সংবাদপত্র: ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যু বৃদ্ধি, বিএনপির সমাবেশে সংঘর্ষ - গ্রেফতার

ডেঙ্গু সংক্রমন পরিস্থিতি নিয়ে কালের কণ্ঠের প্রধান শিরোনা, “গত বছরের তুলনায় ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যু বেড়েছে পাঁচ গুণ”। প্রতিবেদনে বলা হচ্ছে, চলতি বছরের প্রথম পাঁচ মাসে দেশে ডেঙ্গু রোগী ও এতে মৃত্যুর সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় পাঁচ গুণ বেড়েছে।
হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীদের ৬১.৮ শতাংশই ঢাকা দক্ষিণের বাসিন্দা, বিশেষ করে যাত্রাবাড়ীতে ডেঙ্গু রোগী সবচেয়ে বেশি।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা গত বছরের ডেঙ্গু পরিস্থিতির সঙ্গে চলতি বছরের পাঁচ মাসের পরিস্থিতি তুলনা করে বলেছেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে এখনই কার্যকর ব্যবস্থা না নিলে পরিস্থিতি খারাপ হতে পারে।
বিশেষ করে জুন থেকে অক্টোবরে পরিস্থিতি আরো খারাপ হবে। তাই জরুরি ভিত্তিতে এডিস মশা নিয়ন্ত্রণে পদক্ষেপ নিতে হবে।
ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের প্রধান শিরোনাম, “BNP’S Protest Programme: Police, AL men foil rallies in 3 districts”। খবরে বলা হচ্ছে, দেশব্যাপী সরকারবিরোধী বিক্ষোভের অংশ হিসেবে শনিবার ২১টি সাংগঠনিক জেলায় সমাবেশ করেছে বিএনপি।
শনিবার তিন জেলায় বিএনপি-আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। ঢাকার মতিঝিলের সমাবেশ থেকে দলটির অন্তত সাত নেতাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে শুক্রবার ২৮টি জেলায় সমাবেশ করে দলটি এবং এর বাকি সাংগঠনিক জেলাগুলো আগামী শুক্র এবং শনিবার কভার করা হবে।
শুক্রবার খুলনা প্রেসক্লাবের কাছে পুলিশ ও কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১২০০ থেকে ১৩০০ অজ্ঞাত ব্যক্তিসহ ৪৮ জন বিএনপি কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। এছাড়া যশোরে সাম্প্রতিক সময়ে বিএনপির অন্তত ১৪১ জন বিএনপি নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।
স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দ নিয়ে সমকালের প্রধান শিরোনাম, “বছর বছর ফেরত যাচ্ছে স্বাস্থ্য খাতের বরাদ্দ”। প্রতিবেদনে বলা হচ্ছে, বাজেটে স্বাস্থ্য খাতে প্রয়োজনের চেয়ে এমনিতেই বরাদ্দ থাকে কম। তাও শেষ করতে পারছে না স্বাস্থ্য মন্ত্রণালয়।
চলতি অর্থবছরের (২০২২-২৩) বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ ছিল ৯ হাজার ৭৯৪ কোটি টাকা। এর মধ্যে খরচ হয়েছে, ৩৩ শতাংশ। বাকিটা অলস পড়ে আছে।

বিবিসি বাংলার সর্বশেষ খবর ও বিশ্লেষণ এখন সরাসরি আপনার ফোনে।
ফলো করুন, নোটিফিকেশন অন রাখুন
বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল
বিদেশি সহায়তার ৬৯ শতাংশ অর্থও এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিজস্ব বরাদ্দ ১৩ কোটি টাকাও খরচ হয়নি। এমন পটভূমিতে আগামী ২০২৩-২৪ অর্থবছরে স্বাস্থ্য খাতে প্রায় তিন হাজার কোটি টাকা বরাদ্দ কমতে পারে।
পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
সিটি নির্বাচনকে ঘিরে নয়া দিগন্তের প্রধান শিরোনাম, “৫ সিটিতে সহজ জয় পেতে যাচ্ছে আ’লীগ”। প্রতিবেদনে বলা হচ্ছে, পাঁচ সিটি নির্বাচনে মাঠের প্রধান বিরোধী দল বিএনপি অংশ না নেয়ায় ভোটের উত্তাপে বেশ ভাটা পড়েছে।
তবে তফসিল ঘোষণার পরই সরকারি কৌশলে ব্রাহ্মণবাড়ীয়া-২ আসনের এমপি উকিল আব্দুস সাত্তারের মতো দলছুট বিএনপি নেতাদের অংশগ্রহণে সিটি নির্বাচন অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে- রাজনৈতিক অঙ্গনে এ ধরনের জোরালো আলোচনা ছিল।
কিন্তু শনিবার সিলেট সিটির টানা দুইবারের মেয়র বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী নির্বাচন বর্জনের ঘোষণা দেয়ায় সেটাও হচ্ছে না।
এতে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের পরিবর্তে সহজ জয়ের দিকে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ আরো এক ধাপ এগিয়ে গেল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, “আড়ালে আলাপে আগ্রহী দুদল”। প্রতিবেদনে বলা হচ্ছে, দশ জাতীয় সংসদ নির্বাচন নিয়েও প্রধান দুই দলের নেতারা সংলাপে অনীহা প্রকাশ করলেও আড়ালে আলাপে দুই দলের আগ্রহও দেখা গেছে।
এর মূল কারণ হলো বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের বড় একটি অংশ বয়স্ক হয়ে গেছেন। বিএনপির তৃণমূল পর্যায়ের অনেক নেতা রয়েছেন যারা নির্বাচনে যেতে চান। ফলে সেই সব নেতা আড়ালে আলাপে থাকতে রাজি আছেন।
অন্যদিকে আগামী নির্বাচন অংশগ্রহণমূলক দেখতে চাওয়া বিদেশি শক্তিগুলোর সরকারের ওপর চাপ থাকায় বিএনপিকে নির্বাচনে আনতে চায় আওয়ামী লীগ। ফলে প্রকাশ্যে সংলাপের আগ্রহ না দেখিয়ে আড়ালের আলাপে আগ্রহী দলটির নেতারা।
প্রথম আলোর প্রধান শিরোনাম, “বাণিজ্যে বড় বাজার যুক্তরাষ্ট্র, প্রবাসী আয়ে সৌদি আরব”। খবরে বলা হচ্ছে, বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার মধ্যে মূলত যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের বাজারই বাংলাদেশের রপ্তানি আয়কে বাঁচিয়ে রেখেছে।

গত অর্থবছরে যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানির তুলনায় দেশটিতে রপ্তানি ছিল সাড়ে তিন গুণের বেশি।
অন্যদিকে প্রবাসী আয়ে বরাবরই শীর্ষে থাকতো সৌদি আরব ও সংযুক্তর আরব আমিরাত্ তবে দু্ই অর্থবছরে আরব আমিরাতকে হটিয়ে দ্বিতীয় স্থান দখল করেছে যুক্তরাষ্ট্র। যা শীর্ষ স্থানও দখল করতে পারে। প্রবাসী আয়ের ১৬ শতাংশ দেশটি থেকে এসেছে।
ইত্তেফাকের প্রথম পাতার খবর, “চুরি হচ্ছে ই-পাসপোর্টের তথ্য”। খবরে বলা হচ্ছে, একজনের ই-পাসপোর্টের তথ্য জাল করে তৈরি করা হচ্ছে মেশিন রিডেবল পাসপোর্ট। এক ই-পাসপোর্টধারী বিদেশ ভ্রমণ করতে গিয়ে দেখেন, ঐ দেশের ইমিগ্রেশনে তার নাম-পরিচয়ের তথ্য দিয়ে মেশিন রিডেবল পাসপোর্টের তথ্য রয়েছে।
ঐ এমআর পাসপোর্টধারী সে দেশে অবস্থানও করছেন। কিন্তু এমআর পাসপোর্টে সব তথ্য মিলে গেলেও শুধু ছবি থাকে ভিন্ন ব্যক্তির।
বিদেশে বাংলাদেশের দূতাবাস বা হাইকমিশন অফিস থেকেই ঐ এমআর পাসপোর্ট ইস্যু করা হয়েছে। এরকম একটি ভয়ংকর প্রতারক চক্রের হাতে প্রতারিত হচ্ছেন ই-পাসপোর্টধারী ব্যক্তি।
যুগান্তরের শিরোনাম, “রিজার্ভ ২৪০০ কোটি ডলারে রাখার চেষ্টা”। প্রতিবেদনে বলা হচ্ছে, দেশের বৈদেশিক মুদ্রার নিট রিজার্ভ ২ হাজার ৪০০ কোটি ডলারে ধরে রাখতে চায় কেন্দ্রীয় ব্যাংক। এ লক্ষ্যে তারা বৈদেশিক মুদ্রা আয়-ব্যয়ের পরিকল্পনা নতুনভাবে বিন্যস্ত করেছে।
এর মধ্যে বৈদেশিক মুদ্রা সাশ্রয় করতে আমদানিতে আরও কঠোর নিয়ন্ত্রণ আরোপ, বিদেশ ভ্রমণ, চিকিৎসা, শিক্ষা, সভা-সেমিনারের মতো কম গুরুত্বপূর্ণ খাতে বৈদেশিক মুদ্রা ছাড়ে আরও কঠোর পদক্ষেপ নিচ্ছে।
ভিন্ন ধরণের খবরে প্রধান শিরোনাম করেছে বণিক বার্তা, “ ১ হাজার টাকার নোটের আধিক্য অর্থনীতিতে অসাধু তৎপরতা বাড়াচ্ছে কি ”। প্রতিবেদনে বলা হচ্ছে, বাংলাদেশে অন্য যেকোনো নোটের চেয়ে ব্যাংকে এখন ১ হাজার টাকার চাহিদাই সবচেয়ে বেশি।
যদিও অর্থনীতিবিদদের অভিযোগ, উচ্চমূল্যের এ নোটের সহজলভ্যতা উসকে দিচ্ছে মূল্যস্ফীতি। দাপট বাড়াচ্ছে অর্থ পাচার, হুন্ডি তৎপরতা, ঘুস লেনদেনের মতো শ্যাডো ইকোনমি বা অনানুষ্ঠানিক অর্থনীতির। দেশে কালো টাকার দৌরাত্ম্য বৃদ্ধির ক্ষেত্রেও হাজার টাকার নোট ভূমিকা রাখছে বলে মনে করছেন তারা।
নিউ এইজের প্রধান শিরোনাম, “Businesses hit hard as dollar crisis persists”। প্রতিবেদন বলা হচ্ছে, দেশের ডলার সংকট এক বছরেরও বেশি সময় ধরে অব্যাহত থাকায় বাণিজ্যিক ব্যাংকগুলো আমদানি ব্যয় মেটাতে গিয়ে সমস্যার মুখে পড়েছে।
ডলার সংকট, দুর্বল রেমিট্যান্স এবং দুর্বল রপ্তানি আয়ের কারণে সাম্প্রতিক সময়ে বাণিজ্যিক ব্যাংকগুলোর বৈদেশিক মুদ্রার মজুদ কমেছে বলে ব্যাংকাররা জানিয়েছেন।

অন্যান্য খবর
বাজার দর নিয়ে কালের কণ্ঠের খবর, “পেঁয়াজের দাম কোন দেশে কত”। প্রতিবেদনে বলা হচ্ছে, বিশ্ববাজারে পেঁয়াজের দাম স্বাভাবিক থাকলেও বাংলাদেশের বাজারে উল্টো চিত্র। শনিবার ঢাকার বাজারগুলোয় প্রতি কেজি পেঁয়াজ ৮০ টাকায় বিক্রি হলেও এক সপ্তাহ আগে বিক্রি হয়েছিল ৫৫ থেকে ৬০ টাকায়।
কমোডিটি অনলাইনের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, শনিবার ভারতের কলকাতায় প্রতি কেজি পেঁয়াজ ১৯ টাকা এবং দিল্লিতে ৩২ টাকায় বিক্রি হয়েছে। অন্যদিকে, পাকিস্তানে প্রতি কেজি পেঁয়াজ ৩২ টাকা, চীনে ৬৩ টাকায় বিক্রি হয়েছে।
সাইবার অপরাধের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে সমকালের খবর “সাইবার অপরাধের মাত্রা বেড়েছে ২৮২ শতাংশ”।
স্বেচ্ছাসেবী সংগঠন সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন (সিক্যাফ) প্রকাশিত ‘বাংলাদেশে সাইবার অপরাধ প্রবণতা-২০২৩’ শীর্ষক প্রতিবেদনের বরাতে খবরে জানানো হয়েছে, নতুন ধরনের সাইবার অপরাধ বাড়লেও এসব বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগের প্রবণতা কমেছে কয়েক গুণ।
আবহাওয়া পরিস্থিতি নিয়ে প্রথম আলোর পেছনের পাতার খবর, “বৃষ্টি কমে বাড়তে পারে গরম”। খবরে বলা হচ্ছে, কয়েকদিন ঝড়বৃষ্টি হওয়ার পর আবার তা কমতে শুরু করেছে। এতে ঢাকাসহ দেশের বেশিরভাগ এলাকায় গরম বাড়তে শুরু করেছে। বাতাসে আর্দ্রতা বাড়তে থাকায় গরমের কষ্ট আরও বাড়ছে।
আবহাওয়া অধিদফতর বলছে, দু-তিন দিন পর গরম আরও বাড়তে পারে। দেশের বিভিন্ন স্থানে যে তাপপ্রবাহ চলছে তা আগামী কয়েকদিন বিস্তৃত হতে পারে।

দ্য ডেইলি স্টারের প্রথম পাতার খবর, “Govt plans more LNG import” । প্রতিবেদনে বলা হচ্ছে, গ্যাসের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে সরকার আরও তরলকৃত প্রাকৃতিক গ্যাস আমদানির পরিকল্পনা করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
"শিল্পায়ন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে আমাদের আরও গ্যাসের প্রয়োজন হবে। আমাদের দুটি নতুন এলএনজি রিগ্যাসিফিকেশন ইউনিট নির্মাণের পরিকল্পনা রয়েছে।" তিনি বলেন, সরকার গ্যাস ও বিদ্যুতে ভর্তুকি দেবে না এবং ব্যবসায়ী নেতাদের আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দাম দিতে প্রস্তুত থাকতে বলেন।
দেশ রূপান্তরের খবর “সাজার আলাদা শুনানিতে আসবে ভারসাম্য”। প্রতিবেদনে বলা হচ্ছে, কোনো আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হলে নির্দিষ্ট তারিখে সাজা বা খালাস দেওয়া আইনের প্রচলিত পদ্ধতি। তবে সম্প্রতি হাইকোর্টের একটি রায়ে বলা হয়েছে, অভিযোগ প্রমাণিত হওয়ার পর সরাসরি কাউকে সাজা না দিয়ে বিচারক তার অভিমত ব্যক্ত করবেন।
কী ধরনের সাজা হবে বা হতে পারে পৃথক শুনানির পর তা নির্ধারণ করবেন বিচারক। রায়ে প্রাণদন্ডের মতো কঠোর সাজার ক্ষেত্রে বিচারকদের আরও সতর্ক হওয়ার বিষয়টিও উঠে এসেছে।
নিউ এইজের পেছনের পাতার খবর, “First Hajj flight leaves Dhaka for Jeddah with 419 people on Sunday”। খবরে বলা হচ্ছে, ৪১৯ জন হজযাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইটটি রোববার ভোর ৩টা ২০ মিনিটে সৌদি আরবের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাওয়ার কথা রয়েছে।
এ বছর বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২২ হাজার ২২১ জন হজযাত্রী হজ পালন করতে যাচ্ছেন। চাঁদ দেখা সাপেক্ষে ২৭ জুন হজ অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।











