পত্রিকা: 'আতঙ্ক সৃষ্টির ১৩ নভেম্বর আজ, সারা দেশে হাই অ্যালার্ট'

ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্র।

যুগান্তরের প্রধান খবর— আতঙ্ক সৃষ্টির ১৩ নভেম্বর আজ, সারা দেশে হাই অ্যালার্ট। এই খবরে বলা হয়েছে, গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায়ের তারিখ ঘোষণা হতে যাচ্ছে আজ বৃহস্পতিবার।

রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ঢাকায় লকডাউন কর্মসূচি ডেকেছে।

বিষয়টিকে কেন্দ্র করে রাজধানী ঢাকাসহ সারাদেশ উত্তপ্ত। ইতোমধ্যে বেশ কয়েকটি স্থানে গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

শিক্ষাপ্রতিষ্ঠান, নির্বাচন কমিশন এবং গুরুত্বপূর্ণ স্থাপনাসহ যত্রতত্র বিস্ফোরণ ঘটানো হচ্ছে ককটেল-বোমার। আগুনে মৃত্যু হয়েছে ঘুমন্ত বাসচালকের।

পরিস্থিতি মোকাবেলায় জারি করা হয়েছে 'হাই অ্যালার্ট' (সর্বোচ্চ সতর্কতা)। কেউ নাশকতার চেষ্টা চালালেই গ্রেফতার হবে হাই অ্যালার্টের আওতায়। সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে এসব তথ্য।

এদিকে, ঢাকার প্রতিটি মোড়ে চোখে পড়ছে র‌্যাব, পুলিশ, বিজিবি, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট ও গোয়েন্দা সংস্থার সদস্যদের সতর্ক অবস্থান। চলছে সাঁজোয়াযানের টহল।

সাধারণ মানুষের চোখে-মুখে লক্ষ করা যাচ্ছে উদ্বেগ-উৎকণ্ঠা-আতঙ্কের ছাপ। উৎকণ্ঠা থেকে বিভিন্ন স্থানে শিক্ষাপ্রতিষ্ঠানে শুরু হয়েছে অনলাইন ক্লাস।

রাস্তাঘাটে কমে গেছে যানবাহন। সন্ধ্যার পর অনেকটাই ফাঁকা হয়ে যাচ্ছে ঢাকা। নিতান্ত প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হচ্ছেন না অনেকেই।

যুগান্তর

ঢাকা ও আশপাশের এলাকায় অগ্নিসংযোগের ঘটনা বেশি— প্রথম আলোর প্রধান শিরোনাম এটি।

এই খবরে বলা হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের 'লকডাউন' কর্মসূচিকে কেন্দ্র করে গত তিন দিনে সারাদেশে অন্তত ১৭টি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

এর মধ্যে ১৬টি ঘটনা ঘটেছে ঢাকা ও আশপাশের এলাকা সাভার ও গাজীপুরে। আবার বাসে আগুনের ঘটনায় ময়মনসিংহের ফুলবাড়িয়ায় একজনের মৃত্যুও হয়েছে।

এছাড়া, গতকাল রাত সাড়ে নয়টার দিকে তেজগাঁও রেলস্টেশনে ট্রেনের একটি পরিত্যক্ত বগিতে আগুন দেয় দুর্বৃত্তরা।

বাসে আগুন দেওয়ার পাশাপাশি বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। গত তিন দিনে ঢাকার অন্তত ২২টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

এছাড়া, পেট্রলবোমা উদ্ধার, গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন দেয়ার ঘটনা তো রয়েছেই।

প্রথম আলো

এই খবরে বলা হয়েছে, গত বছরের ডিসেম্বর থেকে চলতি বছরের অক্টোবর পর্যন্ত, এই ১১ মাসে দেশে আরও এক লাখ ৩৬ হাজার রোহিঙ্গা আশ্রয় নিয়েছে।

জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর গতকাল বুধবার মাসিক এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়েছে, ৩১ অক্টোবর পর্যন্ত বাংলাদেশে মোট নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১১ লাখ ৬৮ হাজার ৩৯৮ জনে।

ইউএনএইচসিআর জানায়, ২০২৪ সাল থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতা এবং নির্যাতনের কারণে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন, যার ফলে রোহিঙ্গারা বাংলাদেশে নিরাপত্তা খুঁজছে।

বণিক বার্তা
ছবির ক্যাপশান, বণিক বার্তা

আজ জুলাই সনদ বাস্তবায়নের সিদ্ধান্ত আসতে পারে— কালের কণ্ঠের প্রথম পাতার সংবাদ এটি।

এই খবরে বলা হয়েছে, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে দলগুলোর মতপার্থক্য অবসানে সরকারের বেঁধে দেওয়া সময়ে কোনও সমঝোতা হয়নি।

এ কারণে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেই সনদ বাস্তবায়নের পদ্ধতি চূড়ান্ত করতে পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

জানা গেছে, আজ বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে 'জাতীয় জুলাই সনদ-২০২৫ বাস্তবায়ন' পদ্ধতি চূড়ান্ত করা হবে।

এদিকে, উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, প্রধান উপদেষ্টা তার ভাষণে জুলাই সনদ বা প্রস্তাবিত সংস্কার পরিকল্পনা বাস্তবায়নের বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনার পাশাপাশি সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা এবং অন্তর্বর্তী সরকারের চলমান কার্যক্রম নিয়ে কথা বলতে পারেন।

বিবিসি বাংলায় আরও পড়ুন:
কালের কণ্ঠ

এই প্রতিবেদনে বলা হয়েছে, জুলাই সনদ বাস্তবায়ন আদেশে কী কী থাকবে, তা আজ বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে চূড়ান্ত হতে পারে।

সরকারের সূত্র থেকে জানা গেছে, উপদেষ্টা পরিষদ একই দিনে নির্বাচন ও গণভোট আয়োজনের সিদ্ধান্ত নিতে পারে।

একইসঙ্গে পিআর পদ্ধতিতে সংসদের উচ্চকক্ষ এবং নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠনের বিধান থাকতে পারে আদেশে।

এই আদেশসহ কয়েকটি সংস্কার প্রস্তাবের ওপর গণভোটে মতামত চাওয়া হতে পারে। এজন্য একই ব্যালটে তিন থেকে পাঁচটি প্রশ্ন থাকতে পারে।

এই সূত্রটি জানায়, গণভোটে এভাবেও প্রশ্ন করা হতে পারে, 'আপনি জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, সনদে বর্ণিত উপায়ে পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগ সমর্থন করেন কি না?'

এদিকে, একাধিক উপদেষ্টা সমকালকে জানিয়েছেন আজই জুলাই সনদের বিষয়ে আদেশ জারি হতে পারে এবং তা রাষ্ট্রপতির মাধ্যমে জারি করা হতে পারে।

সমকাল

দাবি না মানলে যমুনার সামনে অবস্থান নেওয়ার হুঁশিয়ারি — আজকের পত্রিকার প্রথম পাতার একটি খবরের শিরোনাম এটি।

এতে বলা হয়েছে, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং আদেশের ওপর নির্বাচনের আগেই গণভোটসহ পাঁচ দাবি মানা না হলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে জামায়াতে ইসলামীসহ যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া আট দল।

গতকাল বুধবার এক যৌথ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।

তখন জামায়াতের নায়েবে আমির মুজিবুর রহমান জানান, আন্দোলনরত দলগুলোর মধ্যে ১৬ নভেম্বর সকালে আগে বৈঠকের পর সংবাদ সম্মেলন করবে তারা। এর মধ্যে দাবি মানা না হলেই আসবে যমুনার সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা।

আজকের পত্রিকা

ব্রাশফায়ারের বার্তা ফাঁসে অস্বস্তিতে সিএমপি— দেশ রূপান্তরের প্রথম পাতার খবর এটি।

এই প্রতিবেদনে বলা হয়েছে, অস্ত্রধারী সন্ত্রাসীদের দেখামাত্র এসএমজি দিয়ে 'ব্রাশফায়ারে' হত্যায় গত মঙ্গলবার দুপুরে নির্দেশ দেন চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার মো. হাসিব আজিজ।

সিএমপির চার জোন, থানা ও টহল টিমের উদ্দেশ্যে প্রেরিত এ বার্তাটি কয়েক ঘণ্টার মধ্যেই ছড়িয়ে পড়ে।

এর আগে, গত অগাস্ট মাসেও এমন একটি বার্তা ফাঁস হয়।

ওয়্যারলেস বার্তা বারবার ফাঁস হওয়ায় বিপাকে পড়েছে নগর পুলিশ কর্তৃপক্ষ। একই ঘটনার পুনরাবৃত্তিতে পুলিশ বাহিনীর অভ্যন্তরে দেখা দিয়েছে গভীর অবিশ্বাস। অনেক সদস্য এখন সহকর্মীদের প্রতিই সন্দেহ করছেন।

এদিকে, মঙ্গলবারের বার্তা ফাঁসের ঘটনা তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। কমিশনারের দপ্তর থেকেই বিষয়টি তদারকি করা হচ্ছে।

দেশ রূপান্তর

Fair price for farmers more urgent than referendum, অর্থাৎ গণভোটের চেয়ে আলুর ন্যায্যমূল্য পাওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ, এই কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এটি ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের প্রথম পাতার খবর।

বেকারত্ব বৃদ্ধি, ব্যর্থ শিক্ষাব্যবস্থা, কৃষকের ন্যায্য মূল্য না পাওয়ার মতো গুরুতর সমস্যার মুখোমুখিতে যখন দেশ, তখন গণভোট আয়োজনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন তারেক রহমান।

তার মতে, গণভোট আয়োজনের চেয়ে আলু চাষীদের জন্য ন্যায্য মূল্য নিশ্চিত করা বেশি গুরুত্বপূর্ণ।

এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, প্রতি কেজি আলুর উৎপাদন ও সংরক্ষণ খরচ ২৫-২৭ টাকা হলেও কৃষকেরা এর অর্ধেক দামেও বিক্রি করতে পারছেন না। আলু চাষ করে আলুচাষিরা এবার প্রায় ৩ হাজার কোটি টাকা লোকসানের আশঙ্কা করছেন।

অপরদিকে আমরা দেখি দুয়েকটি রাজনৈতিক দলের আবদার মেটাতে গিয়ে কথিত গণভোট যদি করতে হয়, রাষ্ট্রকে প্রায় সমপরিমাণ টাকা গচ্চা দিতে হবে।

দ্য ডেইলি স্টার

indian envoy summoned, অর্থাৎ ভারতীয় রাষ্ট্রদূতকে তলব। নিউ এইজের প্রথম পাতার সংবাদ এটি।

এই খবরে বলা হয়েছে, দিল্লিতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলার সুযোগ করে দেওয়ায় ভারতের ওপর অসন্তুষ্ট বাংলাদেশ।

ঢাকায় দেশটির হাইকমিশনের দ্বিতীয় শীর্ষ কূটনীতিককে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে গতকাল বুধবার তা জানিয়ে দেওয়া হয়েছে।

ঢাকার তলবে ভারতীয় উপ-হাইকমিশনার পবন ভাদেহ পররাষ্ট্র মন্ত্রণালয়ে এলে দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক ইশরাত জাহান এ বিষয়ে বাংলাদেশ সরকারের উদ্বেগের কথা ভারতীয় কূটনীতিককে অবহিত করেন।

নিউ এইজ