অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধনে আডবাণী-জোশীরাই কেন থাকছেন না?

ছবির উৎস, Getty Images
- Author, অমিতাভ ভট্টশালী
- Role, বিবিসি নিউজ বাংলা, কলকাতা
ভারতের অযোধ্যায় আগামী মাসে রামমন্দিরের উদ্বোধনে সারা ভারতের হিন্দু সাধু-সন্ত, রাজনৈতিক নেতা, চিত্রতারকা সহ প্রায় চার হাজার মানুষকে আমন্ত্রণ পাঠানো হচ্ছে। তবে আশির দশক থেকে রাম মন্দির আন্দোলনের পুরোভাগে থাকা লাল কৃষ্ণ আদবাণী, মুরলী মনোহর জোশীকে উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েও তাদের না আসতে অনুরোধ করা হয়েছে।
অযোধ্যা, ১৯৯২ সালের ছয়ই ডিসেম্বর। কয়েক লক্ষ হিন্দু ‘করসেবক’ সেদিন অযোধ্যায়। বেশ কয়েকজনকে দেখা গিয়েছিল বাবরি মসজিদের মাথায় উঠে পড়তে।
“লাল কৃষ্ণ আডবাণী সেই সময়ে বক্তৃতা করছিলেন, মনে আছে। বাবরি মসজিদের মাথায় তখন বেশ কয়েকজন করসেবক উঠে পড়লেন। মঞ্চের মাইক থেকে কয়েকবার বলা হয়েছিল যে মসজিদের গম্বুজে পতাকা তোলা হয়ে গেছে, এবারে নেমে আসুন আপনারা,” ছয়ই ডিসেম্বর অযোধ্যায় হাজির থাকা প্রবীণ সাংবাদিক শুভাশিস মৈত্র বলছিলেন।
তার কথায়, “সেই আবেদন তো কেউ শোনেই নি, উল্টে আরও বহু মানুষ উঠে পড়তে লাগল মসজিদের গম্বুজে। একটা সময়ে মি. আডবাণী মঞ্চ ছেড়ে চলে গিয়েছিলেন, সেটাও মনে আছে। মুরলী মনোহর জোশীও মঞ্চে ছিলেন। তারপর তো সবাই জানেন যে কীভাবে মসজিদটি ভেঙ্গে পড়েছিল।"
End of বিবিসি বাংলায় আরও পড়তে পারেন

ছবির উৎস, Getty Images
মি. মৈত্র যে দুজন প্রবীণ বিজেপি নেতার কথা বলছিলেন, তারা ১৯৯২-র ছয়ই ডিসেম্বর অযোধ্যায় হাজির থাকলেও ২০২৪ সালের ২২শে জানুয়ারি যেদিন রামমন্দিরের উদ্বোধন হবে অযোধ্যায়, সেখানে হাজির থাকবেন না।
ওই অনুষ্ঠানে তাদের যোগ দিতে নিষেধ করেছে রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট।
তারাই রামমন্দির নির্মাণ আর উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের দায়িত্বে আছে।
আডবাণী, জোশীকে অনুষ্ঠানে না আসার অনুরোধ
ট্রাস্টের প্রধান চম্পত রাই সংবাদ সম্মেলন করে বলেছেন যে লাল কৃষ্ণ আডবাণী আর মুরলী মনোহর জোশী দুজনকেই আমন্ত্রণ জানানো হয়েছে, কিন্তু তারা যাতে সেদিন না আসেন, সেই অনুরোধও করেছেন মি. রাই নিজেই।
বিবিসি বাংলার সর্বশেষ খবর ও বিশ্লেষণ এখন সরাসরি আপনার ফোনে।
ফলো করুন, নোটিফিকেশন অন রাখুন
বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল
তার কথায়, “ওই অনুষ্ঠানে মি. আডবাণীর যোগ দেওয়া তো অবশ্যই উচিত, কিন্তু আমি অনুরোধ করব যে তিনি যেন না আসেন। আর মি. জোশীর সঙ্গে আমার সরাসরি কথা হয়েছে। তাকেও আসতে বারণ করেছি আমি। তিনি জেদ করছেন আসার জন্য। আমি বার বার তাকে বুঝিয়েছি যে আপনার অনেক বয়স হয়েছে, ঠাণ্ডার মরসুম এখন। তাছাড়া আপনার হাঁটুর অপারেশনও হয়েছে।"
রাম মন্দির আন্দোলনে যেমন বিজেপি ছিল, তেমনই ছিল উগ্র হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ আর সরাসরি আরএসএসের শাখা সংগঠন বজরং দলও।
উত্তর প্রদেশের বিশ্ব হিন্দু পরিষদের মুখপাত্র শরদ শর্মা বিবিসি বাংলাকে বলছিলেন, “মি. আডবাণী আর মি. জোশীর মতো প্রাতঃস্মরণীয় নেতারা তো আমাদের সম্পদ। তাদের জন্য আর ‘শহীদ’ হওয়া করসেবকদের জন্যই তো আজ রাম মন্দির নির্মাণ সম্ভব হয়েছে। তাদের কী করে ভোলা যায়? তাদের দুজনকেই যথাযথ নিমন্ত্রণ করা হয়েছে।"
“আবার তাদের স্বাস্থ্যের দিকেও তো খেয়াল রাখা দরকার। তাদের বয়স, শীতকাল – এই সব মিলিয়েই মি. রাই অনুরোধ করেছেন যে মি. আডবাণী বা মি. জোশী যেন ২২ জানুয়ারি অযোধ্যায় না আসেন। তাদের সুস্থ থাকাটাও আমাদের কাছে জরুরি। ওরা যাতে সশরীরে হাজির না হলেও পুরো অনুষ্ঠান দেখতে পারেন, তার জন্য এলইডি স্ক্রিন ইত্যাদিরও ব্যবস্থা হচ্ছে”, বলছিলেন মি. শর্মা।

ছবির উৎস, Getty Images
রাম মন্দির আন্দোলনের আদি নেতা আডবাণী
বিজেপির প্রতিষ্ঠাতাদের অন্যতম মি. আডবাণীর বয়স এখন ৯৬ বছর আর মুরলী মনোহর জোশী পরের বছর ৯০-তে পা দেবেন।
এঁরা দুজনে এবং তাদের সঙ্গে উমা ভারতী, সাধ্বী ঋতম্ভরা, কল্যাণ সিং, বিশ্ব হিন্দু পরিষদের নেতা অশোক সিংঘল, প্রবীণ তোগারিয়া এবং বজরং দলের বিনয় কাটিয়ার – এই কয়েকটি মুখই ছিল আশির দশকের মাঝামাঝি থেকে রাম মন্দির আন্দোলনের সবথেকে পরিচিত চেহারা।
বিশ্ব হিন্দু পরিষদের দুই নেতা ছাড়া বাকিরা প্রত্যেকেই বিজেপির হয়ে কেউ মুখ্যমন্ত্রী, কেউ কেন্দ্রীয় মন্ত্রী, কেউ একাধিকবারের সংসদ সদস্য হয়েছেন।
লালকৃষ্ণ আডবাণী আশির দশকের শেষ দিকে রাম মন্দিরের পক্ষে জনসমর্থন জোটাতে গুজরাতের সোমনাথ থেকে সারা ভারত জুড়ে একটা রথযাত্রা করেছিলেন। সেই যাত্রা শেষ হয়েছিল অযোধ্যায় গিয়ে এক ‘করসেবা’র মধ্যে দিয়ে।
রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, সেই প্রথম হিন্দুত্ববাদী রাজনীতির ভাবনা ভারতের একটা বৃহৎ অংশের মানুষের মধ্যে ছড়িয়ে দিতে সমর্থ হয়েছিলেন মি আডবাণী-সহ বিজেপি নেতারা।
এরপরে ১৯৯২ সালেও করসেবার আয়োজন করে হিন্দুত্ববাদী সংগঠনগুলো। সেই সময়েই ধ্বংস হয় বাবরি মসজিদ।
কলকাতার প্রবীণ সাংবাদিক শুভাশিস মৈত্রর কথায়, “লালকৃষ্ণ আডবাণীর রথযাত্রার সময়ে অনেক জায়গাতেই সাম্প্রদায়িক সংঘর্ষ হয়েছিল। আবার এটাও ঘটনা যে ছয়ই ডিসেম্বর বাবরি মসজিদ ভেঙ্গে ফেলা প্রসঙ্গে তিনি নিজের আত্মজীবনীতে ওই দিনটিকে ‘জীবনের সবথেকে দুঃখের দিন’ বলে বর্ণনা করেছিলেন।"

ছবির উৎস, X/@NARENDRAMODI
End of বিবিসি বাংলায় অন্যান্য খবর
আদি নেতারা এখন ‘গুরুত্বহীন’
রাম মন্দিরের স্বপক্ষে জনসমর্থন জোটানোর জন্য প্রধান নেতা যদি হয়ে থাকেন মি. আডবাণী, তাহলে দ্বিতীয় নেতা ছিলেন মি. জোশী।
এঁদের পাশাপাশি রাম মন্দির আর হিন্দুত্বের সপক্ষে জ্বালাময়ী ভাষণ দেওয়ার জন্য বিখ্যাত ছিলেন উমা ভারতী, সাধ্বী ঋতম্ভরা, অশোক সিংঘল, প্রবীণ তোগারিয়া বা বিনয় কাটিয়াররা।
বাবরি মসজিদ ধ্বংসের সময়ে কল্যাণ সিং ছিলেন উত্তর প্রদেশের বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী।
এদের নাম আর চেহারা ভারতের একটা বড় অংশের সাধারণ মানুষের কাছে পরিচিত হয়ে গিয়েছিল রাম মন্দির আন্দোলনের কারণেই।
বিশ্ব হিন্দু পরিষদের নেতা অশোক সিংঘল এবং কল্যাণ সিং মারা গেছেন। আর উমা ভারতী সহ রামমন্দির আন্দোলনের অন্য আদি নেতা-নেত্রীরা বিজেপিতে গুরুত্বহীন হয়ে পড়েছেন দীর্ঘদিন ধরেই।
নরেন্দ্র মোদী – অমিত শাহরা ক্ষমতায় আসার পরে মি. আডবাণী আর মি. জোশীকে ‘মার্গ দর্শক মণ্ডলী’-র সদস্য করে দিয়ে বলতে গেলে একরকম ‘বৃদ্ধাশ্রমে’ পাঠিয়ে দিয়েছেন। অন্য দেরও সক্রিয় রাজনীতিতে আর দেখা যায় না বিশেষ একটা।
রাজনৈতিক বিশ্লেষক শুভাশিস মৈত্র বলছিলেন, “মি. আডবাণী বা মি. জোশীদের অযোধ্যায় না আসার পিছনে তাদের বয়স, স্বাস্থ্য ইত্যাদির কথা বলা হচ্ছে বটে। কিন্তু সেটা তো তারা নিজেরাই জানিয়ে দিতে পারতেন, একটা টুইট করে বা বিবৃতি দিয়ে। সেটা অন্য কাউকে দিয়ে বলাতে হল কেন যে তাদের আসতে বারণ করা হচ্ছে?"
“গত বেশ কয়েক বছরের ঘটনাক্রম দেখে এটাই মনে হচ্ছে যে রাম মন্দির প্রতিষ্ঠা যে বিজেপির বর্তমান রাজনৈতিক নেতৃত্বের কৃতিত্ব, সেটাই তুলে ধরার চেষ্টা হচ্ছে। সেই কৃতিত্বে অন্য কাউকে ভাগ বসাতে দিতে বোধহয় রাজি নন বর্তমান নেতৃত্ব, অর্থাৎ মি. মোদী এবং মি. শাহ।"








