যুক্তরাষ্ট্রের নতুন সামরিক সহায়তা যেভাবে ইউক্রেনের ক্ষমতা বাড়িয়ে দেবে

এ সপ্তাহেই যুক্তরাষ্ট্রের ৬১ বিলিয়ন ইউএস ডলারের সামরিক সহায়তা যাবার কথা ইউক্রেনে

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, এ সপ্তাহেই যুক্তরাষ্ট্রের ৬১ বিলিয়ন ইউএস ডলারের সামরিক সহায়তা যাবার কথা ইউক্রেনে
    • Author, ক্রিস প্যাট্রিজ
    • Role, বিবিসি নিউজ অস্ত্র বিশ্লেষক

ইউক্রেনের জন্য ৬১ বিলিয়ন ইউএস ডলারের সামরিক সহায়তা ইউএস সিনেট অনুমোদন দিয়েছে এবং সেটি এখন প্রেসিডেন্ট জো বাইডেনের টেবিলে স্বাক্ষরের অপেক্ষায়।

এখন এতে করে ইউক্রেন নতুন কী অস্ত্র পেতে যাচ্ছে এবং তা দিয়ে রাশিয়ার সামনে কতোটা কী করতে পারবে তারা?

ইউক্রেনে যে সামরিক সহায়তা দেয়া হল

ইউক্রেনের এই সামরিক সহায়তা ইসরায়েল ও তাইওয়ানেরসহ মোট ৯৫ বিলিয়ন ইউএস ডলার সহায়তার একটা অংশ। প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার এতে স্বাক্ষর করে আইনে পরিণত করবেন বলে মনে করা হচ্ছে।

সহায়তার বিষয়ে এক প্রতিক্রিয়ায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদোমির জেলেন্সকি বলেন, “এটি মুক্ত বিশ্বে গণতন্ত্রের নেতা হিসেবে যুক্তরাষ্ট্রের ভূমিকাকে পুনরায় প্রতিষ্ঠিত করলো।”

এই সামরিক সহায়তার মধ্যে ইউক্রেনের জন্য কমপক্ষে ৮ বিলিয়ন ইউএস ডলার মূল্যের ক্ষেপণাস্ত্র ও গোলা বারুদের পুর্নসরবরাহ রয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বলছে তারা কয়েকদিনের মধ্যেই এর সরবরাহ শুরু করবে।

জার্মানভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান কিয়েল ইনস্টিটিউটের হিসেবে, ২০২২ সালে ফেব্রুয়ারি থেকে ২০২৪ সালের জানুয়ারি পর্যন্ত যুক্তরাষ্ট্র ইউক্রেনকে ৪৬.২ বিলিয়ন ইউএস ডলার সামরিক সহায়তা দিয়েছে। জার্মানি দিয়েছে ১০.৭ বিলিয়ন, যুক্তরাজ্য ৫.৭ বিলিয়ান, ডেনমার্ক ৫.২ বিলিয়ন এবং ইউরোপিয়ান ইউনিয়ন দিয়েছে ৬.১ বিলিয়ন ইউএস ডলারের সহায়তা।

ইউক্রেনকে সামরিক সহায়তা

এই মূহুর্তে ইউক্রেনের জরুরি ভিত্তিতে যে অস্ত্রগুলো প্রয়োজন সেগুলোকে তিনভাবে ভাগ করা যায়: আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, মাঝারি থেকে দূর পাল্লার ক্ষেপণাস্ত্র এবং গোলাবারুদ। এখন যুক্তরাষ্ট্রের সহায়তা এই তিনক্ষেত্রে কীভাবে ভূমিকা রাখতে পারে একটু দেখে নেয়া যাক।

আকাশ প্রতিরক্ষা

আকাশ পথে রাশিয়ার হুমকি প্রতিহত করা, ইউক্রেনের শহর ও এনার্জি প্ল্যান্টের মতো জরুরি সব স্থাপনা রক্ষায় ভীষণ গুরুত্বপূর্ণ।

গত সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদোমোর জেলেন্সকি জানান, শুধু এই বছরই তার দেশ ১২০০ রাশিয়ান মিসাইল, ১৫০০ ড্রোন ও ৮৫০০ বিশেষ বোমা হামলার শিকার হয়েছে।

পশ্চিমাদের সরবরাহ করা কাঁধে নিয়ে ছোঁড়া স্বল্প পাল্লার মিসাইল স্টিঙ্গার থেকে শুরু করে সবচেয়ে আধুনিক ও খুবই দামী প্যাট্রিয়ট সিস্টেম মিসাইল পর্যন্ত এখন ইউক্রেনের কাছে রয়েছে। জেলেন্সকি বলেন আরও অন্তত সাতটি প্যাট্রিয়ট বা এ ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দরকার তাদের।

প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা

রাশিয়ার ক্রুজ ও ব্যালিস্টিক মিসাইলসহ, স্থল ও আকাশ থেকে ছোঁড়ার ক্ষমতাসম্পন্ন কনভার্টেড এস-৩০০ ও এস-৪০০ মিসাইল, এবং ইরানের তৈরি শত শত শাহেদ-১৩৬ ড্রোনের মোকাবেলা করা ইউক্রেনের জন্য খুবই কঠিন হয়ে পড়েছে, কারণ এগুলো একসাথে অনেকগুলো আক্রমণে আসে।

আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বহুল চর্চিত একটি কৌশল হল লক্ষ্যবস্তু সামনে ছুঁড়ে দেয়া, তাদের ক্ষমতা সম্পর্কে জানা, তাদের রাডার সিস্টেম শনাক্ত করা এবং মিসাইলের মজুদ কমিয়ে আনা।

মাঝারি থেকে দূর-পাল্লার মিসাইল

তবে যুদ্ধটা স্থলপথে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। গত অক্টোবর থেকে রাশিয়ান বাহিনীর কাছে ইউক্রেন তাদের পূর্বাঞ্চলের অন্তত ৫৮৩ বর্গকিলোমিটার (২২ বর্গমাইল) জায়গা হারিয়েছে, যার বড় কারণ গোলা বারুদ ফুরিয়ে যাওয়া।

হাইমবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম বা হিমারস ইউক্রেনের জন্য যুদ্ধে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, কারণ মোবাইল প্ল্যাটফর্মের মাধ্যমেই এটির সাহায্যে বিস্ফোরণ ঘটানো যায়।

দ্রুত লক্ষ্যস্থলে পৌঁছে যাচ্ছে, আক্রমণের জন্য তৈরি হচ্ছে ও বিস্ফোরণ ঘটিয়ে আবার রাশিয়ান বাহিনী এটি দেখে ফেলা ও আক্রমণের আগেই চলে যাচ্ছে অন্য জায়গায়।

এরকম হিমারস এবার ইউক্রেনের বহরে আরও যুক্ত হবে বলে মনে করা হচ্ছে এবং একইসাথে আরও বেশি ট্যাংক ও ব্র্যাডলি যুদ্ধ যান যুক্ত হতে পারে বলে মনে করা হচ্ছে।

আরও উল্লেখযোগ্য হল, যুক্তরাষ্ট্রের বাহিনীর দূর পাল্লার ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম (এটিএসিএমএস) সম্প্রতি ইউক্রেনে এসে পৌঁছেছে।

হিমার্স রকেট ব্যবস্থা

পুরনো এটিএসিএমএস ইউক্রেনে ব্যবহার হচ্ছে গত বছর থেকেই, কিন্তু এর নতুন ধরন প্রায় দ্বিগুণ দূরত্ব অর্থাৎ ৩০০ কিলোমিটার পর্যন্ত পাড়ি দিতে সক্ষম।

ফলে এটি যুদ্ধকে দখলকৃত ক্রিমিয়ার ভেতরে পর্যন্ত নিয়ে যেতে পারে, রাশিয়া যেই জায়গাটিকে সুরক্ষিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাযুক্ত তাদের প্রধান নৌ ঘাঁটি ও আরও অনেক কিছু হিসেবেই ব্যবহার করছে।

কামানের তুলনামূলক পাল্লা

কামানের গোলা

তবে যুদ্ধে ব্যবহৃত প্রতিদিনের অস্ত্রগুলোর কথা ভুলে গেলেও চলবে না। এম৭৭৭ হাউয়িৎজার কামানকে প্রতিনিয়ত ১৫৫ মিলিমিটারের গোলা বারুদ দিতে হয়।

২০২২ সালের ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র এরকম ২০ লাখ গোলা পাঠিয়েছে ইউক্রেনে এবং খুব সম্ভবত তাদের নতুন সহায়তার ভেতরেও এটি অন্তর্ভুক্ত আছে।

যুক্তরাষ্ট্র এক্ষেত্রে “বিস্তৃত লজিস্টিকস নেটওয়ার্ক” ব্যবহার করেছে, তারা বলছে যাতে ইউক্রেনে অস্ত্র দ্রুত কয়েকদিনের মধ্যে পৌঁছানো যায়।

সহায়তাগুলো এখন ইউক্রেনের খুব কাছাকাছি এবং সেগুলো আনুষ্ঠানিকভাবে ইউক্রেনের হাতে তুলে দেয়া মাত্র সেগুলো ইউক্রেনের সম্পদ হয়ে যাবে।

হাউয়িৎজার

এই এসব সামরিক সরঞ্জাম যুদ্ধক্ষেত্রে নেয়া – বিশেষ করে গোলাবারুদ নিয়ে যেতে বেশ কয়েকদিন বা কয়েক সপ্তাহও লেগে যেতে পারে, কারণ পূর্বাঞ্চলে রাশিয়ান বাহিনীর জোর অভিযান অব্যাহত রয়েছে।

গত সপ্তাহে রাশিয়া বলেছে তারা পশ্চিমাদের সরবরাহ করা সরঞ্জামাদির সংরক্ষণাগার ও লজিস্টিকস কেন্দ্রগুলোতে হামলার মাত্রা আরও বাড়িয়ে দেবে।

Skip YouTube post
Google YouTube কনটেন্টের জন্য কি অনুমতি দেবেন?

এই নিবন্ধে Google YouTubeএর কনটেন্ট রয়েছে। কোন কিছু লোড করার আগে আমরা আপনার অনুমতি চাইছি, কারণ তারা হয়ত কুকি এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে থাকতে পারে। আপনি সম্মতি দেবার আগে হয়ত Google YouTube কুকি সম্পর্কিত নীতি এবং ব্যক্তিগত বিষয়ক নীতি প়ড়ে নিতে চাইতে পারেন। এই কনটেন্ট দেখতে হলে 'সম্মতি দিচ্ছি এবং এগোন' বেছে নিন।

সতর্কবাণী: বিবিসির নয় এমন ওয়েবসাইটের কনটেন্টের জন্য বিবিসি দায়ী না YouTube কনটেন্টে বিজ্ঞাপন থাকতে পারে

End of YouTube post

...এবং এফ-১৬ যুদ্ধবিমান

এগুলোর সঙ্গে কিছু অর্থ আগেই এসেছে এবং সেগুলো এখন কাজে লাগতে যাচ্ছে।

ইউক্রেনের পাইলট ও ক্রু-রা পশ্চিমা এফ-১৬ যুদ্ধবিমান চালনার প্রশিক্ষণ নিচ্ছে এই মূহুর্তে রোমানিয়াতে।

একাধিক ভূমিকায় অবতীর্ণ হতে পারা এসব বিমান আকাশে মুখোমুখি লড়াই এবং আকাশ থেকে মাটিতে যুদ্ধ করার ক্ষেত্রে খুবই শক্তিশালী ভূমিকা রাখতে পারে, যা ইউক্রেনের সার্বিক আকাশ প্রতিরক্ষাকেই শক্তিশালী করে।

মাসখানেকের মধ্যেই ইউক্রেনে ডেনমার্ক, নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্র থেকে কয়েক ডজন “ভাইপার্স” এসে পৌঁছানোর কথা। এই যুদ্ধবিমান রাতারাতি যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারবে না, তবে কিয়েভের প্রতিরক্ষা ব্যবস্থার ঝুলিতে নতুন তীর হিসেবে যুক্ত হবে।

যদিও মস্কো এগুলোকে উড়িয়ে দিয়ে এফ-১৬ যুদ্ধক্ষেত্রে খুব একটা পার্থক্য গড়তে পারবে না এবং রাশিয়ান বাহিনী সেগুলো আকাশেই ধ্বংস করে দেবে।