'রিজার্ভ বাড়াতে আসছে অফশোর ব্যাংকিং'

সংবাদপত্র

রিজার্ভ বাড়াতে আসছে অফশোর ব্যাংকিং- এমন শিরোনাম করেছে দৈনিক কালের কণ্ঠ। এতে বলা হয়েছে, রিজার্ভ বাড়ানো, আর্থিক কাঠামো শক্তিশালী ও বিদেশি বিনিয়োগ আকর্ষণে আসছে অফশোর ব্যাংকিং। এ জন্য ‘অফশোর ব্যাংকিং আইন, ২০২৪’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

বুধবার মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে এক ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন বলেন, এই আইনের মাধ্যমে অনিবাসী ব্যক্তি বা বাইরের কোনও প্রতিষ্ঠান, যারা এখানে ইনভেস্ট করবে তারা অফশোর অ্যাকাউন্ট খুলতে পারবে।

অফশোর ব্যাংকিং করতে বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে লাইসেন্স নিতে হবে। যারা এ লাইসেন্স পেয়েছে তাদের নতুন করে আর লাইসেন্স নিতে হবে না। মার্কিন ডলার, পাউন্ড, ইউরো, জাপানি ইয়েন ও চায়নিজ ইয়ান—এই পাঁচ মুদ্রায় ব্যাংকিং কার্যক্রম গ্রহণ করা যাবে।

সেভিংস অ্যাকাউন্ট যেভাবে পরিচালনা করে, সেভাবেই এই অ্যাকাউন্ট পরিচালনা করা যাবে। ওই অ্যাকাউন্টে শুধু বৈদেশিক মুদ্রা জমা দেওয়া যাবে।

এ সংক্রান্ত কোনও আইন না থাকলেও অর্থ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে দেশে একভাবে অফশোর ব্যাংকিং চালু আছে ১৯৮৫ সাল থেকেই। পরে ২০১৯ সালে অফশোর ব্যাংকিং নীতিমালা জারি করে কেন্দ্রীয় ব্যাংক।

সংবাদপত্র

বণিক বার্তার আজকের পত্রিকার প্রধান শিরোনাম, বিদ্যুতের উৎপাদন বাড়ে ৩.৭% আর ক্যাপাসিটি চার্জ বৃদ্ধি পায় ৫৬ শতাংশ । বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বরাত দিয়ে এতে বলা হয়েছে, ২০২২-২৩ অর্থবছরে দেশে বিদ্যুতের উৎপাদন ২০২১-২২ অর্থবছরের তুলনায় বেড়েছে প্রায় ৩ দশমিক ৭ শতাংশ।

আর এ সময় ক্যাপাসিটি চার্জ বাবদ ব্যয় বেড়েছে ৫৬ শতাংশ। দেশে গত অর্থবছরে (২০২২-২৩) বিদ্যুৎ উৎপাদন হয়েছে ৮৭ হাজার ২৪ মিলিয়ন কিলোওয়াট ঘণ্টা।

সরকারি, বেসরকারি ও ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে এ পরিমাণ বিদ্যুৎ কিনতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ব্যয় হয়েছে প্রায় ৯৫ হাজার ৩২ কোটি টাকা। এর মধ্যে বিদ্যুৎ কেন্দ্রের ক্যাপাসিটি চার্জ বাবদ পরিশোধ করতে হয়েছে ২৬ হাজার কোটি টাকার বেশি।

এর আগে ২০২১-২২ অর্থবছরে বিদ্যুৎ ক্রয়ে বিপিডিবির ব্যয় হয়েছিল ৭১ হাজার ৪৯৩ কোটি ২৩ লাখ টাকা। ওই অর্থবছরে বিদ্যুৎ কেন্দ্রের ক্যাপাসিটি চার্জ ছিল ১৬ হাজার ৭৮৫ কোটি টাকা।

অর্থাৎ এক অর্থবছরের ব্যবধানে সংস্থাটির ক্যাপাসিটি চার্জ বাবদ ব্যয় বেড়েছে ৫৬ শতাংশের বেশি। এর মধ্যে বেসরকারি ও ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের পেছনে সবচেয়ে বেশি অর্থ গুনতে হয়েছে বিপিডিবিকে।

চলতি ২০২৩-২৪ অর্থবছরে দেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতায় যুক্ত হতে যাচ্ছে আরো অন্তত প্রায় সাড়ে পাঁচ হাজার মেগাওয়াট। এতে চলতি অর্থবছরে ক্যাপাসিটি চার্জ বেড়ে ৩০ হাজার কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, সরকার ভর্তুকি থেকে বেরিয়ে আসার জন্য বিদ্যুতের দাম বাড়াচ্ছে।

সংবাদপত্র
স্কিপ করুন বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল পড়ুন
আপনার হোয়াটসঅ্যাপে বিবিসি বাংলা।

বিবিসি বাংলার সর্বশেষ খবর ও বিশ্লেষণ এখন সরাসরি আপনার ফোনে।

ফলো করুন, নোটিফিকেশন অন রাখুন

বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল

বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে নিউ এইজ পত্রিকার শিরোনাম, ‘PM hints about daily 2-3hr power cut in Ramadan.’ অর্থাৎ রমজানে প্রতিদিন ২-৩ ঘণ্টা বিদ্যুৎ না থাকার ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী।

এই খবরটিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সংসদে তারাবীহ এবং সেহরির সময়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ থাকবে বলে নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, “যদি দরকার হয় তাহলে দুই-তিন ঘণ্টার লোডশেডিং দিনের এমন এক সময়ে দেয়া যেতে পারে যখন বিদ্যুতের চাহিদা কম থাকবে এবং সেটা সহনীয় পর্যায়ে থাকবে। তাহলে বিদ্যুতের কোন ঘাটতি হবে না। কোন সংকট হবে না, বিশেষ করে তারাবীহ এবং সেহরির সময়।”

প্রধানমন্ত্রী বলেন, বিদ্যুৎ উৎপাদনে সরকার অনেক অর্থ ব্যয় করে এবং পরে ভর্তুকি দিয়ে এই বিদ্যুৎ বিতরণ করে।

“এখন সবকিছুর দাম বেড়েছে। তেল, এলএনজি, যানবাহনের খরচ বেড়ে গেছে। এরপরও আমরা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের চেষ্টা করে যাচ্ছি।”

তিনি বলেন, দেশে তেল এবং এলএনজির সংকট থাকার কারণে বিদ্যুৎ উৎপাদন বাধাগ্রস্ত বা কমে যেতে পারে। কারণ বিদ্যুৎ উৎপাদন একটি কারিগরি বিষয়।

মানবজমিন পত্রিকার খবর, বড় ইফতার পার্টি না করার নির্দেশনা প্রধানমন্ত্রীর। এ খবরে বলা হয়েছে, বুধবার মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন জানিয়েছেন যে, প্রধানমন্ত্রীর তরফ থেকে নির্দেশনা আছে, রমজান মাসে সরকারিভাবে বড় ধরনের ইফতার পার্টি করা যাবে না।

বেসরকারিভাবেও ইফতার পার্টি করতে নিরুৎসাহিত করা হয়েছে।

সংবাদপত্র

তিনি বলেন, "প্রধানমন্ত্রী বলেছেন, কারও যদি এ ধরনের অনুষ্ঠান করার ইচ্ছা থাকে তাহলে যেন সেই টাকায় খাবার কিনে গরিব মানুষদের মধ্যে বিতরণ করা হয়।"

দ্রব্যমূল্য নিয়ে সংবাদ পত্রিকার শিরোনাম, রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে থাকবে, আশা প্রধানমন্ত্রীর। এতে বলা হয়েছে, সংসদে বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক প্রশ্নোত্তর পর্বে বলেছেন, আসন্ন রমজান মাসে পণ্যের দামসহ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে থাকবে বলে আশা করছেন তিনি।

তিনি বলেন, ‘সরকার নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের মূল্য স্বাভাবিক রাখতে সব কার্যক্রম অব্যাহত রেখেছে। ইতিমধ্যে আমরা ভোগ্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি অনেকাংশে সংযত করতে পেরেছি। বিশ্ববাজারে কয়েকটি পণ্য যেমন- জ্বালানি তেল, ভোজ্যতেল, গম, সারসহ বিভিন্ন খাদ্যপণ্য, ভোগ্যপণ্য ও শিল্পের কাঁচামালের মূল্যবৃদ্ধি পাওয়ায় আমাদের দেশে আমদানিজনিত মূল্যস্ফীতির চাপ অনুভূত হচ্ছে। মূল্যস্ফীতি কমাতে বিভিন্ন শুল্ক ছাড় দেয়া হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী।

মার্কিন উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎকার নিয়ে দৈনিক নয়া দিগন্ত পত্রিকার শিরোনাম, বিএনপিকে বিরোধী দল হিসাবে বিবেচনা করি। বাংলাদেশে তিন দিনের সফর সম্পর্কে যমুনা টিভিকে একটি সাক্ষাৎকার দিয়েছেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আখতার।

ওই সাক্ষাৎকারকে উদ্ধৃত করে নয়া দিগন্তের খবরে বলা হয়েছে, মিজ আখতার বলেছেন, আমরা (যুক্তরাষ্ট্র) সারা বিশ্বে বিরোধী দলের সাথে আলোচনায় বিশ্বাসী।

"বাংলাদেশে বিএনপিও এ ক্ষেত্রে ভিন্ন কিছু নয়। অন্য দেশের বিরোধী দলকে আমরা যে চোখে দেখি, বিএনপিকে আমরা সেভাবেই বিবেচনা করি।"

সংবাদপত্র

গত ২৪ থেকে ২৬শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল ঢাকা সফর করে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটি ঢাকা সফরে আসা প্রথম মার্কিন প্রতিনিধিদল।

এই সফরে সরকারের একাধিক মন্ত্রী, সচিব ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সাথে বৈঠক হলেও সংসদে বিরোধী দল জাতীয় পার্টির সাথে মার্কিন প্রতিনিধিদলের কোনও বৈঠক হয়নি।

যুগান্তর পত্রিকার প্রধান শিরোনাম, ৮ হাজার কোটি টাকার ১৩৮ দরপত্র বাতিল। এতে বলা হয়েছে, অভিজ্ঞতা সনদ জালিয়াতির কারণে সড়ক ও জনপথ (সওজ) বিভাগে ১৩৮টি দরপত্র বাতিল করা হয়েছে।

এসব দরপত্রের আওতায় প্রায় ৮ হাজার কোটি টাকার কাজ ছিল। যার বেশিরভাগ সড়ক সংস্কার। অক্টোবরে পর্যায়ক্রমে এসব দরপত্র বাতিল করা হয়। এখন বিধি মোতাবেক জড়িত ঠিকাদারদের কালো তালিকাভুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে।

এই খবরে অভিযোগ করা হয়েছে যে, এমন ঘটনায় প্রভাবশালী ঠিকাদারদের টিকিটি স্পর্শ করতে পারছে না সওজ। এছাড়া জাল-জালিয়াতির কারণে দরপত্র বাতিল করায় নিয়মানুযায়ী নতুন করে দরপত্র আহ্বান করতে হবে। এর ফলে সংশ্লিষ্ট প্রকল্পগুলোর কাজ শুরু হতে যেমন দেরি হবে, তেমনি কিছু কিছু ক্ষেত্রে দর বাড়ার আশঙ্কাও রয়েছে।

অবৈধ হাসপাতাল বন্ধের বিষয়ে সমকাল পত্রিকার শিরোনাম, অনিয়মের দায়ে সিলগালা, তদবিরে খোলে তালা। এতে বলা হয়েছে, স্বাস্থ্য মন্ত্রণালয় মানহীন ও অবৈধ হাসপাতাল-ক্লিনিক বন্ধে সারাদেশে আবারও চালাচ্ছে।

মঙ্গলবার থেকে শুরু হওয়া এই অভিযান আরো ১৫দিন চলবে। এর আওতায়, সেবার নামে নিয়মনীতির তোয়াক্কা না করেই গড়ে তোলা প্রতিষ্ঠান করা হচ্ছে সিলগালা। আদায় করা হচ্ছে জরিমানাও।

সংবাদপত্র

এতে অভিযোগ করা হয়েছে, স্বাস্থ্য অধিদপ্তরের অভিযানে অবৈধ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করা হলেও কিছুদিন পরই মন্ত্রণালয় ও রাজনৈতিক নেতাদের তদবিরে চালু হয়ে যায়। রাজধানী থেকে শুরু করে জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায় পর্যন্ত গড়ে ওঠা প্রতিষ্ঠানের বেশির ভাগের অবকাঠামো মানসম্মত নয়।

হাইকোর্টের নির্দেশ পেয়ে অবৈধভাবে চলা এক হাজার ২৭টি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের তালিকা করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এসব প্রতিষ্ঠান বন্ধ করতে তালিকা স্থানীয় প্রশাসনে পাঠানো হয়। রাজধানীর ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভুল চিকিৎসায় মৃত্যুর প্রমাণ মেলায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।

কালবেলা পত্রিকার শিরোনাম, আয়-ব্যয়ের হিসাব লুকাতে তৎপর বেসরকারি ভার্সিটি। এ খবরে বলা হয়েছে, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী প্রতি বছর বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আয়-ব্যয়ের হিসাব নিরীক্ষা করিয়ে তার প্রতিবেদন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেয়ার কথা রয়েছে।

আর এই নিরীক্ষা বাংলাদেশ ব্যাংকের তালিকাভুক্ত ও শিক্ষা মন্ত্রণালয়ের মনোনীত সিএ ফার্মের মাধ্যমে করানোর বাধ্যবাধকতাও রয়েছে।

কিন্তু এই নিয়ম না মেনে বছরের পর বছর আইনি বাধ্যবাধকতা থাকলেও ইউজিসিতে প্রতিবেদন জমা দেয় না বেশিরভাগ বিশ্ববিদ্যালয়।

ইউজিসির সবশেষ বার্ষিক প্রতিবেদন থেকে জানা যায়, দেশের ১০০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২০২২ সালে ৪৩টি বিশ্ববিদ্যালয়ই আগের বছরের নিরীক্ষা প্রতিবেদন ইউজিসিতে জমা দেয়নি। এর মধ্যে কয়েকটি নামি-দামি বিশ্ববিদ্যালয়ও রয়েছে।