গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য, ভারতের দূতকে তলব করলো বাংলাদেশ

ভারত সরকার শেখ হাসিনাকে দেশটির গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়ের সুযোগ দেওয়ায় ঢাকায় নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনারকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে, বৃহস্পতিবার দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। দিনের উল্লেখযোগ্য সব খবর জানতে চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. বুধবার সারাদিন যা যা হলো

    • শেখ হাসিনাকে ভারতের মূলধারার গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময়ের সুযোগ দেওয়ায় ঢাকায় নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার পবন বাদেহকে তলব করে গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ।
    • বৃহস্পতিবার দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
    • ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্রের সামনের সড়কে দুটি ককটেল বিস্ফোরণের পর ক্যাম্পাসে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। বুধবার রাত নয়টার দিকে এই বিস্ফোরণের ঘটনায় একজন আহত হয়েছেন বলেও জানা গেছে।
    • রাজধানীর ধোলাইপাড় মোড়ে একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে, এটি নাশকতা কি না এ বিষয়ে নিশ্চিত করতে পারেনি পুলিশ।
    • সম্প্রতি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার ‘সাবমেশিন গান দিয়ে ব্রাশফায়ার’ করার নির্দেশনা দিয়ে যে বক্তব্য রেখেছেন তা নিয়ে উদ্বেগ জানিয়েছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র বা আসক।
    • অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে কোনো রাজনৈতিক দল যদি নিজেদের ইচ্ছামত দাবি আদায় করে নিতে চায়, সেটি তাদের জন্য রাজনৈতিক বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়াবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
    • পাঁচ দফা দাবি মানতে সরকারকে ১৬ই নভেম্বর পর্যন্ত সময় দিয়েছে জামায়াতে ইসলামীসহ আট দল। এই সময়ের মধ্যে দাবি না মানলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে দলগুলো।
    • জামায়াতে ইসলামীসহ আট দলের চলমান আন্দোলনে সংহতি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির বা এসসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, ফ্যাসিবাদী শাসন থেকে মুক্ত হতে চাইলেও একটি দল এই প্রক্রিয়া থেকে বেরিয়ে গেছে।
    • পুলিশ বলছে, আন্ডার ওয়ার্ল্ডের দ্বন্দ্বেই শীর্ষ সন্ত্রাসী তারিক সাইফ মামুনকে খুন করা হয় এবং তাকে হত্যা করতে দুই শুটারকে দুই লাখ টাকা দিয়েছিলেন আরেক সন্ত্রাসী রনি।
    • পাঁচ মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন চেম্বার আদালত।
    • গাজা উপত্যকার স্যাটেলাইট ছবি পর্যালোচনা করে বিবিসি ভেরিফাই বলছে, হামাসের সঙ্গে গত ১০ই অক্টোবর যুদ্ধবিরতির পর ইসরায়েল তাদের নিয়ন্ত্রণাধীন এলাকায় দেড় হাজারেরও বেশি ভবন ধ্বংস করেছে।

    বিবিসি বাংলার লাইভ পাতা আজকের মতো এখানেই শেষ হলো।

    আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়।

  2. ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ, শিক্ষার্থীদের বিক্ষোভ

    টিএসসির সামনে শিক্ষার্থীদের অবস্থান

    ছবির উৎস, Screen grab

    ছবির ক্যাপশান, টিএসসির সামনে শিক্ষার্থীদের অবস্থান

    ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্রের সামনের সড়কে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে এই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন অনেক শিক্ষার্থী।

    বুধবার রাত নয়টার দিকে এই বিস্ফোরণের ঘটনায় একজন আহত হয়েছেন বলেও জানা গেছে।

    এই ঘটনার প্রত্যক্ষদর্শী মোহাম্মদ মাহী নামে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বিবিসি বাংলাকে জানান, ছাত্র শিক্ষক কেন্দ্রের সামনে দাড়িয়ে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার এক মুহূর্তে হঠাৎই বিকট শব্দ হয়। মুহূর্তেই ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

    “সম্ভবত সোহরাওয়ার্দী উদ্যানের ভেতর থেকে কেউ ককটেল ছুড়ে মারতে পারে,” বলেন মি. মাহী।

    কে কারা এই ঘটনা ঘটিয়েছে সেটি নিশ্চিত করতে পারেনি পুলিশ। ঘটনাস্থলে পুলিশ এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের সদস্যরা বিষয়টি খতিয়ে দেখছেন।

    এদিকে, এই ঘটনার পর বিক্ষোভ মিছিল বের করেন বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের নেতারা। বিভিন্ন হলের সাধারণ শিক্ষার্থীদের অনেকেও প্রতিবাদ জানান।

  3. রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান থেকে পেট্রলবোমা ও হাতবোমা উদ্ধার

    লাল স্কচটেপে মোড়ানো ছয়টি পেট্রলবোমা রাখা, একটি বালতির ভেতরে বালুর মধ্যে রাখা হয়েকটি হাতবোমা

    ছবির উৎস, RAB

    ছবির ক্যাপশান, পরিত্যক্ত অবস্থায় পেট্রলবোমা ও হাতবোমাগুলো উদ্ধার করে র‍্যাব

    ঢাকার মোহাম্মদপুরে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ছয়টি পেট্রলবোমা উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র‍্যাব।

    বুধবার সন্ধ্যার দিকে কবরস্থান থেকে পেট্রলবোমাগুলো উদ্ধার করে র‌্যাব-২ এর একটি দল। পেট্রলবোমার সঙ্গে চারটি হাতবোমাও উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়েছে।

    গণমাধ্যমে পাঠানো বার্তায় র‍্যাব দাবি করেছে, ১৩ই নভেম্বর আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের ডাকা লকডাউনকে কেন্দ্র করে দুর্বৃত্তরা রায়েরবাজার এলাকাসহ মোহাম্মদপুর এলাকায় নাশকতা করার জন্য এগুলো মজুত করেছিল।

    উদ্ধার হওয়া পেট্রোল বোমা ও ককটেলগুলো র‍্যাব হেডকোয়ার্টার বোম ডিসপোজাল ইউনিটের মাধ্যমে ধংস করার প্রক্রিয়া চলছে বলেও জানানো হয়।

  4. গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য, ভারতের ডেপুটি হাইকমিশনারকে তলব করলো বাংলাদেশ

    শেখ হাসিনার ফাইল ছবি

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, শেখ হাসিনা

    শেখ হাসিনাকে ভারতের মূলধারার গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময়ের সুযোগ দেওয়ায় ঢাকায় নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার পবন বাদেহকে তলব করে গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ।

    বুধবার সন্ধ্যায় এক উচ্চপদস্থ কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে এই খবর নিশ্চিত করেছে বাংলাদেশের রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস।

    বাসস জানায়, পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে মানবতাবিরোধী অপরাধের দায়ে বিচারাধীন এক কুখ্যাত পলাতক আসামিকে আশ্রয় দেওয়া এবং তাকে বাংলাদেশবিরোধী বিদ্বেষ ছড়ানো ও দেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানি দেওয়ার মতো বক্তব্য প্রচারের সুযোগ করে দেওয়া দুই দেশের গঠনমূলক দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য ‘অসহায়ক ও অনভিপ্রেত’।

    ভারতীয় কূটনীতিককে অনুরোধ জানানো হয় যেন তিনি নয়াদিল্লিকে বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনার গণমাধ্যমে প্রবেশাধিকার তাৎক্ষণিকভাবে বন্ধ করার অনুরোধ পৌঁছে দেন।

    পররাষ্ট্র মন্ত্রণালয়
    ছবির ক্যাপশান, পররাষ্ট্র মন্ত্রণালয়
  5. ধোলাইপাড়ে বাসে আগুন, নাশকতা কি না খতিয়ে দেখছে পুলিশ

    রাজধানীর ধোলাইপাড় মোড়ে একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে, এটি নাশকতা কি না এ বিষয়ে নিশ্চিত করতে পারেনি পুলিশ।

    বুধবার সন্ধ্যায় আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিউ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

    ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ বিবিসি বাংলাকে জানিয়েছে, সন্ধ্যায় ধোলাইপাড় মোড়ে প্রেম পরিবহন নামের একটি বাসে আগুনের ঘটনা ঘটে। ঘটনাস্থলে গিয়ে ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

    এদিকে শ্যামপুর থানার ডিউটি অফিসার বিবিসি বাংলাকে জানিয়েছেন, সন্ধ্যায় বাসে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে গেছেন থানার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

    তবে, বাসটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে নাকি অন্য কোনোভাবে আগুনের সূত্রপাত এ বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

  6. কাল জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

    প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস
    ছবির ক্যাপশান, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস

    বৃহস্পতিবার দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

    বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে। ভাষণটি বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ এবং বিটিভি ওয়ার্ল্ডে সরাসরি সম্প্রচার করা হবে বলেও জানানো হয়।

    নির্বাচন, জুলাই সনদের আইনি ভিত্তি, গণভোটসহ নানা বিষয়ে মুখোমুখি অবস্থানে রয়েছে বিএনপি, জামায়াতসহ দেশের রাজনৈতিক দলগুলো।

    একদিকে পাঁচ দফা দাবিতে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছে জামায়াতসহ আটটি দল। অন্যদিকে নির্বাচনের দিনেই গণভোট এবং জুলাই সনদে নোট অব ডিসেন্ট থাকা না থাকা প্রসঙ্গে মাঠে সরব বিএনপিসহ সমমনা দলগুলো।

    এছাড়া ১৩ই নভেম্বর আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি নিয়েও দেশের রাজনীতিতে উত্তেজনা রয়েছে।

    এমন প্রেক্ষাপটে জাতীর উদ্দেশে ভাষণ দিতে আসছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

  7. সেলিনা হায়াৎ আইভীর জামিন চেম্বার আদালতে স্থগিত

    সেলিনা হায়াৎ আইভীর ফাইল ছবি

    ছবির উৎস, NCC

    ছবির ক্যাপশান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী, ফাইল ছবি

    পাঁচ মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন চেম্বার আদালত।

    আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক বুধবার এ আদেশ দেন।

    এছাড়া আগামী ১৭ই নভেম্বর এ বিষয়ে আপিল বিভাগে শুনানির জন্য দিন নির্ধারণ করেছেন আদালত।

    বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পোশাকশ্রমিক মিনারুল হত্যাসহ পাঁচটি মামলায় অভিযুক্ত সেলিনা হায়াৎ আইভী। এসব মামলার মধ্যে হত্যার অভিযোগে তিনটি ও মারাত্মক জখমের অভিযোগে দুটি মামলা রয়েছে।

    নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার নিজ বাসা থেকে গত নয়ই মে মিজ আইভীকে গ্রেফতার করে পুলিশ।

  8. সিএমপি কমিশনারের ‘প্রকাশ্যে গুলি চালানোর’ বক্তব্যে আইন ও সালিশ কেন্দ্রের উদ্বেগ

    সম্প্রতি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার ‘সাবমেশিন গান দিয়ে ব্রাশফায়ার’ করার নির্দেশনা দিয়ে যে বক্তব্য রেখেছেন তা নিয়ে উদ্বেগ জানিয়েছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র বা আসক।

    বুধবার গণমাধ্যমে পাঠানো সংবাদ বিবৃতিতে সংগঠনটি বলছে, এই ধরনের নির্দেশ সরাসরি বিচারবহির্ভূত হত্যাকাণ্ডকে উৎসাহিত করার সামিল।

    সিএমপি কমিশনারের বক্তব্যকে প্রশাসনিক আচরণের পরিপন্থী উল্লেখ করে তা অবিলম্বে প্রত্যাহার করার আহ্বান জানানো হয় ওই বিবৃতিতে।

    গত ১১ই নভেম্বর চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ বা সিএমপি কমিশনার হাসিব আজিজ, সন্দেহভাজন কাউকে দেখলেই পুলিশ বাহিনীকে গুলি করার নির্দেশ দেন বলে আসকের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

  9. সরকারের দুর্বলতার সুযোগ নেওয়ার চেষ্টা চলছে: তারেক রহমান

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

    ছবির উৎস, SCREEN GRAB

    ছবির ক্যাপশান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

    অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে কোনো রাজনৈতিক দল যদি নিজেদের ইচ্ছামত দাবি আদায় করে নিতে চায়, সেটি তাদের জন্য রাজনৈতিক বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়াবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

    বুধবার রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

    তিনি বলেন, কিছু রাজনৈতিক দল বিভিন্ন শর্ত দিয়ে নির্বাচন বাধাগ্রস্ত করতে চাইছে। নির্বাচন না হলে পলাতক স্বৈরাচারের ফেরার পথ সুগম হবে বলেও মন্তব্য করেন তিনি।

    “গণভোটের আড়ালে পতিত, পরাজিত অপশক্তিকে রাজনীতিতে পূণর্বাসন করার সুযোগ করে দেওয়া হচ্ছে কি না” এই প্রশ্নও তোলেন মি. রহমান।

  10. বিএনপি ১০০ বছর চেষ্টা করেও গণভোট ঠেকাতে পারবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

    জাতীয় নাগরিক পার্টির বা এসসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী

    ছবির উৎস, SCREEN GRAB

    ছবির ক্যাপশান, জাতীয় নাগরিক পার্টির বা এসসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী

    জামায়াতে ইসলামীসহ আট দলের চলমান আন্দোলনে সংহতি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির বা এসসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

    তিনি বলেন, ফ্যাসিবাদী শাসন থেকে মুক্ত হতে চাইলেও একটি দল এই প্রক্রিয়া থেকে বেরিয়ে গেছে।

    "বাংলাদেশের বড় সংখ্যক মানুষ সংস্কার চায় বলেই ১০০ বছর চেষ্টা করেও বিএনপি গণভোট ঠেকাতে পারবে না" বলেও মন্তব্য করেছেন মি. পাটওয়ারী।

    বুধবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে স্বাস্থ্য পেশাজীবী ও শিক্ষার্থীদের যৌথ মঞ্চের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি একথা বলেন।

    দেশে এই মুহূর্তে "গৃহযুদ্ধের ভাব বিরাজ করছে" বলেও মন্তব্য করেছেন তিনি।

    মি. পাটওয়ারী আরো বলেন, “ইউনূস সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে একা একা চলা আরম্ভ করেছে”।

  11. ঢাকাসহ তিন জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

    রাজধানীর বিভিন্ন এলাকায় নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে বিজিবি

    ছবির উৎস, BGB

    ছবির ক্যাপশান, রাজধানীর বিভিন্ন এলাকায় নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে বিজিবি

    আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরে বিজিবি মোতায়েন করা হয়েছে।

    বুধবার বিজিবির জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী বুধবার থেকেই ঢাকা ও আশপাশের দুই জেলায় মাঠ পর্যায়ে কাজ শুরু করেছেন বিজিবি সদস্যরা।

    ঢাকায় ১২ প্লাটুন এবং নারায়ণগঞ্জ ও গাজীপুরে এক প্লাটুন করে বিজিবি সদস্য নিয়োজিত রয়েছেন বলেও জানানো হয়। বিশেষ করে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় নজর রাখবে তারা।

    রাজধানীর আটটি এলাকায় ভাগ হয়ে নিরাপত্তা নজরদারী চালাবে বিজিবি।

    জানানো হয়েছে, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, ধানমন্ডি-৩২, এয়ারপোর্ট, আব্দুল্লাহপুর, কাকরাইল, হাইকোর্ট, শিশু একাডেমি এবং আবরার ফাহাদ এভিনিউ এলাকায় অবস্থানের পাশাপাশি টহলের মাধ্যমে এসব এলাকার নিরাপত্তা নিশ্চিত করবে তারা।

  12. আন্ডার ওয়ার্ল্ডের দ্বন্দ্বে দুই লাখ টাকায় মামুন খুন, দাবি পুলিশের

    ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সংবাদ সম্মেলন

    ছবির উৎস, SCREEN GRAB

    ছবির ক্যাপশান, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সংবাদ সম্মেলন

    পুলিশ বলছে, আন্ডার ওয়ার্ল্ডের দ্বন্দ্বেই শীর্ষ সন্ত্রাসী তারিক সাইফ মামুনকে খুন করা হয় এবং তাকে হত্যা করতে দুই শুটারকে দুই লাখ টাকা দিয়েছিলেন আরেক সন্ত্রাসী রনি।

    বুধবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম।

    তিনি বলেন, জামিনে মুক্ত হয়ে আবারও অপরাধজগতের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছিলেন মামুন।

    এই হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেল ও অস্ত্রের পাশাপাশি নগদ ১ লাখ ৫৩ হাজার টাকা উদ্ধারের তথ্য জানিয়েছে পুলিশ।

    মি. ইসলাম জানান, এই ঘটনার পর অপরাধীরা ভারতে পালানোর চেষ্টা করছিল। শুরুতে সিলেট সীমান্ত পেরিয়ে ভারতে যেতে না পেরে সাৎক্ষীরা দিয়ে পালানোর পরিকল্পনা ছিল তাদের। তবে সিলেট থেকে ফেরার পথে নরসিংদীতেই তাদের গেফতার করে পুলিশ।

  13. যুদ্ধবিরতি শুরুর পর গাজায় ১৫০০-এরও বেশি ভবন ধ্বংস করেছে ইসরায়েল, জানিয়েছে বিবিসি ভেরিফাই

    গাজায় একটি ভেঙে যাওয়া গম্বুজ, দূরে সাগরের তীর ঘেঁষে কয়েকটি তাঁবু

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, গাজায় তাঁবু পেতে বসবাস করছেন সেখানকার বাসিন্দারা

    গাজা উপত্যকার স্যাটেলাইট ছবি পর্যালোচনা করে বিবিসি ভেরিফাই বলছে, হামাসের সঙ্গে গত ১০ই অক্টোবর যুদ্ধবিরতির পর ইসরায়েল তাদের নিয়ন্ত্রণাধীন এলাকায় দেড় হাজারেরও বেশি ভবন ধ্বংস করেছে।

    সাম্প্রতিক স্যাটেলাইট ছবি তোলা হয়েছে ৮ই নভেম্বর। ছবিগুলোতে দেখা যাচ্ছে, ইসরায়েলি সেনা নিয়ন্ত্রণাধীন এলাকায় পুরো পাড়া এক মাসেরও কম সময়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ভবনগুলো বিস্ফোরক দিয়ে ধ্বংস করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

    বিবিসি ভেরিফাই কিছু এলাকার স্যাটেলাইট ছবি সংগ্রহ করতে পারেনি, যার অর্থ–– প্রকৃত ধ্বংসের পরিমাণ আরও বেশি হতে পারে।

    কিছু বিশেষজ্ঞ বলছেন, ভবন ধ্বংসের এই ঘটনা যুক্তরাষ্ট্র, মিশর, কাতার ও তুরস্কের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করছে। তবে ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্র বিবিসি ভেরিফাইকে বলেছেন, তারা “যুদ্ধবিরতির কাঠামোর মধ্যে” কাজ করছেন।

  14. ইসলামাবাদের বিস্ফোরণে ভারতের জড়িত থাকার অভিযোগ অস্বীকার দিল্লির

    মঙ্গলবার ইসলামাবাদের জেলা আদালতের সামনে বিস্ফোরণ ঘটে

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, মঙ্গলবার ইসলামাবাদের জেলা আদালতের সামনে বিস্ফোরণ ঘটে

    ইসলামাবাদের বিস্ফোরণ দিল্লি ঘটিয়েছে- পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের এই অভিযোগ খারিজ করে দিয়েছে ভারত।

    পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, “নিশ্চিতভাবেই উন্মাদ হয়ে যাওয়া পাকিস্তানের নেতৃত্ব যে ভিত্তিহীন অভিযোগ তুলেছেন তা ভারত সর্বতোভাবে খারিজ করছে"।

    তিনি বলেন, "দেশের অভ্যন্তরে যখন সেনাবাহিনীর মদতে সাংবিধানিক কাঠামোকে ভেঙে দেওয়ার এবং ক্ষমতা দখলের প্রচেষ্টা চলছে, তা থেকে তাদের নিজেদের জনগণের দৃষ্টি ঘুরিয়ে দিতে ভারতের বিরুদ্ধে মিথ্যা আখ্যান তৈরি করা পাকিস্তানের পরিচিত কৌশল। আন্তর্জাতিক মহল ভালো করেই জানে বাস্তবটা কী এবং পাকিস্তান মরিয়া হয়ে নজর ঘোরানোর যে চেষ্টা করছে তাতে তারা বিভ্রান্ত হবে না"।

    মঙ্গলবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি আদালতের বাইরে একটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে।

    পুলিশ জানিয়েছে, বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত এবং ২৭ জন আহত হয়েছেন।

    পাকিস্তানের প্রধানমন্ত্রী ঘটনার জন্য ভারতের দিকে আঙুল তুলেছিলেন। তবে দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ঘটনার পিছনে আফগানিস্তানের মদত থাকতে পারে বলে ইঙ্গিত করেছিলেন।

    প্রাথমিক তদন্তে ওই বিস্ফোরণ আত্মঘাতী হামলা বলে ধারণা করা হচ্ছে।

    ইসলামাবাদের জেলা আদালতের প্রবেশপথের পাশেই বিস্ফোরণটি ঘটে। আদালতে কোনো কাজের জন্য এলে সাধারণ মানুষ এই পথটিই ব্যবহার করেন।

  15. মাইলস্টোন দুর্ঘটনার তিন মাস পর ঘরে ফিরলো যমজ দুই শিশু

    মাইলস্টোন স্কুলে বিধ্বস্ত যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ

    ছবির উৎস, AFP via Getty Images

    ছবির ক্যাপশান, মাইলস্টোন স্কুলে বিধ্বস্ত যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ, ফাইল ছবি

    ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় আহত যমজ শিশু সায়রা ও সায়মা তিন মাস পর ঘরে ফিরেছে।

    বুধবার সকালে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে এই দুই শিশুকে বিদায় জানান হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীরা।

    জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত বিমান দুর্ঘটনায় অগ্নিদগ্ধ ৩৩ জন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।

    ইনস্টিটিউটের পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন জানিয়েছেন, এই দুর্ঘটনায় আহত ৫৭ জন এই ইনস্টিটিউট থেকে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে ২০ জনের।

    এছাড়া আহত একজনকে ট্রমা ম্যানেজমেন্টের জন্য মানসিক হাসপাতালে পাঠানো হয়েছে এবং তিনজন এখনো চিকিৎসাধীন থাকলেও তারা সবাই আশঙ্কামুক্ত বলেও জানিয়েছেন মি. উদ্দিন।

    গত ২১শে জুলাই দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি দোতলা ভবনে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। সরকারি হিসাব অনুযায়ী, এ ঘটনায় মোট ৩৬ জন নিহত এবং ১২৪ জন আহত হন।

  16. নারীদের হাসপাতালে যেতে বোরকা পরার নির্দেশ দিয়েছে তালেবান, দাবি দাতব্য সংস্থার

    বোরকা পরা এক নারী হেঁটে যাচ্ছেন

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, প্রতীকী ছবি

    চিকিৎসা সংক্রান্ত দাতব্য সংস্থা ডক্টর্স উইদাউট বর্ডার্স, যা মেডসো-স্যঁ ফ্রতিয়ে (এমএসএফ) নামেও পরিচিত, তারা দাবি করেছে, আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় শহর হেরাতে সরকারি হাসপাতালে যাওয়ার সময় নারী রোগী, তাদের সঙ্গী এবং কর্মীদের বোরকা পরার নির্দেশ দিয়েছে তালেবান কর্তৃপক্ষ।

    এই নির্দেশ গত পাঁচই নভেম্বর থেকে কার্যকর রয়েছে বলেও জানাচ্ছে এমএসএফ।

    আফগানিস্তানে এমএসএফ-এর প্রোগ্রাম ম্যানেজার সারা শেতো বিবিসিকে বলেছেন, এই বিধিনিষেধ নারীদের জীবনকে আরও সংকুচিত করছে এবং তাদের স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকার সীমিত করছে।

    তারা বলছে, এই নির্দেশ ‘জরুরি চিকিৎসার প্রয়োজন’ থাকা রোগীদেরও প্রভাবিত করছে।

    সারা শেতো জানিয়েছেন, তালেবান সদস্যরা স্বাস্থ্যকেন্দ্রের বাইরে দাঁড়িয়ে থাকছে এবং যারা বোরকা পরেননি, তাদের প্রবেশে বাধা দিচ্ছে।

    তবে তালেবান সরকারের নৈতিকতা বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র সাইফ আল-ইসলাম খায়বার দাবি করেছেন, বোরকা না পরার কারণে নারীদের চিকিৎসাকেন্দ্রে প্রবেশে বাধা দেওয়ার খবর সঠিক নয়।

    তবে এ নিয়ে উদ্বেগ প্রকাশের পর এই বিধিনিষেধ আংশিকভাবে শিথিল করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।

  17. দাবি না মানলে ১৬ই নভেম্বর থেকে জামায়াতসহ আট দলের 'লাগাতার অবস্থান'

    জামায়াতসহ আট দলের নেতাদের সংবাদ সম্মেলন

    ছবির উৎস, SCREEN GRAB

    ছবির ক্যাপশান, জামায়াতসহ আট দলের নেতাদের সংবাদ সম্মেলন

    পাঁচ দফা দাবি মানতে সরকারকে ১৬ই নভেম্বর পর্যন্ত সময় দিয়েছে জামায়াতে ইসলামীসহ আট দল। এই সময়ের মধ্যে দাবি না মানলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে দলগুলো।

    বুধবার আন্দোলনরত দলগুলোর নেতাদের বৈঠকের পর রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলন এই ঘোষণা দিয়েছেন তারা।

    জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে আলোচনার মাধ্যমেই এ বিষয়ে সমাধান চান আন্দোলনরত আট দলের নেতারা।

    এছাড়া আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে নাশকতা ঠেকাতে ১৩ই নভেম্বর মাঠে থাকার ঘোষণা দিয়েছে জামায়াত ও ইসলামী আন্দোলনসহ এই দলগুলো।

  18. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে