'খুলছে না জুলাই সনদের জট'

পত্রিকা

খুলছে না জুলাই সনদের জট- কালের কণ্ঠ পত্রিকার আজকের শীর্ষ সংবাদ এটি। এখানে বলা হচ্ছে, আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের বিষয়ে দৃঢ় অবস্থানের কথা তুলে ধরেছে অন্তর্বর্তী সরকার।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস গত ১১ই সেপ্টেম্বর বলেন, 'ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের কোনো বিকল্প আমাদের হাতে নেই।'

প্রধান উপদেষ্টার প্রেস সচিব গত ৭ই সেপ্টেম্বর বলেন, 'নির্বাচন যে করেই হোক ফেব্রুয়ারির (২০২৬ সালের) প্রথমার্ধেই হবে। পৃথিবীর কোনো শক্তি নেই যে এই নির্বাচন ঠেকাতে পারে।'

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ গত ১৩ সেপ্টেম্বর বলেন, ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন না হলে বাংলাদেশে অভ্যন্তরীণ অস্থিতিশীলতা তৈরি হওয়ার পাশাপাশি জাতীয় নিরাপত্তাও বিঘ্নিত হবে।

দেশের আর্থিক খাত বিশেষজ্ঞরাও দেশকে অর্থনৈতিক বিপর্যয়ের হাত থেকে রক্ষার জন্য দ্রুত নির্বাচন অনুষ্ঠান এবং নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের তাগিদ দিয়ে আসছেন।

এ বিষয়ে চব্বিশের গণ-আন্দোলনের পক্ষের রাজনৈতিক দলগুলোও একমত। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠানে দলগুলোর আপত্তি নেই।

বিবিসি বাংলায় আরো পড়তে পারেন
কাক

নির্বাচনের পদ্ধতি নিয়ে দ্বিমত ও আলোচনার মধ্যেই নির্বাচন নিয়ে আরও খবর বাংলাদেশের পত্রিকাগুলোর প্রথম পাতায় জায়গা করে নিয়েছে, যার মধ্যে সমকালের প্রথম পাতার খবর- অন্তত একবারের জন্য পিআর চায় জামায়াত।

এখানে বলা হচ্ছে, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বাংলাদেশ সফরে আসা ইউরোপিয়ান পার্লামেন্টের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন।

মঙ্গলবার রাজধানীর গুলশানে ইউরোপিয়ান ইউনিয়নের দূতাবাসে এ বৈঠক হয়। এর আগে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত আমিরের কার্যালয়ে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল সুষ্ঠু নির্বাচন হবে কি না- তা জানতে চেয়েছেন।

জবাবে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, সুষ্ঠু নির্বাচনের জন্য মানসিকতা পরিবর্তন প্রয়োজন। বড় প্রমাণ ডাকসু এবং জাকসু। পরাজিতরা ফল মানতে চায়নি।

নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে ফল পাল্টে দেওয়ার চেষ্টা কাজ হয়নি। পিআর পদ্ধতিতে একক প্রার্থী থাকবে না বলে, ফল পাল্টে ফেলা বা কেন্দ্র দখল থাকবে না। অন্তত একবার পিআর হোক। যদি এটা ভালো না হয়, পরেরবার বদল করা যাবে।

স

এই খবরে বলা হয়েছে, জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে আজ বুধবার রাজনৈতিক দলগুলোর সাথে ফের সংলাপে বসছে জাতীয় ঐকমত্য কমিশন।

রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বেলা সাড়ে ১১টায় বাস্তবায়নের উপায় নিয়ে তৃতীয় দিনের মতো বসছে কমিশনের সভা। এর আগে গত বৃহস্পতিবার ও রোববার দলগুলোর সাথে সনদ বাস্তবায়নের উপায় নিয়ে আলোচনায় বসে কমিশন।

এর মধ্যে গত রোববার প্রধান উপদেষ্টা ও কমিশনের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জুলাই সনদ বাস্তবায়নে দলগুলোকে ঐকমত্যে আসার আহ্বান জানান।

রাজনৈতিক দলগুলোর সাথে দীর্ঘ আলোচনার মাধ্যমে জুলাই জাতীয় সনদ ২০২৫ চূড়ান্ত করেছে জাতীয় ঐকমত্য কমিশন।

কিন্তু বাস্তবায়ন পদ্ধতি নিয়ে দলগুলো ঐকমত্যে না আসার কারণে সনদে স্বাক্ষর আটকে আছে।

নদি

এই প্রতিবেদনে বলা হচ্ছে, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও পিআর নিয়ে জামায়াতসহ ইসলামী কয়েকটি দলের কর্মসূচি ঘোষণার পর পাল্টা কৌশল নিয়ে তৎপর হচ্ছে বিএনপি।

আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হচ্ছে এমনটি ধরে সারা দেশে ভোটের আবহ সৃষ্টি করতে চাইছে দলটি। দলের সম্ভাব্য প্রার্থীদের ইতিমধ্যে জনগণের পাশে থেকে তাদের কল্যাণে কাজ করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। জনগণকে নির্বাচনমুখী করতে মানুষের ঘরে ঘরে যাওয়ার চিন্তা-ভাবনা করছেন নেতারা।

এ কাজে পুরুষের পাশাপাশি ব্যাপক পরিসরে দলের নারী নেতা কর্মীদেরও সম্পৃক্ত করা হবে। একইসঙ্গে বিএনপি'র সমমনা দলগুলো যাতে অন্য কোনো জোটের ফাঁদে পা না দেয় সেদিকেও নজর রাখার নির্দেশনা দেয়া হয়েছে নেতাদের।

মা

নির্বাচন নিয়েই শীর্ষ খবর আজকের পত্রিকাতেও- যার শিরোনাম, ভোটের মাঠে জোটের আলাপ।

খবরে বলা হচ্ছে, ঘোষণা অনুযায়ী পাঁচ মাস পর আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি জাতীয় নির্বাচন হওয়ার কথা। সে হিসাবে ভোটের তফসিল ঘোষণার সময় হাতে আছে আর মাত্র তিন-সাড়ে তিন মাস। কিন্তু জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও ভোটের পদ্ধতিসহ কিছু বিষয় নিয়ে দেশের প্রধান রাজনৈতিক দলগুলো এখন পরিষ্কার দুই ধারায় বিভক্ত।

এ বিষয়ে আলোচনা ও দর-কষাকষির মধ্যে একই দাবি ও কর্মসূচি নিয়ে মাঠে নামার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামীসহ তিনটি দল।

গণ-অভ্যুত্থান-পরবর্তী প্রেক্ষাপটে আওয়ামী লীগবিহীন ভোটের মাঠে বিএনপি ও জামায়াতে ইসলামীর সঙ্গে প্রধান দল হয়ে উঠেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মূলত এই তিন দলকেই ভোটের মাঠের প্রধান শক্তি হিসেবে ধরা হচ্ছে, আর নির্বাচনী জোটের আলাপও ঘুরছে তাদের কেন্দ্র করে।

আপ

এই প্রতিবেদনে বলা হচ্ছে, ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভিন্ন কৌশলে এগোচ্ছে বিএনপি।

তফশিলের আগেই ৩০০টির মধ্যে অন্তত ৭০ শতাংশ আসনে একক প্রার্থী চূড়ান্ত করে ঘোষণা দেওয়ার প্রাথমিক প্রস্তুতি চলছে।

এরই মধ্যে সুনির্দিষ্টভাবে প্রয়োজনীয় দায়িত্ব দেওয়া হয়েছে সংশ্লিষ্ট নেতাদের। তারা সম্ভাব্য প্রার্থীদের জনপ্রিয়তা যাচাইয়ের কাজ শুরু করেছেন। নানা উইং থেকে তুলে আনা হচ্ছে আসনভিত্তিক মাঠের প্রকৃত চিত্র। বিএনপির একাধিক শীর্ষ নীতিনির্ধারকের সঙ্গে আলাপ করে জানা গেছে এসব তথ্য।

এদিকে সোমবার রাতে সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে জনসম্পৃক্ত নানা কর্মকাণ্ডের মাধ্যমে ভোটারদের 'ডোর টু ডোর' যাওয়ার সিদ্ধান্ত হয়।

ববা

দুর্বল হয়ে পড়া শরিয়াহভিত্তিক পাঁচ ব্যাংককে একীভূত করে একটি ব্যাংকে রূপান্তরের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে বাংলাদেশ ব্যাংক। একীভূতকরণ প্রক্রিয়া বাস্তবায়ন করতে চলতি সপ্তাহে সবক'টি ব্যাংকে প্রশাসক বসানো হবে।

আর সে দায়িত্ব পাবেন কেন্দ্রীয় ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। প্রশাসককে সহায়তা করতে নিয়োগ দেয়া হবে আরো চারজন কর্মকর্তা।

নিয়োগপ্রাপ্ত প্রশাসক দলই একীভূতরণ প্রক্রিয়া এগিয়ে নেবেন।

গভর্নর ড. আহসান এইচ মনসুরের সভাপতিত্বে গতকাল অনুষ্ঠিত কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

একীভূত হতে যাওয়া পাঁচ ব্যাংক হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি, ইউনিয়ন ব্যাংক পিএলসি, গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি, সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি ও এক্সিম ব্যাংক পিএলসি।

এর প্রথম চারটি ব্যাংকেরই নিয়ন্ত্রণ ছিল এস আলম গ্রুপের হাতে। আর এক্সিম ব্যাংকের চেয়ারম্যান ছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা-ঘনিষ্ঠ ব্যবসায়ী মো. নজরুল ইসলাম মজুমদার।

new age

নিউ এইজ পত্রিকার খবর- Govt issues 12 directives for dengue care।

এই খবরে বলা হচ্ছে, মঙ্গলবার ডিরেক্টরেট জেনারেল অব হেলথ সার্ভিসেস (ডিজিএইচএস) ডেঙ্গু চিকিৎসায় অগ্রাধিকার দিতে দেশের সব হাসপাতালকে ১২ দফা নির্দেশনা জারি করেছে। সারাদেশে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়তে থাকায় এই নির্দেশনা দেওয়া হলো।

ডিজিএইচএস হাসপাতাল শাখার পরিচালক আবু হোসেন মো. মঈনুল আহসানের স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, প্রতিটি হাসপাতালে বিশেষজ্ঞদের নেতৃত্বে ডেঙ্গু চিকিৎসার জন্য আলাদা মেডিকেল বোর্ড গঠন করতে হবে।

সন্দেহভাজন রোগীর দ্রুত এনএস১ পরীক্ষা নিশ্চিত করা, ২৪ ঘণ্টা পরীক্ষা ও চিকিৎসা চালু রাখা, প্রয়োজন অনুযায়ী আইসিইউ সাপোর্ট দেওয়া এবং সব ভর্তি রোগীকে নির্দিষ্ট ওয়ার্ডে রাখার নির্দেশনা দেওয়া হয়।

এছাড়া রোগী মৃত্যুর ক্ষেত্রে ছয় ঘণ্টার মধ্যে ডিজিএইচএস-কে জানাতে হবে এবং ২৪ ঘণ্টার মধ্যে বিস্তারিত প্রতিবেদন জমা দিতে হবে। এছাড়া হাসপাতালগুলোকে চারপাশে মশা নিয়ন্ত্রণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালাতে স্থানীয় সিটি করপোরেশন বা পৌর কর্তৃপক্ষকে জানাতে হবে।

প্রআ

প্রথম আলো পত্রিকার শেষ পাতার সংবাদ- 'খালি ইলশার সুরতটা দেইখ্যা যাই'। ইলিশ মাছের দাম বরিশালের বাজারে ২১৫০ টাকা, ৫০০ গ্রামের ইলিশ ১৫০০ টাকা।

এই প্রতিবেদনে বলা হচ্ছে, দিনমজুর আবুল কালাম অপেক্ষা করছিলেন মৌসুমের শেষ দিকে বাজারে সরবরাহ বাড়লে দাম কমবে তখন অন্তত একটা ইলিশ কিনবেন।

বড় একটি ইলিশ কিনে স্ত্রী-সন্তানদের মুখে তুলে দিবেন। কিন্তু তার সেই আশা পূরণ হয়নি, হবে বলেও আর মনে করেন না তিনি।

শুধু নিম্নবিত্ত নয়, নিম্নমধ্যবিত্তেরও নাগালে নেই ইলিশ মাছ। চৌমাথা বাজারে কালামের আক্ষেপের কথা শোনার সময় পাশে ৩ হাজার ২০০ টাকায় ৮০০ গ্রামের দুটি ইলিশ কিনলেন এক বেসরকারি চাকরিজীবী।

ক্রেতা ও খুচরা বিক্রেতাদের অভিযোগ মূলত পাইকারি বাজারে সিন্ডিকেটের কারণে দাম বাড়ছে, এরপর খুচরা বিক্রেতা, প্রতি ধাপে কমিশন ও লাভ যোগ হয়, এতে শেষ পর্যন্ত ক্রেতার ওপর পড়ে বাড়তি দামের বোঝা।

ডেস্টা
স্কিপ করুন বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল পড়ুন
আপনার হোয়াটসঅ্যাপে বিবিসি বাংলা।

বিবিসি বাংলার সর্বশেষ খবর ও বিশ্লেষণ এখন সরাসরি আপনার ফোনে।

ফলো করুন, নোটিফিকেশন অন রাখুন

বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল

দ্য ডেইলি স্টার পত্রিকার প্রথম পাতার খবর- When water becomes poison. এই প্রতিবেদনে বলা হচ্ছে, বিষাক্ত বা লবনাক্ত পানি যেভাবে প্রাণসংহারী হয়ে ওঠে।

খবরে বলা হয়, ৪৫ বছর বয়সী শেফালী বিবি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দাতিনাখালি গ্রামের বাসিন্দা।

ভোর থেকে তিনি মাছ ধরার জাল টানেন, কাছের পুকুর থেকে ঘাস তোলেন। সেই পুকুরের লবণাক্ত পানিতেই তিনি গোসল করেন, গৃহস্থালির কাজ সারেন।

কিন্তু দীর্ঘদিন ধরে এই লবণাক্ত পানির সংস্পর্শে থাকায় এখন তাঁর সারা শরীরে ঘা ও চুলকানির মতো চর্মরোগ দেখা দিয়েছে।

শেফালী বিবি বলেন, "আমার আর কোনো উপায় নেই। চুলকানির জন্য রাতে ঘুমাতে পারি না। তৃষ্ণা পেলেও এক গ্লাসের বেশি পানি খাওয়ার সাহস করি না। পানি সংকট আর লবণাক্ততা আমাদের প্রতিদিন একটু একটু করে মেরে ফেলছে।"

তিন বছর আগে তাঁর জরায়ুর অপারেশন হয়েছিল। এরপর থেকেই তিনি অবসাদ, মাথা ঘোরা আর ক্ষুধামান্দ্যসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন, যা চিকিৎসকেরা পানির মানের সঙ্গে সম্পর্কিত বলে উল্লেখ করেছেন।

শেফালীর বাড়ি থেকে প্রায় তিন কিলোমিটার দূরে আছে সবচেয়ে কাছের নিরাপদ পানির উৎস। নদী ও ভূগর্ভস্থ পানি লবণাক্ত হয়ে যাওয়ায় স্থানীয় মানুষজন বৃষ্টির পানি জমিয়ে রাখেন বা অনেক দূর হেঁটে পানি আনতে বাধ্য হন। এলাকায় কয়েকটি ফিল্টার থাকলেও শেফালীর মতো নারীরা সেখানে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকেন।

শত শত নারী একই দুর্ভোগ পোহাচ্ছেন। কেউ কেউ বাধ্য হয়ে নদীর লবণাক্ত পানি ব্যবহার করেন, যা তাঁদের স্বাস্থ্যের সমস্যা আরও বাড়িয়ে দিচ্ছে।