পত্রিকা: 'জামায়াতের সঙ্গে জোট নিয়ে ভাঙনের পথে এনসিপি'

যুগান্তর পত্রিকার আজকের খবর- জামায়াতের সঙ্গে জোট নিয়ে ভাঙনের পথে এনসিপি।
জামায়াতে ইসলামীর সঙ্গে জোটের সিদ্ধান্তকে ঘিরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বড় সংকটে পড়েছে। এই সমঝোতার বিরোধিতা করে দলের কেন্দ্রীয় ৩০ নেতা আহ্বায়ক নাহিদ ইসলামকে চিঠি দিয়েছেন, যার জেরে দলে অস্থিরতা তৈরি হয়েছে। দলীয় সূত্র বলছে, শিগগিরই আরও কয়েকজন শীর্ষ নেতা পদত্যাগ করতে পারেন, এতে এনসিপিতে বড় ধরনের ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে।
এরই মধ্যে সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা পদত্যাগ করেছেন। অন্য নেতারাও জানিয়েছেন, জামায়াতের সঙ্গে জোট প্রক্রিয়া এগোলে পদত্যাগের ঢল নামতে পারে।


নয়া দিগন্ত পত্রিকার আজকের খবর- হাদি হত্যায় আন্তর্জাতিক যোগসাজশের ইঙ্গিত।
জুলাই গণ-অভ্যুত্থানের আলোচিত মুখ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদী হত্যার ঘটনায় প্রধান সন্দেহভাজন দুই শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ও আলমগীর হোসেনকে ধরতে বাংলাদেশ ও ভারত, দুই দেশ থেকেই পুরস্কার ঘোষণা করা হয়েছে। তদন্ত সংশ্লিষ্টদের ভাষ্য, এ হত্যাকাণ্ড ঘিরে দেশ-বিদেশে পরিকল্পিত মিশনের ইঙ্গিত মিলছে।
হত্যার পরদিন স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ফয়সাল করিম মাসুদকে ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। এর পাশাপাশি ভারতে সামাজিক মাধ্যমে প্রচারিত এক ঘোষণায় তাকে জীবিত অবস্থায় বাংলাদেশে হস্তান্তর করতে পারলে ২০ লাখ ভারতীয় রুপি পুরস্কারের কথা বলা হয়। ওই ঘোষণায় যোগাযোগের জন্য একটি ই-মেইল ঠিকানাও উল্লেখ করা হয়েছে।

মানবজমিন পত্রিকার খবর- ৮ দলের নয়া মেরূকরণ, যুক্ত হচ্ছে আরও ৪ দল।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জামায়াত, ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিসসহ সমমনা আট দলের জোটকে ঘিরে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে। আসন সমঝোতা চূড়ান্ত হওয়ার আগেই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ আরও চারটি দল এই জোটে যোগ দেওয়ার পথে আছে, যার বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত আসতে পারে। পাশাপাশি আরও কয়েকটি দল যুক্ত হওয়ার আলোচনা চলছে।
তবে জামায়াতের নেতৃত্বাধীন জোটে যাওয়ার সিদ্ধান্তে এনসিপির ভেতরে মতবিরোধ দেখা দিয়েছে। দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা জোট সিদ্ধান্তে আপত্তি জানিয়ে দল ছাড়ার ঘোষণা দিয়েছেন এবং স্বতন্ত্র প্রার্থী হওয়ার কথা বলেছেন। এ ছাড়া জামায়াতের সঙ্গে জোটের বিরোধিতা করে দলের ৩০ নেতা আহ্বায়ককে চিঠি দিয়েছেন।
জোট সূত্রে জানা যায়, এনসিপি, এবি পার্টি, এলডিপি ও লেবার পার্টি যুক্ত হওয়ায় আসন সমঝোতায় কিছুটা দেরি হচ্ছে। তবে লিয়াজোঁ কমিটির ধারাবাহিক বৈঠকে ৮০ শতাংশ আসন বণ্টনে ঐকমত্য হয়েছে। বাকি আসন শীর্ষ নেতারা চূড়ান্ত করবেন। প্রয়োজনে মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় পর্যন্ত সমঝোতার সুযোগ থাকবে।

কালের কণ্ঠ পত্রিকার আজকের খবর - চ্যালেঞ্জ জয়ের মিশনে তারেক রহমান।
দীর্ঘ ১৭ বছরের বেশি নির্বাসন শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরেছেন। রাজসিক সংবর্ধনায় বরণ হওয়ার পরও তিনি স্থির থাকেননি; নিরাপত্তাঝুঁকি সত্ত্বেও জনগণের সঙ্গে মিশে শহীদদের কবর জিয়ারত করেছেন। বিশ্লেষকদের মতে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তাঁর প্রধান চ্যালেঞ্জ হবে কার্যকর নির্বাচনী কৌশল নির্ধারণ। একই সঙ্গে স্বাভাবিক চলাফেরা বজায় রাখলেও নিরাপত্তা ব্যবস্থায় সতর্ক থাকতে হবে।

প্রথম আলোর আজকের শীর্ষ খবর- বিএনপির শরিকদের কেউ ধানের শীষে, কেউ দলীয় প্রতীকে লড়বেন।
যুগপৎ আন্দোলনের অংশীদারদের জন্য বিএনপি এ পর্যন্ত ১৫টি আসন নিশ্চিত করেছে। ছয়টি দল ছাড়া বাকি শরিকদের নেতারা ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন। এরই মধ্যে চারটি দলের শীর্ষ নেতা দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিয়েছেন এবং আরও দুটি দলের মহাসচিবও বিএনপিতে যুক্ত হয়েছেন। এখন পর্যন্ত পাঁচজন শরিক নেতা ধানের শীষ প্রতীক পেয়েছেন।
এর বাইরে গণসংহতি আন্দোলন, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, গণ অধিকার পরিষদ ও বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি নিজ নিজ প্রতীকে নির্বাচনে যাচ্ছে। এর মধ্যে বিজেপির চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ ভোলা-১ আসনে 'গরুর গাড়ি' প্রতীকে মনোনয়ন জমা দিয়েছেন। আগে তাঁকে ঢাকা-১৭ আসনে প্রার্থী করার আলোচনা থাকলেও বিএনপির জ্যেষ্ঠ নেতারা সেখানে তারেক রহমানকে প্রার্থী করার আগ্রহ জানানোয় তিনি ভোলাতেই মনোনয়ন দেন।

দ্য ডেইলি স্টার পত্রিকার প্রথম পাতার খবর- Khaleda Zia 'going through critical phase' অর্থাৎ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এখনও সংকটাপন্ন।
তাঁর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতির কথা এখনই বলা যাচ্ছে না; তিনি একটি জটিল ও সংকটময় সময় পার করছেন।
এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মায়ের দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। গত ২৩ নভেম্বর খালেদা জিয়াকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে প্রথমে তাঁকে সিসিইউতে এবং পরে আইসিইউতে নেওয়া হয়।

বিবিসি বাংলার সর্বশেষ খবর ও বিশ্লেষণ এখন সরাসরি আপনার ফোনে।
ফলো করুন, নোটিফিকেশন অন রাখুন
বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল
নিউ এইজ পত্রিকার আজকের শীর্ষ খবর- BPC profit surges on falling global oil prices অর্থাৎ বিশ্ববাজারে তেলের দাম কমলেও বিপিসির মুনাফা বেড়েছে।
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলেও রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) মুনাফা বেড়েই চলেছে। তবে আমদানিমূল্য কমার সুবিধা ভোক্তারা পাচ্ছেন না, কারণ দেশে জ্বালানি তেলের দাম উচ্চ পর্যায়েই রাখা হয়েছে।
জ্বালানি বিভাগ সূত্র জানায়, ২০২৪–২৫ অর্থবছরে বিপিসির নিট মুনাফা হয়েছে ৪,২১৬ কোটি টাকা, যখন অপরিশোধিত তেলের গড় দাম ছিল ব্যারেলপ্রতি ৭০ ডলার। আগের অর্থবছরের তুলনায় মুনাফা ৯ শতাংশের বেশি বেড়ে গত ১১ বছরে মোট মুনাফা দাঁড়িয়েছে প্রায় ৬৪ হাজার কোটি টাকা।
চলতি ২০২৫–২৬ অর্থবছরের প্রথম পাঁচ মাসে গড় মাসিক মুনাফা বেড়ে প্রায় ৪০০ কোটি টাকায় পৌঁছেছে, কারণ তেলের দাম ৬০ ডলারের নিচে নেমেছে।
এদিকে ১ ডিসেম্বর ২০২৫ থেকে বিপিসি সব ধরনের জ্বালানির দাম লিটারপ্রতি ২ টাকা বাড়িয়েছে। বর্তমানে ডিজেল ১০৪, অকটেন ১২৪, পেট্রোল ১২০ ও কেরোসিন ১১৬ টাকায় বিক্রি হচ্ছে।
ভোক্তা অধিকার সংগঠন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের জ্বালানি উপদেষ্টা এম শামসুল আলম বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারও বিপিসিকে লাভের প্রতিষ্ঠান হিসেবে ব্যবহার করছে, যা ভোক্তাদের জন্য চরম অন্যায়।

সংবাদ পত্রিকার আজকের খবর- আরও ৪ দিন থাকবে কুয়াশা, কমেছে শৈত্যপ্রবাহ।
গত দু'দিন ধরে বয়ে যাওয়া মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহটি কেটে গেছে। কিন্তু কুয়াশার দেখা মিলবে আরও কয়েকদিন। আরও কয়েকদিন মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবওহাওয়া অধিদপ্তর। এই কুয়াশার কারণেই শীত বেশি অনুভূত হচ্ছে বলে অভিমত আবহাওয়া অধিদপ্তরের।
আবহাওয়া অফিস জানায়, 'আজ ও কাল মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং কোথাও কোথাও দুপুর পর্যন্ত তা অব্যাহত থাকতে পারে।' ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ- পরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে বলে সাংবাদিকদের জানিয়েছেন আবওহাওয়াবিদ আফরোজা সুলতানা।

আজকের পত্রিকার খবর- ভোটের রাজনীতি: বড় দলে বিলীন ছোটরা।
নির্বাচন কমিশনের ভোটের হুইসেল বাজার সঙ্গে সঙ্গে রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হচ্ছে। কেউ কেউ জয়ের সম্ভাবনা বাড়াতে দল বিলুপ্ত করছে, আবার কেউ দলের শীর্ষ পদ ছেড়ে বড় দলে যোগ দিচ্ছে।
বিশ্লেষকেরা বলছেন, এটি ক্ষমতার দৌড়ে টিকে থাকার একটি অভিনব কৌশল। যোগ দেওয়া নেতারা অবশ্য আদর্শগত মিল ও ভোট কৌশল বিবেচনায় বড় দলের প্রতীকে নির্বাচন করার জন্য এমন করছেন।
দেশের ভোট রাজনীতিতে দলবদল নতুন নয়। বড় দলগুলো আসন ছাড়লেও মাঠপর্যায়ের দুর্বলতা ও সীমিত ভোটব্যাংকের কারণে নির্বাচনে চ্যালেঞ্জের মুখোমুখি হয়। আগামী সংসদ নির্বাচনের পর সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) ভিত্তিতে উচ্চকক্ষ গঠন করা হবে, তাই বড় দলগুলোও আসন ছাড়তে বিভিন্ন হিসাব করছে। এই পরিস্থিতিতে ছোট দলগুলোর নেতারা বড় দলের ছায়াতলে গিয়ে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা করছেন, কিন্তু এতে তাদের নিজস্ব দলগুলো বিলীন হওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে।

দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার খবর- Govt vows credible elections, warns against sabotage: Adilur, অর্থাৎ গ্রহণযোগ্য নির্বাচনের অঙ্গীকার করছে সরকার, ষড়যন্ত্র নিয়েও সতর্ক থাকতে হবে বলছেন উপদেষ্টা আদিলুর রহমান খান।
স্থানীয় সরকার, সমবায়, গৃহনির্মাণ ও জনকাজের উপদেষ্টা আদিলুর রহমান খান শনিবার বলেছেন, সরকার নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নিচ্ছে এবং আসন্ন নির্বাচনে কোনো ধ্বংসচেষ্টার চেষ্টা হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
তিনি বলেন, "ফ্যাসিবাদী শক্তি ভোটে বাধা দিতে চাইতে পারে, তবে সরকার জনগণের সহায়তায় একটি মুক্ত, সুষ্ঠু ও বিশ্বস্ত নির্বাচন নিশ্চিত করবে। ধ্বংসচেষ্টা যারা করবে, তাদের কঠোরভাবে থামানো হবে।"
আদিলুর এই মন্তব্য করেছেন জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারত ও মাদারীপুরে জুলাই স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করার পর। এর আগে তিনি মাদারীপুরের মাদার বাজারে শহীদ নাঈমুর রহমান ও মামুনের কবর পরিদর্শন, ফুল অর্পণ এবং শিবচর উপজেলায় গৃহনির্মাণ প্রকল্প ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র পরিদর্শন করেছেন।








