রাতের আঁধারে ইউক্রেনের বিধ্বস্ত শহর মারিউপোল সফর করলেন পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত বছর ইউক্রেনে আগ্রাসন শুরুর পর এই প্রথমবারের মতো নতুন দখলকৃত অঞ্চলে এক প্রকাশ্য সফরে গেছেন।
তিনি ইউক্রেনের বিধ্বস্ত শহর মারিউপোল পরিদর্শন করেছেন, কয়েক সপ্তাহ ধরে বোমা বর্ষণের পর যে শহরটি রুশ সৈন্যরা গত মে মাসে দখল করেছিল।
রুশ সংবাদমাধ্যম খবর দিচ্ছে, মি. পুতিন হেলিকপ্টারে চড়ে ঐ শহরে এসে নামেন এবং অন্ধকারের মধ্যে গাড়িতে শহরটির বিভিন্ন জায়গা ঘুরে দেখেন।
তিনি শহরের কিছু বাসিন্দার সাথেও কথা বলেন।
সংবাদদাতারা বলছেন, মারিউপোল মস্কোর সরকারের জন্য একটি বিরল সামরিক সাফল্যের প্রতীক এবং রুশ নেতার এই সফরের উদ্দেশ্য হচ্ছে ইউক্রেন যুদ্ধে যে তারা সফল হচ্ছে তা সবাইকে দেখানো।

ছবির উৎস, Getty Images
গত শুক্রবার দা হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতের কৌঁসুলিরা প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ করেছেন।
বিবিসির কূটনৈতিক বিষয়ক সংবাদদাতা জেমস ল্যান্ডল জানাচ্ছেন, ভ্লাদিমির পুতিন দৃশ্যত মনে হচ্ছে অধিকৃত ইউক্রেনে বর্ধিত সফর করছেন।
গতকাল শনিবার তিনি সফর করেছেন ক্রাইমিয়া, রাতের বেলা সফর করেছেন মারিউপোল শহর।
মারিউপোল দক্ষিণ ডনবাস অঞ্চলের একটি শিল্প বন্দর শহর।
যুদ্ধের প্রাথমিক পর্যায়ে শহরটি ছিল ইউক্রেনীয় প্রতিরোধের প্রতীক।
এই শহরের অ্যাজভস্টাল স্টিল প্ল্যান্টে ইউক্রেনীয় প্রতিরোধ বাহিনী কয়েক মাস ধরে রুশ বাহিনীকে ঠেকিয়ে রেখেছিল।
মারিউপোল একই সাথে কথিত যুদ্ধাপরাধেরও একটি অকুস্থল যেখানে রুশ বাহিনী একটি প্রসূতি হাসপাতাল এবং একটি থিয়েটার, যেখানে বেসামরিক লোকজন আশ্রয় নিচ্ছিল, তার ওপর বোমা বর্ষণ করেছিল।

ছবির উৎস, Getty Images
End of বিবিসি বাংলায় অন্যান্য খবর:
রুশ নিউজ চ্যানেল রোসিয়া-২৪ ক্রেমলিনের প্রেস-সার্ভিসের উদ্ধৃতি দিয়ে জানাচ্ছে, মারিউপোল সফরের সময় তার সাথে ছিলেন উপ-প্রধানমন্ত্রী মারাত খুসনুলিন, যিনি তাকে শহরের পুনর্নির্মাণ সম্পর্কে অবহিত করেন।
এই সফরের সময় মি. পুতিন স্থানীয় এক পরিবারের আমন্ত্রণে তাদের বাড়িতেও গিয়েছিলেন বলে বলা হয়েছে।
তবে টিভি প্রতিবেদনে পরিবারটির সাথে দেখা করার ওপর কোন ভিডিও ফুটেজ প্রকাশ করা হয়নি।
বিবিসির মনিটরিং বিভাগ জানাচ্ছে, ভ্লাদিমির পুতিন একই দিনে দক্ষিণ-পশ্চিম রাশিয়ার রস্টভ-অন-ডন শহরে "বিশেষ সামরিক অভিযান" এর কমান্ড পোস্টে একটি বৈঠকও করেন।

ছবির উৎস, Getty Images
রুশ সশস্ত্র বাহিনীর স্টাফ প্রধান ও ইউক্রেনে রাশিয়ার শীর্ষ কমান্ডার জেনারেল ভ্যালেরি গেরাসিমভসহ রুশ সামরিক কমান্ডাররা মি. পুতিনকে তাদের সামরিক অভিযানের অগ্রগতি সম্পর্কে অবহিত করেন।
ভিডিওটিতে দেখা গেছে, জেনারেল গেরাসিমভ এবং মি. পুতিন একসাথে একটি সিঁড়ি বেয়ে হেঁটে যাচ্ছেন এবং জেনারেল প্রেসিডেন্টকে জিজ্ঞাসা করছেন তার হাতে কতটা সময় আছে। এর জবাবে মি. পুতিন বলেন, "যতটা প্রয়োজন ততটা।"
ক্রাইমিয়া দখলের নবম বার্ষিকীতে ভ্লাদিমির পুতিন রুশ অধিকৃত ঐ ভূখণ্ড সফর করলেন। এরপরই তিনি মারিউপোল যান।









