ছবিতে দেখুন ইউরোপ-আমেরিকার দাবদাহ, সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

বিশ্বের গড় তাপমাত্রা প্রতি বছর ‘অভূতপূর্ব’ হারে বাড়ছে বলে আশঙ্কা প্রকাশ করছেন জলবায়ু বিশেষজ্ঞরা। এ বছরের জুলাই মাসে বৈশ্বিক গড় তাপমাত্রার নতুন রেকর্ড তৈরি হয়েছে। ইউরোপীয় জলবায়ু পর্যবেক্ষণ কেন্দ্র কোপার্নিকাসের হিসেব অনুযায়ী এ বছরের ৬ই জুলাই গড় বৈশ্বিক তাপমাত্রা ছিল ১৭.০৮ ডিগ্রি সেলসিয়াস। ইতিহাসে এই প্রথম গড় বৈশ্বিক তাপমাত্রা ১৭ ডিগ্রির ওপর উঠলো।

জাতিসংঘ হুঁশিয়ারি দিয়েছে যে ইউরোপে চলমান তাপদাহ চলতে থাকলে এই রেকর্ডও ভাঙতে পারে।

জলবায়ু পরিবর্তনের কারণেই তাপমাত্রার এমন অস্বাভাবিক বৃদ্ধি হচ্ছে কিনা, তা নিশ্চিত হতে বিজ্ঞানীরা গবেষণা চালাচ্ছেন। তবে তারা আশঙ্কা করছেন যে আগামী কয়েক বছরের মধ্যে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে।