আইপিএলে কোনও বাংলাদেশি ক্রিকেটার জায়গা না পাওয়ায় যেসব আলোচনা হচ্ছে

আইপিএলে কোনও বাংলাদেশি ক্রিকেটার জায়গা না পাওয়ার বিষয়ের সঙ্গে অনেকে দুই দেশের সাম্প্রতিক টানাপোড়েনের প্রসঙ্গ জুড়েছেন।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, আইপিএলে কোনও বাংলাদেশি ক্রিকেটার জায়গা না পাওয়ার সঙ্গে অনেকে দুই দেশের সাম্প্রতিক টানাপোড়েনের প্রসঙ্গ জুড়েছেন।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৫-এর মৌসুমে কোনও বাংলাদেশি ক্রিকেটার থাকছেন না। ২০২০ সালের পর এবারই প্রথম আইপিএলের অংশ হচ্ছেন না কোনও বাংলাদেশের ক্রিকেটার।

বাংলাদেশের ১৩ ক্রিকেটারের নাম আইপিএলের আসন্ন সিজনের নিলামের জন্য নিবন্ধিত থাকলেও, তাদের নামে কেউ ‘বিড’ করেননি বা বুলি লাগাননি।

এদিকে, সাম্প্রতিক সময়ে ভারত ও বাংলাদেশের মধ্যে যে উত্তেজনা চলছে এই পরিস্থিতিতে আইপিএলে কোনও বাংলাদেশি ক্রিকেট খেলোয়াড়ের বিড না হওয়ার বিষয়টাকে দুই দেশের সম্পর্কের সঙ্গে কেউ কেউ জুড়ছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দক্ষিণপন্থী মতাদর্শী কিছু ব্যক্তি আবার এই পুরো বিষয়ের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের যোগ রয়েছে বলেও মন্তব্য করেছেন।

প্রসঙ্গত, বাংলাদেশের ক্রিকেটারদের নাম বিড না করার বিষয়ে বিসিসিআই বা আইপিএল কর্তৃপক্ষ কিন্তু কোনও মন্তব্য করেনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা অবশ্য জানিয়েছেন, এই বিষয়ের সঙ্গে খেলোয়াড়ের দক্ষতার সম্পর্ক রয়েছে।

এদিকে দু’দেশের মধ্যে চলমান টানাপোড়েনের প্রসঙ্গ টেনে এনে সামাজিক যোগাযোগ মাধ্যমে একজনইউজার মন্তব্য করেছেন, “বাংলাদেশে হিন্দুদের সঙ্গে যা ঘটছে তার পরিপ্রেক্ষিতে আইপিএল দলের মালিকরা বাংলাদেশের খেলোয়াড়দের জন্য বিড করার বিষয়ে সতর্ক ছিলেন।”

কেউ কেউ আবার একে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি জয় শাহের সিদ্ধান্ত বলেও মন্তব্য করেছেন। কিন্তু যারা একথা বলছেন, তারা কিসের ভিত্তিতে এমন মন্তব্য করছেন, সে বিষয়ে কোনও ব্যাখ্যা করেননি।

আরও পড়তে পারেন
মুস্তাফিজুর রহমান চেন্নাই সুপার কিংসের হয়ে খেলে ভাল পারফর্ম করেছিলেন।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, মোস্তাফিজুর রহমান চেন্নাই সুপার কিংসের হয়ে খেলে ভালো পারফর্ম করেছিলেন।

প্রসঙ্গত, মোস্তাফিজুর রহমান একমাত্র বাংলাদেশি ক্রিকেটার যিনি ২০২৪ সালের আইপিএলে স্থান পেয়েছিলেন। ‘চেন্নাই সুপার কিংস’-এর হয়ে নয়টা ম্যাচ খেলেছেন তিনি।

আইপিএলের আসন্ন সিজনে নিলামের জন্য নথিভুক্ত ছিল ১৫৭৪ জন খেলোয়াড়ের নাম। এর মধ্যে ৫৭৪ জন খেলোয়াড়কে ১০টি দল ‘শর্টলিস্ট’ করেছে। বেছে নেওয়া এই ৫৭৪ জন ক্রিকেটারের তালিকায় যারা রয়েছেন, তাদের মধ্যে ২০৮ জন খেলোয়াড় বিদেশি। কিন্তু সেখানে জায়গা পাননি বাংলাদেশের কোনো ক্রিকেটারই।

প্রসঙ্গত, গোটা বিশ্বের ক্রিকেটারদের কাছে আইপিএল নিজেদের প্রতিভা প্রদর্শনের একটা সুযোগ। যদিও পাকিস্তানি ক্রিকেটাররা এখন আর আইপিএলের অংশ নন। আইপিএলের যাত্রা শুরু হয়েছিল ২০০৭ সালে এবং কেবলমাত্র প্রথম সিজেনেই পাকিস্তানি খেলোয়াড়রা যোগ দিয়েছিলেন।

এরপরের বছর, অর্থাৎ ২০০৮ সালে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। তখন থেকে ভারত ও পাকিস্তানের রাজনৈতিক সম্পর্কের পাশাপাশি অন্যান্য সম্পর্কও বেশ প্রভাবিত হয়েছে। সেই তালিকায় দুই দেশের ক্রিকেট-সংক্রান্ত সম্পর্কও রয়েছে।

মুম্বাইয়ে ২০০৮ সালে সন্ত্রাসী হামলার পর আইপিএল থেকে পাকিস্তানি ক্রিকেটারদের বাদ দিয়েছিল বিসিসিআই।

গত সিজনে আইপিএলের অংশ ছিলেন মোস্তাফিজুর রহমান।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, গত সিজনে আইপিএলের অংশ ছিলেন মোস্তাফিজুর রহমান।

বিড না করার সম্ভাব্য কারণ

স্কিপ করুন বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল পড়ুন
আপনার হোয়াটসঅ্যাপে বিবিসি বাংলা।

বিবিসি বাংলার সর্বশেষ খবর ও বিশ্লেষণ এখন সরাসরি আপনার ফোনে।

ফলো করুন, নোটিফিকেশন অন রাখুন

বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল

আইপিএলের আসন্ন মৌসুমে নিলামের জন্য রেজিস্ট্রেশন করেছিলেন বাংলাদেশের ১৩ জন ক্রিকেটার। এই খেলোয়াড়দের মধ্যে যে বাংলাদেশি ক্রিকেটাররা শর্টলিস্ট হয়েছিলেন তারা হলেন- রিশাদ হোসেন এবং মোস্তাফিজুর রহমান।

কিন্তু এই দুই খেলোয়াড়ের জন্য আইপিএলের কোনও দলকেই বিড করতে দেখা যায়নি।

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে রিশাদ হোসেন ভালো পারফর্ম করেছিলেন এবং তার ঝুলিতে ছিল ১৪টি উইকেট। এই পারফরম্যান্সের পর তিনি নজর কাড়লেও, ভারতের সঙ্গে তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজে তেমন ভালো পারফর্ম করতে পারেননি। তিনটি মাত্র উইকেট নিয়েছিলেন।

আইপিএল ২০২৫-এর জন্য নিলামে হয়তো তার সেই পারফরম্যান্সই বাধা হয়ে দাঁড়িয়েছিল বলে অনুমান করা হচ্ছে।

বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে মোস্তাফিজুর রহমানের জন্য আইপিএলের নিলামে বিড না হওয়ার বিষয়টা অনেকের কাছে চমকপ্রদ। ইতোমধ্যে আইপিএলের সাতটা মৌসুমে খেলেছেন তিনি। পাঁচটা ভিন্ন ভিন্ন দলের হয়ে পারফর্ম করেছেন।

আইপিএলের আগের মৌসুমে ‘চেন্নাই সুপারকিংস’-এর হয়ে খেলেছিলেন এবং নয় ম্যাচে ১৪ উইকেট নিয়েছিলেন তিনি।

আইপিএলের এবারের নিলামে তার ‘বেস প্রাইস’ ছিল দুই কোটি টাকা কিন্তু কেউই তার জন্য বিড করেননি।

মোস্তাফিজুর রহমানের ‘ভাগ্য সহায় হয়নি’- এমনটাও মনে করছেন অনেকে। কারণ আইপিএল ২০২৫-এর নিলামের দ্বিতীয় দিনে তার নাম এসেছিল। এদিকে, ততক্ষণে ফ্র্যাঞ্চাইজিদের ঝুলি খালি হয়ে এসেছে। এর পাশাপাশি, আইপিএল ২০২৪ চলাকালীন মাঝপথেই তাকে ডেকে পাঠানো হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে, যা তার বিপক্ষে গিয়েছে।

বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসান দীর্ঘদিন আইপিএলের অংশ ছিলেন।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসান দীর্ঘদিন আইপিএলের অংশ ছিলেন।

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটাররা

দীর্ঘদিন ধরেই আইপিএলের অংশ ছিলেন বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসান। তবে, গত বছর মিনি নিলামে কোনও টিম তার জন্য বিড করেনি। আইপিএলের আসন্ন সিজনে কিন্তু তার নাম শর্টলিস্টও করা হয়নি।

বাংলাদেশের কোনও ক্রিকেটার আইপিএলের আসন্ন সিজনে স্থান না পেলেও এবারের নিলামে আধিপত্য ছিল আফগান খেলোয়াড়দের।

প্রসঙ্গত, সফরের শুরু থেকেই আইপিএলের অংশ হিসাবে থেকেছেন বাংলাদেশের খেলোয়াড়রা। অন্যদিকে, ২০০৭ সালে আফগানিস্তান আইসিসির সদস্যও ছিল না।

আইপিএলের ১৮তম মৌসুমে কোনও বাংলাদেশি ক্রিকেটার ছাড়াই অনুষ্ঠিত হতে চলেছে। আর এদিকে, আফগানিস্তানের সাতজন ক্রিকেটার ইতোমধ্যে ২০২৫-এর আইপিএলের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন।

কীসের ইঙ্গিত?

আইপিএলের আগামী মৌসুমে কোনও বাংলাদেশি খেলোয়াড় না থাকাটা ইঙ্গিত দেয় যে তারা তারা টি-টোয়েন্টি ক্রিকেটে পিছিয়ে আছে। আইপিএলের কোনও টিমে স্থান না পাওয়ার সঙ্গে খেলোয়াড়ের দক্ষতার সম্পর্ক রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক নাজমুল আবেদীন ফাহিম।

তার মতে, প্রাথমিকভাবে খেলোয়াড়ের দক্ষতাকেই আইপিএলে প্রাধান্য দেওয়া হয়।

নাজমুল আবেদীন ফাহিম বলেছেন, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বড় ইনিংস খেলার দক্ষতা রয়েছে আফগানিস্তানের খেলোয়াড়দের। সেই কারণেই আইপিএলে তারা প্রাধান্য পেয়েছে।

বিবিসি বাংলায় অন্যান্য খবর
আইপিএলের বাছাই প্রক্রিয়ার সঙ্গে খেলোয়াড়দের দক্ষতার যোগ রয়েছে বলে মনে করা হয়।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, আইপিএলের বাছাই প্রক্রিয়ার সঙ্গে খেলোয়াড়দের দক্ষতার যোগ রয়েছে বলে মনে করা হয়।

কী বলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড?

বাংলাদেশের ইংরেজি সংবাদমাধ্যম ‘ডেইলি স্টারে’ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বুধবার মি. ফাহিম বলেছিলেন, “ব্যক্তিগতভাবে আমি ব্যথিত। আমাদের গুণগতমান অত্যন্ত সাধারণ। আমরা যদি বিশ্ব মঞ্চে জায়গা পাই তবে আমরা তার যোগ্য এবং যদি না পাই তাহলে আমরা যোগ্য নই।”

“ফ্র্যাঞ্চাইজি লিগের জন্য আমরা আমাদের খেলোয়াড়দের বাধ্য করতে পারি না। তাদের যদি যোগ্যতা এবং দক্ষতা থাকে, তাহলে তাদের বেছে নেওয়া হবে।”

এই বিষয়ে মন্তব্য করতে গিয়ে গতবারের আইপিএলের প্রসঙ্গও টেনে এনেছেন তিনি। মি. ফাহিমের কথায়, “গত বছর একটা সুযোগ পেয়েছিলাম কিন্তু তা আমরা হারিয়েছি। এই সুযোগগুলো কাজে লাগাতে হবে। আইপিএলে আফগানিস্তানের খেলোয়াড়দের সংখ্যা বাড়ছে, আর আমরা হাঁটছি উল্টো পথে।”

প্রসঙ্গত, বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারকে ঘিরে এই মুহূর্তে ভারত ও বাংলাদেশের সম্পর্কে যথেষ্ট ‘অবিশ্বাসের’ পরিবেশ রয়েছে।

গ্রেফতারের ঘটনার বিষয়টি প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গে ভারত উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়ে জানায়, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে হিন্দুসহ সংখ্যালঘুদের ওপর হামলা বেড়েছে।

এদিকে, বাংলাদেশ জানিয়েছে, এটা তাদের অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশে অন্তর্বর্তী সরকার ভারতীয় গণমাধ্যমকেও টার্গেট নিশানা করেছে। তাদের অভিযোগ, ভারতীয় গণমাধ্যম বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কে অপপ্রচার চালাচ্ছে।

বুধবার বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছিলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য ঝুঁকি হতে পারেন এমন ব্যক্তির বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে।