বুধবার সারাদিন যা যা হলো
- শেখ হাসিনাকে ভারতের মূলধারার গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময়ের সুযোগ দেওয়ায় ঢাকায় নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার পবন বাদেহকে তলব করে গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ।
- বৃহস্পতিবার দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
- ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্রের সামনের সড়কে দুটি ককটেল বিস্ফোরণের পর ক্যাম্পাসে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। বুধবার রাত নয়টার দিকে এই বিস্ফোরণের ঘটনায় একজন আহত হয়েছেন বলেও জানা গেছে।
- রাজধানীর ধোলাইপাড় মোড়ে একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে, এটি নাশকতা কি না এ বিষয়ে নিশ্চিত করতে পারেনি পুলিশ।
- সম্প্রতি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার ‘সাবমেশিন গান দিয়ে ব্রাশফায়ার’ করার নির্দেশনা দিয়ে যে বক্তব্য রেখেছেন তা নিয়ে উদ্বেগ জানিয়েছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র বা আসক।
- অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে কোনো রাজনৈতিক দল যদি নিজেদের ইচ্ছামত দাবি আদায় করে নিতে চায়, সেটি তাদের জন্য রাজনৈতিক বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়াবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
- পাঁচ দফা দাবি মানতে সরকারকে ১৬ই নভেম্বর পর্যন্ত সময় দিয়েছে জামায়াতে ইসলামীসহ আট দল। এই সময়ের মধ্যে দাবি না মানলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে দলগুলো।
- জামায়াতে ইসলামীসহ আট দলের চলমান আন্দোলনে সংহতি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির বা এসসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, ফ্যাসিবাদী শাসন থেকে মুক্ত হতে চাইলেও একটি দল এই প্রক্রিয়া থেকে বেরিয়ে গেছে।
- পুলিশ বলছে, আন্ডার ওয়ার্ল্ডের দ্বন্দ্বেই শীর্ষ সন্ত্রাসী তারিক সাইফ মামুনকে খুন করা হয় এবং তাকে হত্যা করতে দুই শুটারকে দুই লাখ টাকা দিয়েছিলেন আরেক সন্ত্রাসী রনি।
- পাঁচ মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন চেম্বার আদালত।
- গাজা উপত্যকার স্যাটেলাইট ছবি পর্যালোচনা করে বিবিসি ভেরিফাই বলছে, হামাসের সঙ্গে গত ১০ই অক্টোবর যুদ্ধবিরতির পর ইসরায়েল তাদের নিয়ন্ত্রণাধীন এলাকায় দেড় হাজারেরও বেশি ভবন ধ্বংস করেছে।
বিবিসি বাংলার লাইভ পাতা আজকের মতো এখানেই শেষ হলো।
আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়।















