সংবাদপত্র: শুক্রবার খুলনায় বিএনপির সমাবেশ পণ্ড, পুলিশের রাবার বুলেট ও লাঠিচার্জ

সংবাদপত্র

ছবির উৎস, বিবিসি বাংলা

বিএনপির সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক-দৈনিক সংবাদের অন্যতম প্রধান শিরোনাম। খবরে বলা হয়েছে সরকারের পদত্যাগ, গায়েবি মামলা ও গণগ্রেপ্তার বন্ধ, সরকারের দুর্নীতির প্রতিবাদ এবং ১০ দফা বাস্তবায়নের দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এতে খুলনায় পুলিশ-বিএনপি সংঘর্ষে, আহত ১৫ এবং ফেনীতে আ.লীগের হামলায় বিএনপির অর্ধশত নেতাকর্মী আহত।

যুগান্তর পত্রিকার অন্যতম প্রধান শিরোনাম হচ্ছে - খুলনায় সংঘর্ষে আহত অর্ধশত, বিএনপির সমাবেশ পন্ড, ৯ নেতাকর্মী আটক। বলা হয়েছে বিএনপির সমাবেশ কেন্দ্র করে খুলনায় নেতাকর্মীদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে।

বিএনপি নেতাদের অভিযোগ পুলিশ শান্তিপূর্ণ সমাবেশে হামলা চালিয়েছে। তাদের দাবী পুলিশের লাঠিচার্জ, টিয়ার শেল ও রাবার বুলেটে শতাধিক আহত হয়েছে যাদের মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক। অন্যদিকে পুলিশ বলছে বিএনপি নেতাকর্মীরা রাস্তা দখল করে সমাবেশ করায় তাদের সরে যেতে বলা হয়। তখন তারা পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করে।

খবরটি নিয়ে ইংরেজি দৈনিক ডেইলি স্টার শিরোনাম করেছে - BNP activists, cops clash, 40 hurt in Khulna

কালের কন্ঠ তাদের প্রথম পাতায় পাশাপাশি দুটি খবর ছেপেছে। একটির শিরোনাম হল বিএনপির পদযাত্রা সহিংসতার প্রস্তুতি, শান্তি সমাবেশে ওবায়দুল কাদের। অন্যটি সরকারের সময় শেষ হয়ে গিয়েছে, জনসমাবেশে মির্জা ফখরুল।

শুক্রবার রাজধানীতে আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশে এই দুই নেতার বক্তব্য ঘিরেই খবর দুটি। বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সমাবেশে প্রধান অতিথি ছিলেন ওবায়দুল কাদের।

অন্যদিকে শ্যামলী ক্লাব মাঠে গায়েবি মামলায় গ্রেপ্তার, সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি আদায়ে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে সমাবেশ হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এদিন সাংগঠনিক ২৮ জেলায় সমাবেশ করেছে দলটি। এ কর্মসূচির মাধ্যমে বিএনপির সপ্তাহব্যাপী কর্মসূচি শুরু হলো। আজ ঢাকা মহানগর দক্ষিণসহ ২১ জেলায় সমাবেশ করা হবে।

বিবিসি বাংলায় আরো পড়ুন:
সংবাদপত্র

ছবির উৎস, বিবিসি বাংলা

আরিফুল হকের প্রার্থী হওয়ার সম্ভাবনা কম-প্রথম আলোর প্রধান শিরোনাম। খবরটিতে বলা হয় সিলেট সিটি নির্বাচন ঘিরে আজ নাগরিক সভা করে নিজের প্রার্থী হওয়া না হওয়ার প্রশ্নে আরিফুল হক তার অবস্থান জানাবেন।

স্কিপ করুন বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল পড়ুন
আপনার হোয়াটসঅ্যাপে বিবিসি বাংলা।

বিবিসি বাংলার সর্বশেষ খবর ও বিশ্লেষণ এখন সরাসরি আপনার ফোনে।

ফলো করুন, নোটিফিকেশন অন রাখুন

বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল

খবরটিতে ছবির নিচে ক্যাপশনে লেখা হয় তার এই পূর্বঘোষিত নাগরিক সভার মঞ্চ তৈরীতে পুলিশ বাধা দেয়। এর প্রতিবাদে মাঠে এসে ফটকের সামনে অবস্থান নেন তিনি। পরে পুলিশ সভা করার মৌখিক অনুমতি দেয়।

এছাড়া পাতানো নির্বাচনের আয়োজন করেছে বর্তমান সরকার-এমন শিরোনামে সিলেটের টানা দুবারের মেয়র ও এই বিএনপি নেতার সাক্ষাৎকারও প্রকাশ করেছে পত্রিকাটি।

নিত্যপণ্যের দামে লাগাম টানবে কে? সংবাদের প্রধান শিরোনাম। বলা হয় আদা উঠেছে ৪০০ টাকায় জিরা কেজিতে বেড়েছে ৩০০, ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের বাজারে আদা, রসুন ও পেঁয়াজের দামের লাগাম টানা যাচ্ছে না। দেখা দিয়েছে ‘সরবরাহ’ সংকটও। মাসের ব্যবধানে জরুরি কয়েকটি পণ্যের দাম দ্বিগুণ বেড়েছে। দাম বৃদ্ধির যৌক্তিক কোন কারণ জানেন না কেউই।

পেঁয়াজ ও চিনি নিয়ে একটু ঝামেলা চলছে-বাণিজ্যমন্ত্রীর এমন বক্তব্যকে শিরোনাম করে খবর প্রকাশ করেছে বণিক বার্তা।

লেখা হয়েছে রংপুরে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছে ‘পেঁয়াজ ও চিনি নিয়ে একটু ঝামেলা চলছে। সরকার চিনির বিক্রয়মূল্য নির্ধারণ করে দিলেও বাজারে এর প্রভাব পড়েনি। অসাধু ব্যবসায়ীরা সুযোগ নিচ্ছেন। পাশাপাশি পেঁয়াজের দাম বেড়েছে। আমরা লক্ষ রাখছি। বর্তমানে পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে। যদি দু-একদিনের মধ্যে দাম না কমে তাহলে পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নেবে সরকার।’

খবরটি নিয়ে ঢাকা ট্রিবিউনের শিরোনাম-Minister threatens to import onions if price not reduced । খবরে বলা হয়েছে বাণিজ্যমন্ত্রী এই সময় পেঁয়াজের দাম বাড়ার কোন কারণই দেখছেন না।

সংবাদপত্র

ছবির উৎস, বিবিসি বাংলা

লেখা হয়েছে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকা থেকে অপহরণ হয়েছিল তিন বছরের শিশু সিদ্দিক। পরে ওই শিশুকে বিক্রি করার জন্য অনলাইনে বিজ্ঞাপন দেয় অপহরণকারীরা। সিদ্দিকের নাম পাল্টে দুই লাখ টাকায় স্ট্যাম্প করে বিক্রি করে দেয়া হয়। সেই শিশু সিদ্দিককে অপহরণের ২২ দিন পর গোপালগঞ্জ থেকে উদ্ধার করেছে র‍্যাব।

এ ঘটনায় ঢাকা ও গোপালগঞ্জে অভিযান চালিয়ে শিশু অপহরণকারী চক্রের মূলহোতা পীযূষ দম্পতি ও শিশুটির ক্রেতাসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

হাইকোর্টে শুনানির অপেক্ষায় ৫ বছর-সমকালের শিরোনাম। খবরটি চাঞ্চল্যকর একরাম হত্যা মামলা নিয়ে।

বলা হয়েছে ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক একরাম হত্যাকাণ্ডের বিচার কার্যক্রম পাঁচ বছর ধরে হাইকোর্টে শুনানির অপেক্ষায় থমকে আছে। ২০১৮ সালে চাঞ্চল্যকর এই হত্যা মামলায় ৩৯ আসামিকে মৃত্যুদণ্ড দেন ফেনীর আদালত। মৃত্যুদণ্ড পাওয়া ২৩ আসামি কারাগারে থাকলেও ১৬ জন এখনও পলাতক।

রাষ্ট্রপক্ষ বলছে, ডেথ রেফারেন্স মামলার ক্রমানুসারে চলতি বছরই একরাম হত্যা মামলার শুনানি হওয়ার কথা। এদিকে পলাতক আসামি গ্রেপ্তার না হওয়া এবং হাইকোর্টে পাঁচ বছর ধরে মামলাটি ঝুলে থাকায় হতাশা প্রকাশ করেছেন একরামের বড় ভাই ও মামলার বাদী জসিম উদ্দিন।

বিবিসি বাংলার অন্যান্য খবর:

সিন্ডিকেটে আটকা বাসের শৃঙ্খলা-দৈনিক দেশ রুপান্তরের প্রধান শিরোনাম।

খবরে বিস্তারিত বলা হয়েছে যে ঢাকা মহানগরীর গণপরিবহনে শৃঙ্খলা আনতে বাস রুট রেশনালাইজেশনের উদ্যোগ নেওয়া হয়েছিল পাঁচ বছর আগে। এ উদ্যোগ বাস্তবায়নের জন্য যে কমিটি করা হয়েছে তারা এখন পর্যন্ত ২৭টি সভা করেছে। কিন্তু রুট মেনে বাস পরিচালনা ও কোম্পানি গঠনের কাজ সামান্যই এগিয়েছে।

যাত্রী ছাউনি, বাস টার্মিনাল, বাস ডিপো নির্মাণ এবং নতুন বাস নামানোর কাজেও কাঙ্খিত অগ্রগতি নেই। তিনটি রুটে বাস চলাচল শুরু করলেও অবৈধ বাসের দৌরাত্ম্য থামছে না। এ অবস্থার জন্য একটি অসাধু চক্রকে দায়ী করছেন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা। তারা বলছেন, বাস্তবায়ন কর্তৃপক্ষ ও মালিকপক্ষকে এ চক্রটিই ভুল বোঝাচ্ছে।

সংবাদপত্র

ছবির উৎস, বিবিসি বাংলা

কিছু লোকের কারণে ইসলাম নিন্দিত হচ্ছে – হজ কর্মসূচীর উদ্বোধনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যকে শিরোনাম করেছে যুগান্তর।

খবরে বলা হয় শুক্রবার রাজধানীর আশকোনায় হজ অফিসে হজ কর্মসূচী-২০২৩ এর উদ্বোধনকালে শেখ হাসিনা বলেন, "ইসলাম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম। অল্প কিছু মানুষই ইসলামের নিন্দার কারণ হয়ে উঠেছে। জঘন্য কাজ থেকে এই লোকদের থামাতে সবাইকে উদ্যোগ নিতে হবে। আমাদের সবাইকে শিশুদের সম্পর্কে সচেতন হতে হবে।’'

করের বোঝা বাড়ছে বাজেটে বাড়বে পরিধি - মানবজমিনের প্রধান শিরোনাম।

খবরে বলা হয়েছে আসন্ন ২০২৩-২৪ অর্থবছরের বাজেটের আকার হবে প্রায় ৭ লাখ ৬১ হাজার কোটি টাকার উপরে। যদিও বলা হচ্ছে আগামী বাজেটে সাধারণ জনগণের ওপর বাড়তি করের বোঝা চাপানো হচ্ছে না। তবে এই বিশাল আকারের বাজেটে থাকবে কর আদায়ে বাড়তি চাপ। সাড়ে ৭ লাখ কোটি টাকার মধ্যে রাজস্ব আদায়ের লক্ষ্য ধরা হচ্ছে ৫ লাখ কোটি টাকা।

বিশাল আকারের এই বাজেটের অর্থ আদায়ের পরিধি বাড়াতে করজাল বিস্তারে গ্রামাঞ্চলে প্রাইভেট এজেন্ট নিয়োগ করা হবে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এসব তথ্য ছেপেছে মানবজমিন।

Dying Padma, Teesta threatens biodiversity-এই বিশেষ প্রতিবেদন দিয়ে প্রধান শিরোনাম করেছে ইংরেজি দৈনিক নিউ এজ।

বলা হয়েছে ভারত সীমান্তে উজানের পানি বন্ধ করায় ধীরে ধীরে মৃতপ্রায় হয়ে পড়ছে বাংলাদেশের দুটি প্রধান নদী পদ্মা ও তিস্তা। যা বাংলাদেশকে একটি বিজ্জনক পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে। যার নেতিবাচক প্রভাবে ধীরে ধীরে জীববৈচিত্র্য বিলুপ্তি ঘটছে এবং নদীভিত্তিক জীবিকাও ধ্বংসের পথে।

ক্যাম্পে ঘরে ঘরে অস্ত্র-বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম। আধিপত্য বিস্তারে নিজেদের শক্তি বাড়াতে প্রতিযোগিতা করে অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করছে কক্সবাজারের উখিয়া-টেকনাফের আশ্রয় শিবিরে সাধারণ রোহিঙ্গা হিসেবে ছদ্মবেশে থাকা রোহিঙ্গা সন্ত্রাসীরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, ক্যাম্পের আধিপত্য বিস্তার নিয়ে সৃষ্ট দ্বন্দ্বে প্রায় প্রতিদিনই খুন-গুম ঘটছে। গত ছয় মাসে অন্তত শতাধিক খুন হয়েছে ক্যাম্পে।

Skip YouTube post
Google YouTube কনটেন্টের জন্য কি অনুমতি দেবেন?

এই নিবন্ধে Google YouTubeএর কনটেন্ট রয়েছে। কোন কিছু লোড করার আগে আমরা আপনার অনুমতি চাইছি, কারণ তারা হয়ত কুকি এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে থাকতে পারে। আপনি সম্মতি দেবার আগে হয়ত Google YouTube কুকি সম্পর্কিত নীতি এবং ব্যক্তিগত বিষয়ক নীতি প়ড়ে নিতে চাইতে পারেন। এই কনটেন্ট দেখতে হলে 'সম্মতি দিচ্ছি এবং এগোন' বেছে নিন।

সতর্কবাণী: বিবিসির নয় এমন ওয়েবসাইটের কনটেন্টের জন্য বিবিসি দায়ী না YouTube কনটেন্টে বিজ্ঞাপন থাকতে পারে

End of YouTube post

অন্যান্য খবর

বিতর্কিত ওলামা লীগ আজ থেকে আওয়ামী লীগের-দেশ রুপান্তরের প্রথম পাতার খবর। বলা হয়েছে অবশেষে ওলামা লীগকে সমমনা সংগঠন হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

আজ শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সংগঠনটির প্রথম ত্রিবার্ষিক সম্মেলনে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সেখানে তিনি ওলামা লীগকে আওয়ামী লীগের সঙ্গে রাখার স্বীকৃতি দেবেন বলে জানা গেছে। ওলামা লীগ নামে একাধিক সংগঠন রাজধানীতে দীর্ঘদিন ধরে কর্মসূচি চালিয়ে আসছে। সংগঠনটি ঘিরে নানা বিতর্কও রয়েছে। তবে এর আগে আওয়ামী লীগের স্বীকৃতি না পাওয়ায় তাদের বিতর্কিত কর্মকাণ্ডের দায় কখনো নিতে হয়নি ক্ষমতাসীনদের।

সাগরে মাছ ধরা বন্ধ আজ থেকে ৬৫ দিন-প্রথম আলোর খবরটিতে বলা হয়েছে শনিবার থেকে সব ধরনের মাছ ধরায় আগামী ২৩ জুলাই পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল থাকবে। মৎস্য অধিদপ্তর থেকে জানানো হয় সাগরে মাছ সংরক্ষণ ও প্রজননের জন্য এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ২০১৪ সাল থেকে এ কার্যক্রম চলমান।