সংবাদপত্র: পেঁয়াজের দাম, বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক, মূল্যস্ফীতিসহ নানা খবর

পেঁয়াজের বাজার পরিস্থিতি নিয়ে সমকালের প্রথম পাতার খবর, “মজুতদাররাই পেঁয়াজ কারসাজির হোতা”। প্রতিবেদনে বলা হচ্ছে, এবারও পেঁয়াজের বাম্পার ফলন হয়েছে। আমদানি হয়েছে কয়েক লাখ টন।
মজুত আছে পর্যাপ্ত। তবুও এক মাসের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে প্রায় দ্বিগুণ। সংশ্লিষ্টরা বলছেন, পেঁয়াজের দাম বাড়ার কারসাজির মূল নায়ক আড়তদার বা মজুতদাররা। তাঁরা বাজারকে নিজেদের কবজায় নিয়ে গেছেন।
সরকারের উল্লেখযোগ্য তদারকি না থাকার সুযোগও কাজে লাগিয়েছেন তাঁরা। যদিও সরকার বলছে, আমদানির ব্যাপারে শিগগির ব্যবস্থা নেওয়া হবে।
ইত্তেফাকের প্রধান শিরোনাম “বাংলাদেশে বিনিয়োগের আরো উন্নত পরিবেশ চায় যুক্তরাষ্ট্র”। প্রতিবেদনে বলা হচ্ছে, বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র আরো উন্নত পরিবেশ চায় বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।
রবিবার ইউনাইটেড স্টেট ট্রেড রিপ্রেজেনটেটিভের একটি প্রতিনিধিদল বাণিজ্য সচিবের সঙ্গে বৈঠককালে এ কথা জানান। বাণিজ্যসচিব বলেছেন, ব্যবসার পরিবেশ এবং প্রক্রিয়া সহজীকরণে প্রতিনিয়ত চেষ্টা করা হচ্ছে।
এদিকে মূল্যস্ফীতি পরিস্থিতি নিয়ে প্রথম আলোর প্রধান শিরোনাম, “আয় খেয়ে ফেলেছে উচ্চ মূল্যস্ফীতি”। প্রতিবেদনে বলা হচ্ছে, পাকিস্তান, শ্রীলঙ্কা, আর্জেন্টিনার মতো এখনও গভীর সংকটে থাকা কিছু দেশ ছাড়া অন্যরা মূল্যস্ফীতি কমাতে পারছে।
ভারতে মূল্যস্ফীতি এখন ৫ শতাংশের নীচে। যুক্তরাষ্ট্র ও চীনেও কমেছে। কিন্তু স্বস্তি নেই বাংলাদেশে। মূল্যস্ফীতি এখনও ৯ শতাংশের বেশি। এ কারণে সংসারের খরচ মেটাতে হিমশিম খাচ্ছে মানুষ।
চুক্তিভিত্তিক ফার্মিং নিয়ে দ্য ডেইলি স্টারের প্রধান শিরোনাম, “Contract farming takes over poultry industry”। প্রতিবেদনে বলা হচ্ছে, বড় কোম্পানিগুলো ব্রয়লার মুরগির দাম নিয়ন্ত্রণ করে এবং প্রান্তিক খামারিদের তাদের শর্ত মানতে বাধ্য করে বলে অভিযোগ উঠেছে।

বিবিসি বাংলার সর্বশেষ খবর ও বিশ্লেষণ এখন সরাসরি আপনার ফোনে।
ফলো করুন, নোটিফিকেশন অন রাখুন
বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল
এজন্য বড় খামারগুলোর সিন্ডিকেট, লোভী মধ্যস্বত্বভোগী এবং সরকারের নজরদারির অভাবকে দায়ী করছে বাংলাদেশ পোল্ট্রি এসোসিয়েশন।
অপরাধের চালচিত্র নিয়ে কালের কণ্ঠের প্রধান শিরোনাম, “এপ্রিলে প্রতিদিন গড়ে ৯ জনের বেশি খুন”। খবরে বলা হচ্ছে, বাংলাদেশে গত এপ্রিলে প্রতিদিন গড়ে ৯.২ জন করে খুন হয়েছে। এই মাসটিতে মোট ২৭৬ জন খুন হয়েছে। এর মধ্যে নারী ও কন্যাশিশু ছিল ৩৫ জন।
গত বছরের এপ্রিল মাসে ২৬৭ জন হত্যার শিকার হয়। রাজনৈতিক ও ব্যক্তিগত বিরোধ, মাদক, পারিবারিক অশান্তি, আর্থিক দ্বন্দ্বসহ নানা বিষয়ে বিরোধের জেরে হত্যাকাণ্ডগুলো ঘটেছে।
যুগান্তরের প্রধান শিরোনাম, “সংসদ নির্বাচনের কেন্দ্র নির্ধারণ, ক্ষমতা পাচ্ছে রাজনীতিক প্রশাসন ও পুলিশ” প্রতিবেদনে বলা হচ্ছে, জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ‘ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালায়’ পরিবর্তন আনতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।
এতে ভোটকেন্দ্র কোন প্রতিষ্ঠানে হবে তা নির্ধারণের ক্ষমতা রাজনীতিক, স্থানীয় প্রশাসন ও পুলিশ প্রশাসনকে দেওয়া হচ্ছে। একই সঙ্গে আগের নির্বাচনের ভোটকেন্দ্র বহাল রাখার বাধ্যবাধকতাও তুলে দিচ্ছে।
এসব বিধান যুক্ত করে ‘জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্র স্থাপন এবং ব্যবস্থাপনা নীতিমালা’র খসড়া অনুমোদন দিয়েছে ইসির একটি কমিটি।
জনস্বাস্থ্য নিয়ে দ্য নিউ এইজের প্রধান শিরোনাম, “Dengue turns deadliest as 13 die since January”। প্রতিবেদনে বলা হচ্ছে, চলতি বছরের শুরুর দিকেই আগের বছরের তুলনায় ডেঙ্গু মারাত্মক রূপ নিয়েছে। স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে বলা হয়েছে, মৌসুমের শুরুতে ডেঙ্গুতে মৃত্যুর ঘটনা অস্বাভাবিক।
বণিক বার্তার প্রধান খবর, “বাংলাদেশ-চীন বাণিজ্য, দুই বছরে গরমিল ১৩ বিলিয়ন ডলার”। প্রতিবেদনে বলা হচ্ছে, দ্বিপক্ষীয় বাণিজ্যে বাংলাদেশের সবচেয়ে বড় অংশীদার চীন। যদিও এ বাণিজ্য দুই দেশের সরকারি পরিসংখ্যানে ব্যবধান দিনে দিনে বড় হচ্ছে।
২০২১ সালে দুই দেশের সরকারি তথ্যের ব্যবধান ছিল ৫৬৮ কোটি ১ লাখ ডলার। গত বছরের পরিসংখ্যানে এ ব্যবধান আরো বেড়ে দাঁড়িয়েছে ৭৫২ কোটি ৮৭ লাখ ডলারে।
সে অনুযায়ী গত দুই বছরে দুই দেশের বাণিজ্য তথ্যে গরমিলের পরিমাণ ১ হাজার ৩০০ কোটি (১৩ বিলিয়ন) ডলার ছাড়িয়েছে। পণ্যের দাম বাড়িয়ে-কমিয়ে দেখানোর প্রবণতাকে এই গরমিলের মূল কারণ হিসেবে দায়ী করা হচ্ছে।
নয়া দিগন্তের প্রধান খবর, “বাজেট ঘাটতি অর্থায়নে অস্বাভাবিক হারে ঋণ নিচ্ছে সরকার”। প্রতিবেদনে বলা হচ্ছে, চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে (জুলাই-মার্চ) ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ নেয়া হয়েছে ৩৯ হাজার ১৪৫ কোটি টাকা।
আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ১৩ হাজার ৭২৪ কোটি টাকা। শতকরা হিসাবে ঋণ বাড়ার হার ১৮৫ শতাংশের ওপরে। এর কারণ হিসেবে সংশ্লিষ্টরা জানিয়েছেন, ব্যাংকবহির্ভূত খাত বিশেষ করে সঞ্চয়পত্র থেকে ঋণ নেয়ার চেয়ে ফেরত দিতে হয়েছে বেশি।
অপর দিকে কাঙ্খিত হারে বিদেশী ঋণও অবমুক্ত হয়নি। আর এসব কারণেই বাজেট ঘাটতি অর্থায়নে ব্যাংকব্যবস্থার ওপর নির্ভরশীলতা বেড়ে গেছে। এতে বেসরকারি খাতের ওপর চাপ পড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

অন্যান্য খবর
জনস্বাস্থ্য সংক্রান্ত সমকালের প্রথম পাতার খবর, “৬২ শতাংশ প্যাকেট খাবারে উচ্চ মাত্রায় লবণ”। প্রতিবেদনে বলা হচ্ছে, বাংলাদেশের ৯৭ শতাংশ মানুষ সপ্তাহে অন্তত একবার প্রক্রিয়াজাত প্যাকেট খাবার গ্রহণ করে। ৬২ শতাংশ প্রক্রিয়াজাত প্যাকেট খাবারে অধিক (উচ্চ) মাত্রায় লবণ রয়েছে।
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে শেষ মুহূর্তে প্রতিপক্ষের গোল ঠেকিয়ে যিনি জয় নিশ্চিত করেছিলেন সেই তারকা গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে নিয়ে প্রথম আলোর প্রথম পাতার খবর, “জুলাইয়ে ঢাকা আসছেন এমিলিয়ানো মার্টিনেজ”।
ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের প্রথম পাতার খবর, “No reason for US to impose more sanctions”। কৃষিমন্ত্রী মুহাম্মদ আবদুর রাজ্জাককে উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রের আরও নিষেধাজ্ঞা আরোপের কোনো কারণ নেই।
দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশের রাজনীতিবিদ ও কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ হতে পারে, দৈনিক কালবেলা এ সংক্রান্ত এই একটি প্রতিবেদন প্রকাশ করলে তার প্রেক্ষিতে এমন মন্তব্য করেন মন্ত্রী।
কালের কণ্ঠের প্রথম পাতার খবর, “পারিবারিক সহিংসতায় এক মাসে ৬৫ খুন”। প্রতিবেদনে বলা হচ্ছে, বাংলাদেশে গত এক মাসে পারিবারিক সহিংসতার ঘটনায় অন্তত ৬৫ জন খুন হয়েছে। গণমাধ্যমে ১৫ এপ্রিল থেকে ১৫ মে পর্যন্ত প্রকাশিত খবর ও পুলিশ সূত্রে এই তথ্য পাওয়া গেছে।
হত্যাকাণ্ডের ঘটনাগুলো বিশ্লেষণ করে খুনের পেছনে সাতটি কারণ পাওয়া গেছে। সেগুলো হচ্ছে যৌতুকের দাবি, মাদক কেনাবেচা, পরিবারে আধিপত্য বিস্তার, সম্পত্তির লোভ, বিবাহবহির্ভূত সম্পর্ক, সহিংস আচরণ এবং পরিবারের সদস্যদের মধ্যে আয়বৈষম্য।

যুগান্তরের খবর, “আয় না থাকলেও দুই হাজার টাকা কর”। প্রতিবেদনে বলা হচ্ছে, করযোগ্য আয় না থাকলেও আগামী বছর থেকে আয়কর দিতে হবে। রিটার্ন জমার স্লিপ বা প্রাপ্তি স্বীকারপত্র পেতে শূন্য রিটার্ন জমা (করযোগ্য আয় না দেখিয়ে রিটার্ন জমা) দিলেও দুই হাজার টাকা আয়কর দিতে হবে।
কর অফিস থেকে রিটার্ন জমার স্লিপ না নিলে ৩৮ ধরনের সরকারি-বেসরকারি সেবা পাওয়া যাবে না। কর আদায় বাড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
নিউ এইজের প্রতিবেদন, “30pc children sleep in open space; 82pc face abuse: UNICEF”। প্রতিবেদনে বলা হচ্ছে, বাংলাদেশে অন্তত ৩০.১ শতাংশ শিশু মৌলিক সুযোগ-সুবিধা ছাড়াই খোলা জায়গায় ঘুমায় এবং তাদের মধ্যে ৮৩.৯ শতাংশ পথচারীদের দ্বারা নির্যাতিত বা হয়রানির শিকার হয়, ইউনিসেফের তথ্যে এমন চিত্র উঠে এসেছে।
সংস্থাটির তথ্যমতে, বাংলাদেশে ১১.৩ শতাংশ শিশু শিশুশ্রম, বিপজ্জনক কাজ বা উভয় কাজে নিয়োজিত।
নয়া দিগন্তের প্রথম পাতার খবর, “হজ ফ্লাইটের প্রথম দিনেই সঙ্কট”। খবরে বলা হচ্ছে, ভিসা জটিলতায় ১৪০ জনের হজে যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে।
গতকাল বেলা ২টা ২০ মিনিটের ফ্লাইটে তাদের সৌদি আরব যাওয়ার কথা ছিল। তবে সময়মতো ভিসা না পাওয়ায় যেতে পারেননি তারা। বর্তমানে তারা আশকোনা হজক্যাম্পে অবস্থান করছেন।











