'বিদ্যুৎ থেকে দৃষ্টি সরাতে সংলাপ নিয়ে এত কথা'

সংবাদপত্র

কালেরকণ্ঠের শিরোনাম, বিদ্যুৎ থেকে দৃষ্টি সরাতে সংলাপ নিয়ে এত কথা। এই খবরটিতে বলা হয়েছে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিদ্যুতের সমস্যা ও নির্দলীয় সরকারের সংকট থেকে জনদৃষ্টি সরাতে সংলাপ নিয়ে ক্ষমতাসীন দলের নেতা-মন্ত্রীরা বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছেন। এর মাধ্যমে সরকার দেশের মূল সমস্যা আড়াল করতে চাইছে।সংলাপ নিয়ে আওয়ামী লীগের নেতাদের বক্তব্যের প্রসঙ্গ টেনে গতকাল বৃহস্পতিবার দুপুরে এক আলোচনাসভায় বিএনপি মহাসচিব এই মন্তব্য করেন।

সংলাপের ঢেউ, পাল্টা হাওয়া- এমন একটি মূল শিরোনাম করে দুটি আলাদা খবর প্রকাশ করেছে দৈনিক পত্রিকা সমকাল। এই খবরটিতে বলা হয়েছে যে, নির্বাচনের আগে রাজনীতির অবলাবস্থা আরও প্রকট হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এমন পরিস্থিতি থেকে উত্তরণে ঘুরেফিরে সংলাপের কথাই বলছেন রাজনীতিবিদ, সুশীল সমাজ এমনকি কূটনীতিকরাও। দেশের বড় দুই দল আওয়ামীলীগ-বিএনপিও মনে করে সংলাপ দরকার। কিন্তু কৌশলগত কারণে কেউ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, কেউবা দিচ্ছে শর্ত।

সংবাদ পত্রিকার শিরোনাম, সংলাপের বিষয়ে আপাতত ভাবছি না : ওবায়দুল কাদের। এই খবরটিতে বলা হয়েছে, বিএনপি নেতাদের সঙ্গে সংলাপের বিষয়ে আপাতত আমরা ভাবছি না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, সংলাপ নিয়ে ভাববো কি না সেটা পরের বিষয়। টেবিলে বসিয়ে মুলা ঝুলাবে, গতবারের কথা আমাদের মনে আছে। একবার নয়, দুইবার তাদের সঙ্গে সংলাপে বসেছি। রেজাল্ট কী?

বিবিসি বাংলার আরো খবর:
সংবাদপত্র

বণিকবার্তার শিরোনাম, ভোটের সময় হয়রানিমূলক মামলা নয়: আইনমন্ত্রী। এই খবরে বলা হয়েছে, নির্বাচন কমিশন (ইসি) সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে উল্লেখ করে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘তাদের নেয়া পদক্ষেপের মধ্যে সব দলের নির্বিঘ্ন প্রচার, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের ওপর হামলা রোধ ও হয়রানিমূলক মামলা না করাসহ একগুচ্ছ সিদ্ধান্ত হয়েছে।

এছাড়া সব দলের জন্য সমান সুযোগ তৈরিতে সরকারের কাছে প্রস্তাব রাখা এবং কোনো ধরনের হয়রানিমূলক মামলা না করার ব্যবস্থা নেয়া হবে।’

এই খবরটি নিয়ে প্রায় প্রতিটি পত্রিকাই খবর প্রকাশ করেছে।

যুগান্তর পত্রিকার সংবাদ শিরোনাম, সচল হচ্ছে পুরোনো মামলা, সাজার আতঙ্কে বিএনপি নেতারা। এতে বলা হয়েছে, মামলার জালে বন্দি হয়ে পড়েছে বিএনপি। দলের চেয়ারপারসন খালেদা জিয়া থেকে শুরু করে তৃণমূলের সক্রিয় কোনো নেতাই মামলা থেকে রেহাই পাননি। বিএনপির দপ্তর সূত্রে জানা গেছে, ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এ পর্যন্ত ১ লাখ ১২ হাজারের মতো মামলা হয়েছে। এতে আসামি প্রায় ৪০ লাখ।

যুগান্তর পত্রিকারই আরেকটি শিরোনাম নির্বাচন কেমন হবে তা জনগণ ঠিক করবে। এই খবরটিতে বলা হয়েছে, বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার মন্টিটস্কি বলেছেন, বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন কীভাবে হবে তা এ দেশের জনগণই ঠিক করবে। নির্বাচন এই দেশের অভ্যন্তরীণ বিষয়। এতে রাশিয়া হস্তক্ষেপ করবে না।

বাংলাদেশের সাথে নিরাপত্তা সহযোগিতা বাড়াতে চায় যুক্তরাষ্ট্র- এমন শিরোনাম করেছে নয়াদিগন্ত। এতে বলা হয়েছে, বাংলাদেশের সাথে নিরাপত্তা সহযোগিতা বাড়াতে চায় যুক্তরাষ্ট্র। নিরাপত্তা ছাড়াও জলবায়ু, বাণিজ্যসহ অনেক ইস্যুতেই দুই দেশের সহযোগিতা গভীর করার সুযোগ রয়েছে। গতকাল ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দফতরের নিয়মিত সংবাদ সম্মেলনে মুখ্য উপ-মুখপাত্র বেদান্ত প্যাটেল এক প্রশ্নের জবাবে এ কথা জানান।

বিবিসি বাংলার আরো খবর:
সংবাদপত্র
স্কিপ করুন বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল পড়ুন
আপনার হোয়াটসঅ্যাপে বিবিসি বাংলা।

বিবিসি বাংলার সর্বশেষ খবর ও বিশ্লেষণ এখন সরাসরি আপনার ফোনে।

ফলো করুন, নোটিফিকেশন অন রাখুন

বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল

লোডশেডিং কমাতে আদানি ও বাঁশখালীর শরণাপন্ন বিপিডিবি- এমন শিরোনাম করেছে বণিকবার্তা। এতে বলা হয়েছে, অতিরিক্ত লোডশেডিং সামাল দিতে ভারতের আদানি পাওয়ারের দ্বিতীয় ইউনিট থেকে আরো ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে আসছে। একই সঙ্গে চট্টগ্রামের বাঁশখালীতে নির্মাণাধীন বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র এসএস পাওয়ার থেকে ৩৫০ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ নেয়া হচ্ছে। যদিও এ দুটি ইউনিটের বাণিজ্যিক উৎপাদনের আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনো হয়নি।

নিউ এইজ পত্রিকার শিরোনাম, ‘Crippling power crisis persists despite $3,900cr investment’। এই খবরে বলা হয়েছে, ২০০৯ থেকে ২০২২ সালে বিদ্যুৎ খাতে ৩,৯০০ কোটি ডলার বিনিয়োগ করার পরও বাংলাদেশ তার সর্বোচ্চ বিদ্যুৎ সংকটের মুখে পড়েছে। যদিও দেশটিতে বিদ্যুতের মাথাপিছু চাহিদা বিশ্বের সর্বনিম্ন চাহিদার তালিকায় থাকা দেশগুলোর মধ্যে একটি।

দৈনিক ইত্তেফাকের শিরোনাম-কারণ লোডশেডিং: ওয়াসার পাঁচ জোনে পানি সংকট। এই খবরটিতে বলা হয়েছে, লোডশেডিংয়ের কারণে রাজধানীতে ঢাকা ওয়াসার ১০টি মডস জোনের মধ্যে পাঁচটি জোনেই পানি সরবরাহের সংকট হচ্ছে বলে জানিয়েছেন সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান। এই সংকট কাটাতে মানুষকে পানি অপচয় না করার পরামর্শ দিয়েছেন তিনি। গতকাল বৃহস্পতিবার দুপুরে কাওরান বাজারে ওয়াসা ভবনে চলমান পানিসংকট নিয়ে কয়েকটি গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের শিরোনাম, ‘Fighting load-shedding: Commerce to allow on credit coal import for $5m’। এতে বলা হয়েছে, বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে যে তারা সিদ্ধান্ত নিয়েছে, ব্যক্তিমালিকানাধীন কোম্পানিগুলো বছরে অন-ক্রেডিট পাঁচ মিলিয়ন ডলার মূল্যের কয়লা আমদানি করেত পারবে। যাতে করে বিদেশি মুদ্রার রিজার্বের উপর চাপ কমিয়ে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করা যায়।

বিবিসি বাংলার আরো খবর:
সংবাদপত্র

ভ্রমণসহ নানা নিষেধাজ্ঞা আসছে খেলাপিদের জন্য-কালেরকণ্ঠ পত্রিকার আরেকটি শিরোনাম এটি। এতে বলা হয়েছে, ইচ্ছাকৃত ঋণখেলাপির সংজ্ঞা নির্ধারণসহ বেশ কিছু পরিবর্তন এনে ব্যাংক কম্পানি আইন আবার সংশোধন করা হচ্ছে। এতে ইচ্ছাকৃত ঋণখেলাপিদের বিদেশ যাওয়া, বাড়ি-গাড়ি ও কম্পানি নিবন্ধনে নিষেধাজ্ঞা আরোপসহ তাঁদের রাজনৈতিক দলের কমিটিতে না রাখার বিধান রেখে ব্যাংক কম্পানি আইন, ১৯৯১ অধিকতর সংশোধন করতে একটি বিলে সংশোধনী আনা হয়েছে।

এনিয়ে প্রথম আলোর শিরোনাম, বেনামি ঋণ শোধ না করলে হবে ইচ্ছাকৃত খেলাপি। এতে বলা হয়েছে, ব্যাংক খাতে বেনামি ঋণ ও ঋণ জালিয়াতি এখন বহুল আলোচিত। এভাবে ঋণ নিয়ে পরিশোধ না করলেই তা ইচ্ছাকৃত খেলাপি হিসেবে গণ্য করা হবে। ইচ্ছাকৃত ঋণখেলাপির এমন সংজ্ঞা নির্ধারণসহ বেশ কিছু পরিবর্তন এনে ব্যাংক কোম্পানি আইন আবার সংশোধন করা হচ্ছে। এতে ইচ্ছাকৃত ঋণখেলাপিদের বিদেশভ্রমণ ও পাঁচ বছর ব্যাংকে পরিচালক পদে বসার নিষেধাজ্ঞা দেওয়ার ক্ষমতা দেওয়া হচ্ছে কেন্দ্রীয় ব্যাংককে।

দ্য ডেইলি স্টারের খবর, ‘Income tax bill targets wealth stashed abroad’এই খবরটিতে বলা হয়েছে, নতুন আয়কর বিল ২০২৩ অনুযায়ী, কারও বিদেশে সম্পদ থাকলে তা যদি কর কর্মকর্তারা প্রমাণসহ জানতে পারেন, তাহলে ওই সম্পদের বিপরীতে জরিমানা আরোপ করার বিধান রাখা হয়েছে নতুন আইনে।

বিবিসি বাংলার আরো খবর:
সংবাদপত্র

অন্যান্য খবর

বণিকবার্তার খবর, লোডশেডিংয়ের প্রতিবাদে বিএনপির মিছিলে পুলিশি বাধা। এই খবরটিতে বলা হয়েছে, অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ খাতে দুর্নীতির প্রতিবাদে গতকাল সারা দেশে অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি। তবে বিভিন্ন স্থানে মিছিলে পুলিশের বাধা ও লাঠিপেটার অভিযোগ তুলেছে দলটি। ঢাকায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন ও স্মারকলিপি দিতে মিছিল নিয়ে যাওয়ার পথেও পুলিশি বাধার মুখে পড়েন কেন্দ্রীয় নেতারা।

নয়াদিগন্তের শিরোনাম, বিএনপি নেতা সালাহউদ্দিন নিজের ইচ্ছা অনুযায়ী দেশে ফিরতে পারবেন : পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, বিএনপি নেতা ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ভারতের আসাম থেকে নিজের ইচ্ছে অনুযায়ী দেশে ফিরতে পারবেন। আসাম থেকে বাংলাদেশে প্রবেশের জন্য তাকে ট্রাভেল পাস দেয়ার জন্য ইতোমধ্যে গৌহাটিতে বাংলাদেশ মিশনকে জানানো হয়েছে। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক মোহাম্মদ রফিকুল আলম এ কথা জানান।

১৫ ফ্লাইট বাতিল বিপাকে ৬ হাজার হজযাত্রী এমন শিরোনাম করেছে কালেরকণ্ঠ। এতে বলা হয়েছে, বেশি লাভের আশায় হজযাত্রীদের জন্য সৌদি আরবে বাড়ি ভাড়া করতে দেরি করছে এজেন্সিগুলো। বাড়ি ভাড়া না হওয়ায় এখনো ২০ হাজার হজযাত্রীর ভিসা হয়নি। তাই বিমানের টিকিটও কিনতে পারছে না এজেন্সিগুলো। আবার বিমানের টিকিট বিক্রি না হওয়ায় এ পর্যন্ত ১৫টি হজ ফ্লাইট বাতিল হয়েছে।

টিউবওয়েল চুরির অভিযোগে দুই শিশুকে শিকলে বেঁধে নির্যাতন-সমকাল পত্রিকার শিরোনাম এটি। এতে বলা হয়েছে, ফরিদপুরের বোয়ালমারীতে টিউবওয়েল চুরির অভিযোগে দুই শিশুকে শিকলে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। উপজেলার গুনবহা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চাপলডাঙ্গা গ্রামের এ ঘটনা বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে বৃহস্পতিবার নির্যাতনে জড়িত একজনকে আটক করে পুলিশ।

দেশের প্রায় অর্ধেক পরিবার খাদ্যের উচ্চমূল্য নিয়ে চিন্তিত- বণিতবার্তার খবর এটি। এতে বলা হয়েছে, দেশে জীবন-জীবিকা ও খাদ্যনিরাপত্তায় সামষ্টিক অর্থনীতির বিভিন্ন সমস্যার প্রভাব তুলে ধরতে কয়েক বছর ধরেই নিয়মিত জরিপ চালাচ্ছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)। ‘বাংলাদেশ: ডিআইইএম—ডাটা ইন ইমার্জেনসিস মনিটরিং ব্রিফ’ শীর্ষক দীর্ঘমেয়াদি ও ধারাবাহিক এ জরিপের সপ্তম ধাপের ফলাফল চলতি সপ্তাহেই প্রকাশ হয়েছে। চলতি বছর ফেব্রুয়ারি ও মার্চে পরিচালিত জরিপের সপ্তম কিস্তির ফলাফলে উঠে এসেছে, এ মুহূর্তে বাংলাদেশী খানাগুলোর প্রায় অর্ধেকই খাদ্যের উচ্চমূল্য নিয়ে দুশ্চিন্তায় রয়েছে।

প্রতিদিন সকালে সংবাদপত্র পর্যালোচনার জন্য বিবিসি বাংলার ওয়েবসাইট দেখুন।