ছবিতে খালেদা জিয়ার রাজনৈতিক জীবন

ছবিতে খালেদা জিয়ার রাজনৈতিক জীবন

এরশাদ সরকারবিরোধী গণতান্ত্রিক আন্দোলনে খালেদা জিয়া

জিয়াউর রহমানের কবর জিয়ারত করছেন খালেদা জিয়া।

ছবির উৎস, Reuters

১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনের দিন বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন খালেদা জিয়া।

সমাবেশে ভাষণ দিচ্ছেন খালেদা জিয়া

ছবির উৎস, Robert Nickelsberg/Liaison via Getty Images

পঞ্চম জাতীয় সংসদের আগের দিন, ১৯৯১ সালে ঢাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল - বিএনপির এক নির্বাচনী সমাবেশে ভাষণ দিচ্ছেন দলটির নেতা খালেদা জিয়া। পাশে দাঁড়িয়ে তার বড় ছেলে তারেক রহমান।

১৯৮৭ সালে খালেদা জিয়াকে পুলিশ আটক করে নিয়ে যাচ্ছে

ছবির উৎস, Robert Nickelsberg/Getty Images

১৯৮৭ সালের পয়লা নভেম্বর এরশাদ সরকার বিরোধী আন্দোলনের সময় খালেদা জিয়াকে আটক করে পুলিশ।

খালেদা জিয়াকে ধানের শীষের ভাষ্কর্য উপহার দেয়া হয়

ছবির উৎস, Robert Nickelsberg/Getty Images

১৯৯১ সালের ১২ই ফেব্রুয়ারি নির্বাচনী প্রচারণার সময় এক সমাবেশে খালেদা জিয়ার হাতে উপহার হিসেবে ধানের শীষের একটি ভাষ্কর্য তুলে দেন দলের নেতা-কর্মীরা।

খালেদা জিয়ার দেয়াল চিত্রের পাশে দাঁড়িয়ে একজন যুবক

ছবির উৎস, Robert Nickelsberg/Getty Images

খালেদা জিয়ার দেয়াল চিত্রের পাশে দাঁড়িয়ে একজন যুবক। ছবিটি তোলা হয়েছে ১৯৯১ সালের পহেলা ফেব্রুয়ারি।

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী

১৯৯১ সালের আটই মে শক্তিশালী ঘূর্ণিঘড় আঘাত হানার পর সন্দ্বীপ পরিদর্শনের সময় তোলা খালেদা জিয়ার ছবি।

ছবির উৎস, Thierry Falise/LightRocket via Getty Images

১৯৯১ সালের আটই মে বাংলাদেশে শক্তিশালী ঘূর্ণিঘড় আঘাত হানার পর সন্দ্বীপ পরিদর্শনের সময় তোলা খালেদা জিয়ার ছবি।

পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে ঢাকা বিমানবন্দরে স্বাগত জানান খালেদা জিয়া

ছবির উৎস, Reuters

বাংলাদেশে ১৯৯১ সালের ঘূর্নিঝড়ের পর প্রয়োজনীয় ত্রাণ সহায়তা নিয়ে আসা পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে ঢাকা বিমানবন্দরে স্বাগত জানান প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ছবিটি তোলা হয় পাঁচই মে, ১৯৯১।

বিএনপির দলীয় প্রার্থী মির্জা আব্বাসের সাথে এক নির্বাচনী সমাবেশে হাত নাড়ছেন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ছবির সময়কাল ২৮শে জানুয়ারী, ১৯৯৪।

ছবির উৎস, Reuters

বিএনপির দলীয় প্রার্থী মির্জা আব্বাসের সাথে এক নির্বাচনী সমাবেশে হাত নাড়ছেন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ছবির সময়কাল ২৮শে জানুয়ারী, ১৯৯৪।

১৯৯৫ সালে তৎকালীন অর্থমন্ত্রী সাইফুর রহমানের সাথে বসে আলাপ করছেন প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

ছবির উৎস, Reuters

১৯৯৫ সালে তৎকালীন অর্থমন্ত্রী সাইফুর রহমানের সাথে বসে আলাপ করছেন প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

বিরোধী দলীয় নেত্রী হিসেবে রাজনীতির মাঠে খালেদা জিয়া

১৯৯৯ সালের ২৩শে ডিসেম্বর। তৎকালীন তিন বিরোধীদলীয় নেতা বিএনপি’র খালেদা জিয়া, জামায়াতে ইসলামীর গোলাম আযম ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এক ইফতার পার্টিতে।

ছবির উৎস, AFP via Getty Images

১৯৯৯ সালের ২৩শে ডিসেম্বর এক ইফতার পার্টিতে তৎকালীন তিন বিরোধীদলীয় নেতা।

(বাম থেকে ডানে) বিএনপি'র খালেদা জিয়া, জামায়াতে ইসলামীর গোলাম আযম ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এক ইফতার পার্টিতে।

৮ই ফেব্রুয়ারি, ২০০০
ক্ষমতাসীন আওয়ামী লীগের জননিরাপত্তা আইন পাসের প্রতিবাদে পল্টন ময়দানে বিরোধী দলীয় সংসদ সদস্যদের অনশন কর্মসূচিতে খালেদা জিয়া।

ছবির উৎস, AFP via Getty Images

ক্ষমতাসীন আওয়ামী লীগের জননিরাপত্তা আইন পাসের প্রতিবাদে পল্টন ময়দানে বিরোধী দলীয় সংসদ সদস্যদের অনশন কর্মসূচিতে খালেদা জিয়া। ছবিটি তোলা হয়েছে ২০০০ সালের ৮ই ফেব্রুয়ারি

১৯৯৮ সালের সাতই জুন পার্বত্য অঞ্চলের বিদ্রোহীদের সাথে তৎকালীন সরকারের শান্তি চুক্তির বিরুদ্ধে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিরোধী দল বিএনপি'র প্রধান খালেদা জিয়া। পেছনে তার প্রয়াত স্বামী ও দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ছবি।

ছবির উৎস, MUFTY MUNIR/AFP via Getty Images

১৯৯৮ সালের সাতই জুন পার্বত্য অঞ্চলের বিদ্রোহীদের সাথে তৎকালীন সরকারের শান্তি চুক্তির বিরুদ্ধে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিরোধী দল বিএনপি'র প্রধান খালেদা জিয়া। পেছনে তার প্রয়াত স্বামী ও দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ছবি।

২০০০ সালের ২৬শে আগস্ট ঢাকায় সাংবাদিকদের একটি দলের সাথে এক বৈঠকে বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া। পটভূমিতে তার নিহত স্বামী রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একটি চিত্রকর্ম রয়েছে।

ছবির উৎস, JEWEL SAMAD/AFP via Getty Images

২০০০ সালের ২৬শে আগস্ট ঢাকায় সাংবাদিকদের একটি দলের সাথে এক বৈঠকে বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া। পটভূমিতে তার নিহত স্বামী রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একটি চিত্রকর্ম রয়েছে

দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ

২০০১ সালের ১০ই অক্টোবর। চার দলীয় জোট সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর স্বাক্ষর করছেন খালেদা জিয়া। পাশে উপস্থিত ছিলেন তৎকালীন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আহমেদ।

ছবির উৎস, JEWEL SAMAD/AFP via Getty Images

২০০১ সালের ১০ই অক্টোবর। চার দলীয় জোট সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর স্বাক্ষর করছেন খালেদা জিয়া। পাশে উপস্থিত ছিলেন তৎকালীন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আহমেদ

২০০৩ সালের ২৬শে জানুয়ারি, সংসদে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। সঙ্গে অন্যান্য মন্ত্রী ও এমপিরা।

ছবির উৎস, JEWEL SAMAD/AFP via Getty Images

২০০৩ সালের ২৬শে জানুয়ারি, সংসদে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। সঙ্গে অন্যান্য মন্ত্রী ও এমপিরা

২০০২ সালের ১৬ই ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসের অনুষ্ঠানে পায়রা ওড়াচ্ছেন প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

ছবির উৎস, JEWEL SAMAD/AFP via Getty Images

২০০২ সালের ১৬ই ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসের অনুষ্ঠানে পায়রা ওড়াচ্ছেন তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

কোয়ালার সঙ্গে বন্ধুত্ব… কমনওয়েলথ সরকারপ্রধানদের সম্মানে অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী জন হাওয়ার্ড ও তার স্ত্রী জ্যানেটের ডিনার পার্টিতে একটি কোয়ালাকে কোলে নিয়ে খালেদা জিয়া। ছবিটি তোলা হয় ২০০২ সালের চৌঠা মার্চ।

ছবির উৎস, JEWEL SAMAD/AFP via Getty Images

কোয়ালার সঙ্গে বন্ধুত্ব… কমনওয়েলথ সরকারপ্রধানদের সম্মানে অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী জন হাওয়ার্ড ও তার স্ত্রী জ্যানেটের ডিনার পার্টিতে একটি কোয়ালাকে কোলে নিয়ে খালেদা জিয়া। ছবিটি তোলা হয় ২০০২ সালের চৌঠা মার্চ

২০০৫ সালের ২১শে ডিসেম্বর, প্রধানমন্ত্রী থাকাকালীন এক জনসভায় খালেদা জিয়া।

ছবির উৎস, FARJANA K. GODHULY/AFP via Getty Images

২০০৫ সালের ২১শে ডিসেম্বর, প্রধানমন্ত্রী থাকাকালীন এক জনসভায় খালেদা জিয়া

এক-এগারো পরবর্তী রাজনীতিতে বিএনপি চেয়ারপার্সন

তেসরা সেপ্টেম্বর, ২০০৭। আদালতে নেওয়ার পথে হাত নাড়ছেন খালেদা জিয়া। ওইদিন ভোরে ঢাকা সেনানিবাস এলাকায় নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ছবির উৎস, FARJANA K. GODHULY/AFP via Getty Images

তেসরা সেপ্টেম্বর, ২০০৭। আদালতে নেওয়ার পথে হাত নাড়ছেন খালেদা জিয়া। ওইদিন ভোরে ঢাকা সেনানিবাস এলাকায় নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়

২০০৮ সালের ২৭শে ডিসেম্বর ঢাকায় একটি নির্বাচনী প্রচারণা সমাবেশে নিরাপত্তার স্বার্থে স্থাপন করা বুলেটপ্রুফ ঢালের দিকে তাকিয়ে আছেন খালেদা জিয়া। এর আগে,সাবেক এই প্রধানমন্ত্রী ও তার বড় ছেলের বিরুদ্ধে এতিমখানার অর্থ আত্মসাতের অভিযোগ দায়ের করে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন।

ছবির উৎস, MUNIR UZ ZAMAN/AFP FILES/AFP via Getty Images

২০০৮ সালের ২৭শে ডিসেম্বর ঢাকায় একটি নির্বাচনী প্রচারণা সমাবেশে নিরাপত্তার স্বার্থে স্থাপন করা বুলেটপ্রুফ ঢালের দিকে তাকিয়ে আছেন খালেদা জিয়া। এর আগে,সাবেক এই প্রধানমন্ত্রী ও তার বড় ছেলের বিরুদ্ধে এতিমখানার অর্থ আত্মসাতের অভিযোগ দায়ের করে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন

২০১৮ সালের ৭ই ফেব্রুয়ারি দুর্নীতি মামলায় রায় ঘোষণার আগের দিন সংবাদ সম্মেলনে নিজেকে নির্দোষ বলে দাবি করেন খালেদা জিয়া।

ছবির উৎস, MUNIR UZ ZAMAN/AFP via Getty Images

২০১৮ সালের ৭ই ফেব্রুয়ারি দুর্নীতি মামলায় রায় ঘোষণার আগের দিন সংবাদ সম্মেলনে নিজেকে নির্দোষ বলে দাবি করেন খালেদা জিয়া

২০২৫ সালের ছয়ই মে যুক্তরাজ্যে চিকিৎসা শেষে দেশে ফিরে গাড়ি থেকে সড়কে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে হাত নাড়ছেন খালেদা জিয়া।

ছবির উৎস, MUNIR UZ ZAMAN/AFP via Getty Images

২০২৫ সালের ছয়ই মে যুক্তরাজ্যে চিকিৎসা শেষে দেশে ফিরে গাড়ি থেকে সড়কে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে হাত নাড়ছেন খালেদা জিয়া