “সিইসি’র প্রশ্ন- উনি কি ইন্তেকাল করেছেন?”।
হাতপাখার প্রার্থীর ওপর হামলার অভিযোগের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল সাংবাদিকদের কাছে প্রশ্ন করেছেন, “রক্তাক্তের ব্যাপারটি আপেক্ষিক। উনি কি ইন্তেকাল করেছেন? আমরা উনার রক্তক্ষরণ দেখিনি।"
তিনি আরো বলেন, "আমরা শুনেছি হাতপাখার প্রার্থীকে পেছন থেকে একজন ঘুষি মেরেছে। ঘটনা জানার পর আমরা সঙ্গে সঙ্গে সবার সঙ্গে যোগাযোগ করেছি। ভোট কার্যক্রম ওই কারণে বাধাগ্রস্ত হয়নি।
তারপরও পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, রিটার্নিং কর্মকর্তাকে দায়ী ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।”
ইভিএম জটিলতা নিয়ে সমকালের প্রথম পাতার খবর, “ইভিএমে ভোটে কেউ খুশি, কেউ বেজার”। খবরে বলা হচ্ছে, সিটি নির্বাচনে ইভিএমে ভোট দিতে গিয়ে আঙুলের ছাপ না মেলা ও বোতাম বিড়ম্বনায় অনেকে হয়েছেন বিরক্ত।
মেশিনে ত্রুটি থাকায় বিড়ম্বনায় পড়তে হয়েছে অনেক ভোটারদের। বেশ কিছু কেন্দ্রে ভোট গ্রহণে ধীরগতিতে দুর্ভোগে পড়েন ভোটাররা। অনেককে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। তবে জীবনের প্রথম ভোট ইভিএমে দিতে পেরে খুশি হয়েছেন তরুণ ভোটাররা।
জামায়াতের ইসলামীর কর্মসূচিকে ঘিরে দ্য ডেইলি স্টার প্রথম পাতার খবর, “Jamaat rally after a decade: Speculations run rife over govt strategy”। প্রতিবেদনে বলা হচ্ছে, এক দশক পর ঢাকায় জামায়াতে ইসলামীর শনিবারের সমাবেশের ঘটনায় অনেকের মনে প্রশ্নের জন্ম দিয়েছে। অনেকে মনে করেন যে যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতির কারণে সরকার সমাবেশের অনুমতি দিতে পারে।
যদিও আওয়ামী লীগের কিছু নেতা দাবি করেছেন যে জামায়াতের সমাবেশের পিছনে বিএনপির সমর্থন ছিল। ওদিকে বিএনপি নেতাদের সন্দেহ জাগিয়েছে এতে জামায়াত এবং সরকারের মধ্যে বোঝাপড়া থাকতে পারে। নির্দলীয় অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে বিএনপি সম্প্রতি তার দীর্ঘমেয়াদী মিত্রের সাথে যোগাযোগ পুনরুদ্ধার করেছে।

বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে প্রথম আলোর প্রথম পাতার খবর, “ব্যাংক কেলেঙ্কারির হোতা শেখ আবদুল হাই অবশেষে আসামি”। প্রতিবেদনে বলা হচ্ছে, বেসিক ব্যাংকের মতো ভালো একটি রাষ্ট্র মালিকানাধীন ব্যাংককে কেলেঙ্কারিময় ব্যাংকে পরিণত করার হোতা ছিলেন ব্যাংকটির সাবেক চেয়ারম্যান শেখ আবদুল হাই বাচ্চু।
তবে তারপরও তাকে সম্মানের সাথে পদত্যাগের সুযোগ করে দিয়েছিল সরকার। এ নিয়ে দীর্ঘ আলোচনা-সমালোচনার পর দুদক সোমবার বেসিক ব্যাংকের অর্থ আত্মসাৎ-সংক্রান্ত ৫৯টি মামলার অভিযোগপত্র চূড়ান্ত করে।
অর্থ আত্মসাৎ ও পাচারের মামলায় আবদুল হাইসহ বেসিক ব্যাংকের ৪৬ জন ব্যাংক কর্মকর্তা এবং ১০১ জন গ্রাহককে এসব মামলায় আসামি করা হয়।
আসামিদের বিরুদ্ধে দুই হাজার ২৬৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।
একই বিষয়ে বণিক বার্তার প্রধান শিরোনাম, “২০ বছর অগ্রগতি, চার বছরে ধ্বংস: শেখ আবদুল হাই বাচ্চুকে চেয়ারম্যান নিয়োগের রহস্য আজও উন্মোচিত হয়নি”। এই খবরে বলা হচ্ছে, সাবেক সেনাশাসক হুসেইন মুহম্মদ এরশাদের সুনজরে পড়ে বাগেরহাটের রাজনীতিতে ব্যাপক প্রভাবশালী হয়ে উঠেছিলেন আবদুল হাই বাচ্চু। পরে তিনি আবার আলোচনায় আসেন ২০০৯ সালে।
রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ স্মল ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স (বেসিক) ব্যাংকের চেয়ারম্যান হিসেবে তার নিয়োগ সে সময় ব্যাংক খাতসংশ্লিষ্টদের অবাক করেছিল। প্রতিষ্ঠার পর দুই দশক ধারাবাহিকভাবে মুনাফা করে আসছিল বেসিক ব্যাংক।
কিন্তু মি. বাচ্চুর নিয়োগের পর তার একক কর্তৃত্ববলে বড় ঋণ বিতরণ শুরু হয়, এবং এরপরই ব্যাপক লুটপাটে দ্রুত অবনমন ঘটতে থাকে বেসিক ব্যাংকের - বলছে বণিক বার্তার ওই খবর।
ইত্তেফাকের পেছনের পাতার খবর, “যমুনা নদী ছোট করা হবে না, রিট খারিজ”। প্রতিবেদনে বলা হচ্ছে, দেশের দ্বিতীয় বৃহত্তম প্রাকৃতিক পানি প্রবাহের অন্যতম উৎস যমুনা নদীকে ছোট করা হবে না, পানি উন্নয়ন বোর্ড থেকে এই নিশ্চয়তা
প্রদান করায় রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। যমুনা নদীকে ছোট করার পরিকল্পনা নেই বলে এর আগে হাইকোর্টকে এক প্রতিবেদনে জানায় পানি উন্নয়ন বোর্ড। গত ১২ই মার্চ যুমনা নদীকে ছোট করার বিরুদ্ধে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ।
পরে গত ২৮শে মে দেশের দ্বিতীয় বৃহত্তম প্রাকৃতিক পানি প্রবাহের অন্যতম উৎস যমুনা নদীকে ছোট করার প্রজেক্ট ফাইল তলব করেন হাইকোর্ট। ১০ দিনের মধ্যে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষকে এ সংক্রান্ত সব নথি আদালতে দাখিল করতে বলা হয়।

অন্যান্য খবর
জাতীয় পরিচয়পত্র নিয়ে কালের কণ্ঠের প্রথম পাতার খবর, “এনআইডির নিয়ন্ত্রণ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে”। খবরে বলা হচ্ছে, মন্ত্রিসভা জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন, ২০২৩-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে।
নতুন এই আইন জাতীয় সংসদে পাস হলে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীন নিবন্ধকের অফিস নামের একটি সংস্থা। এর একটি বৈশিষ্ট্য হলো, যেকোনো নাগরিক জন্মের পরপরই নাগরিক সনদ বা একটি নম্বর পাবে। এই নম্বর অপরিবর্তিত হবে।
তবে ভোটার তালিকা করবে নির্বাচন কমিশন। সোমবার মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।
এদিকে প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে সমকালের প্রথম পাতার খবর, “অন্য কেউ ক্ষমতায় এলে দেশ ধ্বংস হয়ে যাবে : প্রধানমন্ত্রী”। সোমবার দুপুরে গণভবনে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নেতাকর্মীদের এক সভায় তিনি ওই মন্তব্য করেন।
তিনি বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে, বিদেশে বাংলাদেশের সম্মান-মর্যাদা বেড়েছে। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার জন্য আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় আনতে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি।
বিবাহ বিচ্ছেদ দিয়ে দৈনিক প্রথম আলোর পেছনের পাতার খবর, “ঢাকায় ৪০ মিনিটে একটি তালাক”। খবরে বলা হচ্ছে, দেশে সংসার ভেঙে যাওয়ার সংখ্যা বাড়ছে। বিবাহ বিচ্ছেদের সংখ্যা ঢাকায় সবচেয়ে বেশি। গত বছর ঢাকায় প্রতি ৪০ মিনিটে ১টি করে তালাক হয়েছে।
তবে ঢাকার বাইরেও বিচ্ছেদ বেড়েছে, এবং বিচ্ছেদের আবেদন নারীরা বেশি করছেন। বিচ্ছেদের আবেদনের পর সমঝোতা হয়েছে খুবই কম, পাঁচ শতাংশের নীচে। ঢাকার দুই সিটি করপোরেশন ও জেলা রেজিস্ট্রারের তথ্য বিশ্লেষণ করে বিবাহবিচ্ছেদের এই চিত্র পাওয়া যায়।

নয়া দিগন্তের পেছনের পাতার খবর, “রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১২০ জন নিহত হওয়ার ভয়াল স্মৃতির দিন আজ”। চয় বছর আগে ২০১৭ সালের ১৩ই জুনের রাতে টানা তিন দিনের ভারী বৃষ্টি আর বজ্রপাতে রাঙ্গামাটিতে ঘটে যায় স্মরণকালের ভয়াবহ পাহাড় ধসের ঘটনা। এতে পাঁচ সেনাসদস্য, নারী-পুরুষ ও শিশুসহ ১২০ জনের প্রাণহানি ঘটে।
কালের কণ্ঠের পেছনের পাতার খবর, “ডেঙ্গুতে ১২ দিনে ১৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৮৬”। খবরে বলা হচ্ছে, দেশে চলতি বছর ডেঙ্গুতে এ পর্যন্ত ২৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে অর্ধেক, অর্থাৎ ১৩ জন মারা গেছে চলতি জুন মাসের প্রথম ১২ দিনে।
জানুয়ারি থেকে মে পর্যন্ত বছরের প্রথম পাঁচ মাসে মারা গেছে ১৩ জন। ঢাকায় মারা গেছে ২২ জন, চট্টগ্রামে তিনজন ও বরিশাল বিভাগে একজন। চলতি বছর এ পর্যন্ত মোট ভর্তি রোগীর সংখ্যা তিন হাজার ৩৯০ জন।
নিউ এইজের পেছনের পাতার খবর, “Hasina sends mangoes for Mamata”। বাংলাদেশির প্রধানমন্ত্রী রোববার পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জন্য ১২০০ কেজি আম পাঠিয়েছেন। গতবছরও বাংলাদেশের প্রধানমন্ত্রী দুই ট্রাক হাড়িভাঙা আম পাঠিয়েছিলেন মমতা ব্যানার্জির জন্য।











