অস্ট্রেলিয়ায় দুই হামলাকারী বাবা ও ছেলে, বলছে পুলিশ

ছবির উৎস, BBC/Isabelle Rodd
অস্ট্রেলিয়ার পুলিশ বলেছে, ইহুদি একটি উৎসবকে লক্ষ্য করে সিডনির বন্ডাই বিচে গুলি চালিয়ে যারা ১৫ জনকে হত্যা করেছে, তারা ছিল বাবা ও ছেলে।
এর মধ্যে ৫০ বছর বয়সী ব্যক্তি ঘটনাস্থলেই মারা গেছেন এবং তিনি একটি 'গান ক্লাবের' সদস্য। তার অস্ত্র রাখার লাইসেন্স ছিলো। অন্যদিকে তার ২৪ বছর বয়সী ছেলে গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছে।
তবে তারা অস্ট্রেলিয়ার নাগরিক কি-না সে বিষয়ে পুলিশ কমিশনার ম্যাল ল্যানিয়ন নিউ সাউথ ওয়েলস পুলিশের সংবাদ সম্মেলনে পরিষ্কার করে কিছু বলেননি।
রবিবার বন্ডাই বিচে দুই বন্দুকধারীর গুলিতে দশ বছর বয়সী একটি মেয়েসহ মোট পনের জন মারা গেছে, যাদের বয়স ১০ থেকে ৮৭ বছরের মধ্যে।
পুলিশ বলছে, বন্ডাই বিচে ইহুদি ধর্মীয় উৎসব হানুকাহ উদযাপন শুরু উপলক্ষ্যে চলা অনুষ্ঠানে হামলাটি হয়েছে এবং তারা এটিকে সন্ত্রাসী ঘটনা হিসেবে বিবেচনা করছে।
দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ হামলাকে সম্পূর্ণ নৃশংস ঘটনা উল্লেখ করে বলেছেন, এতে ইহুদি সম্প্রদায়কে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি অং এর সাথে কথা বলে এই হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বলে স্টেট ডিপার্টমেন্টের এক বিবৃতিতে বলা হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, 'ইহুদি বিদ্বেষের সাথে কোনো ধরনের আপোষ হতে পারে না- একে অবশ্যই মোকাবেলা ও পরাজিত করতে হবে'।

ছবির উৎস, BBC/Isabelle Rodd
বিনোদনমূলক শিকারের আগ্নেয়াস্ত্র
বন্ডাই বিচের হামলাকারীদের মধ্যে যিনি বয়স্ক তিনি বিনোদনমূলক শিকারের জন্য অস্ত্র রাখার লাইসেন্স পাওয়ার যোগ্য ছিলেন।
পুলিশ কমিশনার ম্যাল ল্যানিয়ন বলেছেন ওই ব্যক্তির কাছে 'ক্যাটাগরি এবি লাইসেন্স' ছিলো যা ওই ব্যক্তিকে লং আর্মস রাখার অধিকার দেয়। ২০১৫ সাল থেকেই এই লাইসেন্স তার ছিলো।
"আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের শর্ত অনুযায়ী অস্ত্র নিবন্ধনের প্রতিটি আবেদন নিখুঁতভাবে যাচাই করে নিশ্চিত করা হয় যে আবেদনকারী ব্যক্তি লাইসেন্স ধারণের উপযুক্ত ও যোগ্য," সংবাদ সম্মেলনে বলেছেন তিনি।
নিউ সাউথ ওয়েলস সার্ভিসের ওয়েবসাইট অনুযায়ী, একজন ব্যক্তির শিকারের জন্য অস্ত্রের লাইসেন্স পাওয়ার যোগ্যতা নির্ভর করে তিনি কোথায় শিকার করতে চান, কোন ধরনের প্রাণী শিকার করতে চান ও শিকারের উদ্দেশ্য কী- এসব বিষয়ে ওপর।
এতে বলা হয়েছে, মূলত বিনোদন কিংবা খাওয়ার জন্য প্রাণী শিকারের অনুমতি দেওয়া হয়।
অস্ট্রেলিয়ার বন্দুক আইন
বিশ্বের সবচেয়ে কঠিন 'গান ল' বা বন্দুক সম্পর্কিত আইন থাকার কারণে অস্ট্রেলিয়ানরা তাদের দেশকে নিরাপদ করে গর্ব করে থাকে।
মূলত ১৯৯৬ সালে পোর্ট আর্থার গণহত্যার ঘটনার পর ব্যক্তিগত মালিকানাধীন অস্ত্র বিশেষ করে অটোমেটেড অস্ত্রের বিষয়ে আইনে গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন আনা হয়।
তাসমানিয়ার ওই ঘটনায় তখন ৩৫ জন নিহত হয়েছিলো।
এখন নিয়মানুযায়ী একজন ব্যক্তি অস্ত্র রাখতে হলে অবশ্যই তার নিবন্ধিত পারমিট বা লাইসেন্স থাকতে হবে বলে নিউ সাউথ ওয়েলস পুলিশের ওয়েবসাইটে বলা হয়েছে।

ছবির উৎস, Reuters
ঘটনাস্থলে শ্রদ্ধা জানাতে প্রধানমন্ত্রীর উৎসাহ
নিউ সাউথ ওয়েলস প্রিমিয়ার ক্রিস মিনস বন্ডাই প্যাভিলিয়নে তৈরি করা মেমোরিয়াল সাইট বা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের জন্য লোকজনকে উৎসাহ দিয়েছেন।
"আমি দেখেছি লোকজন সেখানে পুষ্পস্তবক অর্পণ করছে। আমরা কমিউনিটির সদস্যদের এটি করতে উৎসাহিত করছি," তিনি এক সংবাদ সম্মেলনে বলছিলেন।
তিনি রক্ত দিতে আসা বিপুল সংখ্যক মানুষের লাইন দেখেছেন এবং একে স্বাগত জানিয়েছেন।
"নাগরিক দায়িত্ব পালন করতে চাইলে ধৈর্য ধরুন। তবে একে আন্তরিকভাবে স্বাগত জানানো হবে এবং এটি ভালো কাজে ব্যবহার করা হবে," বলছিলেন তিনি।
সাংবাদিকরা ক্রিস মিনসকে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নিয়ে অনেক প্রশ্ন করেন এবং তিনি স্বীকার করেন যে এ বিষয়ক আইনে পরিবর্তনের প্রয়োজন আছে।
"এর জন্য আইনের প্রয়োজন, যার অর্থ হলো সমাজে ব্যবহারিক প্রয়োজন নেই এমন ভীতিকর অস্ত্রগুলো পাওয়া আরও কঠিন করে তোলার জন্য সংসদে বিল আনতে হবে," বলছিলেন তিনি।
তার প্রশ্ন, "আপনি যদি কৃষক না হোন, কৃষিকাজে জড়িত না হন তাহলে জনগণকে বিপদে ফেলার মতো অস্ত্র আপনার কেন দরকার হবে?"

ছবির উৎস, Getty Images
ক্রিস মিনস বলেন, ইহুদি সম্প্রদায়ের তাদের বিশ্বাস অনুযায়ী যে কোনো উৎসব উদযাপনের অধিকার আছে।
প্রসঙ্গত, নিউ সাউথ ওয়েলসের সিডনির বন্ডাই বিচ অস্ট্রেলিয়ার সবচেয়ে সুন্দর সৈকতগুলোর একটি। সেখানে রোববার অস্ট্রেলিয়ার স্থানীয় সময় বিকেল ৫টার দিকে এই হামলার ঘটনা ঘটে।
পুলিশ আগেই জানিয়েছিলো, যে দুইজন বন্দুকধারী এই হামলা চালিয়েছে, তাদের একজন পুলিশের গুলিতে নিহত হয়েছে।
আরেকজনকে আহত অবস্থায় পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
রোববার বিকেলে যখন এই সশস্ত্র হামলার ঘটনা ঘটে তখন সেখানে হাজারেরও বেশি মানুষ উপস্থিত ছিল বলে জানিয়েছে পুলিশ।
তখন বন্ডাই বিচে ইহুদি ধর্মীয় উৎসব হানুকাহ উদযাপনের অনুষ্ঠান চলছিল।








