পত্রিকা: 'কেন ৩ উপদেষ্টার পদত্যাগ চায় জামায়াতসহ ৮ দল'

মানবজমিন পত্রিকার প্রথম পাতার খবর- কেন ৩ উপদেষ্টার পদত্যাগ চায় জামায়াতসহ ৮ দল।
পাঁচ দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়া আট দল এবার নতুন একটি দাবি যুক্ত করেছে। দলগুলোর অভিযোগ, অন্তর্বর্তী সরকারের তিনজন উপদেষ্টা নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হয়েছেন এবং একটি রাজনৈতিক দলের পক্ষে কাজ করছেন।
যদিও তারা এখনো এই তিন উপদেষ্টার নাম প্রকাশ করেনি, তবে সূত্র বলছে বিষয়টি সরকারের শীর্ষপর্যায়কে জানানো হয়েছে।
জামায়াত ও ইসলামী আন্দোলনসহ আটটি দল এ নিয়ে নিজেদের মধ্যে একাধিক বৈঠক করেছে।
আজ রোববার নির্ধারিত বৈঠক শেষে তিন উপদেষ্টার নাম প্রকাশ কিংবা প্রধান উপদেষ্টাকে আনুষ্ঠানিকভাবে জানানো হতে পারে।
দলীয় সূত্র জানিয়েছে, জুলাই আন্দোলনে সক্রিয় থাকা দুই তরুণ উপদেষ্টা এবং একজন সিনিয়র উপদেষ্টাকে নিয়ে তাদের আপত্তি রয়েছে।
দ্রুত ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন জোটের অন্যতম নেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার আজকের শীর্ষ খবর- Tk86,000cr hole: Islami Bank's provision shortfall requires 143 years to cover, experts warn অর্থাৎ ৮৬ হাজার কোটি টাকার ঘাটতি: ইসলামী ব্যাংকের প্রভিশন ঘাটতি পূরণে লাগবে ১৪৩ বছর, সতর্ক করছেন বিশেষজ্ঞরা।
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, দেশের সম্পদের দিক থেকে সবচেয়ে বেশ ঋণদাতা ব্যাংক, চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ৮৫,৮৮৮ কোটি টাকার প্রভিশন ঘাটতির মুখে দাঁড়িয়ে আছে।
ব্যাংকের ১৫ অক্টোবরের আবেদন পর্যালোচনা করে বাংলাদেশ ব্যাংক এই ঘাটতি পূরণের জন্য ২০ বছরের সময় দিয়েছে।
সংখ্যাটি এত বড় যে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, প্রধান ঋণগ্রহীতা বিশেষ করে এস আলম গ্রুপের ঋণ আদায় করতে না পারলে এই ঘাটতি কাটিয়ে উঠতে ব্যাংকের কত সময় লাগবে?
ইতোমধ্যে আদায় সংকট স্পষ্ট, এস আলম গ্রুপের কয়েকটি সম্পত্তি জব্দ করেও নিলামে ক্রেতা পাওয়া যাচ্ছে না, যা সামনে কঠিন পথের ইঙ্গিত দিচ্ছে।

নিউ এইজ পত্রিকার আজকের প্রধান খবর- School, college, madrassah amenities on decline অর্থাৎ স্কুল–কলেজ–মাদ্রাসার অবকাঠামো সেবা কমেছে।
সরকারি তথ্য বলছে, ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে দেশের মাধ্যমিক থেকে মাস্টার্স পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন সুযোগ–সুবিধা কমে গেছে।
কমে যাওয়া সুবিধার মধ্যে রয়েছে, কম্পিউটার, বিজ্ঞান ও ডিজিটাল ল্যাব, মাল্টিমিডিয়া, র্যাম্প, বার্ষিক উন্নয়ন পরিকল্পনা (এডিপি), শহীদ মিনার, পৃথক টয়লেট ও সোলার প্যানেল।
বাংলাদেশ এডুকেশন স্ট্যাটিস্টিকস ২০২৪ অনুযায়ী, বিশেষ করে মাদ্রাসা খাতে সুবিধা কমার হার বেশি, যদিও এই সময়ে মাদ্রাসার সংখ্যা বেড়েছে।
২০২৪ সালে দেশে ছিল ২,৫৪৭ জুনিয়র সেকেন্ডারি স্কুল, ১৬,৫৭০ সেকেন্ডারি স্কুল, ৪,৮৭৬ কলেজ ও কলেজ-সংযুক্ত সেকশন এবং ৯,২৬৯ দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদ্রাসা। ২০২৩ সালে সংখ্যাগুলো ছিল কিছুটা কম। কওমি মাদ্রাসার হালনাগাদ সরকারি তথ্য নেই।

বিবিসি বাংলার সর্বশেষ খবর ও বিশ্লেষণ এখন সরাসরি আপনার ফোনে।
ফলো করুন, নোটিফিকেশন অন রাখুন
বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল
কালের কণ্ঠ পত্রিকার আজকের প্রধান খবর - অনিশ্চয়তায় অর্থনীতি আরো নাজুক।
অর্থনীতির কয়েকটি প্রধান সূচক টানা নিম্নমুখী, বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে যাওয়া, মূলধনী যন্ত্রপাতি আমদানি ও নতুন এলসি খোলায় ধীরগতি এবং রপ্তানি প্রবৃদ্ধি দুর্বল হওয়া, সব মিলিয়ে বিনিয়োগ স্থবিরতা ও অভ্যন্তরীণ চাহিদা হ্রাসের চিত্র ক্রমশ স্পষ্ট হচ্ছে।
এর ওপর দীর্ঘায়িত উচ্চ মূল্যস্ফীতি, গ্যাসের ঘাটতি এবং ডলারের সংকট অর্থনীতিতে অতিরিক্ত চাপ সৃষ্টি করেছে।
ইতোমধ্যে তিন শতাধিক ক্ষুদ্র ও মাঝারি কারখানা বন্ধ হয়ে যাওয়ায় উৎপাদন ও কর্মসংস্থান আরও সংকুচিত হয়েছে।
অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতাদের মতে, এমন নড়বড়ে পরিস্থিতিতে যদি রাজনৈতিক সংঘাত তীব্র হয়, তাহলে অর্থনৈতিক পুনরুদ্ধার কার্যত অসম্ভব হয়ে পড়বে। রাজনৈতিক অনিশ্চয়তা বাড়লে অর্থনীতি আরও ঝুঁকিতে পড়বে বলে তারা আশঙ্কা করছেন।
ইনফোডের নির্বাহী পরিচালক ও বিআইডিএসের সাবেক মহাপরিচালক ড. মুস্তফা কে মুজেরী বলেন, চলমান রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা বিনিয়োগ পরিবেশকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করছে। বিনিয়োগকারীরা এখন অতিমাত্রায় সতর্ক, আর অনিশ্চয়তার কারণে নতুন বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছেন না।

প্রথম আলো পত্রিকার আজকের খবর- ফাঁকা রাখা ঢাকার ৭টি আসন নিয়ে কী চিন্তা বিএনপিতে।
ঢাকার ২০টি আসনের মধ্যে বিএনপি এখনো ৭টি আসনে প্রার্থী চূড়ান্ত করতে পারেনি। দলীয় সূত্র বলছে, জোটের রাজনীতি, যুগপৎ আন্দোলনের অংশীদার দলগুলো এবং ইসলামপন্থী দলের অংশগ্রহণ বিবেচনায় রেখে সিদ্ধান্ত নিতে হচ্ছে। এর মধ্যে দুইটি আসন জোটের দুই নেতাকে ছাড় দেওয়ার ভাবনা রয়েছে।
বিএনপি ৩ নভেম্বর ২৩৭টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছিল। এখন পর্যন্ত মোট ৬৩টি আসনে তারা সিদ্ধান্ত নেয়নি, যার ৭টি ঢাকায়। এগুলো হলো: ঢাকা-৭, ৯, ১০, ১৩, ১৭, ১৮ এবং ২০।
সূত্র জানায়, ঢাকা-৭ আসনটি বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের জন্য ছেড়ে দেওয়ার কথা ভাবছে বিএনপি, যদিও তার চূড়ান্ত সম্মতি এখনো পাওয়া যায়নি।
দলটি বর্তমানে জামায়াত ও ইসলামী আন্দোলনসহ আট দলের 'পাঁচ দফা আন্দোলন'-এ যুক্ত।
ঢাকা-১৭ আসনে বিএনপি ছাড় দিচ্ছে বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থকে। পার্থ ইতোমধ্যে এলাকাজুড়ে পোস্টার দিয়ে প্রার্থিতা ঘোষণা করেছেন।

বণিক বার্তা পত্রিকার আজকের খবর - আদানির মতো অস্বচ্ছ প্রক্রিয়ায় চুক্তি হচ্ছে চট্টগ্রাম বন্দরের?
২০১৭ সালে আদানি পাওয়ার ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) বিদ্যুৎ ক্রয় চুক্তি দীর্ঘদিন গোপন ছিল। বিশেষজ্ঞদের মতে এই চুক্তির বেশ কিছু ধারা বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে গেছে এবং রাজনৈতিক প্রভাব ব্যবহার করে আদানির সুবিধা নিশ্চিত করা হয়েছে। সবচেয়ে বড় সমস্যা হলো চুক্তি থেকে বের হওয়ার কোনো কার্যকর আইনি সুযোগ বিপিডিবির নেই।
চুক্তিতে আদানির ঝাড়খণ্ডের গড্ডা প্ল্যান্ট থেকে মোট উৎপাদনের ৩৪ শতাংশ বিদ্যুৎ বাংলাদেশকে কিনতে বাধ্য করা হয়েছে। কয়লার দাম নির্ধারণেও আদানি সুবিধাজনক অবস্থানে রয়েছে এবং বিপিডিবি ২৩ কোটি ডলারের বেশি বিল নিয়ে আপত্তি জানিয়েছে।
বিশেষজ্ঞরা মনে করেন আদানির সঙ্গে নেতিবাচক অভিজ্ঞতা থাকা সত্ত্বেও চট্টগ্রাম বন্দরের টার্মিনাল বিদেশি অপারেটরের হাতে দেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার একই ধরনের অস্বচ্ছ প্রক্রিয়া অনুসরণ করছে। বন্দর উন্নয়ন সংক্রান্ত দীর্ঘমেয়াদি চুক্তিগুলোতে গ্যারান্টি, ইনডেমনিটি, পরিবেশ বা চুক্তি বাতিল সংক্রান্ত গুরুত্বপূর্ণ ধারাগুলো এখনো প্রকাশ করা হয়নি।
তাদের মতে বন্দর পরিচালনার মতো বিষয়ে চুক্তি করা শুধু অর্থনৈতিক সিদ্ধান্ত নয়; এটি জাতীয় নিরাপত্তা, ভূরাজনীতি ও সার্বভৌমত্বের সঙ্গেও যুক্ত। তাই সংবেদনশীল ধারাগুলো পর্যালোচনা ও অংশীজনদের মতামত নেওয়া জরুরি। বর্তমানে কী ধরনের চুক্তি হতে যাচ্ছে সে সম্পর্কে জনসাধারণ কিছুই জানে না।

নয়া দিগন্ত পত্রিকার আজকের খবর - সঙ্কটে জুলাই সনদের স্বীকৃতি। এ খবরে বলা হচ্ছে, জুলাই সনদ ঘিরে রাজনৈতিক টানাপড়েন দীর্ঘদিন আড়ালে ছিল, এখন তা প্রকাশ্য সঙ্কটে পরিণত হচ্ছে।
বিশ্লেষকদের মতে দেরিতে সিদ্ধান্ত নেওয়া, গোপন চাপ ও দলগুলোর অভ্যন্তরীণ হিসাব-নিকাশ পুরো প্রক্রিয়াকে জটিল করেছে।
অভিযোগ রয়েছে, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনের নামে ভারত শুরু থেকেই হাসিনাকে পুনর্বাসনের চেষ্টা করেছে।
জুলাই আন্দোলনের সহিংসতা ও তাজা স্মৃতির কারণে রাজনৈতিক দলগুলো সংবিধানের পেছনে ঐক্যবদ্ধ হতে পারেনি।
সময়ের সঙ্গে সঙ্গে টকশো ও গণমাধ্যমে নির্বাচনে অংশ নেওয়াই সব সমস্যার সমাধান, এমন বয়ান প্রতিষ্ঠিত হয়েছে।
অন্তর্বর্তী সরকার বলছে আওয়ামী লীগ নির্বাচন ঠেকাতে পারবে না। কিন্তু মামলার রায়ের আগেই ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনা বাড়ছে।
বিভিন্ন নেতার সাম্প্রতিক মন্তব্যেও ক্ষমতার লড়াই আরও তীব্র হয়ে উঠছে।

ইত্তেফাক পত্রিকার আজকের শীর্ষ খবর- গণভোট ও সনদ নিয়ে তর্কে থাকলেও মনোযোগ নির্বাচনে।
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও গণভোটের সময় ও প্রশ্ন নিয়ে তর্ক থাকলেও সব রাজনৈতিক দলের দৃষ্টি এখন ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিকে। বিএনপি, জামায়াত, এনসিপি, চরমোনাই পিরের ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, গণঅধিকার পরিষদ ও গণতন্ত্র মঞ্চসহ সব দল ভোটের মাঠে সক্রিয়।
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের ভাষণ এবং রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের আদেশ অনুযায়ী, ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচনের সঙ্গে একত্রে গণভোট অনুষ্ঠিত হবে। নতুন জাতীয় সংসদ দুই কক্ষের হবে নিম্নকক্ষ বিদ্যমান ব্যবস্থায় নির্বাচিত হবে, উচ্চকক্ষের ১০০ সদস্য প্রাপ্ত ভোটের অনুপাত অনুযায়ী (পিআর) গঠিত হবে।
দলের পক্ষ থেকে সন্তোষ ও অসন্তোষ থাকলেও কেউ সম্পূর্ণভাবে সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেনি। বিএনপি প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছে, জামায়াত ও ইসলামী আন্দোলন কিছুটা অসন্তোষ দেখিয়েছে কিন্তু বড় কর্মসূচিতে যায়নি। এনসিপি ব্যাখ্যা চেয়েছে কিন্তু আন্দোলন শুরু করেনি। সরকার মনে করছে, তিনটি প্রধান দলের কিছু না কিছু চাওয়া এই সিদ্ধান্তে প্রতিফলিত হয়েছে।

দ্য ডেইলি স্টার পত্রিকার আজকের খবর- Underworld back in play, raising alarm অর্থাৎ আন্ডারওয়ার্ল্ড আবার সক্রিয়, সতর্কতা জারি।
জাতীয় নির্বাচনের দিকে এগোতে গিয়ে দেশে অবৈধ আগ্নেয়াস্ত্রের ব্যবহার, সশস্ত্র সংঘর্ষ ও অন্ডারওয়ার্ল্ড গ্যাংয়ের পুনরুত্থান সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়াচ্ছে।
এই সপ্তাহে ঢাকার ব্যস্ততম কোর্ট এলাকা থেকে মাত্র কয়েক গজ দূরে শীর্ষস্থানীয় অপরাধী তারিক সাইফ মামুনকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়।
এর আগে চট্টগ্রামে অপরাধী সারওয়ার হোসেন বাবলাকে ভোটারদের সঙ্গে পরিচিতি অনুষ্ঠানের সময় প্রতিদ্বন্দ্বী গ্যাংয়ের লোকজন গুলি করে হত্যা করে।
পুলিশের সূত্রে জানা গেছে, এ ধরনের হত্যাকাণ্ডগুলো ঊর্ধ্বতন গ্যাং নেতাদের পুনরুত্থানের ইঙ্গিত দিচ্ছে, যারা গত বছর আওয়ামী লীগ সরকারের পতনের পর কারাগার থেকে মুক্তি পেয়েছিল।
গোপন সংস্থা জানাচ্ছে, সীমান্তের কয়েকটি পয়েন্ট দিয়ে এখনও অস্ত্র পাচার হচ্ছে। সরকার ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে। রাজনৈতিক দলগুলো প্রার্থী ঘোষণা এবং অ-আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছে।
এই প্রেক্ষাপটে ঢাকা ও চট্টগ্রামে হত্যাকাণ্ড, ধোঁকাবাজি ও সশস্ত্র সংঘর্ষের পুনরাবৃত্তি আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক করেছে।

যুগান্তর পত্রিকার আজকের খবর- দুই রঙের ব্যালট পেপার রাখার চিন্তা। এ খবরে বলা হয়েছে, নির্বাচন কমিশন (ইসি) গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচনের জন্য পৃথক রঙের ব্যালট ছাপার পরিকল্পনা করছে।
সংসদ নির্বাচনের জন্য ভোটাররা সাদা-কালো ব্যালট ব্যবহার করবেন, আর গণভোটের জন্য গোলাপি বা সবুজ ব্যালট হতে পারে। ভোট দেওয়া ও গণনা সহজ করার জন্য এই উদ্যোগ নেওয়া হচ্ছে।
প্রবাসীদের জন্যও পোস্টাল ব্যালটের ব্যবস্থা করা হবে। সংসদ নির্বাচন ও গণভোটের ব্যালট একই খামে পাঠানো হতে পারে।
ইতোমধ্যে প্রবাসীদের জন্য ১০ লাখ সংসদ নির্বাচনের ব্যালট প্রাথমিকভাবে ছাপার সিদ্ধান্ত হয়েছে। ভোটগ্রহণের আগে ব্যালট আগে দেশে পৌঁছানোর জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ইসি জানায়, সরকার থেকে গণভোট বিষয়ে আনুষ্ঠানিক চিঠি এখনও পাননি, তাই চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ডিসেম্বরের প্রথম দিকে ঘোষণা হবে, ভোটগ্রহণ ফেব্রুয়ারির প্রথমার্ধে এবং একই দিনে গণভোট অনুষ্ঠিত হবে।









