'নির্বাচনকে নিয়ে পাতানো খেলা খেলতে দেয়া হবে না'

১৮ই সেপ্টেম্বরের সংবাদপত্র
ছবির ক্যাপশান, ১৮ই সেপ্টেম্বরের সংবাদপত্র

রাজশাহী ও বগুড়ায় বিএনপির রোডমার্চকে ঘিরে দৈনিক মানবজমিনের খবর নির্বাচনকে নিয়ে পাতানো খেলা খেলতে দেয়া হবে না। দুইদিনের রোডমার্চের দ্বিতীয় দিন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বক্তব্যে এমন মন্তব্য করেন।

দুইদিনের রোডমার্চে ১২৯ কিলোমিটার পথ অতিক্রম করার সময় চারটি পথসভা সহ ছয়টি স্থানে বক্তব্য দেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

রোডমার্চে বক্তব্য দেয়ার সময় বিএনপি নেতারা এমন অভিযোগও তুলেছেন যে আওয়ামী লীগ আগের নির্বাচনের মত এবারও নির্বাচনে কারচুপি করতে চায়, এমনটাই বলা হচ্ছে নিউ এজের প্রতিবেদন AL plots another rigged polls in 2024’ এ।

রাজশাহী এবং বগুড়ায় হওয়া রোড মার্চে বিএনপি নেতারা অভিযোগ করেছেন যে ২০১৪ এবং ২০১৮ সালের মত এবারও আওয়ামী লীগ তাদের পছন্দ অনুযায়ী নির্বাচন কমিশন সাজিয়েছে এবং নির্বাচনে কারচুপি করার উদ্দেশ্যে পুলিশ, বেসামরিক প্রশাসন ও বিচার বিভাগ সাজিয়েছে।

বিএনপির রোডমার্চে অংশ নিতে যাওয়ার সময় নাটোরে গাড়ি থামিয়ে কর্মীদের ওপর হামলা, অগ্নিসংযোগ করা হয়েছে বলে উঠে এসেছে দৈনিক প্রথম আলোর প্রতিবেদনে। নাটোরের বিভিন্ন জায়গায় ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের কর্মীদের কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়েছে বলে বলা হচ্ছে ওই প্রতিবেদনে।

এসব হামলায় সংগঠনগুলোর অন্তত ৩০ জন নেতাকর্মী আহত হয়েছেন ও অন্তত সাতটি প্রাইভেট কার ও মাইক্রোবাস ভাঙচুর করা হয়েছে।

এসব হামলার জন্য বিএনপির নেতারা সরাসরি আওয়ামী লীগ নেতাদের দায়ী করলেও আওয়ামী লীগের নেতারা সেই অভিযোগ অস্বীকার করছেন।

দৈনিক ইত্তেফাকের খবরের শিরোনামবড় ভূমিকম্পের ঝুঁকিতে দেশখবরে বলা হচ্ছে বাংলাদেশ ক্রমশ ভূমিকম্পপ্রবণ হয়ে উঠছে এবং ভৌগলিক অবস্থানের কারণে রয়েছে বড় মাত্রার ভূমিকম্পের ঝুঁকিতেও।

১৮ই সেপ্টেম্বরের সংবাদপত্র
ছবির ক্যাপশান, ১৮ই সেপ্টেম্বরের সংবাদপত্র
স্কিপ করুন বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল পড়ুন
আপনার হোয়াটসঅ্যাপে বিবিসি বাংলা।

বিবিসি বাংলার সর্বশেষ খবর ও বিশ্লেষণ এখন সরাসরি আপনার ফোনে।

ফলো করুন, নোটিফিকেশন অন রাখুন

বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল

গত নয় দিনে তিন বার আর পাঁচ মাসে সাত বার বাংলাদেশের ভেতরে ছোট থেকে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে, যার সবগুলোর উৎপত্তিস্থলই বাংলাদেশের সীমানার ভেতরে বা আশেপাশে ভেতরে। কিন্তু বাংলাদেশে ভূমিকম্পের পূর্বাভাসের তেমন কোনো ব্যবস্থা নেই।

বিশেষজ্ঞদের বরাত দিয়ে খবরে তুলে ধরা হয়েছে যে এ ধরণের ছোট ছোট ভূমিকম্প বড় আকারের ভূমিকম্পের পূর্বাভাস। বিশেষজ্ঞরা বলছেন বড় ধরণের ভূমিকম্প হওয়ার আগেই প্রস্তুতিমূলক মহড়া দেওয়া শুরু করতে হবে।

রবিবার দুপুরে ঢাকা ও উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় অনুভূত হয়, যার উৎপত্তিস্থল ছিল টাঙ্গাইলে। এর আগে ১১ই সেপ্টেম্বর ভারত-মিয়ানমার সীমান্তে ও ৯ই সেপ্টেম্বর আসামে উৎপত্তি হওয়া ভূমিকম্প অনুভূত হয় সিলেটে।

ভূমিকম্প নিয়ে কালের কণ্ঠের প্রতিবেদনের শিরোনাম সাড়ে আট মাসে দেশেই সাত ভূমিকম্পের উৎপত্তি। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের তথ্যের বরাত দিয়ে এই খবরে বলা হচ্ছে যে গড় সাড়ে আট মাসে বাংলাদেশের সীমানার ভেতরেই উৎপত্তি হয়েছে সাতটি ভূমিকম্পের।

এই সাতটি ভূমিকম্প সহ বাংলাদেশ ও দেশের আশেপাশে মোট ভূমিকম্প হয়েছে ৩১টি। আর ভারতের ভূকম্পন পর্যবেক্ষণকারী সরকারি সংস্থার হিসেব অনুযায়ী এ বছর বাংলাদেশের সীমানারেখার ওপর ও সীমানার ভেতরে ভূমিকম্প উৎপত্তি হয়েছে ২০ থেকে ২৫টি।

সাম্প্রতিক বছরগুলোর তুলনায় এই বছরে ভূমিকম্পের পরিমাণ বাড়ায় উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেহেদি আহমেদ আনসারি মন্তব্য করেছেন, “বাংলাদেশের সীমানার ২০০ কিলোমিটারের মধ্যেও যদি কোনো বড় ভূমিকম্প হয়, সেটা আমাদের জন্য ক্ষতির কারণ হবে।”

দৈনিক কালবেলার প্রধান শিরোনাম ভ্রমণে মাতোয়ারা কর্মকর্তারা। সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের প্রতি অতি আগ্রহের বিষয়টি উঠে এসেছে এই প্রতিবেদনে।

বাংলাদেশ সরকার ২০২২ সালে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ বন্ধের নির্দেশ দিলেও বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ থামেনি – এমনটাই উঠে এসেছে এই প্রতিবেদনে।

১৮ই সেপ্টেম্বরের সংবাদপত্র
ছবির ক্যাপশান, ১৮ই সেপ্টেম্বরের সংবাদপত্র

প্রতিবেদনে বলা হচ্ছে যে গত দেড় মাসে অন্তত ৬৫০ জন কর্মকর্তা বিদেশ ভ্রমণের অনুমতি নিয়েছেন। এছাড়াও এই সময়ের মধ্যে যেসব কর্মকর্তা বিদেশ গিয়েছেন, তাদের কাজের সাথে সফরের বিষয়ের কোনো যোগসূত্র নেই বলে উঠে এসেছে প্রতিবেদনে।

উদাহরণ হিসেবে তুলে ধরা হয় পহেলা সেপ্টেম্বর জাপানের নারিতায় ঢাকা-নারিতা ফ্লাইটের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে যাওয়া কর্মখর্তাদের তালিকা। ঐ সফরে যাওয়া ৭৯ জনের বহরে বিমানের ২৪ সদস্যের প্রতিনিধি দলে ছিলেন বিপণন, বাণিজ্য ও অন্যান্য বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তারা।

বিশেষজ্ঞরা বলছেন এসব কর্মকর্তাদের ভ্রমণের দায় বর্তায় তাদের অনুমতি দেয়া কর্তৃপক্ষের ওপর। তবে ভ্রমণ না করার সরকারি নির্দেশনা থাকা স্বত্ত্বেও ব্যাপকহারে সরকারি কর্মকর্তাদের বিদেশ সফর করা হতাশাজনক বলে মন্তব্য করছেন বিশেষজ্ঞদের অনেকে।

কালের কণ্ঠের খবর ঢাকার প্রবেশমুখে আটটি সমাবেশ করবে বিএনপি। এ খবরে বলা হচ্ছে, সরকার পতনের এক দফা দাবিতে এবার ঢাকার প্রবেশমুখে আটটি সমাবেশ করতে যাচ্ছে বিএনপি। আর জেলা পর্যায়ে হবে পাঁচটি রোড মার্চ। গত ২৯শে জুলাই ঢাকার চার প্রবেশমুখে অবস্থান কর্মসূচি পালন করেছিল বিএনপি। কিন্তু তাতে কাঙ্ক্ষিত সফলতা পায়নি দলটি।

রোববার রাতে বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিকে উদ্ধৃত করে জানানো হয়, আজ সোমবার বেলা আড়াইটায় দলীয় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে কর্মসূচি ঘোষণা করা হবে। গত শুক্রবার এক সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, ১৮ সেপ্টেম্বর নতুন কর্মসূচি ঘোষণা করবেন তাঁরা।

১৮ই সেপ্টেম্বরের সংবাদপত্র
ছবির ক্যাপশান, ১৮ই সেপ্টেম্বরের সংবাদপত্র

দৈনিক সমকালের প্রতিবেদন ঋণ পরিশোধ বাড়ছে, আরও চাপে রিজার্ভ । এ খবরে বলা হয়েছে, উন্নয়ন সহযোগী সংস্থা ও দেশের কাছ থেকে সরকারের ঋণ গ্রহণের পরিমাণ বেড়েছে। এসব ঋণের ওপর সুদের হারও বাড়িয়েছে উন্নয়ন সহযোগীরা। এতে বিভিন্ন সময়ে নেওয়া বিদেশি ঋণের সুদ এবং আসল পরিশোধে আগের চেয়ে এখন বেশি বৈদেশিক মুদ্রা ব্যয় করতে হচ্ছে।

সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) হিসাবকে উদ্ধৃত করে এই প্রতিবেদনে বলা হয়েছে, চলতি অর্থবছরের জুলাইয়ে বিদেশি ঋণের সুদ ও আসল মিলে পরিশোধ করতে হয়েছে ২৫ কোটি ৩০ লাখ ডলার, যা আগের একই সময়ের চেয়ে ৪১ শতাংশ বেশি।

গত জুলাইতে মূল ঋণ পরিশোধের পরিমাণ ছিল ১৪ কোটি ৬৫ লাখ ডলার। গত অর্থবছরের একই মাসে যা ছিল ১১ কোটি ৪৩ লাখ ডলার। আর সুদ পরিশোধের পরিমাণ দাঁড়িয়েছে ১০ কোটি ৬৬ লাখ ডলার, যা আগের বছরের একই মাসে ছিল ৬ কোটি ৪৭ লাখ ডলার।

দ্রব্যমূল্যের পরিস্থিতি নিয়ে ডেইলি স্টারের খবর Potato prices keeps ticking up despite cap. আলুর দামের উর্ধ্বসীমা বেঁধে দেয়ার পরও পণ্যটির দাম বাড়ছেই বলে উঠে এসেছে এই প্রতিবেদনে।

সরকার আলুর কেজিপ্রতি দাম ৩৫-৩৬ টাকা নির্ধারণ করে দিলেও বাজারে গতকালও আলু বিক্রি হয়েছে ৪৫ থেকে ৫০ টাকায়। আলুর পাইকারি বিক্রেতারা বলছেন যে আলুর উৎপাদন না বাড়লে দাম কমানো সম্ভব নয়।

পাশাপাশি, সরকার দাম নির্ধারণ করে দেয়ার পর থেকে মুন্সীগঞ্জের কোল্ড স্টোরেজগুলো থেকে আলু সরবরাহ করাও বন্ধ হয়ে গেছে বলে উঠে এসেছে এই প্রতিবেদনে।

নিত্যপণ্যের উর্ধ্বগতি নিয়ে দৈনিক যুগান্তরের প্রতিবেদন ব্যয় মেটাতে সঞ্চয়ে টান। মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্তদের অনেকে পারিবারিক ব্যয় মেটাতে সঞ্চয় ভাঙছেন বলে উঠে এসেছে প্রতিবেদনে।

অনেকেই শহরের জীবনযাত্রার ব্যয় মেটাতে না পেরে বাধ্য হয়ে গ্রামে চলে যাচ্ছেন। আবার অনেকে পরিবারের সদস্যদের গ্রামে পাঠিয়ে দিয়ে নিজে শহরে থাকছেন বলে উঠে এসেছে এই প্রতিবদেনে।

অন্যান্য খবর

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে বণিকবার্তার খবরের শিরোনাম বছরজুড়ে মোট রোগীর ৪৪ শতাংশই রাজধানীর। খবরে উঠে এসেছে যে গতকাল পর্যন্ত বাংলাদেশে ১ লাখ ৬৭ হাজার ৬৮৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে, যার মধ্যে প্রায় সাড়ে ৭৩ হাজার রোগীই ভর্তি হয়েছেন ঢাকার সরকারি-বেসরকারি হাসপাতালে।

এছাড়া এ বছরে ডেঙ্গুতে বাংলাদেশে মারা যাওয়া ৮২২ জনের মধ্যে ৫৬৪ জনই ঢাকার দুই সিটি কর্পোরেশনের বাসিন্দা ছিলেন।

আর ডেঙ্গু নিয়ে সমকালের খবরের শিরোনাম রাজধানীয়র বাইরে ডেঙ্গু চিকিৎসায় বিশৃঙ্খলা। প্রতিবেদনে উঠে এসেছে যে ঢাকার বাইরে সরকারি হাসপাতালগুলোতে কিট সংকট বা প্রয়োজনীয় যন্ত্র বিকলের মত অভিযোগ নিত্যনৈমিত্তিক বিষয়।

উপকরণ ও লোকবলের ঘাটতির পাশাপাশি প্রয়োজনীয় স্যালাইনের সংকটও রয়েছে বলে বলা হচ্ছে প্রতিবেদনে। এসব ঘাটতি মেটানোর পাশাপাশি হাসপাতাল ব্যবস্থাপনা উন্নয়েনর দিকে নজর দিতেও তাগিদ দিচ্ছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।

বণিক বার্তার প্রধান শিরোনাম এক কোটি পথচারীর অবকাঠামো উন্নয়নে বরাদ্দ মাত্র ০.২৪% । রিপোর্টে বলা হয়েছে, বর্তমানে প্রতিদিন নগরবাসী এক স্থান থেকে আরেক স্থানে গড়ে চার কোটি ২০ লাখ বার যাতায়াত (ট্রিপ প্রডিউস) করে। এ যাতায়াতের ২০ শতাংশই ঘটে পথচারী চলাচলে।

এমন চিত্র উঠে এসেছে ২০১৫-২০৩৫ সালের জন্য প্রণীত সরকারের সংশোধিত কৌশলগত পরিবহন পরিকল্পনায় (আরএসটিপি)। তবে বুয়েটের বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিন পথচারী চলাচলের এ হার প্রায় ৩০ শতাংশ। এ দুই হিসাবকে আমলে নিয়ে দেখা যায়, রাজধানীতে প্রতিদিন এক কোটি বা তারও বেশিবার হেঁটে যাতায়াত করে পথচারী।

অথচ রাজধানীর যোগাযোগ অবকাঠামো উন্নয়নে সরকারের যত বিনিয়োগ রয়েছে তার মধ্যে এ এক কোটি পথচারীর জন্য বরাদ্দ মাত্র দশমিক ২৪ শতাংশ।