ছবিতে দেখুন ইউরোপ-আমেরিকার দাবদাহ, সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

বিশ্বের গড় তাপমাত্রা প্রতি বছর ‘অভূতপূর্ব’ হারে বাড়ছে বলে আশঙ্কা প্রকাশ করছেন জলবায়ু বিশেষজ্ঞরা। এ বছরের জুলাই মাসে বৈশ্বিক গড় তাপমাত্রার নতুন রেকর্ড তৈরি হয়েছে। ইউরোপীয় জলবায়ু পর্যবেক্ষণ কেন্দ্র কোপার্নিকাসের হিসেব অনুযায়ী এ বছরের ৬ই জুলাই গড় বৈশ্বিক তাপমাত্রা ছিল ১৭.০৮ ডিগ্রি সেলসিয়াস। ইতিহাসে এই প্রথম গড় বৈশ্বিক তাপমাত্রা ১৭ ডিগ্রির ওপর উঠলো।

জাতিসংঘ হুঁশিয়ারি দিয়েছে যে ইউরোপে চলমান তাপদাহ চলতে থাকলে এই রেকর্ডও ভাঙতে পারে।

জলবায়ু পরিবর্তনের কারণেই তাপমাত্রার এমন অস্বাভাবিক বৃদ্ধি হচ্ছে কিনা, তা নিশ্চিত হতে বিজ্ঞানীরা গবেষণা চালাচ্ছেন। তবে তারা আশঙ্কা করছেন যে আগামী কয়েক বছরের মধ্যে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে।

গ্রীসের প্রত্নত্বাত্ত্বিক নিদর্শন অ্যাক্রোপোলিস দেখতে যাওয়া এক পর্যটক, ২০শে জুলাই

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, গ্রীসের প্রত্নত্বাত্ত্বিক নিদর্শন অ্যাক্রোপোলিস দেখতে যাওয়া এক পর্যটক, ২০শে জুলাই
পূর্ব ফ্রান্সের স্ট্রাসবার্গ শহরের কেন্দ্রে ঝরনায় স্বস্তি খুঁজছে মানুষ,

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, পূর্ব ফ্রান্সের স্ট্রাসবার্গ শহরের কেন্দ্রে ঝরনায় স্বস্তি খুঁজছে মানুষ, ১১ই জুলাই। ফ্রান্সের অধিকাংশ অংশে গত তিন মাস ধরে স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা রয়েছে।
ক্রোয়েশিয়া

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, ক্রোয়েশিয়ার একটি সৈকতে তীব্র গরমে স্বস্তি খুঁজছেন পর্যটকরা।
বসনিয়া হার্জেগোভিনা, ২০শে জুলাই

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, বসনিয়া হার্জেগোভিনা, ২০শে জুলাই
স্পেনের মাদ্রিদ রিওতে গরম থেকে বাঁচতে শিশুদের সময় কাটানোর দৃশ্য, ১৯শে জুলাই

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, স্পেনের মাদ্রিদ রিওতে গরম থেকে বাঁচতে শিশুদের সময় কাটানোর দৃশ্য, ১৯শে জুলাই
ইতালির সিসিলি দ্বীপের মেসিনায় তাপদাহে অতিষ্ঠ পর্যটকরা, ১৬ই জুলাই

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, ইতালির সিসিলি দ্বীপের মেসিনায় তাপদাহে অতিষ্ঠ পর্যটকরা, ১৬ই জুলাই
তীব্র গরম

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, তীব্র গরমে ইটালির রোম শহরে ক্লান্ত হয়ে পড়েছেন পর্যটকরা। গরম থেকে স্বস্তি খুঁজতে বিশ্রাম নিচ্ছেন তারা।
গ্রীসের অ্যাক্রোপোলিসের কাছে পর্যটকদের জন্য জরুরি স্বাস্থ্য সেবা দেয়ার ব্যবস্থা করে রেড ক্রস, ২০শে জুলাই

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, গ্রীসের অ্যাক্রোপোলিসের কাছে পর্যটকদের জন্য জরুরি স্বাস্থ্য সেবা দেয়ার ব্যবস্থা করে রেড ক্রস, ২০শে জুলাই
স্পেনের লা পালমায় তীব্র তাপদাহে বনে আগুন জ্বলে যায়, ১৫ই জুলাই

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, স্পেনের লা পালমায় তীব্র তাপদাহে বনে আগুন জ্বলে যায়, ১৫ই জুলাই
মায়ামি

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, যুক্তরাষ্ট্রের মায়ামি সমুদ্র সৈকতে তীব্র গরমে দুজন পর্যটক। দেশটির ন্যাশনাল ওয়েদার সার্ভিস বলেছে দিনের বেলায় সেখানে তাপমাত্রা ৪৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠছে।
টেক্সাস

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিনে গরম থেকে মুক্তির জন্য পানিতে বসে আছেন এক বাসিন্দা।