পত্রিকা: 'সামরিক ড্রোন কারখানা স্থাপনে চীনের সাথে ৬০৮ কোটি টাকার চুক্তি স্বাক্ষর করবে বাংলাদেশ'

ইংরেজি দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের প্রথম পাতার খবর— Bangladesh to sign Tk608cr deal with China for military drone plant; সামরিক ড্রোন কারখানা স্থাপনে চীনের সাথে ৬০৮ কোটি টাকার চুক্তি স্বাক্ষর করবে বাংলাদেশ।
এই খবরে বলা হয়েছে, দেশের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি করতে সামরিক ড্রোন কারখানা স্থাপনে চীনের সাথে জি-টু-জি (গভর্নমেন্ট-টু-গভর্নমেন্ট) ভিত্তিতে চুক্তির পরিকল্পনা করছে বাংলাদেশ।
আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষরের আগে গত ৬ জানুয়ারী এ সংক্রান্ত প্রকল্পের প্রস্তাব অনুমোদন করে অর্থ মন্ত্রণালয়। এ ধরনের প্রকল্প মন্ত্রণালয় থেকে অনুমোদনের পর প্রধান উপদেষ্টা অনুমোদন দেন।
৬০৮ কোটি ৮ লাখ টাকার এই প্রকল্পে ৫৭০ কোটি ৬০ লাখ টাকা ব্যয় হবে সংশ্লিষ্ট প্রযুক্তি আমদানি ও ড্রোন কারখানা স্থাপনে।
বাকি ৩৭ কোটি ৪৭ লাখ টাকা এলসি খোলার চার্জ, ভ্যাট ও সুইফট চার্জ বাবদ খরচ হবে।
এ নিয়ে জানতে চাইলে মন্তব্য করতে রাজি হননি অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
প্রস্তাব অনুযায়ী,চায়না ইলেকট্রনিক্স টেকনোলজি গ্রুপ করপোরেশন ইন্টারন্যাশনালের সরবরাহকৃত প্রযুক্তি ব্যবহার করে প্রকল্পটি বাস্তবায়ন করবে বাংলাদেশ বিমান বাহিনী।

প্রার্থীদের তিন ভাগের এক ভাগ তরুণ-যুবা— আজকের পত্রিকার প্রথম পাতার খবর এটি।
বিবিসি বাংলার সর্বশেষ খবর ও বিশ্লেষণ এখন সরাসরি আপনার ফোনে।
ফলো করুন, নোটিফিকেশন অন রাখুন
বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল
এতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে রিটার্নিং কর্মকর্তার বাছাইয়ে বৈধ প্রার্থীদের প্রায় এক-তৃতীয়াংশই বয়সে তরুণ ও যুবক। মোট প্রার্থীর ৩১ দশমিক ৩১ শতাংশের বয়স ২৫ থেকে ৪৫ বছরের মধ্যে।
বিশ্লেষণে দেখা গেছে, ২৫ থেকে ৩৫ বছর বয়সী প্রার্থীর সংখ্যা ১৭৯ জন, যা মোট প্রার্থীর ৯ দশমিক ৭৩ শতাংশ।
৩৬ থেকে ৪৫ বছর বয়সী প্রার্থী রয়েছেন ৩৯৭ জন, যা মোট প্রার্থীর ২১ দশমিক ৫৮ শতাংশ।
এই দুই বয়সগোষ্ঠী মিলিয়ে (২৫-৪৫) মোট প্রার্থীর সংখ্যা ৫৭৬ জন।
মোট সংখ্যার বিচারে তরুণ ও যুবক বয়সী প্রার্থী বেশি ইসলামী আন্দোলনে। দলটির ২২৫ জন প্রার্থীর মধ্যে ৯৭ জনের বয়স ২৫ থেকে ৪৫ বছরের মধ্যে।
গণঅধিকার পরিষদের ৭৮ প্রার্থীর মধ্যে ৫৯ জনেরই বয়স ২৫ থেকে ৪৫ বছর। জামায়াতের ২৭১ জন প্রার্থীর মধ্যে এই বয়সসীমায় রয়েছেন ৪৯ জন। এনসিপির ৪৪ জন প্রার্থীর মধ্যে ৪২ জনই যুবক ও তরুণ।
বাংলাদেশ খেলাফত মজলিসের ৭০ জন প্রার্থীর মধ্যে ৩৭ জন এবং জাতীয় পার্টির ১৪৭ জন প্রার্থীর মধ্যে ৩৪ জনের বয়স ২৫ থেকে ৪৫ বছর।
অন্যদিকে, অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির ২৯১ প্রার্থীর মধ্যে মাত্র ১৮ জনের বয়স ২৫ থেকে ৪৫ বছরের মধ্যে।
এর বাইরে বাকি দলগুলো থেকে ৫৪৯ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। তাদের মধ্যেও ২০১ জন তরুণ।
এছাড়া, স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ১১৮ জন। তাদের মধ্যে তরুণ রয়েছেন ১৭ জন।
৩০০ আসনে ভোটে লড়তে জমা পড়া দুই হাজার ৫৬৮টি মনোনয়নপত্রের বিপরীতে বাছাইয়ে বৈধ হয় এক হাজার ৮৪২টি।
End of বিবিসি বাংলায় আরও পড়তে পারেন:

নিউ এইজের প্রধান শিরোনাম— Borders tense amid gunfire in Myanmar; অর্থাৎ মিয়ানমারে গোলাগুলি, সীমান্তে উত্তেজনা।
এই খবরে বলা হয়েছে, মিয়ানমারে বিদ্রোহী গোষ্ঠীগুলোর মাঝে গোলাগুলি এবং জান্তা সরকারের বিমান হামলায় বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা বান্দরবান ও কক্সবাজারে উত্তেজনা বিরাজ করছে।
এর মধ্যে গতকাল সীমান্তের ওপার থেকে কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নে আসা গুলিতে আফনান নামের বাংলাদেশি শিশু নিহত হয়েছেন। তার কানে গুলি লেগেছিল।
এতে দুই রোহিঙ্গাসহ অন্তত তিনজন আহত হয়েছেন।
হোয়াইক্যং এলাকার লোকজনরা বলছেন, প্রতিবেশী দেশটি থেকে নির্বিচারে গুলিবর্ষণ এবং বোমাবর্ষণের শব্দে তারা আতঙ্কিত। তারা অল্প দূর থেকে এসব গোলাগুলি ও বোমাবর্ষণের শব্দ শুনতে পান।
এদিকে, বিজিবির দেয়া তথ্য অনুসারে, গুলিবর্ষণ, বিমান হামলা ও মর্টার শেল বিস্ফোরণের মধ্যে ৫৩ জন রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছেন এবং তাদেরকে হোয়াইক্যং এলাকার বিভিন্ন সীমান্ত পয়েন্ট থেকে আটক করেছে বিজিবি।

ইত্তেফাকের প্রথম পাতার শিরোনাম— নির্বাচনের পর তিন বিষয়ে কাজ করবেন ড. মুহাম্মদ ইউনূস, মার্চে যাবেন জাপান।
এই খবরে বলা হয়েছে, গতকাল রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসে সঙ্গে বৈঠক করেন জাপানের প্রয়াত প্রধানমন্ত্রী শিনজো আবের স্ত্রী আকিয়ে আবের।
বৈঠকের পর প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, বৈঠকে আকিয়ে আবে মুহাম্মদ ইউনূসের কাছে নির্বাচন পরবর্তী সময়ের পরিকল্পনা জানতে চান।
জবাবে প্রধান উপদেষ্টা জানান, দায়িত্ব ছাড়ার পর তিনটি বিষয়ে কাজ করবেন তিনি।
প্রথমত, ডিজিটাল হেলথকেয়ার ডেভেলপমেন্টে কাজ করা।
দ্বিতীয়ত, তরুণ উদ্যোক্তা তৈরির কার্যক্রম অব্যাহত রাখা।
তৃতীয়ত, 'থ্রি জিরো' ধারণা নিয়ে যে কাজ তিনি দীর্ঘদিন ধরে করছেন, তা অব্যাহত রাখবেন।
এদিকে, বাংলাদেশের সংসদ নির্বাচনের পর আগামী মার্চের তৃতীয় সপ্তাহে সাসাকাওয়া ফাউন্ডেশনের আমন্ত্রণে ড. মুহাম্মদ ইউনূস জাপান সফর করবেন।

বিডায় দেশী-বিদেশী বিনিয়োগ প্রস্তাব নিবন্ধন কমেছে ৫৮ শতাংশ— বণিক বার্তার প্রধান শিরোনাম এটি।
এতে বলা হয়েছে, বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়ে দেশে-বিদেশে সেমিনার ও সামিট আয়োজনের মাধ্যমে বিনিয়োগ আকর্ষণের উদ্যোগ দেখা গেছে। এসব আয়োজনে বিনিয়োগকারীদের ভালো সাড়া পাওয়ার কথাও প্রচার করে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।
যদিও বাস্তবে এসবের প্রতিফলন দেখা যাচ্ছে না।
সর্বশেষ ২০২৪-২৫ অর্থবছরে দেশের বেসরকারি খাতে ৬৬ হাজার ৫৭ কোটি টাকার দেশী-বিদেশী বিনিয়োগ প্রস্তাব বিডায় নিবন্ধিত হয়েছে, যা আগের অর্থবছরের চেয়ে ৫৮ শতাংশ কম।
এ সময়ে প্রস্তাবিত প্রকল্পের সংখ্যাও কমেছে।
বিশ্লেষকেরা বলছেন, রাতারাতি পরিস্থিতি বদলানোর উচ্চাশা না দেখিয়ে, নিজেদের ঢোল না পিটিয়ে বরং বিনিয়োগ আকর্ষণের ক্ষেত্রে মূল প্রতিবন্ধকতাগুলো সমাধানে কাজ করাটা অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার হওয়া উচিত ছিল।

ঢাকার স্বেচ্ছাসেবক দল নেতা মুছাব্বির হত্যার ঘটনায় সমকালের প্রথম পাতার একটি খবরের শিরোনাম— ১৫ লাখ টাকা চুক্তিতে খুন, জড়িত তিন সহোদর।
প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানীর কারওয়ান বাজার নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বিরকে হত্যা করা হয়েছে।
তাকে হত্যার সংকেত আসে বিদেশে পলাতক এক শীর্ষ সন্ত্রাসীর কাছ থেকে।
১৫ লাখ টাকার চুক্তিতে হত্যা মিশনের দায়িত্ব নেন ওই সন্ত্রাসীর ঘনিষ্ঠ সহযোগী মো. বিল্লাল। তার মাধ্যমে হত্যাকাণ্ড সংঘটিত হয়।
বিল্লালসহ হত্যায় জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তদন্ত সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।
ডিবি জানিয়েছে, বিল্লাল ছাড়া গ্রেপ্তার অপর তিনজনের মধ্যে তার আপন ভাই আব্দুল কাদির-ও রয়েছেন। তাদের আরেক ভাই পলাতক আব্দুর রহিমও এই হত্যায় জড়িত।
এই তিন ভাইয়ের বাড়ি নরসিংদীর মনোহরদীর গগুলা গ্রামে। তবে তারাসহ হত্যায় জড়িত সবাই ঢাকার বিভিন্ন এলাকায় বাস করেন।

প্রায় ৩ কোটি বই এখনো পৌঁছায়নি— প্রথম আলোর শেষের পাতার খবর এটি।
এতে বলা হয়েছে, নয়া শিক্ষাবর্ষ শুরুর দিনই জানা গিয়েছিল দেশের মাধ্যমিক বিদ্যালয়গুলোতে সপ্তম ও অষ্টম শ্রেণির সব বিষয়ের বই সরবরাহ করতে পারেনি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।
তবে মাধ্যমিকের ষষ্ঠ ও নবম শ্রেণিতে কমবেশি সব বিষয়ের বই সরবরাহ করা হয়েছে।
প্রাথমিক স্তরের বই সরবরাহ করা হয়েছে শতভাগ।
পাঠ্যবইয়ের বিষয়বস্তুতে এবার বেশ কিছু পরিবর্তন থাকায় পুরোনো বই দিয়ে পড়ানোর ওপর জোর দিতে পারছেন না শিক্ষকেরা।
ফলে সপ্তম ও অষ্টম শ্রেণির সব বিষয়ের বই না পাওয়ায় নিয়মিত ক্লাস করাতে সমস্যা হচ্ছে।
সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, ১৫ জানুয়ারির মধ্যে সব শিক্ষার্থী সব বিষয়ের সব বই হাতে পাবে।
তবে পাঠ্যবই ছাপানোর কাজের সঙ্গে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ১৫ জানুয়ারির মধ্যে হয়তো ছাপার কাজ শেষ পর্যায়ে পৌঁছাতে পারে।
কিন্তু বাঁধাই, সরবরাহপূর্ব পরিদর্শনসহ (পিডিআই) আনুষঙ্গিক কাজ শেষ করে সব বিষয়ের সব বই সরবরাহ করতে আরও কিছুদিন সময় লাগতে পারে।
ফলে নতুন বই হাতে পেতে যত দেরি হবে, শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতিও তত বাড়বে।
End of বিবিসি বাংলার অন্যান্য খবর:

মানবজমিনের প্রথম পাতার সংবাদ— অন্তর্বর্তী সরকার হ্যাঁ ভোটের পক্ষে প্রচার চালাবে।
এই খবরে বলা হয়েছে, গণভোটের ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার 'হ্যাঁ' ভোটের পক্ষে প্রচারণা চালাবে এবং এ বিষয়ে কোনো আইনি প্রতিবন্ধকতা নেই।
গতকাল রোবাবার ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ কথা বলেন।
তিনি জানিয়েছেন, 'হ্যাঁ' ভোটের পক্ষে প্রচারণা চালানোর বিষয়ে আইনি মতামত নিয়েছে সরকার। জ্যেষ্ঠ আইন বিশেষজ্ঞরা লিখিতভাবে জানিয়েছেন, এই সরকার হ্যাঁ'র পক্ষে ভোট চাইতে পারে। এ বিষয়ে কোনো আইনি প্রতিবন্ধকতা নেই।

দ্য ডেইলি স্টারের প্রধান শিরোনাম— 'Over 500' killed in Iran anti-regime unrest; অর্থাৎ ইরানে সরকারবিরোধী বিক্ষোভে '৫০০ জনেরও বেশি' নিহত।
এই প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে সরকারবিরোধী যে বিক্ষোভ চলছে, সেটিকে কেন্দ্র করে নিহত ব্যক্তির সংখ্যা ৫০০ ছাড়িয়েছে। পাশাপাশি দুই সপ্তাহ ধরে চলমান অস্থিরতায় সাড়ে ১০ হাজারের বেশি ব্যক্তি গ্রেফতার করা হয়েছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন এইচআরএএনএ–এর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
তবে রয়টার্স নিহতের সংখ্যা যাচাই করতে পারেনি।
আর ইরান সরকারিভাবে হতাহতের কোনো তথ্য প্রকাশ করেনি।
২০২২ সালের পর সবচেয়ে বড় সরকারবিরোধী বিক্ষোভের মুখে পড়েছে ইরান। বিক্ষোভকারীদের ওপর বল প্রয়োগ করা হলে দেশটিতে হস্তক্ষেপ করার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বিপরীতে, ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্র হামলা চালালে পাল্টা আঘাত হানার হুঁশিয়ারি দিয়েছে তেহরান।

জুলাই হত্যাকাণ্ডের মামলায় ট্রাইব্যুনালে প্রথম জামিন— সংবাদের প্রধান খবর এটি।
এতে বলা হয়েছে, জুলাই আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে জামিনের প্রথম আদেশ হলো।
গতকাল রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এক আসামির জামিন আবেদন মঞ্জুর করেন।
জামিন পাওয়া ব্যক্তি হচ্ছেন হুমায়ুন কবির পাটোয়ারী। তিনি লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং ওই উপজেলার চররুহিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। ২০২৪ সালের অগাস্ট মাসে তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছিল।
লিভার সিরোসিসের মতো গুরুতর অসুস্থতার কথা তুলে ধরে হুমায়ুন কবিরের আইনজীবীরা জামিনের আবেদন করলে ট্রাইব্যুনাল তা মঞ্জুর করে।
তবে, জামিনের ক্ষেত্রে দেয়া হয়েছে কয়েকটি শর্ত-ও। যার মধ্যে রয়েছে, মানবতাবিরোধী অপরাধ করা কোনো আসামির সঙ্গে যোগাযোগ না করা, গণমাধ্যম কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো বক্তব্য দেয়া যাবে না, তদন্ত কর্মকর্তা ও ট্রাইব্যুনালের রেজিস্ট্রারকে অবহিত করা ছাড়া বাসা পরিবর্তন করতে পারবেন না, সাক্ষ্য-প্রমাণকে প্রভাবিত করতে পারবেন না।
শর্ত ভঙ্গ করলে তদন্ত কর্মকর্তা সঙ্গে সঙ্গে আসামিকে গ্রেপ্তার করতে পারবেন।









