আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
পত্রিকা: 'প্রতিদিন তিনজনের বেশি অপহরণ'
প্রতিদিন তিনজনের বেশি অপহরণ— কালের কণ্ঠের শেষের পাতার খবর এটি।
এতে বলা হয়েছে, চলতি বছরের প্রথম ১০ মাসে দেশে ৯২১টি অপহরণের মামলা হয়েছে, অর্থাৎ প্রতিদিন গড়ে তিনজন মানুষ অপহৃত হয়েছেন।
গত বছর একই সময় এ সংখ্যা ছিল ৫০১। অর্থাৎ এক বছরে অপহরণের হার প্রায় দ্বিগুণ হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর তথ্য অনুযায়ী, বেশিরভাগ অপহরণের পেছনে মুক্তিপণ আদায়, প্রতিশোধ, প্রেমঘটিত বিরোধ বা ব্যাবসায়িক দ্বন্দ্বের মতো কারণ রয়েছে।
বিশ্লেষণে দেখা গেছে, আগে যেখানে বেশিরভাগ অপহরণ ঘটত রাতের অন্ধকারে, এখন তা ঘটছে দিনের আলোতেও। অনলাইন রাইডশেয়ারিং, ব্যাবসায়িক লেনদেনের ছলে কিংবা প্রেমের সম্পর্কের ফাঁদে ফেলে অপহরণের ঘটনা ঘটছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, প্রকৃত অপহরণের সংখ্যা পুলিশের রেকর্ডের চেয়েও বেশি। প্রতিদিন গড়ে তিনজন অপহৃত হওয়ার অর্থ হলো দেশে আইনের শাসনে বড় ঘাটতি রয়েছে।
সমকালের প্রধান শিরোনাম— সব পক্ষকে তুষ্ট করে আদেশ।
এই খবরে জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়নে আদেশ জারির কথা বলা হয়েছে। এতে বিএনপি, জামায়াত, এনসিপিসহ প্রায় সব রাজনৈতিক দলের দাবি সমন্বয় করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এই আদেশ জারি করেছেন।
আদেশে বলা হয়েছে, সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে (পিআর) উচ্চকক্ষ, সনদ অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার গঠনসহ চার বিষয়ে একটি প্রশ্নে গণভোট অনুষ্ঠিত হবে। এতে 'হ্যাঁ-না' ভোট দেবেন ভোটাররা।
আদেশ অনুযায়ী, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন ও গণভোট এক দিনে হবে। এতে বিএনপির দাবি পূরণ হয়েছে।
দলটি চেয়েছিল, গণভোট হবে সনদের সংস্কার প্রস্তাবে দলগুলোর দেওয়া নোট অব ডিসেন্ট (ভিন্নমত) অনুযায়ী। এ দাবি আংশিক পূরণ হয়েছে।
দলীয় প্রধান পদে থাকতে পারবেন না প্রধানমন্ত্রী, এটিসহ ১০ সংস্কার প্রস্তাবে রাজনৈতিক দলের নোট অব ডিসেন্ট অনুযায়ী বাস্তবায়নের সুযোগ রাখা হয়েছে গণভোটে।
জাতীয় নির্বাচনের আগেই গণভোট করতে হবে, জামায়াতের এ দাবি পূরণ হয়নি।
তবে পিআর পদ্ধতিতে সংসদের উচ্চকক্ষ গঠন, সনদে বর্ণিত উপায়ে তত্ত্বাবধায়ক সরকার গঠন এবং প্রধানমন্ত্রী নন, কমিটির মাধ্যমে সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগ সংক্রান্ত আট সংস্কার প্রস্তাব, বিএনপির নোট অব ডিসেন্ট উপেক্ষা করে গণভোটের সিদ্ধান্ত জামায়াতসহ আট দলের দাবি পূরণ করেছে।
জামায়াতের মতো এনসিপিরও দাবি ছিল, গণভোটে নোট অব ডিসেন্ট রাখা যাবে না। দলটির অবস্থান ছিল, সংবিধান সংস্কার হবে রাজনৈতিক দলগুলোর সংলাপে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে ঐকমত্য হওয়া প্রস্তাবের ভিত্তিতে।
এনসিপির প্রধান দাবি ছিল, সংসদ নয়, গণপরিষদে সংবিধান সংস্কার হবে।
সনদ বাস্তবায়ন আদেশ অনুযায়ী, গণপরিষদের সমতুল্য সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে আগামী সংসদ নির্বাচনে বিজয়ী এমপিদের নিয়ে। এই পরিষদ ১৮০ দিনের মধ্যে গণভোটের ফলাফল অনুযায়ী সংস্কার করবে। এর মাধ্যমে এনসিপির প্রধান দাবি পূরণ হয়েছে।
এদিকে, জামায়াত ও এনসিপি আওয়ামী লীগ মনোনীত রাষ্ট্রপতির মাধ্যমে আদেশ জারির বিরুদ্ধে ছিল। দলগুলোর দাবি ছিল, জুলাই গণঅভ্যুত্থানের ক্ষমতাবলে অন্তর্বর্তী সরকারকে আদেশ জারি করতে হবে। সনদকে আইনি ভিত্তি দিতে হবে। তবে সরকার এ পথে যায়নি।
জুলাই সনদ বাস্তবায়ন আদেশ নিয়ে রাজনৈতিক দলগুলোর মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে, এ নিয়ে ইংরেজি দৈনিক নিউ এইজের দ্বিতীয় প্রধান শিরোনাম— July charter order draws mixed reactions।
এতে বলা হয়েছে, এই সনদ বাস্তবায়নে আদেশ এবং তার আগে জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের ভাষণ নিয়ে বিএনপি, জামায়াত, এনসিপিসহ রাজনৈতিক দলগুলোকে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করতে দেখা গেছে।
দুপুরে প্রধান উপদেষ্টার ভাষণের পরপরই বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, প্রধান উপদেষ্টা নিজের সই করা জুলাই জাতীয় সনদ লঙ্ঘন করেছেন।
'সংবিধান সংস্কার পরিষদ' একটি নতুন ধারণা এবং জাতীয় ঐক্যমত্য কমিশনে বিষয়টি নিয়ে কখনও আলোচনা হয়নি বলেও জানান তিনি।
গণভোটের জন্য নির্ধারিত চারটি প্রশ্নকে জনগণের জন্য জবরদস্তিমূলক বলে অভিহিত করেছেন বিএনপির এ নেতা।
একইদিনে গণভোট ও জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে বিএনপি একমত বলে সালাহউদ্দিন আহমদ উল্লেখ করেন।
জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের আদেশ জারিকে স্বাগত জানিয়েছেন, কিন্তু একইদিনে গণভোট ও নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্তের নিন্দা জানান।
তার দাবি, জুলাই সনদ কার্যকর করার জন্য জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রয়োজন, কিন্তু তা না করে প্রধান উপদেষ্টা বিভ্রান্তি তৈরি করেছেন।
তার আগে, দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার-ও একই সুরে কথা বলেছেন। তিনি বলেন, একইদিনে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার ঘোষণা জনগণের প্রত্যাশা পূরণ করেনি।
এনসিপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেছেন, গণভোটের সময় নির্ধারণে তার দলের কোনও আপত্তি নেই। তবে, রাষ্ট্রপতি কর্তৃক আদেশ জারি নিয়ে প্রশ্ন তুলেছে তারা।
বিশ্ব ডায়াবেটিস দিবস আজ, দক্ষিণ এশিয়ায় আক্রান্তের হারে দ্বিতীয় বাংলাদেশ— বণিক বার্তার পেছনের পাতার একটি খবরের শিরোনাম এটি।
এই খবরে বলা হয়েছে, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ডায়াবেটিসে আক্রান্তের হারের দিক থেকে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়, আর বিশ্বে অষ্টম।
দেশে ২০ থেকে ৭৯ বছর বয়সীদের মধ্যে ১৩ দশমিক ২ শতাংশই কোনো না কোনোভাবে এ সমস্যায় ভুগছেন।
ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশনের (আইডিএফ) সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়। তাদের প্রতিবেদন-২০২৪-এ দেয়া তথ্য অনুযায়ী দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে কেবল পাকিস্তানেই ডায়াবেটিস আক্রান্তের হার বাংলাদেশের চেয়ে বেশি।
আইডিএফের প্রতিবেদন অনুযায়ী, দেশের মোট প্রাপ্তবয়স্ক জনসংখ্যা ১১ কোটি ৩০ লাখ ৫৪ হাজার ৫০০। এর মধ্যে ১৩ দশমিক ২ শতাংশ ডায়াবেটিসে আক্রান্ত। সে হিসাবে ১ কোটি ৩৮ লাখ ৭৭ হাজার ৪০০ জনই কোনো না কোনোভাবে এ সমস্যায় ভুগছেন।
তবে বিশেষজ্ঞরা জানান, আক্রান্তের সংখ্যা আরও বেশি। কারণ ডায়াবেটিসের রোগীদের একটি বড় অংশই নিজেদের রোগ সম্পর্কে অবগত নয়।
দ্রুত নগরায়ণ, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, শারীরিক পরিশ্রম হ্রাস ও মানসিক চাপকে এর প্রধান কারণ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।
শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার রায় সোমবার— প্রথম আলোর দ্বিতীয় প্রধান শিরোনাম এটি।
এতে বলা হয়েছে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে করা মামলার রায় ঘোষণা করা হবে আগামী সোমবার (১৭ নভেম্বর)।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ গতকাল বৃহস্পতিবার এ মামলার রায়ের এই দিন ধার্য করেন।
শেখ হাসিনার পাশাপাশি এই মামলার অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
এর মধ্যে সাবেক আইজিপি মামুন 'অ্যাপ্রুভার' (রাজসাক্ষী নামে পরিচিত) হিসেবে জবানবন্দি দিয়েছেন।
গত বছরের এক জুলাই থেকে পাঁচ অগাস্ট পর্যন্ত সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় এটিই প্রথম কোনও মামলা, যেটির রায় ঘোষণার তারিখ নির্ধারণ করা হলো।
মামলাটিতে তিন আসামির বিরুদ্ধে মোট পাঁচটি আনুষ্ঠানিক অভিযোগ আনে প্রসিকিউশন।
যার মধ্যে রয়েছে সংবাদ সম্মেলনে শেখ হাসিনার উসকানিমূলক বক্তব্য প্রদান; হেলিকপ্টার, ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূল করার নির্দেশ প্রদান; রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদকে গুলি করে হত্যা; রাজধানীর চানখাঁরপুল এলাকায় ছয় আন্দোলনকারীকে গুলি করে হত্যা এবং আশুলিয়ায় ছয়জনকে পোড়ানোর অভিযোগ।
দেশ রূপান্তরের প্রথম পাতার একটি সংবাদের শিরোনাম— ঢাকার বাইরে বিচ্ছিন্ন নাশকতা।
প্রতিবেদনটিতে বলা হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিতে ঢাকায় বড় ধরনের কিছু না হলেও একাধিক জেলায় নাশকতা হয়েছে।
বুধবার গভীর রাত থেকে শুরু করে গতকাল বৃহস্পতিবার দুপুর পর্যন্ত রাস্তা অবরোধ ও যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
ঢাকা-খুলনা মহাসড়কে পাঁচ ঘণ্টা যান চলাচল বন্ধসহ ৪টি জেলায় যোগাযোগ ব্যাহত হওয়ায় যাত্রীরা দুর্ভোগে পড়েন।
আবার কোনও কোনও স্থানে আওয়ামীবিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীরা রাস্তায় জড়ো হয়ে বিক্ষোভ করেছে।
শেখ হাসিনার মামলার রায়ের তারিখ ঘোষণাকে ঘিরে দলটির দেয়া এই কর্মসূচির কারণে জনমনে উদ্বেগ-উৎকণ্ঠা থাকলেও যানবাহন চলাচল স্বাভাবিক ছিল প্রতিবেদনে উল্লেখ করা হয়।
End of বিবিসি বাংলার অন্যান্য খবর:
রাজশাহীতে বাসায় ঢুকে বিচারকের ছেলেকে হত্যা— যুগান্তরের প্রথম পাতার সংবাদ এটি।
এতে বলা হয়েছে, রাজশাহী মহানগর দায়রা জজ আবদুর রহমানের বাসায় ঢুকে তার স্কুলপড়ুয়া ছেলেকে কুপিয়ে হত্যা করেছে এক দুর্বৃত্ত।
এ সময় বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসি আহত হন।
হামলাকারী লিমন মিয়াও আহত হয়।
প্রাথমিক তদন্ত অনুযায়ী রাজশাহী মেট্রোপলিটন পুলিশ বলছে, ঘাতক লিমন বিচারকের পূর্বপরিচিত। লিমনের বাড়ি গাইবান্ধায়, পেশায় চালক।
আর্থিকভাবে অসচ্ছল হওয়ায় লিমনকে মাঝেমধ্যে আর্থিক সাহায্য করতেন বিচারকের স্ত্রী। ঘনিষ্ঠতা হওয়ায় লিমন আরও টাকা দাবি করে।
তবে এতে লিমনের ওপর বিচারকের পরিবার বিরক্ত হয়। চাহিদামতো টাকা না পেলে ফোন করে হুমকি দিত লিমন। টাকা না দিলে পরিবারের সবাইকে হত্যার কথা বলতো।
এ নিয়ে থানায় কয়েকদিন আগে সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়।
শিশু-কিশোরদের মধ্যেও বাড়ছে উচ্চ রক্তচাপ— আজকের পত্রিকার শেষের পাতার একটি খবরের শিরোনাম এটি।
এই খবরে বলা হয়েছে, গত ২০ বছরে শিশু-কিশোরদের উচ্চ রক্তচাপে আক্রান্ত হওয়ার হার বেড়ে দ্বিগুণ হয়েছে।
শিশু-কিশোরদের স্বাস্থ্যবিষয়ক গবেষণা নিবন্ধ প্রকাশকারী সাময়িকী দ্য ল্যানসেট চাইল্ড অ্যাডোলেসেন্ট হেলথ গত বুধবার এ সংক্রান্ত একটি গবেষণা নিবন্ধ প্রকাশ করেছে।
শিশু-কিশোরদের উচ্চ রক্তচাপে আক্রান্তের কারণ একাধিক। এর মধ্যে শিশু বয়সে অতিরিক্ত ওজন সবচেয়ে বড় কারণ। কারণ, ইনসুলিন রেজিস্ট্যান্স, প্রদাহ ও শরীরে রক্তপ্রবাহের সঙ্গে অতিরিক্ত ওজনের যোগসূত্র রয়েছে।
খাদ্যাভ্যাসও উচ্চ রক্তচাপের একটি কারণ। অতিরিক্ত সোডিয়াম ( লবণ ) গ্রহণ এবং অতিপ্রক্রিয়াজাত খাবার এ সমস্যা তৈরি করতে পারে।
ভালোভাবে ঘুম না হওয়া, মানসিক চাপ ও উচ্চ রক্তচাপের পারিবারিক ইতিহাস থাকলেও শিশু-কিশোররা এ সমস্যায় আক্রান্ত হতে পারে।
হার্ভার্ড মেডিকেল স্কুলের বেথ ইসরায়েল ডিকোনেস মেডিকেল সেন্টারের সহকারী অধ্যাপক ড . মিংইউ ঝ্যাং বলেছেন, শিশু-কিশোরদের মধ্যে যাদের উচ্চ রক্তচাপের সমস্যা হচ্ছে , তাদের পরবর্তী সময়ে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেশি।
৯২ শতাংশ কোম্পানির শেয়ারদর কমেছে— ইত্তেফাকের প্রথম পাতার শিরোনাম এটি।
এই খবরে বলা হয়েছে, গতকাল বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের শেয়ার বাজারে ঢালাও দরপতন হয়েছে।
প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনকৃত কোম্পানির ৯১ দশমিক ৬৬ শতাংশেরই দর কমেছে এদিন।
এতে এক দিনেই ডিএসইর বাজার মূলধন কমেছে ৭ হাজার ৯৩৬ কোটি ১১ লাখ টাকা।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র দেখা গেছে।