আওয়ামী লীগের 'ঢাকা লকডাউন' কর্মসূচির আগে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন ঘিরে জনদুর্ভোগ

কয়েকজন পুলিশ সদস্য দাঁড়িয়ে আছেন, সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন একজন পুলিশ

ছবির উৎস, NurPhoto via Getty Images

ছবির ক্যাপশান, আওয়ামী লীগের ডাকা 'ঢাকা লকডাউন' কর্মসূচি ঘিরে ঢাকার বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে
    • Author, জান্নাতুল তানভী
    • Role, বিবিসি নিউজ বাংলা, ঢাকা

"এই একটা গাড়িই আমার সম্বল ছিল। আমি এখন একবারে পথে বইসা গেছি। এই গাড়ি ছাড়া আমার চলার কোনো পথ নাই। কে বা কারা এই কাজ করছে আমরা জানি না। আমার গাড়ির সাথে কারো কোনো শত্রুতা নাই, কোনো রাজনৈতিক দলের সাথেও জড়িত না আমি"।

এই কথাগুলো বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন আজ ভোরে আশুলিয়ায় আলীফ পরিবহনের যে বাসটিতে আগুন দেওয়া হয়েছে সেটির মালিক মো. সোহেল।

বুধবার ভোরে পৌনে চারটার দিকে বাসটিতে অগুন লাগিয়ে দেওয়া হলে এটি পুড়ে কয়লা হয়ে যায়। এ ঘটনায় দোষীদের বিচার ও ক্ষতিপূরণ দাবি করেন বাসটির মালিক।

শুধু আশুলিয়াতেই নয়, গাজীপুরেও তিনটি বাসে অগ্নিসংযোগ করা হয়েছে।

বাংলাদেশের রাজধানী ঢাকাসহ দেশের কয়েকটি জেলায় আজ বুধবারসহ তিনদিন ধরে অন্তত ১৩টি বাসে অগ্নিসংযোগ ও বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

পরিবহন শ্রমিক, শিক্ষার্থীসহ সাধারণ মানুষের জীবনে এসব ঘটনা প্রভাব পড়েছে।

এরই মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বুধবার জানিয়েছে, রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ৪৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বা ডিবি।

ঢাকা ও আশপাশের জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে এরই মধ্যে বিজিবি মোতায়েন করা হয়েছে। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের পাশাপাশি র‍্যাব ও বিজিবি সদস্যদেরও দায়িত্ব পালন করতে দেখা গেছে।

২০২৪ সালের অগাস্টের আন্দোলনের সময় সংঘটিত 'মানবতাবিরোধী অপরাধের ঘটনায়' ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে দায়ের করা মামলার রায় কবে হবে সেটি আগামীকাল বৃহস্পতিবার নির্ধারণ করার কথা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের।

এরই মধ্য বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ 'ঢাকা লকডাউন' কর্মসূচি ঘোষণা করায় বৃহস্পতিবার ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ।

অন্যদিকে আওয়ামী লীগ নেতারা দাবি করছেন, পরিস্থিতি যাই হোক না কেন তারা এ কর্মসূচির মাধ্যমে ঢাকাকে বিচ্ছিন্ন করে দেবেন।

এই পরিস্থিতিতে স্কুলসহ বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে বৃহস্পতিবার অনলাইন ক্লাস নেওয়ার ঘোষণাও দেওয়া হয়েছে।

একটি বাসে আগুন জ্বলছে, রাতের ছবি

ছবির উৎস, ABUL HASAN

ছবির ক্যাপশান, বুধবার ভোরে গাজীপুর সিটি করপোরেশনের বাসন ও কাশিমপুর থানা এলাকা এবং শ্রীপুরে পৃথক স্থানে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা তিনটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা

বাসে আগুন

স্কিপ করুন বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল পড়ুন
আপনার হোয়াটসঅ্যাপে বিবিসি বাংলা।

বিবিসি বাংলার সর্বশেষ খবর ও বিশ্লেষণ এখন সরাসরি আপনার ফোনে।

ফলো করুন, নোটিফিকেশন অন রাখুন

বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল

আশুলিয়ায় আলীফ পরিবহনের যে বাসটিতে বুধবার ভোররাতে আগুন দেওয়া হয়েছে সেটি স্থানীয় সরকার মার্কেট এলাকার নারী ও শিশু হাসপাতালের সামনে দাঁড় করিয়ে রাখা ছিল। সেখানেই দুর্বৃত্তরা বাসে আগুন দেয় বলে জানান ওই বাসের চালক মো. সাত্তার।

ওই সময় তিনি বাসের ভেতরেই ঘুমিয়ে ছিলেন বলে জানান মি. সাত্তার।

"ভোররাতে হঠাৎ আগুনের তাপ এসে আমার গায়ে লাগছে। চোখ খুইলা দেখি আগুন। আমি জানালা দিয়া লাফ দিয়া নামছি। এগুলা অটোগ্লাস, হাত দিয়া টান দিলেই খুলে যায়। দেখি হেলমেট পরা চারজন আসছে। সিকিউরিটি ডাকছিলাম, তারা (হেলমেট পরা ব্যক্তিরা) গুলি করলে গার্ডরা আসে নাই," বলেন মি. সাত্তার।

এদিকে, গাজীপুর সিটি করপোরেশনের বাসন ও কাশিমপুর থানা এলাকা এবং শ্রীপুরে পৃথক স্থানে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা তিনটি বাসে অগ্নিসংযোগ করেছে কে বা কারা। এসব ঘটনায় বাস পুড়ে গেলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, বুধবার ভোর সাড়ে চারটার দিকে বাসন থানার ভোগড়া বাইপাসের পাশে পেয়ারা বাগান এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ভিআইপি পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ভোগড়ার মডার্ন ফায়ার স্টেশনের স্টেশন অফিসার ইকবাল হোসেন বলেন, আগুন লাগার খবর পেয়ে আমরা নিরাপত্তার স্বার্থে প্রথমে পুলিশকে জানাই।

পরে পুলিশ ও ফায়ার সার্ভিস একসঙ্গে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

তিনি আরো জানান, আগুন দেওয়ার সময় বাসে কোনো লোক ছিল না। ধারণা করা হচ্ছে, রাতে হয়ত বাসটি সড়কের পাশে পার্ক করে রেখে দেওয়া হয়েছিল।

এদিকে, শ্রীপুর উপজেলার বেড়াইদের চালা এলাকায় ভোর চারটা ৫০ মিনিটে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আধ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

অন্যদিকে, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে কালিয়াকৈর-নবীনগর সড়কের চক্রবর্তী এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আরেকটি মিনিবাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

এছাড়া উত্তরায় পারটেক্স গ্রুপের একটি মাইক্রোবাসে অগুনের ঘটনা ঘটেছে। তবে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাসলিমা আক্তার বিবিসি বাংলাকে জানান, যান্ত্রিক ত্রুটির কারণে বাসটিতে আগুন লেগেছে।

এদিকে, রাজধানীর কাকরাইল মোড় সংলগ্ন রমনা থানার সামনে পুলিশের একটি সিঙ্গেল কেবিন পিক-আপ গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ঢাকা মহানগর পুলিশের মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান জানান, যান্ত্রিক ত্রুটির কারণে গাড়িটি বিকল হলে তা মেরামতের জন্য মেকানিক আনা হয়। পরবর্তীতে গাড়িটি সারানোর জন্য বারবার চেষ্টা করেও চলাচল উপযোগী করা সম্ভব হয়নি।

মি. রহমান জানিয়েছেন, এক পর্যায়ে গাড়ির ইঞ্জিন গরম হয়ে গাড়িটিতে আগুন ধরে গেলে মেকানিক সামান্য আহত হন। প্রকৃতপক্ষে এটা নিছক একটি দুর্ঘটনা।

এ নিয়ে কোনো প্রকার বিভ্রান্তি না ছড়ানোর জন্য অনুরোধ জানিয়েছে পুলিশ।

হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে দারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন বিবিজির কয়েকজন সদস্য, পাশে তাদের একটি জিপগাড়ি

ছবির উৎস, BGB

ছবির ক্যাপশান, ঢাকা মহানগর, নারায়ণগঞ্জ এবং গাজীপুর জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করার তথ্য জানানো হয়েছে

নিরাপত্তা জোরদার

বুধবার সকাল থেকে শাহবাগে অবস্থিত হোটেল ইন্টারকন্টিনেন্টাল, হাইকোর্ট এলাকা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকা এবং মিন্টু রোডে বিজিবি সদস্যদের নিরাপত্তায় নিয়োজিত থাকতে দেখা যায়।

এছাড়া কাকরাইলসহ ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে পুলিশ ও র‍্যাবের সদস্যদের অবস্থান নিতে দেখা গেছে।

উদ্ভুত প্রেক্ষাপটে ঢাকা ও আশেপাশের জেলাগুলোর আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা নিশ্চিতে বিজিবি মোতায়েন করা হয়েছে।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম জানিয়েছেন, ঢাকা মহানগর, নারায়ণগঞ্জ এবং গাজীপুর জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি মোতায়েন করা হয়েছে।

রাজধানীতে ১২ প্লাটুন এবং ঢাকার বাইরে আরো দুই প্লাটুনসহ মোট ১৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিজিবি মোতায়েন থাকবে।

বিজিবি সদস্যরা দাঁড়িয়ে আছেন, পেছনে তাদের একটি এপিসি

ছবির উৎস, BGB

ছবির ক্যাপশান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আশপাশের এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা

অনলাইনে ক্লাস, পেছানো হয়েছে পরীক্ষা

ঢাকার মোহাম্মদপুরের ইকবাল রোডের প্রিপারেটরি স্কুলের সামনে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টায় দুইটি পেট্রোলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তবে সকাল থেকেই স্কুলের নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন পুলিশ ও র‍্যাব সদস্যরা।

স্কুলের বেশ কয়েকজন অভিভাবক ও শিক্ষকের সাথে কথা বলে জানা গেছে, এ ঘটনার পর বুধবারের অনুষ্ঠিতব্য সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে আজ স্কুলে শিক্ষার্থী আসায় ক্লাস অনুষ্ঠিত হয়েছে।

এই পরীক্ষার সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন স্কুলের একজন শিক্ষক।

নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি এবং রায়কে ঘিরে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান আগামীকাল সব শিক্ষা কার্যক্রম অনলাইনে পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে।

ইংরেজি মাধ্যমের ইউরোপীয়ান স্ট্যান্ডার্ড স্কুল, সানবীম স্কুল আগামীকাল বৃহস্পতিবার সব শিক্ষা কার্যক্রম অনলাইনে অনুষ্ঠিত হবে বলে শিক্ষার্থীদের জানিয়েছে।

এদিকে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শান্তা-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি মঙ্গলবারই জরুরি এক নোটিশে, ১২ ও ১৩ই নভেম্বরের সব ক্লাস ও পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করার কথা জানিয়েছে।

একইসাথে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পরদিনের অর্থাৎ ১৪ই নভেম্বরের ক্লাস ও পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত জানাবে প্রতিষ্ঠানটি।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শাটল সার্ভিস ও সব রুটের বাস সার্ভিস বন্ধ থাকবে বলেও জানিয়েছে এই বিশ্ববিদ্যালয়।

গত সোমবার শান্তা-মারিয়াম বিশ্ববিদ্যালয়েরই একটি বাসে ধানমন্ডিতে অগ্নিসংযোগ করেছিল দুর্বৃত্তরা।

এদিকে, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ ১৩ই নভেম্বরের সব ক্লাস অনলাইনে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে।

আশুলিয়ায় আলীফ পরিবহনের আগুনে পোড়া বাস

ছবির উৎস, Mahfuzur Rahman Nipu

ছবির ক্যাপশান, আশুলিয়ায় আলীফ পরিবহনের যে বাসটিতে ভোররাতে আগুন দেওয়া হয়েছে সেটি স্থানীয় সরকার মার্কেট এলাকার নারী ও শিশু হাসপাতালের সামনে ছিল

অগ্নিসংযোগ-ককটেল বিস্ফোরণ কী অর্থ বহন করছে

অপরাধ বিশ্লেষকরা বলছেন, প্রকাশ্যে হত্যা, বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে- এতে কোনো সন্দেহ নাই।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল‍্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক এবং অপরাধ বিশেষজ্ঞ ড. তৌহিদুল হক বলেন, "এক পক্ষ অপর পক্ষকে দোষারোপ করছে বলে দুর্বৃত্তরা পার পেয়ে যাচ্ছে। এই দোষারোপের মধ্যে আমরা আর কতকাল থাকবো?"

বিশ্লেষকরা বলছেন, ২০১৩ সালে নির্বাচনের আগে এভাবে যানবাহনে অগ্নিসংযোগ করা হতো। আবারও সেই ধরনের পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে কি না এমন শঙ্কা প্রকাশ করেন তারা।

আইনশৃঙ্খলা পরিস্থিতির সাথে নির্বাচনের সরাসরি সম্পর্ক রয়েছে উল্লেখ করে মি. হক বলেন, "আইনশৃঙ্খলা পরিস্থিতি নির্বাচন উপযোগী না হলে তখন সাধারণ মানুষের বা ভোটারদের নির্বাচনে অংশগ্রহণের জায়গায় নানা ধরনের চ্যালেঞ্জ তৈরি হওয়ার যথেষ্ঠ সুযোগ আছে"।

রাজনৈতিক দলগুলোর জনজীবনকে জিম্মি করে দাবি আদায়ের রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে তাগিদ দিয়েছেন এই বিশ্লেষক।

যদিও দুই- একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে দাবি করেছে পুলিশ।

ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান জানান, পহেলা নভেম্বর থেকে ১১ই নভেম্বর পর্যন্ত ১৫টি স্থানে ২৭টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কোথাও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

"তবে এগুলো খুবই নিম্নমানের, দেশীয়ভাবে তৈরি। পটকার মতো। এগুলো নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমরা কাজ করছি, যারা এসবের সাথে জড়িত তাদেরকে শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসা হবে," বলেন মি. রহমান।

অক্টোবর মাস ও ১১ই নভেম্বর পর্যন্ত ১৭টি মামলা হয়েছে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা। এগুলোতে ৫০ জনকে গ্রেফতার করা হয়েছে।

ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এক সংবাদ সম্মেলনে মঙ্গলবার বলেছেন, "১৩ই নভেম্বর নিয়ে আশঙ্কার কোনো কারণ নেই। ঢাকার মানুষ, সেনাবাহিনী, বিজিবি, পুলিশসহ আমরা সবাই মিলে এটি রুখে দেবো। ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হবে"।