রাজা চার্লসের অভিষেক অনুষ্ঠানে কেন কোহিনুর রাখা হচ্ছে না
বাকিংহাম প্রাসাদ জানিয়েছে, রাজা চার্লসের অভিষেক অনুষ্ঠানের সময় বিতর্কিত কোহিনুর হীরক ব্যবহার করা হবে না।
এর পরিবর্তে কুইন কনসোর্ট ক্যামিলাকে পরানো হবে রানি মেরির মুকুট। এরই মধ্যে টাওয়ার অব লন্ডন থেকে মুকুটটি এনে এটির আকার পরিবর্তন করা হয়েছে আগামী ৬ মে ওয়েস্টমিনস্টার অ্যাবিতে অভিষেক অনুষ্ঠানের জন্য। বিবিসির আযাদেহ মোশিরির প্রতিবেদন, পরিবেশন করেছেন মোয়াজ্জেম হোসেন।