‘সংসদের ৯০ শতাংশ এমপি কোটিপতি, ৬৭% ব্যবসায়ী’

২৪শে জানুয়ারি, ২০২৪ এর পত্রিকা

সংসদের ৯০ শতাংশ এমপি কোটিপতি, ৬৭% ব্যবসায়ী’, এটি সমকালের প্রথম পাতার প্রতিবেদন। এতে বলা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের প্রায় ৬৭ শতাংশ ব্যবসায়ী এবং প্রায় ৯০ শতাংশই কোটিপতি।

সংসদ নির্বাচনে বিজয়ীদের হলফনামা বিশ্লেষণ করে বেসরকারি সংস্থা সুশাসনের জন্য নাগরিক (সুজন) একটি প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

সেখানে বলা হয়েছে, নব নির্বাচিত ২৯৯ এমপির মধ্যে ২০০ জনের পেশা ব্যবসা এবং বার্ষিক শীর্ষ ১০ আয়কারীর তালিকায় রয়েছে আওয়ামী লীগের পাঁচ, স্বতন্ত্র চার এবং জাতীয় পার্টির একজনের নাম।

এছাড়া, নির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে এক কোটি টাকার বেশি সম্পদ আছে ২৬৯ জনের। অর্থাৎ ৮৯ দশমিক ৯৭ শতাংশ সংসদ সদস্যের সম্পদ কোটি টাকার ওপরে। একাদশ জাতীয় সংসদে ১ কোটি টাকার বেশি সম্পদশালী সংসদ সদস্য ছিলেন ২৪৭।

নয়া দিগন্ত পত্রিকা
ছবির ক্যাপশান, নয়া দিগন্ত পত্রিকা

স্বতন্ত্র এমপিরা প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের অপেক্ষায়’, এটি কালের কণ্ঠ পত্রিকার প্রথম পাতার খবর। এতে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রেকর্ডসংখ্যক ৬২টি আসনে বিজয়ী স্বতন্ত্র সংসদ সদস্যদের সংসদে ভূমিকা কী হবে, সে বিষয়ে সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি। তবে স্বতন্ত্র হিসেবে নির্বাচিত আওয়ামী লীগ নেতারা দলীয়

পদ-পদবি হারাতে চান না। এ কারণে তারা সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন।

তিনি নির্দেশনা দিলে বেশির ভাগ স্বতন্ত্র সংসদ সদস্য আওয়ামী লীগে যোগ দেবেন। অন্যথায় তারা স্বতন্ত্র সদস্য হিসেবে সংসদে বিরোধী দলের ভূমিকা রাখবেন বলে এতে উল্লেখ করা হয়।

এদিকে, সংরক্ষিত নারী আসনের তফসিলের জন্য জাতীয় সংসদের চিঠির অপেক্ষায় রয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কিন্তু স্বতন্ত্রদের বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত না হওয়ায় ইসির পাঠানো চিঠির জবাব দিতে পারেনি সংসদ সচিবালয়।

প্রথম আলো পত্রিকা
ছবির ক্যাপশান, প্রথম আলো পত্রিকা

BNP in two minds about local polls’ অর্থাৎ ‘স্থানীয় নির্বাচন নিয়ে বিএনপিতে দুই মত’। এটি দ্য ডেইলি স্টার পত্রিকার প্রথম পাতার খবর।

এতে বলা হয়েছে, বিএনপি তাদের আগের সিদ্ধান্ত অনুযায়ী, আসন্ন উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করবে না। তবে নির্বাচন নিয়ে দলটিতে এখন দুই ধরনের মত তৈরি হয়েছে।

দলটির প্রাথমিক ভাবনা ছিল সাতই জানুয়ারির মতো এই নির্বাচনেও যেন ভোটার উপস্থিতি কম থাকে, সেটা নিশ্চিত করা। কিন্তু একইসাথে, যেসব বিএনপি নেতা আসন্ন উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করতে চায়, তাদের ওপরও কঠোর হতে চায় না দলটি।

এখন, দলের নীতিনির্ধারকরা আগামী কয়েকদিন পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন বলে এতে উল্লেখ করা হয়।

নিউ এইজ পত্রিকা
ছবির ক্যাপশান, নিউ এইজ পত্রিকা

আদালতে সরকার হস্তক্ষেপ করতে পারে না: পররাষ্ট্রমন্ত্রী’, এটি মানবজমিন পত্রিকার প্রথম পাতার খবর। এতে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের বক্তব্য উদ্ধৃত করে বলা হয়, ‘আদালতে সরকার কোনও ভাবেই হস্তক্ষেপ করতে পারে না এবং কোথাও করাটা সমীচীন নয়’।

মূলত, মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ১২ জন সেনেট সদস্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়ে ড. ইউনূসকে বিচারিক হয়রানি না করার জন্য আহ্বান জানিয়েছেন।

ঐদিনই পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন, “আমি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নয়, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে ড. ইউনূসের প্রতি যথাযথ সম্মান জানিয়ে বলতে চাই, এখানে সরকার কোনো মামলার পক্ষ নয়। মামলায় তার শাস্তি হয়েছে। সরকার তো আদালতে হস্তক্ষেপ করতে পারে না।”

সমকাল পত্রিকা
ছবির ক্যাপশান, সমকাল পত্রিকা

বারবার আবেদনের পরও মামলার নথি দেয়া হচ্ছে না’, এটি নয়া দিগন্ত পত্রিকার প্রথম পাতার খবর। এখানে বলা হয়, শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ-আল-মামুন অভিযোগ করেছেন, আদালতে বারবার আবেদনের পরও তারা ড. ইউনূসের মামলার বিচার সংশ্লিষ্ট কাগজপত্র পাননি।

নথিপত্র না দিয়ে তাকে হয়রানি ও মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, “প্রতিদিন আমরা লোক পাঠাচ্ছি। আজ দেবো, কাল দেবো। এই কথা বলে সময় নিচ্ছে। আমরা রায় পর্যালোচনা করে যে আপিল করব সেই সুযোগ পাচ্ছি না।”

আবদুল্লাহ-আল-মামুন বলেন, “শ্রম আইনের ২১৭ ধারা অনুসারে শ্রম আদালতের রায়কে চ্যালেঞ্জ করে আপিলের জন্য ড. ইউনূসের ৬০ দিন সময় পাওয়ার কথা। তবে আপিলের জন্য ড. ইউনূস এবং অপর তিনজনকে মাত্র ৩০ দিনের সময় দিয়েছেন শ্রম আদালত, যা সেই আইনের লঙ্ঘন।”

দ্য ডেইলি স্টার পত্রিকা
ছবির ক্যাপশান, দ্য ডেইলি স্টার পত্রিকা

বরাদ্দে জোর বেশি প্লট-ফ্ল্যাটে, কম স্বাস্থ্য, কৃষি ও সেবায়’, এটি প্রথম আলোর শেষ পাতার খবর। এতে বলা হয়, অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় চলতি অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বরাদ্দে গৃহায়ণ খাতে পরিকল্পনার চেয়ে কয়েক গুণ বেশি অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্লট-ফ্ল্যাটের জন্য এই খাতে বরাদ্দ বেড়েছে। বিপরীতে কৃষি, স্বাস্থ্য ও সাধারণ সরকারি সেবার মতো গুরুত্বপূর্ণ খাতগুলোতে বরাদ্দ কমানো হয়েছে।

অর্থনীতিবিদ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের খুশি রাখতে গৃহায়ণ খাতে বেশি বিনিয়োগ করা হচ্ছে। সরকারের উচিত এসব অনুৎপাদনশীল খাতে বিনিয়োগ কমিয়ে কর্মসংস্থান সৃষ্টিতে বিনিয়োগ বাড়ানো।

বণিক বার্তা পত্রিকা
ছবির ক্যাপশান, বণিক বার্তা পত্রিকা

‘দ্বিপক্ষীয় সহায়তা এখন শুধুই জাপাননির্ভর’, এটি বণিক বার্তার প্রথম পাতার খবর। এতে বলা হয়েছে, দ্বিপক্ষীয় ঋণদাতা দেশগুলোর মধ্যে নতুন ঋণের প্রতিশ্রুতি দিয়েছে শুধু জাপান।

আবার বহুপক্ষীয় সংস্থাগুলোর মধ্যে সর্বোচ্চ ঋণে প্রতিশ্রুতিও মিলেছে জাপান নিয়ন্ত্রিত এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কাছ থেকে।

চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথমার্ধে (জুলাই- ডিসেম্বর) বিভিন্ন দেশের ঋণ প্রতিশ্রুতি ও অর্থছাড় নিয়ে মঙ্গলবার হালনাগাদ তথ্য প্রকাশ করেছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)।

সেই তথ্য থেকে দেখা যায়, এ ছয় মাসে বাংলাদেশকে নতুন করে ২০২ কোটি ডলার ঋণ সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে জাপান।

BSF kills BGB soldier on Benapole border’, এটি নিউ এইজ পত্রিকার খবর। এতে বলা হয়েছে, সোমবার ভোরবেলায় যশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সিপাহী মোহাম্মদ রইশুদ্দীন নিহত হয়েছেন।

ঐদিন ভোর পাঁচটার সময় যশোরের শার্শা উপজেলার ধান্যখোলা সীমান্তে এ ঘটনা ঘটে।

কালের কণ্ঠ পত্রিকা
ছবির ক্যাপশান, কালের কণ্ঠ পত্রিকা

শৈত্যপ্রবাহ ৪৩ জেলায়’, এটি দেশ রূপান্তর পত্রিকার প্রথম খবর। দেশের মোট ৪৩টি জেলায় মৃদু ও মাঝারি মাত্রার শৈত্যপ্রবাহ বইছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

মঙ্গলবার চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এদিন দেশের ৪৪টি আবহাওয়া স্টেশনের মধ্যে ২৬টিতেই তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসে নিচে নেমে আসে।

এর মধ্যে ফরিদপুর, গোপালগঞ্জ, রাজশাহী, তেঁতুলিয়া ও কুড়িগ্রামের রাজারহাটে মাঝারি (৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস) মাত্রার শৈত্যপ্রবাহ বইছে। বাকি আবহাওয়া স্টেশনগুলোতে মৃদু শৈত্যপ্রবাহ (৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস) বইছে।

দেশজুড়ে চলমান শৈত্যপ্রবাহ শিগগিরই থামবে না উল্লেখ করে আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, “আজ মঙ্গলবার ও কাল বুধবার দেশের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। আর বৃষ্টি হলে দিনের তাপমাত্রা কমে আসবে এবং রাতের তাপসাত্রা কিছুটা বাড়বে। এতে তাপমাত্রার উন্নতি হলেও শীতের অনুভব বাড়বে।”