ছোট ভূমিকম্পে বড় বিপদের ইঙ্গিত, বিদ্যুতের দাম বাড়ানোর চিন্তা ও ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের অভিষেকের খবর

ছবির উৎস, বিবিসি বাংলা
তাপমাত্রা আরো বাড়লে রেল ও সড়ক যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়বে? বণিক বার্তার প্রধান খবর এটি।
খবরে বলা হয়েছে, সারা দেশে গত মাসের মাঝামাঝি বয়ে যায় তীব্র তাপপ্রবাহ। অন্য অনেক খাতের মতো দেশের যোগাযোগ ব্যবস্থায় এরই মধ্যে প্রভাব ফেলতে শুরু করেছে তাপপ্রবাহ।
এপ্রিলের শেষ সপ্তাহে ব্রাহ্মণবাড়িয়ায় একই স্থানে পরপর দুদিন রেললাইন বেঁকে যাওয়ার ঘটনা ঘটে। এর জন্য প্রধানত তাপমাত্রাকেই দায়ী করেছেন রেলওয়ের কর্মকর্তারা।
দেশের সড়ক যোগাযোগ খাতেও তাপমাত্রা বৃদ্ধির নেতিবাচক প্রভাবের বড় আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এমনকি ক্ষেত্রবিশেষে তা ভেঙে পড়ার আশঙ্কাকেও উড়িয়ে দিতে পারছেন না তারা।

ছবির উৎস, বিবিসি বাংলা
গতকাল ভোরে হয়ে যাওয়া ভূমিকম্পের খবর গূরুত্ব দিয়ে ছেপেছে প্রায় সব কয়টি পত্রিকা।
যুগান্তর শিরোনাম করেছে - ''ভূমিকম্পে কাঁপলো ঢাকা, বড় দুর্বিপাকের পূর্বাভাস''।
খবরে বলা হয় রাজধানী ও এর আশপাশের কিছু এলাকায় শুক্রবার মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। ঢাকার খুব কাছেই ছিল ভূমিকম্পের উৎপত্তিস্থল।
এ সম্পর্কে দুটি বক্তব্য পাওয়া গেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলছে, ঢাকার দোহার উপজেলায় ছিল এর কেন্দ্র। আর ভারতীয় ভূতাত্ত্বিক সংস্থার মতে, নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও আড়াইহাজারের মাঝামাঝি স্থানে ছিল এর কেন্দ্র।
বিবিসি বাংলার সর্বশেষ খবর ও বিশ্লেষণ এখন সরাসরি আপনার ফোনে।
ফলো করুন, নোটিফিকেশন অন রাখুন
বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল
সমকালের শিরোনাম—ছোট ভূমিকম্প বড় বিপদের বার্তা। খবরে বলা হয়েছে ৪.৩ মাত্রা ভূমিকম্পে কাঁপলো ঢাকা যার উৎপত্তিস্থল দোহার। যে কোন মূহুর্তে বড় ভূমিকম্প হওয়ার শঙ্কা। এক্ষেত্রে জলাশয়ের উপর গড়ে ওঠা ভবন বেশি ঝুঁকিতে।
ইংরেজি দৈনিক নিউ এজ এটি নিয়ে শিরোনাম করেছে Earthquake rings alarm bell in Dhaka
তাদের প্রধান শিরোনাম অবশ্য ভিন্ন। সেটি হল Big dengue outbreak feared। খবরে বলা হচ্ছে গত ৫ দিনে হাসপাতালে হঠাৎ করেই রোগীর সংখ্যা বাড়ছে, ডেঙ্গু পরিস্থিতি ঢাকার বাইরেও খারাপ হবার শঙ্কা আছে।
"চার্লসের রাজসিক অভিষেক আজ-যোগ দেবেন প্রধানমন্ত্রী" দেশ রুপান্তরের শিরোনাম। খবরে বলা হয়েছে আজ শনিবার লন্ডনের ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে অভ্যাগত ও রাজপারিষদদের সামনে ব্রিটেনের রাজা হিসেবে আনুষ্ঠানিক অভিষেক হবে ৭৪ বছর বয়সী ৩য় চার্লসের।
এ নিয়ে বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম - "আজ চার্লসের রাজ্যাভিষেক"। পাশেই আরেকটি খবর তারা ছেপেছে-লন্ডনে ব্যস্ততম দিন, ব্রিটিশ রাজার সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী-এই শিরোনামে।
শেখ হাসিনা ও ঋষি সুনামের মধ্যে প্রথম বৈঠক-ইত্তেফাকের অন্যতম প্রধান শিরোনাম। শুক্রবার বিকেলে লন্ডন কমনওয়েলথ সেক্রেটারিয়েটে এ বৈঠক অনুষ্ঠিত হয়। গত বছরের ২৫ অক্টোবর সুনাক দায়িত্ব নেয়ার পর প্রথম দুই নেতার বৈঠক অনুষ্ঠিত হল।

ছবির উৎস, বিবিসি বাংলা
নভেম্বরে ভোটের তফসিল-বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম এটি। তাদের এক বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে ২০২৪ সালের জানুয়ারিতে দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা নিয়ে কাজ করছে নির্বাচন কমিশন। এজন্য সেপ্টেম্বরে শুরু হবে ভোটের মূল তোড়জোড়।
আচরণবিধি মানানোই বড় চ্যালেঞ্জ ইসির-কালের কন্ঠের শিরোনাম। খবরে বলা হয়েছে আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে ভোটের আগেই প্রার্থী এবং প্রার্থীদের পক্ষে অতিগুরুত্বপূর্ণ ব্যক্তিদের নির্বাচনী আচরণবিধি মানানো নির্বাচন কমিশনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। গাজীপুর, বরিশাল, রাজশাহী, খুলনা ও সিলেট সিটি করপোরেশনে প্রার্থী চূড়ান্ত ও প্রতীক বরাদ্দের আগেই আচরণবিধি ভঙ্গ করে নির্বাচনী প্রচার শুরু হয়ে গেছে।
সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে প্রধান শিরোনাম করেছে সমকাল। তারা লিখেছে – তিন সিটিতে চাপে আওয়ামী লীগ।
খবরের বিস্তারিত হল পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি অংশ না নিলেও নানা চ্যালেঞ্জের মুখোমুখি আওয়ামী লীগ। জাতীয় নির্বাচন সামনে রেখে সব সিটিতেই জয় নিশ্চিত করতে ব্যাপক তৎপরতাও শুরু করেছে ক্ষমতাসীন দলটি। তবে এই মুহূর্তে আওয়ামী লীগের জন্য বড় চ্যালেঞ্জ দলীয় কোন্দল নিরসন, বিদ্রোহী প্রার্থী মোকাবিলা এবং মনোনয়নবঞ্চিত নেতাদের মাঠে নামানো।
বিশেষ করে বরিশাল, গাজীপুর ও সিলেট– এই তিন সিটি নির্বাচনে দলীয় কোন্দল বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। গাজীপুর ও সিলেটে ‘বিদ্রোহী প্রার্থী’ সংকট তৈরি করেছে দলের জন্য। আওয়ামী লীগ স্বস্তিদায়ক অবস্থানে রয়েছে রাজশাহী ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনে।
আগামী ২৫ মে গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। খুলনা ও বরিশালে নির্বাচন হবে আগামী ১২ জুন। আর ২১ জুন রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনের ভোট হবে।
‘Cautionary’ budget ahead of national polls'—ডেইলি সানের প্রধান শিরোনাম। খবরে বলা হয়েছে সরকার আগামী জুনে একটু সতকর্তাপূর্ণ বাজেট ঘোষণার প্রস্তুতি নিচ্ছে। নির্বাচন সামনে রেখে বাজেটে প্রান্তিক জনগোষ্ঠী আর সরকারি চাকুরেদের সুবিধা বেশি মাথায় রাখা হচ্ছে।

ছবির উৎস, বিবিসি বাংলা
''ব্রহ্মপুত্র বাঁচাতে হাঁটুপানিতে নেমে প্রতিবাদ''—প্রথম আলোর অন্যতম প্রধান শিরোনাম এটি আজ। পত্রিকাটির প্রথম পাতাজুড়ে এই খবরের ছবি ছাপানো হয়েছে।
জানা যায় ময়মনসিংহে ব্রহ্মপুত্রের বুকে হাঁটুপানিতে গতকাল শুক্রবার দুপুরে সাজানো হয় একটি প্রতিকী মঞ্চ। একটি টেবিলে রাখা হয় কিছু খাবার, কিন্তু পানি ছিল না। প্রতিকী এই প্রতিবাদ কর্মসূচীতে ময়মনসিংহ নগর এবং বিভিন্ন উপজেলা থেকে তরুণ-তরুণীরা যোগ দেন।
খবরে বলা হয় ২০১৯ সালে ২ হাজার ৭০০ কোটি টাকা সরকারি বরাদ্দে ব্রহ্মপুত্র খনন প্রকল্প শুরু হয়। কিন্তু ২০২১ সাল থেকে নদীতে ছোট ছোট চর জাগতে দেখা যায়। অথচ খননের আগেও কখনো এমন চর দেখা যায়নি। ব্রহ্মপুত্রে কখনো এত কম পানি ছিল না। তরুণদের অভিযোগ খননের নামে আসলে বৃহ্মপুত্র নদ মেরে ফেলা হচ্ছে।
আরেক দফায় বিদ্যুতের দাম বাড়ানোর তৎপরতা শুরু-মানবজমিনের অন্যতম প্রধান খবর এটি। বলা হয়েছে গ্রাহক ও পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়তে পারে জুনের পরই।
ইতিমধ্যে চলতি বছরে তিন ধাপে ভোক্তা পর্যায়ে দাম বাড়ানো হয়। এখন আবার বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলোও বিদ্যুতের দাম বাড়ানোর জন্য সরকারকে চাপ দিচ্ছে। এখন আরও এক দফা দাম বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলে ঢাকায় সফররত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কনসালটেশন মিশনকে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।
আয় কমায় সঞ্চয়ে ভাটা - যুগান্তরের প্রধান শিরোনাম এটি। খবরের বিস্তারিত হল-দীর্ঘ সময় ধরে দেশে অর্থনৈতিক মন্দা চলছে। এতে একদিকে স্বল্প ও মধ্য আয়ের মানুষের উপার্জন কমে গেছে। পাশাপাশি লাগামহীনভাবে বেড়েছে নিত্যপণ্য ও সেবার মূল্য। ফলে সব শ্রেণির মানুষের ব্যয় বেড়েছে। এতে বিশেষ করে স্বল্প ও মধ্য আয়ের মানুষের হাতে উদ্বৃত্ত অর্থ থাকছে কম। যে কারণে অনেকেই সঞ্চয় করতে পারছেন না।
শুধু নমস্কার, করমর্দন হলনা জয়শঙ্কর-বিলাওয়ালের। ভারতে অনুষ্ঠিত সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনের খবরের এমন শিরোনাম করেছে প্রথম আলো। গোঁয়ায় এই সম্মেলনে ভারত-পাকিস্তানের দুই পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ নিয়ে বেশ আগ্রহ ছিল সবখানে।
শেষ হল করোনা মহামারী—বাংলাদেশ প্রতিদিনের আরেকটি প্রধান শিরোনাম। খবরে বলা হচ্ছে করোনা মহামারিকে কেন্দ্র করে বিশ্বব্যাপী যে স্বাস্থ্যবিষয়ক জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল তা তুলে নিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। প্রায় তিন বছর পর এই ঘোষণা দেওয়া হলো। গতকাল এক বিবৃতিতে এ ঘোষণা দিয়ে ডব্লিউএইচও বলেছে, এখন আর স্বাস্থ্য জরুরি অবস্থা দীর্ঘ করার প্রয়োজন নেই। মহামারি করোনার প্রকোপ বিশ্বজুড়ে অনেকটাই কমে এসেছে।
Corona No longer a global health emergency: WHO এমন শিরোনাম করেছে ইংরেজি দৈনিক ডেইলি সান।

ছবির উৎস, বিবিসি বাংলা
কমছে কৃষি শ্রমিক বাড়ছে মজুরি-কালের কন্ঠের প্রধান শিরোনাম। খবরে বলা হচ্ছে বর্তমান বোরো মৌসুমে এলাকাভেদে মজুরি ৪০০ থেকে সর্বোচ্চ এক হাজার ২০০ টাকা। তবু অনেক এলাকায় কৃষি শ্রমিক পাওয়া যাচ্ছে না। পাশেই অভিমত নামে একটি কলামে এই সংক্রান্ত খবরের আরেকটি শিরোনাম সংকট মোকাবেলায় কৃষিযন্ত্রের ব্যবহার বাড়াতে হবে।
বিশ্ববিদ্যালয়ের জাল সনদ তৈরীর কারখানা আবিষ্কার-দৈনিক সংবাদের প্রধান খবর এটি। তারা লিখেছে বিদেশে পড়াশোনা করে দেশে জাল সার্টিফিকেট তৈরির কারখানা গড়ে তুলে প্রকৌশলী, জড়িত বোর্ড ও বিশ্ববিদ্যালয় কর্মকর্তারাও।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে জাল সার্টিফিকেট তৈরির কারখানার সন্ধান মেলার পর জড়িতদের গ্রেপ্তারে এমন চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে। গত প্রায় এক যুগ ধরে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট ঘরে বসেই তৈরি করে আসছিল এই চক্র।
জুমার নামাজে দাঁড়ানো নিয়ে তর্ক ঘুষিতে নিহত ১—দেশ রুপান্তরের প্রথম পাতার আরেকটি খবর। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গতকাল শুক্রবার জুমার নামাজের সময় কাতারে দাঁড়ানোকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। সেসময় কিল ঘুষিতে ৫০ বছর বয়সী সজল মিয়া মারা যান।
এই নিবন্ধে Google YouTubeএর কনটেন্ট রয়েছে। কোন কিছু লোড করার আগে আমরা আপনার অনুমতি চাইছি, কারণ তারা হয়ত কুকি এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে থাকতে পারে। আপনি সম্মতি দেবার আগে হয়ত Google YouTube কুকি সম্পর্কিত নীতি এবং ব্যক্তিগত বিষয়ক নীতি প়ড়ে নিতে চাইতে পারেন। এই কনটেন্ট দেখতে হলে 'সম্মতি দিচ্ছি এবং এগোন' বেছে নিন।
End of YouTube post








