'২০২৫ সালের মাঝামাঝিতেই নির্বাচন চায় বিএনপি'

BNP wants nat'l polls by mid-2025 বা ২০২৫ সালের মাঝামাঝিতেই নির্বাচন চায় বিএনপি— ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের প্রধান শিরোনাম এটি।

এখানে বলা হয়েছে, চলতি বছরের মাঝামাঝিতেই জাতীয় সংসদ নির্বাচন চায় বিএনপি এবং এর পরপরই স্থানীয় সরকার নির্বাচন চায় দলটি।

সম্প্রতি অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করার পরিকল্পনা জানানোর পর গতকাল সোমবার রাতে বিএনপি'র নীতিনির্ধারণী পর্ষদ জাতীয় স্থায়ী কমিটি বৈঠক করে এই সিদ্ধান্ত নিয়েছে।

বৈঠকে বিএনপি নেতারা বলেন, বর্তমানে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগে স্থানীয় সরকার নির্বাচনের যে আলোচনা-চিন্তা, সেটা জাতীয় নির্বাচন বিলম্বিত করার কৌশল মাত্র।

নাম প্রকাশ না করার শর্তে স্থায়ী কমিটির এক সদস্য বলেন, "সরকারের উচিত স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা বাদ দেওয়া এবং জনআকাঙ্ক্ষার সাথে সঙ্গতি বজায় রেখে বছরের মাঝামাঝি সময়ে জাতীয় নির্বাচন আয়োজনের দিকে মনোযোগ দেওয়া।"

শিক্ষাবর্ষের ১৪ দিন গড়ালেও সব শিক্ষার্থী পাঠ্যবই পায়নি— এটি সংবাদের প্রধান শিরোনাম। এতে বলা হয়েছে, এখনও দেশের সব শিক্ষার্থী পাঠ্যবই হাতে পায়নি। মার্চের আগে সব শিক্ষার্থীর হাতে বই পৌঁছানো সম্ভব হবে না বলে এনসিটিবি'র কর্মকর্তাদের ধারণা।

এনসিটিবি'র শীর্ষ কর্মকর্তাদের দাবি, কয়েকটি ছাপাখানার মালিক 'সক্ষমতার' চেয়ে বেশি কাজ নিয়েছেন। কাগজ মিল মালিকরাও একইভাবে বেশি কাগজ সরবরাহের চুক্তি করেছেন; কিন্তু সেই অনুযায়ী ছাপাখানাগুলোকে কাগজ সরবরাহ করতে পারছে না মিলগুলো।

যদিও ছাপাখানা মালিকরা বলছেন, হঠাৎ কাগজের দাম বৃদ্ধি পাওয়া, কাগজের উৎপাদন স্বল্পতা, দেশের কাগজ মিলগুলোর সক্ষমতা বিবেচনায় না নিয়ে দরপত্রে কাগজের 'স্পেসিফিকেশন' নির্ধারণের কারণেই বই ছাপার কাজ 'ধীরগতিতে' এগুচ্ছে।

শিক্ষাবর্ষের ১৩ দিন অতিবাহিত হলেও সারাদেশে গতকাল ১৩ই জানুয়ারি পর্যন্ত মাত্র ১২ কোটি বই বিতরণ করতে পেরেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।

'সংসদ হবে দুই কক্ষের, মোট আসন ৫০৫' — এটি প্রথম আলো পত্রিকার প্রধান শিরোনাম।

এতে বলা হয়েছে, জাতীয় সংসদ দ্বিকক্ষবিশিষ্ট করার সুপারিশ করতে যাচ্ছে সংবিধান সংস্কার কমিশন। খসড়া প্রস্তাব অনুযায়ী, সংসদের নিম্নকক্ষে আসন থাকবে ৪০০, নির্বাচন হবে বর্তমান পদ্ধতিতে।

এর মধ্যে ১০০ আসন নারীদের জন্য সংরক্ষিত থাকবে। তারা নির্বাচিত হবেন সরাসরি ভোটে। আর উচ্চকক্ষে আসন থাকবে ১০৫টি। নির্বাচন হবে আনুপাতিক পদ্ধতিতে। সংসদের দুই কক্ষ মিলিয়ে মোট আসন হবে ৫০৫টি।

সাংবিধানিক একনায়কতন্ত্র ঠেকাতে বা এক ব্যক্তির হাতে যাতে ক্ষমতা কুক্ষিগত হয়ে না যায়, সে জন্য ক্ষমতার ভারসাম্য আনতে বেশ কিছু সুপারিশ করবে এই কমিশন। পাশাপাশি বিদ্যমান সংবিধানের মূলনীতিতেও পরিবর্তন আনার সুপারিশ করা হবে। সংবিধান সংস্কার কমিশন তাদের সংস্কার প্রস্তাব চূড়ান্ত করে শেষ মুহূর্তের কাজ করছে।

আগামীকাল বুধবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেবে।

সচিবালয়ের ৫৮৯ সিসি ক্যামেরাই 'অন্ধ' — সমকাল পত্রিকার প্রধান শিরোনাম এটি।

এতে বলা হয়েছে, প্রশাসনিক কার্যক্রমের প্রাণকেন্দ্র সচিবালয়ে গতিবিধি পর্যবেক্ষণে বসানো আছে ৬২৪টি সিসি ক্যামেরা। কিন্তু এসব ক্যামেরার কেবল ৩৫টি এখন সচল।

৯৫টি অর্ধ-বিকল, বাদবাকি ৪৯৪টি পুরোপুরি অচল। সচিবালয়ের তিন ফটকে আছে চারটি ব্যাগেজ স্ক্যানার। এর সবটিই নষ্ট। এছাড়া ছয়টি আর্চওয়ের কোনোটাই কাজ করে না।

গত ২৫শে ডিসেম্বর গভীর রাতে সচিবালয়ের সাত নম্বর ভবনে আগুন লেগে ষষ্ঠ থেকে নবম তলায় থাকা পাঁচ মন্ত্রণালয়ের দপ্তর পুড়ে যায়। ওই ঘটনার পর সচিবালয়ের সার্বিক নিরাপত্তার দায়িত্বে থাকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এসব নষ্ট সরঞ্জামের তালিকাসমেত একটি প্রতিবেদন তুলে ধরে অর্থ মন্ত্রণালয়ের কাছে টাকা বরাদ্দ চেয়েছে।

পদ না থাকলেও রাষ্ট্রায়ত্ত চার ব্যাংকে ৭ হাজার ২১৫ জনের পদোন্নতি— বণিক বার্তা পত্রিকার প্রধান শিরোনাম এটি।

এতে বলা হয়েছে, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর রাষ্ট্রায়ত্ত প্রধান চার ব্যাংকে প্রায় ১০ হাজার কর্মকর্তা পদোন্নতি পেয়েছেন। এর মধ্যে সাত হাজার ২১৫ জনই পদোন্নতি পেয়েছেন সুপার নিউমারারি (পদ ছাড়াই পদায়ন) ভিত্তিতে।

এ পদোন্নতি দেয়া হয়েছে ব্যাংকগুলোর অর্গানোগ্রাম বা জনবল কাঠামো ভঙ্গ করে। পদ না থাকলেও বিপুলসংখ্যক কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংক।

রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ইতিহাসে এর আগে কখনোই এভাবে গণপদোন্নতির ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ব্যাংকগুলোয় এখন শৃঙ্খলা আরো ভেঙে পড়ার আশঙ্কা করছেন তারা।

কারও সাহায্য ছাড়া হাঁটার চেষ্টা খালেদার— এটি মানবজমিন পত্রিকার প্রধান শিরোনাম।

এতে বলা হয়েছে, ইংল্যান্ডের হাসপাতালে ভর্তি হওয়ার পর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার। ছেলেসহ স্বজনদের কাছে পেয়ে তিনি এখন মানসিকভাবেও উজ্জীবিত। তাকে নিয়মিত থেরাপি দেয়া হচ্ছে।

খালেদা জিয়ার চিকিৎসা সংশ্লিষ্টরা জানিয়েছেন, থেরাপি দেয়ার পর তিনি একা হাঁটার চেষ্টা করছেন। ছেলে তারেক রহমান মা'কে হাসপাতালে সময় দিচ্ছেন। তিনি নিজেই বাসায় তৈরি করা খাবার নিয়ে যাচ্ছেন হাসপাতালে। দিনের প্রায় পুরো সময়ই তিনি মায়ের সঙ্গে থাকছেন।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. মোহাম্মদ আল মামুন বলেন, আগামী দুই-তিনদিনের মধ্যে সব খালেদা জিয়ার সব পরীক্ষা-নিরীক্ষা শেষ হওয়ার কথা। এরপর লন্ডন ক্লিনিকের মেডিকেল বোর্ডের সদস্যরা বসে পরবর্তী চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

অনশন প্রত্যাহার শাটডাউন চলবে— কালের কণ্ঠ পত্রিকার অন্যতম প্রধান শিরোনাম এটি।

এতে বলা হয়েছে, টানা ৩৫ ঘণ্টা পর অনশন প্রত্যাহার করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল সোমবার সন্ধ্যা সাতটায় সংবাদ সম্মেলনে অনশন প্রত্যাহারের ঘোষণা দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এ কে এম রাকিব।

শিক্ষার্থীদের দাবিগুলো নিয়ে আগামীকাল বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ বিভাগে একটি সভা মর্মে মন্ত্রণালয় থেকে চিঠি দেওয়ার পর শিক্ষার্থীরা অনশন প্রত্যাহার করে নেন।

তবে অনশন প্রত্যাহার করলেও বুধবারের সভার আগ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শাটডাউন থাকবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

গতকাল বিকাল চারটায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সচিবালয় অভিমুখে পদযাত্রা শুরু করেন তারা। বিকাল পৌনে পাঁচটার দিকে তারা সচিবালয়ের সামনে এসে পৌঁছেন। এ সময় অনশনরত অসুস্থ শিক্ষার্থীরা স্যালাইনের স্ট্যান্ডসহ রিকশায় চেপে পদযাত্রায় অংশ নেন।

প্রশাসনে ক্ষোভ , জটিলতার শঙ্কা— আজকের পত্রিকার প্রধান শিরোনাম এটি।

এতে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের নেতৃত্বাধীন কমিটির পরামর্শে জনপ্রশাসনের শীর্ষ পর্যায়ের নিয়োগ, পদোন্নতি ও বদলির পদক্ষেপে কর্মকর্তাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। তাদের আশঙ্কা, এতে পদোন্নতি ও বদলিপ্রক্রিয়ায় আরও রাজনীতিকরণের সুযোগ তৈরি হবে।

বিশেষজ্ঞরা বলছেন, উপদেষ্টাদের নেতৃত্বাধীন কমিটির পরামর্শে নিয়োগ ও বদলিতে আইনত বাধা নেই। কিন্তু সরকারের সংশ্লিষ্ট উইংয়ের ক্ষমতা খর্ব করে এভাবে নিয়োগ-বদলিতে জটিলতা বাড়বে। কোনো কোনো ক্ষেত্রে প্রশাসনের কাজের গতি আরও কমে যাবে।

সম্পর্ক স্বাভাবিক হবে নির্বাচিত সরকার এলে— দেশ রূপান্তর পত্রিকার প্রধান শিরোনাম।

এতে বলা হয়েছে, ভারত ও বাংলাদেশের সামরিক সম্পর্ক এবং সহযোগিতা আগের মতোই আছে বলে মন্তব্য করেছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী।

তবে তিনি এও বলেছেন, দুই দেশের পারস্পরিক সার্বিক সম্পর্ক তখনই স্বাভাবিক হবে, যখন সে দেশে নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে।

ভারতের সেনা দিবস পালনের আগে গতকাল সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক পালাবদলের পর ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় ও সামরিক সম্পর্ক নিয়ে প্রশ্নের জবাবে উপেন্দ্র দ্বিবেদী এ কথা বলেন।

বদলি বন্ধ, ভোগান্তিতে প্রাথমিক বিদ্যালয়ের লাখো শিক্ষক — ইত্তেফাকের প্রধান শিরোনাম এটি। এতে বলা হয়েছে, গত ১৯ দিন যাবৎ বদলি সম্পূর্ণ বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বদলি-প্রত্যাশী দুই লক্ষাধিক শিক্ষক-শিক্ষিকা।

জানা গেছে, গত ২৬শে ডিসেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব রেবেকা সুলতানা স্বাক্ষরিত এক আদেশে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের অফলাইন বদলি, প্রশাসনিক বদলি ও সংযুক্তি কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

তবে গত পহেলা জানুয়ারি থেকে অনলাইন সফটওয়্যারের মাধ্যমে সহকারী শিক্ষকদের কেবল আন্তঃউপজেলা বা আন্তঃথানায় বদলি কার্যক্রম শুরু করার নির্দেশনা ছিল চিঠিতে।

কিন্তু সেই নির্দেশনাও বাস্তবায়ন হয়নি।

হাসিনা পরিবারের বিরুদ্ধে আরও তিন মামলা— এটি যুগান্তরের প্রথম পাতার একটি শিরোনাম। এতে বলা হয়েছে, ক্ষমতার অপব্যবহার করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ৬০ কাঠার প্লট বরাদ্দ নেওয়ার ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবারের বিরুদ্ধে আরও তিনটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মামলায় শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা, তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও মেয়ে আজমিনা সিদ্দিক রুপন্তীকে প্রধান আসামি করা হয়েছে।

আর সহযোগী আসামি করা হয়েছে শেখ হাসিনা ও টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে।

দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকায় মামলাগুলো দায়ের করা হয়। এর আগে রোববার একই অভিযোগে শেখ হাসিনা ও তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে প্রথম মামলা করে দুদক।